![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"
এক,
আমি আক্কাচ, খাইছি মাত্র
৯৯টা ছ্যাঁক।
দুই,
হতাশ আমি, ‘জীবনডারে
কোন জীবনে থুই’।
তিন,
তোমায় দেখে অন্যের সাথে
Heart করে চিনচিন।
চার,
মেয়েদের পিছে ঘুইরা করলাম
জীবনডা ছারখার।
পাঁচ,
হীরা ভেবে ভুল করেছি
তুমি আসলে একটা কাঁচ।
ছয়,
পাশের বাড়ির জরিনা বেগম
পিরিতের কথা কয়।
সাত,
বাজেটের মধ্যে রাখা উচিত
ভালবাসার খাত।
আট,
কলেজে পরে সেয়ান মেয়ে
দেখিয়ে চলে ডাঁট।
নয়,
খাঁটি প্রেম করো সবাই
করোনা অভিনয়।
দশ,
প্রেম যেন এক নেশার বস্তু
খাঁটি তালের রস।
ছবিঃ গুগল থেকে..
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
জাকারিয়া মুবিন বলেছেন:
২| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
মাক্স বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
জাকারিয়া মুবিন বলেছেন: )
৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭
মামুন রশিদ বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
জাকারিয়া মুবিন বলেছেন: চোখ টিপ দেওয়া বালু না,,,,,
৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
প্রিয়তমেষূ বলেছেন:
ভালা হইছে!!!!!!!!!!!!!!
২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ আপু।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
কালা মনের ধলা মানুষ বলেছেন: একটা ছবি বেশি গ্রস !! তোর রেপুটেশন বাজে হয়ে যেতে পারে।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
জাকারিয়া মুবিন বলেছেন: চেঞ্জ করে দিচ্ছি।
ধইন্যা।
৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
s r jony বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
জাকারিয়া মুবিন বলেছেন:
৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
গ্রাম্যবালিকা বলেছেন:
এগারো,
জাকারিয়া মুবিন তু্মি
দারুন লিখতে পারো!!
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
জাকারিয়া মুবিন বলেছেন: বারো,
গ্রাম্যবালিকা তুমি প্রেম করে
দিওনা ব্যথা মনে কারো!!
৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
লোনলিফাইটার বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
জাকারিয়া মুবিন বলেছেন: ধইন্যা ফাইটার।
৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
সর্বহারা:৭১ বলেছেন: আমি মইরাছি রে!!! আমারে কেউ ধরে রে!!!!!!!!চরম পোস্ট+++++++
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২
জাকারিয়া মুবিন বলেছেন: এক কেজি ধইন্যাপাতা।
১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
অণুজীব বলেছেন:
)
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
জাকারিয়া মুবিন বলেছেন:
১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
গ্রাম্যবালিকা বলেছেন:
তেরো,
বালিকাকে খোঁচা দেওয়া
ছাড়ো!
এমন মজার ছড়া লিখো
আরো।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
জাকারিয়া মুবিন বলেছেন: চৌদ্দ,
বালিকা তুমি মাইন্ড খেয়োনা
বাপ হয়েছি সদ্য।
১২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন:
পনেরো,
বাপ হয়েছো ভালো কথা
ভন্ডামিটাও ছেড়ো!
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
জাকারিয়া মুবিন বলেছেন: ষোল,
ভন্ডামি আবার করলাম কই?
একটু মজাই নাহয় হল।
১৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: ৯৯ টা ছ্যাকা খাইয়া বাইচা আছেন ক্যাম্নে?
ভালো হইছে। মজা লাগলো।
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮
জাকারিয়া মুবিন বলেছেন: ছ্যাকা খাওয়ার মহান দায়িত্ব নিয়ে মাঠে নেমেছি, ভাইয়েরা আমার আপনারা পাশে থাকলে আরও অনেক ছ্যাকা খাওয়া আমার জন্য কোন ঘটনাই না।
১৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
গ্রাম্যবালিকা বলেছেন:
সতেরো
আপনার স্ত্রী নাকি বলে
ফালতু ব্লগিং করো!!!
২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
জাকারিয়া মুবিন বলেছেন: আঠারো,
ঘরের কথা ক্যামনে জানলা?
ঘটনা কেমনতরো??!!
১৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন:
উনিশ
ঘরের কথা শুনতে
বয়েই গেছে! ইশ্ !
২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
জাকারিয়া মুবিন বলেছেন: বিশ,
তাইলে জানলা কেমতে ব্লগিং করা
আমার বউয়ের দুই চউক্ষের বিষ??!!
১৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
গ্রাম্যবালিকা বলেছেন:
একুশ
কাকতালীয় মিলে গেছে
আমার কি দোষ!!
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
জাকারিয়া মুবিন বলেছেন:
বাইশ
বউ ভাল বিরানি রান্ধে
দাওয়াত দিলাম, যাইস।
১৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫
গ্রাম্যবালিকা বলেছেন:
তেইশ
এসে বিরিয়ানি খাবো
মিটিয়ে মনের আইশ!! :#>
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
জাকারিয়া মুবিন বলেছেন:
চব্বিশ
নারায়ণগঞ্জে থাকি আমি
আসলে খবর দিস।
১৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
গ্রাম্যবালিকা বলেছেন:
পঁচিশ
ঢাকায় আমি, দূরে বলেই
এতো দাওয়াত দিস?!!
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
জাকারিয়া মুবিন বলেছেন:
ছাব্বিশ
ধলা মানুষের দেখাও পাবি
আসতে চাইলে আসিস।
১৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
সিয়ন খান বলেছেন: ব্যাপক মজার
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
জাকারিয়া মুবিন বলেছেন: আফনেরে ধইন্যা।
আইসা গ্যালারিতে বসেন।
২০| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
গ্রাম্যবালিকা বলেছেন:
সাতাশ!
তোমাদের বাড়ী দূরে দেখে
হলাম খুব হতাশ।
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
জাকারিয়া মুবিন বলেছেন:
আটাশ
দূরত্ব কোন বাধা নয়
দোস্তি যদি পাতাস।
২১| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
গ্রাম্যবালিকা বলেছেন:
উনত্রিশ
তখনি হয় বন্ধুত্ব
হলে মনের মিলমিশ!
তোর বাড়ী দূরে
আগে আমার দাওয়াত নিস!
ডেজার্টে থাকবে পায়েশ
দিয়ে মিষ্টি কিসমিস!!
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
জাকারিয়া মুবিন বলেছেন:
ত্রিশ
ঢাকায় থাকি সারাদিন
হাতিরপুলে অফিস,
কাচ্চি খাওয়াতে চাইলে
শুধু একটু আওয়াজ দিস।
২২| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১
গ্রাম্যবালিকা বলেছেন:
একত্রিশ!
খাওয়াবো ভালো কথা
ভাবীর অনুমতি নিস।
বালিকা লক্ষী মেয়ে
বোন বলেই ডাকিস!!
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
জাকারিয়া মুবিন বলেছেন:
বত্রিশ,
বোনের আসন খালি আছে
চেয়ার পেতে নিস,
ছোটবোনকে তাইলে আমিই খাওয়াই
জানান দিয়া আসিস।
২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
মিনহাজুল হক শাওন বলেছেন: মজা পাইলাম। পিলাচ লন!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
জাকারিয়া মুবিন বলেছেন: পিলাচ পাইলাম। ধইন্যা লন!
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন: