নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্প জ্ঞানের মানুষ.....\n\nফেসবুক লিংকঃ https://www.facebook.com/zakaria.mobin

জাকারিয়া মুবিন

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"

জাকারিয়া মুবিন › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্যঃ নারী নির্যাতনের বিরুদ্ধে একটি কাব্যিক প্রতিবাদ

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭



প্রতিবাদ অনেক ধরনের হতে পারে।

১. সর্বোৎকৃষ্ট প্রতিবাদঃ কারো তোয়াক্কা না করে, সময়, শ্রম, টাকার বিসর্জন দিয়ে রাজপথে প্রতিবাদ করা। যেটা কয়েকজন নিবেদিতপ্রাণ মানুষ সবসময় করেছেন বা এখনও করছেন, তাদেরকে স্বশ্রদ্ধ স্যালুট।

২. উৎকৃষ্ট প্রতিবাদঃ বিভিন্ন কারনে যারা রাজপথে যেয়ে প্রতিবাদ করতে পারেন না, কিন্তু রাজপথের প্রতিবাদ গুলোকে মিডিয়ায় এনে সাধারন মানুষ এবং আইনপ্রনেতাদের বিবেকে নাড়া দেওয়া। (জাতীয় পত্রিকায় কলাম লিখে বা টিভিতে প্রতিবাদী নাটক প্রচার করে)। কয়েকজন করছেন, আশা করছি আরও অনেকে এগিয়ে আসবেন।

৩. সাধারন প্রতিবাদঃ নিজ নিজ স্থান থেকে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে প্রতিবাদ করা। (প্রতিবাদী গানে, প্রতিবাদী ছবি এঁকে, প্রতিবাদী গল্প বা প্রবন্ধে, প্রতিবাদী কাব্যে, প্রতিবাদী আবৃত্তিতে)।

৪. মৌন প্রতিবাদঃ এই প্রতিবাদ আমজনতার প্রতিবাদ। ‘পাছে লোকে কিছু বলে’ এই ভয়ে বা পরিস্থিতির শিকার হয়ে বা সময়ের অভাবে কোন ধরনের প্রতিবাদ করতে না পেরে অন্তর থেকে ঘৃণা করাও এই প্রতিবাদের অংশ।



আমি আমজনতা হলেও স্রষ্টা মাথায় এক কণা সৃজনশীলতা যেহেতু দিয়েছেন তাই তা কাজে লাগানোর ক্ষুদ্র প্রচেষ্টা করলাম।
:(









তোমাকেই বলছি

শোন নির্যাতিতা নারী,

মাথা তুলে দাঁড়াও

তুমিই হবে কান্ডারী।







রে নপুংসক

নারীর কর যতন,

বন্ধ কর

নারী নির্যাতন।







যৌতুকের বলি

কাউকে বানাইস না আর,

খাইটা খা

এবার ভিক্ষা ছাড়।







যৌতুক নিলি

রে বন্য,

একদলা ঘৃণা

তোর জন্য।









এসিড ছুড়িস নারীর মুখে

একটুও কাপেনা বুক,

একটিবারও ভাসেনা চোখে

তোর মায়ের মুখ??!!







সৌন্দর্যকে ঝলসে দিলি

তুই নিকৃষ্ট,

মানুষ তুই!!? শ্রেষ্ঠ জীব!!?

খোদাতালার সৃষ্ট!!?
X( X(









টিজ করে তোরা

করিস ফুর্তি,

থুতু দেই তোদের

মুখ ভর্তি।







ধর্ষক

আর ইভটিজার,

সাবধান

আর নাই নিস্তার।








ধর্ষক

তুই বাপের বেডা,

ঐ তোর

বাপ জানি কেডা?!!?

(বাপের পরিচয় জানে কিনা সন্দেহ আছে)







ধর্ষক খোঁজ

বাটি চালান দে,

কোপামু অরে

বটি শান দে।







(রে বোকা নারী)

দেহ দেখিয়ে নিজেকে তুই

বানালি ভোগ্য পন্য,

জানলিনা ডেকে আনলি বিপদ

আমার বোনের জন্য।







ধর্ষকের দোষ কমাতে চাস

ধরে সুশীল বেশ,

জঘন্য তোর সুশীলতায়

থুতু দেয় দেশ।
X( X(









পোশাক নয় একমাত্র কারন

ধর্ষণের জন্য,

ওরা চেনে নারীদেহ

কীট ওরা ঘৃণ্য।







অবুঝ মেয়েকেও ধর্ষণ করিস

তুই এতটাই কামুক!!

কার্তিকের কুকুরও লজ্জা, ঘৃণায়

দেখবে না তোর মুখ।







ঘৃণা করি বা প্রতিবাদ

পাইনা তবুও স্বস্তি,

এতে ওদের হবেনা কিছুই

চাই দৃষ্টান্তমূলক শাস্তি।






ছবিঃ গুগল থেকে..

মন্তব্য ৯৮ টি রেটিং +৩৪/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

লাবনী আক্তার বলেছেন: চমৎকার!!

পোস্ট এ +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++্

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ লাবনী আপু।

চোখে পানি কেন?
কান্না নয়, প্রতিবাদ চাই।

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চরম। প্রত্যেকটা অনুকাব্যই ভালো লেগেছে।++++

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ ভাই।

প্রতিবাদ করুন।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

প্রিয়তমেষূ বলেছেন: ++++++++

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

জাকারিয়া মুবিন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ আপু।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

কালা মনের ধলা মানুষ বলেছেন: তোর বেস্ট পোস্ট, সো ফার।

শেয়ার্ড।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ দোস্ত।

:)

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

হাছুইন্যা বলেছেন: ++

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

আশকারি রহমান বলেছেন: অসাধারণ লেগছে !!

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ।

কেমন আছো ভাইয়া, ব্লগদিবসে তোমাকে দেখে খুব ভাল লেগেছিল।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সুন্দর !

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনাদের মত চমৎকার লেখকদের কাছ থেকে প্রতিবাদী লেখা চাই।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

রেজওয়ান তানিম বলেছেন: বেশ লাগল আপনার প্রতিবাদ

কার্টুনগুলোও কি আপনার করা ?

শুভকামনা জানবেন

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

জাকারিয়া মুবিন বলেছেন: কার্টুনগুলো গুগল থেকে ধার করা।

অনেক ধন্যবাদ।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

প্রিন্স হেক্টর বলেছেন: ভালো লেগেছে, + দিলাম।

ধর্ষকের ফাসি চাই..............

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ।

ধর্ষকের ফাঁসি চাই..........

১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

লিঙ্কনহুসাইন বলেছেন: অসাধারণ +++++++্
পোশাক নয় একমাত্র কারন
ধর্ষণের জন্য,
ওরা চেনে নারীদেহ
কীট ওরা ঘৃণ্য।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ।

১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

নিয়েল ( হিমু ) বলেছেন: ছোট ছোট কাব্য গুলো যেমন হয়েছে এর আগের ভুমিকাটাও তেমন হয়েছে । অসাধারন ভাল লাগা :)

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ হিমু ভাই।

১২| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

লেখোয়াড় বলেছেন:
Fine and Thanks
+++++++++++++++

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

শামীম আরা সনি বলেছেন: অসাধারন। ১২ তম ++

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

১৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা পোষ্ট :) দারুন+

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভাই। :) :)

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: জাগ্রত মনে
আজি বজ্র নিনাদ
তবে চলবে
অগ্নি রোষে এ প্রতিবাদ ।
সুন্দর পোস্ট
শুভকামনা

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

জাকারিয়া মুবিন বলেছেন: জাগ্রত মনে
আজি বজ্র নিনাদ
তবে চলবে
অগ্নি রোষে এ প্রতিবাদ ।

চমৎকার।
ধন্যবাদ। :) :)

১৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

নোমান নমি বলেছেন: যাষ্ট ওয়াও। ভিন্ন ধারার প্রতিবাদ। দারুন।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ নোমান ভাই। :) :)

১৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

দায়িত্ববান নাগরিক বলেছেন: এককথায় অসাধারন!

+++++++++++++

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ দায়িত্ববান ভাই।

১৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

এস. এম. কামরুল আহসান বলেছেন: চমৎকার প্রতিবাদ। সাধুবাদ আপনাকে।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ ভাই।

১৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

শীলা শিপা বলেছেন: সব মিলিয়ে অসাধারন।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ আপু।

২০| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

নিরপেক্ষ মানুষ বলেছেন: ++++

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ।

২১| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

প্রজন্ম৮৬ বলেছেন: বাহ, চমৎকার লিখেছেন। +++++++

অণুকাব্যগুলো যথাসম্ভব ছড়িয়ে দেয়া দরকার। কিছু জাতীয় দৈনিকে পাঠিয়ে দিন কষ্ট করে।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

জাকারিয়া মুবিন বলেছেন: কিভাবে পাঠাতে হয় ?
মেইলে পাঠালে হবে ?
জানেন নাকি ?

প্লাসের জন্য ধন্যবাদ।

২২| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো অণুকাব্য। এসবের প্রচার দরকার।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

২৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

স্পাইসিস্পাই001 বলেছেন: JUST TOUCHING.......

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ স্পাই।

২৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

পাতলু বলেছেন: অণুকাব্যগুলো যথাসম্ভব ছড়িয়ে দেয়া দরকার। কিছু জাতীয় দৈনিকে পাঠিয়ে দিন কষ্ট করে
প্রজন্ম৮৬
একমত

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ ভাই।

দেখি চেষ্টা করবো।

২৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

প্রজন্ম৮৬ বলেছেন: আমার আসলে জানা নেই :(

তবে, প্রথমে কয়েকটা দৈনিকে'র অফিসে টেলিফোনে আলাপ করে উপযুক্ত ব্যাক্তি'র ই-মেইল এ্যাড্রেস নিয়ে পাঠালেই বোধহয় বেস্ট।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

জাকারিয়া মুবিন বলেছেন: ওকে, ধন্যবাদ।

চেষ্টা করবো।

২৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

বাকপ্রবাস বলেছেন: এক কথায় অনন্য+++++++++++++++++++++

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ বাকপ্রবাস।

২৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

মাক্স বলেছেন: প্রতিবাদের ভাষা ভাল্লাগসে+++++

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ কাইউম ভাই।

২৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

ইখতামিন বলেছেন: +++++++++++++++

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

জাকারিয়া মুবিন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ।

:)

২৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

লোনলিফাইটার বলেছেন: দারুন পোস্ট ব্রো +++ :)

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ ফাইটার ভাই।

:)

৩০| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

আফিফা মারজানা বলেছেন: চমত্‍কার ।খুব ভালোলাগছে ।প্রচারের ব্যবস্হা করুন ।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

জাকারিয়া মুবিন বলেছেন: চেষ্টা করব ইনশাআল্লাহ।

দোয়া করবেন আপু।

ধন্যবাদ।

৩১| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

ঘুড্ডির পাইলট বলেছেন:
অসাধারন প্রতিভা আপ্নার । আপ্নার লেখায় প্রতিবাদি সুর রয়েছে । এভাবেই আমাদের প্রতিবাদ করতে হবে নারী নির্যাতনের । মানুষ তার নিজ নিজ অবস্থানে যখন প্রতিবাদি হবে তখন সকল অন্যায় বন্ধ হবে। আপ্নি আপ্নার লেখায় নারী দের প্রতি নির্যাতন এবং নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ তুলে ধরেছেন , আপ্নাকে ধন্যবাদ এবং পোষ্টে ২১ তম+++

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ পাইলট ভাই,
আপনেরে খুবই ভালা পাই।
:) :)

৩২| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

নেক্সাস বলেছেন: প্রতিবাদের ধরণ টা সুন্দর। এভাবে নানা ভাবে নানা মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলতে থাকুক

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ নেক্সাস।

এভাবে নানা ভাবে নানা মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলতে থাকুক
সহমত।

৩৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ফারাহ দিবা জামান আপু এই সংক্রান্ত একটা পোস্টে একটি মন্তব্য দিয়েছিলাম। সেটা আপনার এখানেও তুলে দিচ্ছিঃ


মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ লিখেছেন আপু, আশা করি আমাদের ভেতরে সিংহটা জাগ্রত হবে...

তবে সমস্যার একটু গোড়ায় হাত দিতে হবে। ছেলে শিশু বা মেয়ে শিশু, উভয়েই বাবা-মায়ের তত্ত্বাবধানে থাকে। শিশুকে বড় করে তোলায় আমাদের বাবা-মায়ের যে ভূমিকা, সেটা নিয়ে আমাদের একটু নতুনভাবে ভাবতে হবে। আমরা যেভাবে বড় করছি সেটা ভবিষ্যতে কতটুকু সিংহ পুরুষ বা সিংহী নারী তৈরী করবে সেট বর্তমান প্রেক্ষাপটে আমার কাছে প্রশ্নবিদ্ধ !

মুসলিম পরিবারের কথা যদি বলি, একটা শিশুকে যদি ছোট বেলা থেকেই ধর্মীয় অনুশাসনে বড় করা যায়, যেখানে সে আল্লাহকে চিনবে, আল্লাহর ভয়কে চিনবে, মায়ের অধিকার বুঝবে, একজন নারীর সম্মান বুঝবে, একটা মেয়ে শিশু পুরুষের সম্মান বুঝবে, কিভাবে পরিবারের বয়োজ্যেষ্ঠদের মেনে চলতে হয় সেটা শিখবে, আল্লাহর রাসূল (সঃ) এবং তার সাহাবা (রাঃ) এর জীবন কিভাবে পরিচালিত হয়েছে সেটা জানবে। সর্বোপরি বাবা-মা যদি Lead by example করে তাদের ছেলে-মেয়েদের বড় করতে পারি, ইনশাল্লাহ এই ছেলে-মেয়ে বড় হয়ে কোন ধরণের অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়বে না, যদি না সে পরে কোনভাবে পথভ্রষ্ট হয় !

এরপর রাষ্ট্রে ভূমিকাও আছে। ধর্ষনের শাস্তি যদি প্রকাশ্যে মৃত্যুদন্ড দিয়ে দেয়া যেত, দেখতে সমাজ থেকে কি হারে এ ধরণের অপরাধ কমে যেত। উদাহরণ, সৌদি আরব, ধর্ষন সব চাইতে কম ! আমি বলছি না সৌদি আরবে ১০০% ইসলামী আইন চলছে, কিন্তু যতটুকু প্রয়োগ আছে, তার ফলাফল দৃশ্যমান ! আমাদের দেশের একটা বখাটে জানে, একটা মেয়েকে ধর্ষন করে তারপর হত্যা করে ফেললেও তার তেমন কোন শাস্তি হবে না। কিছুদিন জেল খেটেই খালাশ ! বের হয়ে আবারও একই কাজ ! ব্যপারটা সত্যিই ঠান্ডা চা হয়ে গেছে !


তাই সবার কাছে অনুরোধ, নিজে সহীহ পথে চলুন, নিজের বাচ্চাদের সহীহ পথে বড় করুন, নইলে যতই মানব বন্ধন আর মিছিল হোক, ফলাফল শূন্যই হবে... এটা আমার একান্ত ব্যক্তিগত উপলব্ধি।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

জাকারিয়া মুবিন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জহির ভাই।

৩৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

shfikul বলেছেন: ++++++

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ ভাই।

৩৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

আমি তুমি আমরা বলেছেন: অসাধারণ

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ ভাই।

৩৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: +++++++

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭

জাকারিয়া মুবিন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ।

৩৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

তারছেড়া লিমন বলেছেন: দারুন......আর সেইরাম হইছে.............

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ লিমন ভাই।

৩৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

চাঁপাডাঙার চান্দু বলেছেন: প্রতিটি কবিতাই ভিতরে নাড়া দেবার মত। পোস্টটি ফেসবুকে শেয়ার করলাম ভাই।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ চান্দু ভাই।

৩৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩

মনে নাই বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ চলবে।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

জাকারিয়া মুবিন বলেছেন: নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ চলবে।

সহমত।
ধন্যবাদ।

৪০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

আমিনুর রহমান বলেছেন: ঘৃণা করি বা প্রতিবাদ
পাইনা তবুও স্বস্তি,
এতে ওদের হবেনা কিছুই
চাই দৃষ্টান্তমূলক শাস্তি।

চমৎকার পোষ্ট +++

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই।

৪১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

গ্রাম্যবালিকা বলেছেন:


ঘৃণা করি বা প্রতিবাদ
পাইনা তবুও স্বস্তি,
এতে ওদের হবেনা কিছুই
চাই দৃষ্টান্তমূলক শাস্তি।

সাথেই আছি ব্রো।

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ, বালিকা।

কেমন আছিস আপু?

৪২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

যুবায়ের বলেছেন: চমৎকার লেখা....
প্লাসায়িত করলাম++++

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ যুবায়ের ভাই।

৪৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

দেবদাস. বলেছেন: ++++++

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

জাকারিয়া মুবিন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ দেবদাস ভাই।

৪৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

মহামহোপাধ্যায় বলেছেন: অনুকাব্যগুলো সুন্দর হয়েছে ভাইয়া।

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৪৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

সাইফ সামির বলেছেন: +++

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ সাইফ ভাই।

৪৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

শায়মা বলেছেন: +++

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮

জাকারিয়া মুবিন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ শায়মাপু।

৪৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

মামুন রশিদ বলেছেন: অসাধারন । প্রতিবাদের ভাষা আজ সৃষ্টিশীল অনু কাব্য আর কার্টুন । প্রতিবাদের এই বোধ জেগে উঠুক প্রতিটা মানুষের হৃদয়ে ।

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ মামুন ভাই।

৪৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

আমি ইহতিব বলেছেন: দারুন। +++

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
কেমন আছেন?

৪৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

তাসজিদ বলেছেন: যদি নারী নির্যাতন সত্তেই কমাতে হয় তাহলে প্রথমে মৌসুমি ব্যবসা বন্ধ করতে হবে।

কিছু আগে eve teasing নিয়ে দেশ উত্তপ্ত ছিল। অথচ এখন সব ঠাণ্ডা। দেশে কি eve teasing নেই। নাকি বখাটে রা সব ভাল হয়ে গেছে। না, তারা ভাল হয়ে যাই নাই। কিন্তু এ নিউজ ভানিশ কারণ এখন eve teasing এর মৌসুম শেষ। এখন রেপ এর মৌসুম। মানুষ এ সংবাদ খাবে।


এভাবে মিডিয়া অসহায় নারীদের নিয়ে ব্যবসা করছে। আর মেয়েরা প্রতিনিয়ত নির্যাতন এর শিকার হচ্ছে।


নারী নির্যাতন বন্ধ করতে হলে সকল নিউজ সকল সময় highlight করতে হবে।

Public demand না, নারী নির্যাতন বন্ধ ই যেন হয় মিডিয়া এর প্রধান উদ্দেশ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০

জাকারিয়া মুবিন বলেছেন: তাসজিদ ভাই,
মিডিয়ার কাজই এমন যে তারা গরম খবর নিয়ে লাফালাফি করে। আমি বা আপনি যেহেতু মিডিয়ায় নেই, সেক্ষেত্রে আমাদের দায়িত্ব কি?

আমি আমার পোস্টে সেটাই বলতে চেয়েছি। নিজ নিজ স্থানে থেকে প্রতিবাদ করতে হবে। সেটা যেভাবেই হোক না কেন। তবেই গণজাগরণের সৃষ্টি হতে পারে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.