নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ হাসিনার নামে এতো মামলা হয়েছে যা গিনেজ বুক অব ওয়ালর্ড রেকর্ড এ চলে যাবে। এইটা ছিলো অবৈধ সরকারের ভুল - ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত।
আমার ধারনা পরিকল্পিত ভাবেই করা হয়েছে করা হয়েছে - বোকা বানানো আন্দোলনকারীদের একটা বুঝ দেওয়া জন্যে হয়তো করা হয়েছে।
কারন এই অবৈধ সরকারের মুল কারিগররা শেখ হাসিনাকে সম্পূর্ন নিরাপত্তা দিয়ে দিল্লীতে রেখে এসেছে।
অন্যদিকে - বন্দিবিনিময় চুক্তির সুবাদে শেখ হাসিনাকে ভারত থেকে আনার রাস্তা বন্ধ করেছে জামায়াত - তাদের যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নিতে আদালতের বিচারপতি আর তাজুলের নিয়োগ দিয়ে প্রতিশোধের রাস্তা করতে গিয়ে শুরু থেকেই বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে - যা আন্তর্জাতিক ভাবে সমালোচনার মুখে পড়েছে। এই অবস্থায় ভারতে কোন ভাবেই শেখ হাসিনাকে ফেরত দেবার আলোচনায়ই আসবে না।
সমন্বয়ক আর জাতীয় নাগরিক কমিটির হাতে কাঠি চকলেট ধরিয়ে দিয়েছে ইউনুস - তাদের একমাত্র কাজ নির্বাচনে যে আওয়ামীলীগ পরিপূর্ন শক্তিতে আসতে না পারে। কারন এই তথাকথিক বিপ্লবের পরিধি শহর আর টিভির টকশোর বাইরে যেতে পারেনি নি - আর পাড়ার সম্ভাবনা খুবই কম।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৫১
আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: ইউনুস নিজের ভাল ছাড়া আর কিছু বুঝে না - নিজের ফেইমটাই উনার কাছে সবচেয়ে গুরুত্ব পায়। দেখুন ক্ষমতা দখলের পর উনি যে কয়টা রাষ্ট্রীয় সফরে গিয়েছে সবগুলোতেই উনি নিজের থিয়োরী বিক্রি করার চেষ্টা করছেন। আর ১১০০ কোটি টাকার ট্যাক্স ফাকিসহ সব মামলা বাতিল করেছেন। আমার মনে হয় উনি এর বাইরে কিছুই ভাবতে পারেন না।
২| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৫
আদিত্য ০১ বলেছেন: জাতীয় নাগরিক কমিটির সেই সদস্য প্লেবয় সালমান মুক্তাদির যখন কথা বলে বা ফেইসবুকে পোস্ট দেয় তখন মনে বানর খেলার সময় বানরের মালিক গলায় শিকল ঝুলিয়ে যা করতে বলে তাই করে মানুসের মনোরঞ্জনের জন্য। এই কমিটি বা অছাত্রদের কাজ এখন তাই। তাদের গলায় শিকল ঝুলিয়ে দিয়েছে আমেরিকা আর সেই শিকল ধরে রেখেছে জামাত। জামাত শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে যা করতে বলে, তারা বানরের মত তাই করতে লাফায়।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:০০
আদিত্য ০১ বলেছেন: আওয়ামীলীগ পরিপূর্ন শক্তিতে আসবে সেটা হয়ত ১/২ বছর লাগবে। আর শেখ হাসিনাও ফিরবেন, আমেরিকা ও ভারতের গ্রীণ সিগনাল পেলেই। এই যে এত শত শত মামলা এগুলা মুলা ঝুলানো ছাড়া কিছুই না। এগুলা টিকবে না, এইটা আসিফ নজরুল বা অন্য অনেকেই বলছে। এগুলা সবই মেটিকুলাস ডিজাইন । জামাত চাইছিলো শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নিতে, সেইটা হয় নি হবেও না।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৩৩
আমি নই বলেছেন: ২০০১ এর পর সম্ভবত সবগুলো সরকারই অবৈধ, ১/১১ এর সরকার অবৈধ হলে তাদের আন্ডারে হওয়া নির্বাচনে হওয়া সরকারো অবৈধ হওয়ার কথা।
যাইহোক, বিগত সরকারের আমলে করা দেশ বিরোধী চুক্তিগুলো সম্পর্কে আপনার মতামত কি? (আদানী/রামপাল ইত্যাদি) যারা দেশবিরোধী চুক্তিগুলো করেছে তাদের কি শাস্তী হওয়া উচিৎ?
৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: আলোচনায় আসার জন্য অনেক মামলা হয়েছে। কারও কারও নামে এমন মামলা হয়েছে বাদী চেনে না বিবাদীকে। এসব বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৬
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা দেশে আসবেন। এবং দেশ পরিচালনা করবেন। বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনার বয়স যতদিন ততটি মামলা দিলেও তার অপকর্মের মামলা শেষ হবেনা।
৮| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫২
শাহ আজিজ বলেছেন: খুনের মামলা কোনটাই টিকবে না । বরং মামলাগুলো বাতিল হবে । টাকা ভাগাভাগির মামলা চলবে ।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫৪
উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: গুম-খুনের নায়িকা আবার দেশে আসবে, মুক্তিযুদ্ধের চেতনা কথা বলে অবাধে দেশ লুট করবে, টাকা পাচার করবে, মানুষ হত্যা করবে, দেশটাকে বাপের তালুক মনে করে জনগণের ওপর নির্যাতনের স্টিমরোলার চালাবে। আবার জনগণের বাকস্বাধীনতা আর ভোটাধিকারের পোঙ্গা মারবে। ছাত্রলীগ আবার জয় বাংলা শ্লোগান দিয়ে মানুষ কোপাবে, শিক্ষাঙ্গনে ধর্ষনের সেঞ্চুরি করবে। বাহ!
কি দারুণ দিবাস্বপ্ন !
পলাতক স্বৈরাচারের রেখে যাওয়া পরিত্যক্ত ছানা-পোনারা যতোই স্বপ্ন দেখুক, তাদের নেত্রী আর ফিরবে না। জানের ভয়ে একবার যে পালিয়েছে, জানের মায়া থাক্তে সে আর ফিরবে না।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩২
সৈয়দ কুতুব বলেছেন: সব কিছু মেটিকুলাস ডিজাইনের অংশ। আপনারা শুধু ইউনূস সাহেবের উপর রাগ করেন।তিনি আওয়ামী লীগের ভালো চায়।