নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসের ব্যস্ত সময় বয়ে যাচ্ছে সময়ের নিয়মে শ্যামল সবুজ বাংলার বহতা নদীর মত। সময়ের সাথে জীবনের অনেক কিছুই হারিয়ে গেছে, শুধু যার গেছে সেই জানে কিভাবে গেছে। আমি অন্তঃস্থল থেকে উপলব্ধি করি আমার আমিত্বকে, আমার জীবনে যাকে না পেলে পুরো জীবনটা অসমাপ্ত রয়ে যেত যা.

জিসান সালীম

জিসান সালীম › বিস্তারিত পোস্টঃ

ও আমার মা,মা, সকাল-রাতে মায়ের পা ছুঁয়ে দোয়া নিতে চাই,মায়ের কপাল আর হাতে চুমু খেতে চাই।মায়ের ভালোবাসা চাই, মায়ের কোলে মাথা রেখে ঘুমুতে চাই।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪১

ও আমার মা,মা, সকাল-রাতে মায়ের পা ছুঁয়ে দোয়া নিতে চাই,মায়ের কপাল আর হাতে চুমু খেতে চাই।মায়ের ভালোবাসা চাই, মায়ের কোলে মাথা রেখে ঘুমুতে চাই।
মায়ের বুকে মুখ গুঁজে শ্বাস নিতে চাই।মা তোমার আঁচলে মাথা গুঁজতে চাই,তৃপ্তির হাসি হাসতে চাই।রোগে মাকে চাই, শোকে মাকে চাই; সুখে মাকে চাই, আনন্দে মাকে চাই- মায়ের ভালোবাসা চাই। ব্রদ্ধাশ্রমে নয়, আত্মাশ্রমে মাকে চাই। যে মায়ের কোলে চড়ে পৃথিবীতে এসেছি, হাসতে শিখেছি, কাঁদতে শিখেছি,বাঁচতে শিখেছি, সেই মায়ের কোলেই থাকতে চাই। মাকে নিয়েই থাকতে চাই।
অনেক মিস করছি আম্মু তোমায়।প্রবাস নামক এক অভিশাপের উনুনে সারাক্ষন জ্জলছি আর কস্টের দাবানলে পুড়ছি আমি সেই কবে থেকে। কবে,কখন আবার তোমার বুকে মুখ গুঁজে শ্বাস নিবো।সময় এতো দীর্ঘ কেন মা??সময় যেতেই চায় না আজকাল মা,অপেক্ষায় আছি সেই তোমাকে জড়িয়ে বিশ্ব জয়ের মুহূর্তটির জন্য,, মা তুমি দোয়া করো... এবং ভাল থেকো মা আমার।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯

কর্কট জাতক বলেছেন: আপনার লেখা পড়ে সত্যই মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল। প্রবাস জীবনে মাকে খুব মিস করি। স্রষ্টা সকল মাকে ভালো রাখুক।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

জিসান সালীম বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

দেবজ্যোতিকাজল বলেছেন: মা সবার উপরে:)শুভেচ্ছা রইল:)

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

জিসান সালীম বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.