নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসের ব্যস্ত সময় বয়ে যাচ্ছে সময়ের নিয়মে শ্যামল সবুজ বাংলার বহতা নদীর মত। সময়ের সাথে জীবনের অনেক কিছুই হারিয়ে গেছে, শুধু যার গেছে সেই জানে কিভাবে গেছে। আমি অন্তঃস্থল থেকে উপলব্ধি করি আমার আমিত্বকে, আমার জীবনে যাকে না পেলে পুরো জীবনটা অসমাপ্ত রয়ে যেত যা.

জিসান সালীম

জিসান সালীম › বিস্তারিত পোস্টঃ

***আধুনিকতা*** ওরা যখন নগ্ন হয়ে সিনেমার কোন দৃশ্যে অভিনয় করে তখন আমরা তাকে বলি সাহসী।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

***আধুনিকতা***
ওরা যখন নগ্ন হয়ে সিনেমার কোন
দৃশ্যে অভিনয় করে তখন আমরা তাকে বলি সাহসী।
ওরা যখন অর্ধনগ্ন পোশাক পরে রাস্তায়
বের হয় তখন আমরা তাকে বলি আধুনিক।
ওরা যখন পুরুষের পোশাক পরে ঘুরে
বেড়ায় তখন আমরা তাকে বলি সামাজিক।
ওরা যখন ইসলামের বিরুদ্ধে লিখে তখন
আমরা তাকে বলি মুক্তমনা।
ওরা যখন পর পুরুষের সাথে রাত্রি যাপন
করে তখন আমরা তাকে বলি স্বাধীনচেতা
ওরা যখন স্কীন টাইট পোশাক পরে বের
হয় তখন আমরা তাকে বলি স্মার্ট।
ওরা যখন অশ্লীলতাকে আমাদের
সংস্কৃতিতে প্রবেশ করায় তখন আমরা তাকে বলি শিল্প
ওরা যখন টাকার বস্তা নিয়ে ধরা খায়
তখন আমরা তাকে বলি নীতিবান।
ওরা যখন দূর্নিতীতে নিমজ্জিত হয় তখন আমরা তাকে বলি দেশপ্রেমিক।
ওরা যখন চাপাবাজি করে তখন আমরা তাকে বলি নেতা।
ওদের থেকে কবে আমরা রক্ষা পাবো? রক্ষা পাবে আমাদের সভ্যতা সংস্কৃতি?
ওরা আমাদের কোথায় নিয়ে যেতে চায়?

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

চাদের জোসনা বলেছেন: সঠিক

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

গোল্ডেন গ্লাইডার বলেছেন: সহমত

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

মিথুন আহমেদ বলেছেন: আপনি আছেন সেকুলার দেশে । এই দেশে থেকে এমন প্রশ্ন করা অবান্তর।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫

নেক্সাস বলেছেন: হুমমমমম....

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

ফেরদৌসা রুহী বলেছেন: এর থেকে রক্ষার উপায় নেই।

রক্ষা করার জন্য গেলে তখন অন্য কোন তকমা জুড়ে দিবে।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

তট রেখা বলেছেন: Thumbs Up

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.