নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ফাঁসি চাই বইটি অনলাইনে পরছিলাম,১৪৪ পৃষ্ঠা তে চোখ আটকে গেলো , এই জন্যই কি বইটি নিষিদ্দ করেছে ??
সত্য কথা বললেই কি রাজাকার কিংবা নিষিদ্দ করতে হবে ??
সূত্র- আমার ফাসি চাই, পৃষ্ঠা ১৪৪ ::
কিসের আবার রাজাকার, আমার আত্মীয় এটাই বড় কথা – শেখ হাসিনা !!
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার মেয়ে পুতুলের বিয়ে ঠিক করলে ধানমন্ডি ৫ নম্বর রোডের ৫৪ নম্বর বাড়িতে শেখ হাসিনার স্বামী ড.ওয়াজেদ মিয়া এসে শেখ হাসিনার প্রতি ক্ষিপ্ত হয়ে বলতে লাগলেন, মেয়ে কি তোমার একার? মেয়ে কি আমার না? তুমি রাজাকারের (ইঞ্জিনিয়ার মোশাররফ হুসেন, বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রী) ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছ। রাইফেল হাতে নিয়ে যে রাজাকারগিরি করেছে। মুক্তিযোদ্ধা মেরেছে। তার ছেলের সাথে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দেব না।
শেখ হাসিনা বললেন, আমি মেয়ে বিয়ে দিব। পারলে তুমি ঠেকাও। ড.ওয়াজেদ বললেন, তাই বলে রাজাকারের ছেলের সাথে বিয়ে দেবে? শেখ হাসিনা ক্ষিপ্ত হয়ে বললেন, কিসের আবার রাজাকার ফাজাকার, আমার আত্মীয় এটাই বড় কথা। সাথে মরলে আত্মীয়রাই মরে। দেখ নাই ঐ মুক্তিযোদ্ধা ফুক্তিযোদ্ধারাই আমার মা বাবা ভাইদের কিভাবে মেরেছে। মেয়ে আমি এখানেই বিয়ে দেব, তুমি পারলে ঠেকাও।
তখন ড. ওয়াজেদ মিয়া বললেন, তোমাদের সাথে ঠেকাঠেকিতে তো আর আমি পারব না। তবে আমি বলে দিচ্ছি, এ বিয়েতে আমি নাই।
শেখ হাসিনা তার স্বামীর কথা রাখলেন না। রাজাকারের সাথে আবার নতুন করে আত্মীয়তা করলেন !!
সূত্র- আমার ফাসি চাই, পৃষ্ঠা ১৪৪, লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু (তিনি ও তার স্ত্রী একটানা ১৭ বছর শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ছিলেন। আওয়ামী সরকার ১৯৯৬ সালে ‘আমার ফাসি চাই’ বইটি বাজেয়াপ্ত করে।)
২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫
জিসান সালীম বলেছেন: সঠিক বলেছেন
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
মিলন হোসেন১৫৮ বলেছেন: ভাই বইটার ডাউনলোড লিংক দেন
২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০১
জিসান সালীম বলেছেন: Click This Link
মূল বই আর পিডিএফ ফাইলের পৃষ্ঠায় তফাত আছে , পড়ে নিন।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫
চ্যাং বলেছেন: বইটা নিষিদ্ধ করছে। এইডার নাম কি বাকস্বাধি
২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০২
জিসান সালীম বলেছেন: আমরা বই পড়ছি , কোন বিভেদ নয়। সব কিছু জানতে চাই।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: বইটা আনেক আগেই পড়েছি। এই বইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে লেখকের বিষদগার খুব নগ্নভাবে লক্ষণীয়। এমন কিছু বিষয় আছে যা প্রতিহিংসাবসত মিথ্যা। যার কারনে কিছু সত্য থাকলেও বইটি বিশ্বাস যোগ্যতা হারিয়েছে বলেই আমার কাছে মনে হয়েছে।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮
জিসান সালীম বলেছেন: জি ভাই, অনেক সত্যের সাথে অনেক মিথ্যা মিশ্রিত,তাই আমাদের সত্য কেই গ্রহণ করা উচিত।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১
জিসান সালীম বলেছেন: বইটিতে কিছু দুর্লভ ছবি দেখলাম, ভাই ঐগুলি কি সত্য ছবি ?
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
জিসান সালীম বলেছেন: বলেছেন: তুই' শব্দ লিখে তুই নিজেই প্রমান করলি তুই হয় রাজাকার না হয় পাকিস্তানিদের ক্যাম্পে ছিলি।আর ছদ্দ নাম থেকে বেরিয়ে আয়।যারা চোর তারাই ছদ্দ নামে থাকে।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
জিসান সালীম বলেছেন: তুই' শব্দ লিখে তুই নিজেই প্রমান করলি তুই হয় রাজাকার না হয় পাকিস্তানিদের ল্যাম্পে ছিলি।আর ছদ্দ নাম থেকে বেরিয়ে আয়।যারা চোর তারাই ছদ্দ নামে থাকে।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
খোলা মনের কথা বলেছেন: নতুন করে একবার রিভিউ দেওয়া হল।
ফাল পড়া চেতনা বাঙালীরা এগুলো পড়ে না। চেতনায় আঘাত লাগবে তাই
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩
জিসান সালীম বলেছেন: সঠিক বলেচেন
৮| ২০ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬
শুভ্র সৈনিক বলেছেন: আমার ফাঁসি চাই বই পিডিএফ ডাউনলোড Click This Link
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫
প্রবাসী ভাবুক বলেছেন: 'কিসের রাজাকার ফাজাকার' - ঠিকই তো বলেছেন! বাংলাদেশে বসবাস করে কোন বাংলাদেশীর এধরনের উক্তি করার ধৃষ্টতা আর কারও থাকুক বা নাই থাকুক, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী৷ সুতরাং তিনি যাহা ইচ্ছা বলবেন, যাহা ইচ্ছা করবেন৷ এর সমালোচনা করার ধৃষ্টতা কার আছে!