![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"
ব্লগার সৃজনী
কে আজ সকালে কথা দিয়েছিলাম যে আজকে তারে চোখে সইষ্যা ফুল দেখামু, আমি আবার কথার বরখেলাপ করিনা।
কিছুদিন আগে তোলা কিছু ফুলের ছবি।
আসুন, চোখটা একটুক্ষণের জন্য হলেও জুড়িয়ে যান।
সরিষা ফুল
কুমড়াফুল
কাশফুল
আখ (ইক্ষু) ফুল
প্রজাপতি ও ফুল
মুগ্ধতা
রঙ্গনফুল
শ্বেত জবা
আড়াল
শিম ফুল
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
জাকারিয়া মুবিন বলেছেন: ফুলেল শুভেচ্ছা।
আপনি ফার্স্ট।
ধইন্যাফুল
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
s r jony বলেছেন: হে হে হে
এক্কেবারে চক্ষু জুরাই গেল
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
জাকারিয়া মুবিন বলেছেন: বেশি জুরাইতে দিয়েন না। তাইলে আবার শীত লাগব।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
লাবনী আক্তার বলেছেন: ইশ! সরিষা ফুল দেখে আমার গ্রামের কথা মনে পরল।
এখন গ্রামে গেলে চারপাশ শুধু সরিষা ফুলের সমারহ দেখা যেত। কি দারুন যে লাগে!!
ছবি ভালো হইছে।
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
জাকারিয়া মুবিন বলেছেন: লাবনী আপু, আফনের জইন্য অনেকগুলা ধইন্যা ফুল।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
s r jony বলেছেন: আমি বলেছিলাম,
আগামিকাল ছুটির দিনে সবাই মিলে ঢাকার আশে পাশে ঘুরে আসি। সর্ষে ফুলের ক্ষতে গিয়ে ছবি তুলিব।
বেশি দূরে যাব না। ঢাকার আশে পাশে মানে নর্সিংদি, গাজিপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এই রকম আশে পাশে। সকালে যেয়ে বিকালেই চলে আসব।
কিন্তু এই ডিজিটাল যুগে ঘরে বসিয়েই আমাকে ফুল দেখান হল
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১
জাকারিয়া মুবিন বলেছেন: ঝাতি এই অন্ন্যাএর ভিছার চাই।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
একজন আরমান বলেছেন:
চমৎকার।
কি দিয়ে ছবিগুলো তুলেছিলেন?
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
জাকারিয়া মুবিন বলেছেন: হু হু হা হা।
আমি ক্যামেরা দিয়া ছবি তুলছি।
নিকন কুলপিক্স (মডেল মনে নাই)
এইচ টি সি এইচ ডি ২ (৫ মেগা পিক্সেল)
এক্সপেরিয়া মিনি প্রো (৫ মেগা পিক্সেল)
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
শূন্য পথিক বলেছেন: দারুন!
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪
জাকারিয়া মুবিন বলেছেন: আফনাকেও ধইন্যা ফুল।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: সুন্দরতো!
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১
প্রিয়তমেষূ বলেছেন: চোখ ধাঁধায় গেল!!!!
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
জাকারিয়া মুবিন বলেছেন: প্রশংসা করলেন নাকি নিন্দা করলেন বুঝিনাইক্কা।
যেইটাই করেন, হিট বাড়ানের লাইগ্যা ধইন্যাফুল।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
একজন আরমান বলেছেন:
কিরে ভাই কতো মোবাইল আর কতো ক্যামেরা?
বেশী থাকলে আমারে একটা ধার দেন।
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
জাকারিয়া মুবিন বলেছেন: সে এক বিরাট ইতিহাস.. মরজিনার মায় কইল ঘরে কেরসিন নাই.. থুক্কু কি কইতে কি খায়া ফালাইতাসি।
ক্যামেরা আমার ছোট শালার,
মোবাইল দুইটা আমার।
এইচ টি সি এইচ ডি ২ আগে ছিল, বেইচ্যা দিসি।
পরে এক্সপেরিয়া মিনি প্রো নতুন কিনসি।
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
কসমিক- ট্রাভেলার বলেছেন: ++++
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
জাকারিয়া মুবিন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ।
১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
মাক্স বলেছেন: ++++++++ অনেকদিন সর্ষের ফুল দেখি না
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
জাকারিয়া মুবিন বলেছেন: টি এস সির সামনে দাড়াইয়া কোন মাইয়ারে টিজ করেন, একটা না প্রচুর সর্ষে ফুল দেখতে পাবেন।
১২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
আমি ইহতিব বলেছেন: সুন্দর ফুল সবগুলোই।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
ভাল থাকবেন।
১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
চক্ষে শুধু সর্ষে ফুল দেখতেছি কি সুন্দর সব গুলো ছবি
৮ নং প্লাস কিন্তু আমার যদিও অনেক পরে মন্ত্যব্য করলাম
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী ভাই।
আজকে টি এস সিতে আপনাকে মিস করেছি।
১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর । একদম প্রাকৃতিক কিছু ফুলের ছবি ।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।
১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ !!!
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ জহির ভাই।
১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
একজন আরমান বলেছেন:
এই জন্যই আম্মার লগে চিল্লাই যে একটা বিয়া করাই দাও। শালা থাকলে কতো কামে লাগে অহন বুঝতাছি।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
জাকারিয়া মুবিন বলেছেন: এত অস্থির হইলেতো চলবেনা ভাই। সময়মত সবই হবে ইনশাআল্লাহ।
শালা থাকার কিছু অপকারিতাও কিন্তু আছে।
সুতরাং খুব খেয়াল কইর্যা।
১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
*কুনোব্যাঙ* বলেছেন: সুন্দর
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ, বাংলাদেশি ব্যাঙভাই।
১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কই আমারে কেউ কিছু বলে নাই কেন ?
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪
জাকারিয়া মুবিন বলেছেন: কেন অপূর্ণ ভাইয়ের পোস্টে আপডেট দেখেন নাই? টি এস সি তে পথনাটকের ব্যপারে।
১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++ সুন্দর
ভালো থাকবেন
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ ভাই।
দেশের বাইরে থেকেও আপনি যেভাবে ধর্ষণের বিরুদ্ধে ভার্চুয়ালি প্রতিবাদ করছেন, তা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে।
আমরা সবাই চাই ধর্ষকদের শাস্তি।
২০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
শ্রাবণ জল বলেছেন: ভাল লাগল ছবি ব্লগ।
২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ আপু।
২১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
নীল-দর্পণ বলেছেন: আখের ফুল হয় এটাতো জানতামই না!!
২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
জাকারিয়া মুবিন বলেছেন: আসলে এটা আখক্ষেতে কাশফুল টাইপ ফুল।
এটাকে অবশ্য আখফুল বলে কিনা আমার জানা নেই।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
আমিনুর রহমান বলেছেন: +++