নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিসেট বাটন কমেন্টটা ইউনুস হঠাত করে বসেছেন বা না বুঝে বলেছেন এইটা যারা প্রচার করছে তারা হয় ভন্ড হয়তো দালাল। প্রথম আলো আর ডেইলী স্টার বরাবরই সামরিক বা অবৈধ শাসকদের দালালী করেছে - এবারও নেমেছে একই কাজে। তারা ইউনুসের অবৈধ দখলদার গোষ্ঠীকে যৌক্তিক করার কাজ শুরু করেছে।
ইউনুস অত্যান্ত নীচুতার পরিচয় দিয়েছে যখন তাকে প্রশ্ন করা হয়েছে ১৫ আগষ্ট এবং বঙ্গবন্ধুর মিউজিয়াম পোড়ানো নিয়ে - উনি প্রশ্ন শুনে রেগে গেলেন - তার চেহারায় প্রবল রাগের ছবি - উনি মনে বঙ্গবন্ধুর নামই সহ্য করতে পারেন নাই - পাল্টা আক্রমন করলেন প্রশ্নকারীকে এবং প্রশ্নকারীকে মোটামুটি ধমকের সুরে মনে করিয়ে দিলেন 'রিসেট বাটন" টিপে দেওয়ার কথা।
এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে আর দালাল মতি আর মাহফুজ গং ডেমেজ কন্ট্রোলের চেষ্টা করছে।
ইউনুসকে প্রকাশ্য তার মন্তব্যের জন্যে ক্ষমা চাইতে হবে - কারন দেশের আনাচে কানাচে এখনও মুক্তিযুদ্ধের ভিকটিমের পরিবার নীরবে তাদের স্বজন হারানোর কষ্ট বহন করছে আর উনি তাদের দারুন অপমান করেছেন। আর উনার জানা উচিত পশ্চিমাদের দালালী করে ব্যাংকার পেশার একজন শান্তিতে ভুয়া নবেল কখনই একটা জাতির স্বাধীনতার নেতৃত্ব দিয়ে জাতির পিতার মর্যাদা পাওয়ার সমান হতে পারে না।
আর উনাকে কেউ জানান যে সন্মান পেতে হলে সন্মান দিতে হয়।
২| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৩
রানার ব্লগ বলেছেন: ইনুছ একজন বাজে লোক।
৩| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩২
আহা রুবন বলেছেন: গত দুই মেয়াদে শেখ হাসিনা দাম্ভীকতার যে পর্যায়ে গিয়েছিলেন ডঃ ইউনূস দুই মাসেই সেখানে পৌঁছেছেন। বঙ্গবন্ধুকে মনে হয় তিনি সহ্য করতে পারেন না।
৪| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৭
আরইউ বলেছেন:
ক্লিনটন ফ্যামিলি কোটায় নোবেল পাওয়া, একজন বৃদ্ধের কথায় এত গুরুত্ব দেয়ার কী আছে! আর সে নিজেই বলেছে তার মালিক হলো "কোমলমতীরা"। তারা যা শিখিয়ে দিয়েছে বেচারা তাই বলেছে।
৫| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০৭
আহমেদ রুহুল আমিন বলেছেন: যে দেশে গুণি মানুষের কদর নেই, সেই দেশে গুণি মানুষ জন্মায়না... ।
৬| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:১২
ইফতেখার ভূইয়া বলেছেন: দেশে স্বৈরাচারী ফ্যাসিস্টদের পদযুগল লেহনকারীর সংখ্যা নিতান্তই কম নয়। এতদিন পদ লেহন করে টু-পাইস কামানোর পরে এখন ধান্দা না থাকায় তাদের কষ্ট হচ্ছে।
১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৭
আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: ছাগুদের সংখ্যাও কম নয় - এরা লিল্লাহ ছদকা খেয়ে বেশ নাদুস নুদুস হয়েছে দেখছি।
৭| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২৫
মুসাফির নামা বলেছেন: এসব দালালী আর কত?আপনাদের যুক্তিও মানলেও সমস্যা কি?উনি মানুষ, উনারও ভুল হতে পারে।উনিতো স্বৈরাচারদের মত গো ধরে বসে থাকেন না,সংশোধন করেন।
৮| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৫০
উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: ড. ইউনুস রিসেটের কথা বলেছেন, রিমুভ বা ডিলিট করবেন বলেননি। রিসেট করা মানে কি মুছে দেয়া? আর এখানে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার কথাই বা আসছে কেন! সব কিছুতেই মুক্তিযুদ্ধকে টেনে এনে চেতনার ব্যবসা করা এখন আর পাবলিক খায় না। রিসেট মানে হলো পুনরায় সেট করা। হা মুক্তিযুদ্ধের যে একতরফা আওয়ামী বয়ান গত পনের বছর প্রতিষ্ঠিত করা হয়েছে, সেই একদলীয় মিথ্যা ইতিহাসকে অবশ্যই রিসেট করতে হবে।
৯| ১১ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৫৩
ক্লোন রাফা বলেছেন: উনি সজ্ঞানে জেনে বুঝেই বলেছেন । রিসেট আর রিস্টার্ট যে এক নয় এটা বর্তমান যুগের ৫ বছরের শিশুও বুঝতে পারে।কসমেটিক সার্জারি করতে উনার লাগলো এক সপ্তাহেরও বেশি। দেখি উনার চিন্তা চেতনায় বাংলাদেশ কোথায় আছে নাকি মাস্টারদের পারপাস সার্ভ করতে আসছে ।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: কেউ বেফাঁস কথা বলে ক্ষমতা হারায় আবার কেউ ক্ষমতায় থেকে যায়।