![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরিফ জেবতিক লেখছে - ক্ষমতায় চাড়াল, ভাংছে ম্যুরাল। এরা শুধু ম্যুরাল ভেংগেই থামছে না, রবি ঠাকুরের বাড়ি ভাংছে, সত্যজিৎ রায়ের বাড়ি ভাংছে।
আমি বাজি ধরে বলতে পারি - ইউনুসকে যদি সত্যজিৎ রায় সম্পর্কে জিজ্ঞাসা করা হয় ত্বে উনি বলবেন - উনি কি কিস্তি শোধ করে নাই, এ ছাড়া তো বাড়ি ভাংগা তো ঠিক না।
আর ফারুকী বলবে ভারতীয় সংস্স্কৃৃতির আধিপত্য ঠেকাতে এই কাজ দরকার ছিলো।
আরে গাধার দল। এই স্থাপনাগুলোকে পর্যটকদের জন্যে রেখে দিলেওতো কিছু টাকা পয়সা আসতো।
এই চাড়ালদের কাছে আর কি আশা করি!
১৮ ই জুলাই, ২০২৫ রাত ২:২৫
আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: রায় সাহেবের বাড়ি ভংছে কিনা?
২| ১৮ ই জুলাই, ২০২৫ রাত ২:৩৩
আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংস্কারের আসল রহস্য কী ? টেন্ডারের আওতার বাইরে কেন কাজ হচ্ছে ?
৩| ১৮ ই জুলাই, ২০২৫ সকাল ৯:৩৭
কাঁউটাল বলেছেন: আরিফ জেবতিক? সেই শাহবাগি হনুমান? অনেকদিন পরে উহার নাম শুনলাম।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০২৫ রাত ২:২৪
সৈয়দ কুতুব বলেছেন: আরিফ জেবতিক কত কথাই বলে। মুরাল বানানো হয়েছিলো পলিটিক্স করবে তাই । রায় সাহেবের বাড়ি নিয়ে নানা রকম ইনফো পাওয়া যাইতেসে।