নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেজাল মানুষ

ভুল করি। তারপর সরি বলি। তারপর ক'দিন পর আবার সেই ভুল করি।

ভেজাল মানুষ › বিস্তারিত পোস্টঃ

সব মেয়ের ভেতরে কি নিলুরা বাস করে !!

০৫ ই জুন, ২০১৪ রাত ১০:১৬

শেষে সময়ের কথা গুলো মনে আছে নিলু ?

আমার হাজারটা শব্দের বিপরীতে তুমি শুধু বলতে "হম" !!

কি হয়েছে তোমার জিঞ্জেস করলে, তোমার উত্তর " কিছু না" ।

আমি বুঝতে পারতাম না "আমার ভুল টা কোথায়, কেন তুমি এমন করছো । বাড়বার অতীতে ফিরে গিয়ে আবিষ্কার করার চেষ্টা করতাম তোমার এমন ব্যবহারের রহস্য।

নাহ, পারিনি আমি ঐ রহস্য উদ্ঘাটন করতে । আর এই না পারা টা আমাকে অনেক দিন ভুগিয়েছে। কারন আমার জগতটা জুড়ে ছিলে তখন শুধু তুমি।



নাবিল যে দিন আমার কাছে এসে তোমার আর ঐ চশমা পরা তালগাছ টা সম্পর্কের কথা বলল... জানো আমি নাবিল খুব জোরে থাপ্পড় মেরেছিলাম !!



এখন বুঝি সব সত্যি ছিল, নাবিলের কথা গুলো সত্যি ছিল।



কি অপরাধ ছিল আমার ?

কেন আমাকে ধোঁকা দিলে?



উত্তর দিয়ে যাও নিলু

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৩৯

নিয়ামুল ইসলাম বলেছেন: :(

০৬ ই জুন, ২০১৪ রাত ১২:২০

ভেজাল মানুষ বলেছেন: :( :(

২| ০৬ ই জুন, ২০১৪ রাত ১২:৩৯

পংবাড়ী বলেছেন: ব্লগে শুধু এগুলোই পড়ছি; বাংলাদেশে কি কারো হৃদয়ে ভালোবাসা নেই!

০৬ ই জুন, ২০১৪ রাত ১২:৪৯

ভেজাল মানুষ বলেছেন: :(( :((

৩| ০৬ ই জুন, ২০১৪ রাত ১:১০

একজন ঘূণপোকা বলেছেন: পংবাড়ী বলেছেন: ব্লগে শুধু এগুলোই পড়ছি; বাংলাদেশে কি কারো হৃদয়ে ভালোবাসা নেই! :( :( ;) ;) :P :P =p~ =p~ =p~

০৬ ই জুন, ২০১৪ রাত ৩:১০

ভেজাল মানুষ বলেছেন: :-& :-&

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.