নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেজাল মানুষ

ভুল করি। তারপর সরি বলি। তারপর ক'দিন পর আবার সেই ভুল করি।

ভেজাল মানুষ › বিস্তারিত পোস্টঃ

হাজার বছর ধরে

২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৫

এই যুগেও বেকার মন্তুদের বুড়ো/প্রতিষ্ঠিত মকবুলের হাতে টুনিকে তুলে দিতে হয়।
তখন তাঁরা দূর হতে বুড়ো মকবুলের মৃত্যু কামনা করে। যাতে মরলেই টুনিকে আপন করে নিতে পারে!
কিন্তু কই মাছের প্রান সহজে কি আর মরে!
প্রথম প্রথম টুনিরা মন্তুদের তালে তাল মিলালেও এক পর্যায়ে পল্টি নেয়। যখন দেখে তাদের পেটে জুনিয়র মকবুলের বাস!
ঠিক তখনই টুনিরা টিনের চশমা চোখে পড়ে মন্তুদের উদ্দেশ্য করে বলে, "পতি পরমেশ্বর! সো, "অন্য রাস্তা দেখ"!
আর মন্তুরাও তখন ঠোকর খেতে খেতে অন্য রাস্তায় "আম্বিয়া"দের খুঁজে পায়!
কোন এক রাতে ইন্ডিয়ান সিরিয়াল দেখতে দেখতে আম্বিয়ারা বলে, "এই! বাবুটা কাঁদছে! ওকে নিয়ে একটু অন্য রুমে খেলা কর। আমি "বুঝেনা সে বুঝেনা" মন দিয়ে দেখতে পারছিনা ওর জ্বালায়।
মন্তুরাও শিশুকে কোলে নিয়ে বারান্দার জানালা দিয়ে আকাশের তাঁরা দেখায়। আর ব্যাথিত কন্ঠে বলে "বাপধন! "রাত বাড়ছে; হাজার বছরের সেই পুরোনো রাত।।"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.