![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমাচ্ছিলাম...রাত ২ টায় এক নাম্বার থেকে ফোন আসলো...!!! দেখলাম, জানি হাহাকার শুনতে হবে তাই ধরলাম না...!!!
টেক্সট আসলো- "তুমি এমন ক্যান? এতো ভাব কেন?
একটু ফোন দিলাম ধরতে কি হয়?"
২০০৯ সালে ঠিক জীবনে একই ভুল করেছিলাম,
আজ থেকে ৫ বছর আগে।
ছোট ছিলাম, ভিতরের পাগল মনের সারল্যকে কাজে লাগায় মায়াবতীরা, তারা মায়া বাড়াতে জানে, এটা না জেনেই তারা কতদিন মায়া ধরে রাখবে। মায়াবতীরা স্বার্থপর, অনেক !!
পাগল পাগল লাগে মাঝে মাঝে, ফ্যামিলির বড় ছেলেকে পাগল হওয়া মানায় না, ছোট ভাই আছে, অসুস্থ মা আছে আর বয়সের সাথে সাথে শিশু হয়ে যাওয়া আবেগী বাবা আছে। তারা বড় ছেলের উপর আশা করে যে ছেলে তাদের ভবিষ্যতের হাল ধরবে, সংসারের বড় ছেলের কোন আবেগ থাকতে হয়না, তারা চাইলেও মায়াবী জগতে ভুল করে ২য় বার পা রাখতে পারেনা, তাদের পিছুটান আছে, ভালোবাসার ঋণ শোধ করার পিছুটান।
মানুষ অনেক জানে, শুধু জানেনা ভালোবাসা কি,অনেক বুঝে শুধু বোঝেনা দায়িত্ব কি, মায়া চিনে কিন্তু জানেনা মায়া কোথায় থাকে।
তবুও সান্ত্বনা-
গভীর রাতে অল্পবয়সী মায়াবিনীর ফোন এসে ঘুম ভাঙ্গায় যদিও সেটা কষ্ট দেয়, কষ্ট দেয় ফিরিয়ে দেবার যন্ত্রণা, কষ্ট দেয় মিছেমিছি স্বপ্ন দেখার ইচ্ছা, আকাশের দিকে আনমনা হয়ে তাকিয়ে পার করে দেয়া বিকেলের স্বপ্ন, কোন নষ্ট রঙিন প্রেম না শুধু একটু দীর্ঘশ্বাসের ভাগীদার না পাবার কষ্ট...!!!
ভালো থাকুক যন্ত্রণা, মায়াবিনী ভালো থাকুক অন্যের হাত ধরে, এ জীবন ঋণ শোধের, কাউকে ঋণী করার জন্য নয়...!!! যদি কেউ জোর করে ঋণী করত, আমি শোধ করতাম...!!!
কে জানে হয়তো ঋণী হতে চাই।
২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৯
ভেজাল মানুষ বলেছেন: so true sis
২| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:১২
সামু পাগলা০০৭ বলেছেন: একটা মায়াবিনীকে দেখে সব মায়াবিনীকে জাজ করবেন না। আপনার আবেগী বাবা, এবং অসুস্থ মা নিশ্চয় আপনার জন্য একটা মায়াবিনীকে ধরে নিয়ে আসবেন।
so, do not kill your emotions.
২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৩
ভেজাল মানুষ বলেছেন: ওকে ভাই, বাকিরা সবাই ভালো... জাজ করবো না !!
৩| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:১২
সামু পাগলা০০৭ বলেছেন: একটা মায়াবিনীকে দেখে সব মায়াবিনীকে জাজ করবেন না। আপনার আবেগী বাবা, এবং অসুস্থ মা নিশ্চয় আপনার জন্য একটা মায়াবিনীকে ধরে নিয়ে আসবেন।
so, do not kill your emotions.
৪| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:১১
দি সুফি বলেছেন: এত আবেগ থাকলে জীবন চলে নাকি ভাই!
২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৩
ভেজাল মানুষ বলেছেন: জীবনের আরেক নাম তো আবেগ @ দি সুফি !!
এটা শেষ তো... জীবন শেষ
৫| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জীবন এমনই । নষ্ট হতে না চাইলে ও নষ্ট হওয়া যায় কষ্ট পেতে না চাইলে কষ্ট পাওয়া হয়।
২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৫
ভেজাল মানুষ বলেছেন: ভালো বলছে তো @মাহমুদুর রহমান সুজন
৬| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৬
কোজাগরী চাঁদ বলেছেন: রিন নেওয়া ভালো না ভাই, শোধ না দিতএ পারলে দোযখবাস
২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৬
ভেজাল মানুষ বলেছেন: হুম...
মন্তব্য করার জন্য অনেক ধইন্যা
৭| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪০
সামু পাগলা০০৭ বলেছেন: বাকিরা সবাই ভালো সেটা বলিনি। শুধু বলেছি অনেক ভাল মেয়ে আছে দুনিয়াতে। নিজে মেয়ে বলে সব মেয়ের তরফদারি করছি না। আর আমার কেন জানি মনে হয় খারাপ বা বোকা ছেলেরাই খারাপ মেয়েদের চক্করে পরে। একটা মেয়েকে সত্যি ভাল লাগলে তার সম্পর্কে খোজ খবর নিন। বন্ধুদের স্পাই্ হিসেবে লাগিয়ে দিন। আর বাংলাদেশে একটা মেয়ে বা ছেলের ক্যারেক্টার ঢিলা হলে এমনিও খবর হয়ে যায়। সমাজে ছি ছি পরে যায়।
একটা মেয়ে মিষ্টি করে আপনার দিকে তাকিয়ে হাসল আর মোমের মতো গলে পড়লেন। ভাবলেন মেয়েটা সত্যি আপনার প্রেমে পড়ে গেছে। কোন খোজ খবর নিলেন না। এটা তো বোকামি।
আর মেয়েটা খারাপ জেনেও যদি সম্পর্ক রাখেন তাহলে আপনিও খারাপ ছেলে।
আমার কথা্য় কিছু মনে করবেন না। তবে আপনি বোকা হলে আপনাকে একটা মায়াবিনী কেন পুরা দুনিয়াই ধোকা দেবে।
২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৬
ভেজাল মানুষ বলেছেন: লেখক বলেছেন: বাহ... অনেক জ্ঞান আপনার !!
লন .. এক ট্রাক ধইন্যা পাতা
( দুঃখিত ছেলে মনে করছিলাম আপনাকে)
৮| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৯
সামু পাগলা০০৭ বলেছেন: জ্ঞান থাকার ব্যাপারটা বিদ্রুপ করে বললেন না প্রশংসা করে বললেন বুঝতে পারলাম না।
Welcome.
(It is okay)
২২ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৬
ভেজাল মানুষ বলেছেন:
৯| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:২০
উদাস কিশোর বলেছেন: বিষাদময়
ভাল থাকুন
২২ শে মার্চ, ২০১৪ রাত ১২:০১
ভেজাল মানুষ বলেছেন:
১০| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৫
আমিনুর রহমান বলেছেন:
ভালো থাকুক যন্ত্রণা, মায়াবিনী ভালো থাকুক অন্যের হাত ধরে, এ জীবন ঋণ শোধের, কাউকে ঋণী করার জন্য নয়...!!! যদি কেউ জোর করে ঋণী করত, আমি শোধ করতাম...!!!
কে জানে হয়তো ঋণী হতে চাই।
শেষ প্যারাটা দারুন বলেছেন।
২২ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৫
ভেজাল মানুষ বলেছেন: :-& :-&
১১| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৬
ভুং ভাং বলেছেন: মায়াবিনীরা দুষ্টু ।
২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:১৮
ভেজাল মানুষ বলেছেন:
১২| ২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১২
সামু পাগলা০০৭ বলেছেন: ভুং ভাং বলেছেন: মায়াবিনীরা দুষ্টু । হা হা হা
২২ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪০
ভেজাল মানুষ বলেছেন:
১৩| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
সামু পাগলা০০৭ বলেছেন: আপনার এই লেখাটা আমার ফেভারিট একটা ফেসবুক পেজেও পড়লাম।
২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩০
ভেজাল মানুষ বলেছেন: :-< :-<
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:০২
অদ্বিতীয়া সিমু বলেছেন: যদি কেউ জোর করে ঋণী করত, আমি শোধ করতাম...!!!
কে জানে হয়তো ঋণী হতে চাই।....yes..is it true bro!!!