নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল্ আর নক্ষত্রের ভালবাসা -(ছদ্দ নাম )
নীল আর নক্ষত্র কে নিয়ে আজ এতোটা উচ্ছাসিত কেন আমি ???
নীল.....দিনের আলোয় আকাশকে খেয়ে পেলে নীল ....আর নক্ষত্র ----- রাতের আকাশকে খেয়ে পেলে নক্ষত্র .........
বলতে পার কে কতটা শক্তিশালী ???? না উভয়েই উভয়ের জায়গায় অনেক অনেক শক্তিশালী .... কিন্তূ এক জায়গায় ওরা একাকার ...ওরা প্রত্যয়ী .....ওরা বিদ্ধংসী .....ওরা অপরাজিত .....ওরা দুরন্ত .... ওরা কমিটেড ......
ওরা নির্ঘুম ... ওরা জাগ্রত ...... সর্বদাই ওরা ঘুরে ফিরে একজন আরেকজনের মাঝে .....ওদের হাঁসিতে ঝংকৃত আর অলংকৃত আজ গোটা লাল সবুজের বাংলাদেশ ......
অপেক্ষা করো ওরে প্রতিহিংসার দলেরা ........নীল আর নক্ষত্র এক ও অভিন্ন ....যা ছিন্ন হবার নয় .... ছিন্ন হতে পারেনা ..... এটা কোনো রং তুলি দিয়ে তৈরী করা """ নীল "" নয় ..... এটা হলো "" valuable lost of energy ""
চাইলেই কেউ এটাকে ভাঙ্গবে কিংবা নষ্ট করে পেলতে পারবে .....তার ভুল করছে ... নীল আকাশ যখন অস্তময় সূর্যের মাঝে হারিয়ে যায় ,,,,, তখনি নক্ষত্র আভির্বুত হয় নীল আকাশকে বুকে আগলে রেখে .... আর যখন উদয়্মান সূর্যের মাঝে নক্ষত্র হারিয়ে যায় ,,,,,তখনি নীল আকাশ নক্ষত্রকে বুকে আগলে রাখে .......এভাবেই যাদের দিন আর রাত ,, সকাল আর বিকাল ,,,,মধ্যান্ন কিনবা অপরান্ন ,,,পড়ন্ত বিকেল কিংবা ঘুমন্ত সকাল ,,,,,,সব জায়গায় ওদের বিচোরন ,,,,
ওরা ওদের বিজয়ের পদচিন্ন বাংলার আকাশে এঁকে দিয়েছে ,,,,ওরা বাংলার আঁকা বাঁকা সবুজ বনের মাঝে পীস ঢালা পথকে মাড়িয়ে ওরা এগিয়ে গেছে সমুদ্রের কাছে ...... নীল আর নক্ষত্র এক হয়ে গেছে সাগরের বিশালতার মাঝে .......
আমরা আছি ,,,,আমরা থাকব ,,,, যারা প্রতিহিংসায় জলছে তারা আরো জলবে ,,,,অনন্তকাল জলবে ,,,,
নীল কে "" নীল "" বলে যে উপাদি দিয়েছে আমাকে .... তাকে আমার সেলুট .....যথার্তই ছিল তার দেয়া নামটা .....
তাকে কখনো ভুলা যাবেনা। ..ভুলার প্রশ্নই উঠেনা। .....যেখানেই থাকো নক্ষত্র , ভালো থেকো ....
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
বেশ কিছু বানান ভুল আছে। খুব বেশী চোখে লাগছে। অনুরোধ সংশোধন করে নেবেন।
শুভকামনা রইলো।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
জিসান সালীম বলেছেন: কানডারি :: ভাইয়া আমি অফিসে , পারলে বানান গুলি লিখে দিন আমি এডিট করে নিবো , বিদেশে থেকে চেস্টা করছি কিছু লিখতে ভাই।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪২
প্রামানিক বলেছেন: সুন্দর লেখা। ধন্যবাদ