নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ডাঃ জিয়াউল হক। রক্তনালীর (ভাসকুলার) রোগ বিশেষজ্ঞ এবং সার্জন (Vascular, Endovascular & LASER Specialist Surgeon)। রক্তনালীর রোগ যেমন, ভ্যারিকোজ ভেইন, রক্তনালীর টিউমার, ভাস্কুলার ম্যালফরমেশন, রক্তনালী ব্লক, ডিভিটি নিয়ে কাজ করি।

ziabsmmu

পেশায় চিকিৎসক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কার্ডিওভাস্কুলার এন্ড থোরাসিক সার্জারীতে এমএস কোর্স সমাপ্ত করে রক্তনালীর (ভাসকুলার) রোগ নিয়ে কাজ করছি।

ziabsmmu › বিস্তারিত পোস্টঃ

No Vat on Meditation: মেডিটেশন থেকে ভ্যাট প্রত্যাহারের অনুরোধ

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

মেডিটেশন বা ধ্যান হলো মনের ব্যায়াম। এটি মনের এমন এক অবস্থা যখন মন অপ্রয়োজনীয় সবকিছু থেকে নিজেকে আলাদা করে নির্দিষ্ট বিষয়ে নিমগ্ন হয় এবং মস্তিষ্কের ক্ষমতাকে সবচেয়ে বেশি পরিমাণে ও নিখুঁতভাবে ব্যবহার করতে পারে।

নীরবে বসে মেডিটেশন অনুশীলন মনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে। প্রশান্তি ও সুখানুভূতি বাড়ায়। আত্মশক্তির জাগরণ ঘটায় ভেতর থেকে। আর অন্তরের এই জাগরণই বদলে দেয় জীবনের বাকি সবকিছু।

মেডিটেশনের মাধ্যমে শারীরিক ও মানসিক উপকার হয়। মেডিটেশন শারীরিক রোগও প্রতিরোধ করে। চিকিৎসাবিজ্ঞান বলে, আমাদের সকল রোগের ৭৫ ভাগ মনোদৈহিক। অর্থ্যাৎ বিভিন্ন ধরনের মনের জটের শারীরিক বহিঃপ্রকাশ হলো এই সকল রোগ। নিয়মিত মেডিটেশন এবং সঠিক জীবনদৃষ্টি ধারন করলে আমরা এই ৭৫ ভাগ রোগ থেকে মুক্ত থাকতে পারি।

পশ্চিমা বিশ্বের খ্যাতনামা চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে মেডিটেশন নিয়ে গবেষণায় শারীরিক এবং মানসিক উপকারিতার প্রমাণ পাওয়া গিয়েছে। এ নিয়ে মেডিকেল জার্নালগুলোতে আর্টিকেল প্রকাশিত হয়েছে।

নিয়মিত মেডিটেশন করলে ধূমপান, মাদকাসক্তির মতো খারাপ অভ্যাস ত্যাগ করা সহজ হয়। বাংলাদেশে কিছুদিন আগে প্রকাশিত উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন চিকিৎসার যে গাইডলাইন দেওয়া হয়েছে, তাতে মেডিটেশনের পরামর্শ আছে। চিকিৎসাবিজ্ঞানে স্ট্রেস, ব্যথা বেদনা, বিভিন্ন মানসিক রোগ, হৃদরোগ, মাদকাসক্তি, কর্মক্ষমতা বৃদ্ধি, মনোযোগ ও স্মৃতিশক্তি, বিষণ্নতা, অতিরিক্ত ওজন, অনিদ্রায় মেডিটেশনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে।

ধ্যান আমাদের স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক। এই কারনেই মেডিটেশন বিপুল স্বাস্থ্যব্যয় কমাতে পারে। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, সঠিকভাবে ইয়োগা ও মেডিটেশন (যোগাসন ও ধ্যান) এ দুটি বিষয় অনুশীলন করলে ৪৩ শতাংশ চিকিৎসাব্যয় কমানো সম্ভব।

ব্যায়াম ও মেডিটেশনকে মানুষের শারীরিক ও আত্মিক সুস্থতার প্রধান নিয়ামক হিসেবে এখন সব জায়গায় বলা হচ্ছে। আজকাল মেডিক্যাল সাইন্সের বই পুস্তকেও এটি উঠে এসেছে।

এই সকল কিছুকে বিবেচনা করে আমি মেডিটেশন থেকে ভ্যাট প্রত্যাহারের অনুরোধ করছি। যাতে বাংলাদেশের মানুষ মেডিটেশনের সুবিধা ভোগ করে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৭ রাত ৮:০৩

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ঠিক বলেছেন।

২| ১৫ ই জুন, ২০১৭ রাত ৮:০৭

ziabsmmu বলেছেন: ধন্যবাদ।

৩| ১৫ ই জুন, ২০১৭ রাত ৮:০৯

গেম চেঞ্জার বলেছেন: কত পারসেন্ট ভ্যাট এই জায়গায়?

৪| ১৫ ই জুন, ২০১৭ রাত ৮:২০

জাহিদ হাসান বলেছেন: এখানে কিসের জন্য ভ্যাট বসানো হয়েছে? বলুন তো ! ফালতু কারবার

৫| ১৫ ই জুন, ২০১৭ রাত ৮:৫৪

কুঁড়ের_বাদশা বলেছেন: মেডিটেশনের উপর কবে থেকে ভ্যাট ধরলো ?

১৫ ই জুন, ২০১৭ রাত ১০:২১

ziabsmmu বলেছেন: গত বছর বাজেটে ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছিল।

৬| ১৫ ই জুন, ২০১৭ রাত ৮:৫৮

ফকির আবদুল মালেক বলেছেন: মেডিটেশনের উপর ভ্যাট! বুঝিনি!!!

৭| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:২৩

আওরঙ্গজেব চৌধুরী রিফাত বলেছেন: মেডিটেশনের উপর ভ্যাট! বলেন কি
মেডিটেশনের কথা শুনে নামাজের কথা মনে এল। একান্ত মনে স্রষ্টার ধ্যানে নামাজ আদায়ও কিন্ত মেডিটেশনের কাজ করে। যা শুরু হয়েছে, মসজিদে মসজিদেও নামাজের উপরও ভ্যাট বসায় কি না দেখার বিষয়

৮| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:৩৭

ziabsmmu বলেছেন: বাংলাদেশে মেডিটেশন প্রশিক্ষণ বা সেবা দাতা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তাদের সার্ভিসের উপর ভ্যাট আরোপ করার সম্ভাবনা রয়েছে। গত বছর বাজেটে ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছিল। পরবর্তীতে সকল স্তরের মানুষের অনুরোধের প্রেক্ষিতে তা প্রত্যাহার করা হয়েছিল।

কিন্তু আগামী বছরের প্রস্তাবিত বাজেটে বিষয়টি এমনভাবে রয়েছে যে মেডিটেশন থেকে ভ্যাট আরোপ করার সুযোগ রয়েছে।

৯| ১৫ ই জুন, ২০১৭ রাত ১০:১৫

ঢাকাবাসী বলেছেন: বৃদ্ধ অথর্ব মটকু

১০| ১৬ ই জুন, ২০১৭ রাত ১২:১৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভাই রে,ব্যাপক টেনশনে আছি।কবে যে,ব্লগিং এর উপরেও ভ্যাট বসাইয়া দেয়। /:)

১১| ২৯ শে জুন, ২০১৭ রাত ১০:১২

বনসাই বলেছেন: অবশেষে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে নিচের ঘোষণা দিয়ে-
"কোয়ান্টাম ফাউন্ডেশনকে একটি মহা সমাজকল্যাণ কার্যক্রম হিসেবে আমরা বিবেচনা করবো এবং ধ্যান অথবা যোগ-মেডিটেশন - এর উপরে আগামী দুই বছরে কোন ভ্যাট আরোপ না করার প্রস্তাব করছি।"

শুভ হোক যোগ-মেডিটেশন চর্চা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.