নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেজাল মানুষ

ভুল করি। তারপর সরি বলি। তারপর ক'দিন পর আবার সেই ভুল করি।

ভেজাল মানুষ › বিস্তারিত পোস্টঃ

অভিজ্ঞ ভাইবোন দের হেল্প চাচ্ছি ... আওয়াজ দেন

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

আমি লুমিয়া ৯২০(৮.১) ব্যবহার করি, এন্ড্রয়েড ব্যবহারকারী বন্ধুরা “ ভিপিইন “ দিয়ে পাশে বসে ফেসবুক , ভাইবার , হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে...আর আমি !!!!
ষ্টোরে হতে অনেক অ্যাপস ডাউনলোড করে নিজে ট্রাই করেছি , ফলাফল শূন্য !


কোন উপায় আছে ?????
এডিট করুন

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

বরফের গরম বলেছেন: আপনি ও আপনার মত অনেক ব্যাক্তি আছে যারা মোবাইল চালানোর প্রশিক্ষণ (ট্রেনিং) না নিয়ে টাকার জোরে মোবাইল কিনে ফেলেন। তারপর আর কি। যা হবার তাই হয়। কেনার পর সেটা গলার কাটায় রূপ নেয়। না করা যায় ব্যাবহার, না দেয়া যায় ফেরত। ভাবছি কিছুদিনের মধ্যে বাজারে একটি বই ছাড়বো "মোবাইলের ব্যাবহার শিখুন" নামে। বইটি কিনে নেবেন আশা করি। তারপর দেখবেন মোবাইল ব্যবহার রকেট চালানোর চেয়েও সোজা।

২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

ভেজাল মানুষ বলেছেন: টাকার জোরে মোবাইল কিনে ফেলসি !!
কেমনে বুঝলেন ??
চিনেন আমাকে ??
সশরীরে দেখছে কখনো ??

মনে হয় না ...
বাজারে বই ছাড়া অনেক দূরের ব্যপার, আগে মানুষ কে মানুষ হিসেবে সম্মান দিয়ে কথা বলতে শিখুন।

২| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

বরফের গরম বলেছেন: ভেজার স্যার, আপনাকে আমি অসম্মান করলাম কোথায়? আপনি বলছেন আপনি মোবাইল চালাতে পারেন না, যেখানে অন্য অনেকে মনের সুখে মোবাইল চালাচ্ছে। আর আমি বললাম আমি মোবাইলের উপর লিখিত একটি বই ছাড়বো বাজারে। আপনাকে অসম্মান করলাম কোথায়? বইটি ছাড়লে আপনার মত অনেকেই উপকৃত হবে। রান্না বান্নার বই আছে বাজারে। .............. অনেক প্রকারের অনেক বিষয়ের বই আছে। মাগার, মোবাইলের ব্যবহারের বই নাই। এটা কি আমি খারাপ কিছু বললাম ?

টেলিভিশনের ইত্যাদির উপস্থাপক হানিফ সিগনাল অনেক আগে দেখিয়ে ফেলেছেন। নতুন নতুন যখন বাংলাদেশে মোবাইল প্রবেশ করে, অনেকে রাস্তা দিয়ে আকাশের দিকে তাকিয়ে হ্যালো হ্যালো করতে করতে ...... ধপাস ! ম্যানহোলে ঢুকে যায়।

এখনো অনেকে মসজিদে ঢুকেন। নামাজের সময় মোবাইলটা বেজে উঠে। অথচ ১ সেকেন্ডের কাজ, সাউন্ডটা ক্ষণিকের জন্য সাইেলন্ট করতে জানে না। অনেকে ব্যাক্তির মোবাইলে কথা বলার মাঝে ব্যালেন্স শেষ হয় না, মাগার চার্জ শেষ হয়ে যায়। আর কত শুনবেন। যাক, বইটি ছাড়লে কিনে নিবেন। তারপর দেখবেন, মোবাইল চালানো রকেট চালানোর চেয়েও সোজা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.