![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষে সময়ের কথা গুলো মনে আছে নিলু ?
আমার হাজারটা শব্দের বিপরীতে তুমি শুধু বলতে "হম" !!
কি হয়েছে তোমার জিঞ্জেস করলে, তোমার উত্তর " কিছু না" ।
আমি বুঝতে পারতাম না "আমার ভুল টা কোথায়, কেন তুমি এমন করছো । বাড়বার অতীতে ফিরে গিয়ে আবিষ্কার করার চেষ্টা করতাম তোমার এমন ব্যবহারের রহস্য।
নাহ, পারিনি আমি ঐ রহস্য উদ্ঘাটন করতে । আর এই না পারা টা আমাকে অনেক দিন ভুগিয়েছে। কারন আমার জগতটা জুড়ে ছিলে তখন শুধু তুমি।
নাবিল যে দিন আমার কাছে এসে তোমার আর ঐ চশমা পরা তালগাছ টা সম্পর্কের কথা বলল... জানো আমি নাবিল খুব জোরে থাপ্পড় মেরেছিলাম !!
এখন বুঝি সব সত্যি ছিল, নাবিলের কথা গুলো সত্যি ছিল।
কি অপরাধ ছিল আমার ?
কেন আমাকে ধোঁকা দিলে?
উত্তর দিয়ে যাও নিলু
০৬ ই জুন, ২০১৪ রাত ১২:২০
ভেজাল মানুষ বলেছেন:
২| ০৬ ই জুন, ২০১৪ রাত ১২:৩৯
পংবাড়ী বলেছেন: ব্লগে শুধু এগুলোই পড়ছি; বাংলাদেশে কি কারো হৃদয়ে ভালোবাসা নেই!
০৬ ই জুন, ২০১৪ রাত ১২:৪৯
ভেজাল মানুষ বলেছেন:
৩| ০৬ ই জুন, ২০১৪ রাত ১:১০
একজন ঘূণপোকা বলেছেন: পংবাড়ী বলেছেন: ব্লগে শুধু এগুলোই পড়ছি; বাংলাদেশে কি কারো হৃদয়ে ভালোবাসা নেই!
০৬ ই জুন, ২০১৪ রাত ৩:১০
ভেজাল মানুষ বলেছেন: :-& :-&
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৩৯
নিয়ামুল ইসলাম বলেছেন: