নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্প জ্ঞানের মানুষ.....\n\nফেসবুক লিংকঃ https://www.facebook.com/zakaria.mobin

জাকারিয়া মুবিন

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"

জাকারিয়া মুবিন › বিস্তারিত পোস্টঃ

একুশ আমার

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯







একুশ আমার বাংলা ভাষা

একুশ আমার প্রাণ,

একুশ আমার মধুর ‘মা’ ডাক,

গাই একুশের গান।





একুশ আমার মায়ের কথা,

একুশ আমার গদ্য,

একুশ আমার কাজী নজরুল,

একুশ আমার পদ্য।





একুশ আমার রফিক, সালাম,

একুশ আমার জব্বার,

একুশ আমার বাহান্ন সাল

গর্ব একুশ সব্বার।





একুশ আমার পৃথিবীতে এক,

মৃত্যুঞ্জয়ী গর্ব,

শপথ নিচ্ছি একুশেতে আজ

সোনার বাংলা গড়বো ।



মন্তব্য ৪৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

নিয়েল ( হিমু ) বলেছেন:
আমি অন্যের কিছু কপি করে নিজের ইমোশন প্রকাশ করতে মনচায় না । নচেত আপনার কবিতাটা কপি করে অন্য একজনকে পাঠাতাম এতটাই ভাল লাগছে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ হিমু।

হিমুদের নাকি ভালবাসা প্রকাশ করতে নেই!!

হিমু হয়েও এতো চমৎকার ভালবাসার প্রকাশে অনেক ধন্যবাদ।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই অনেক অনেক বেশী ভাল লাগল!! ++++++++++++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

জাকারিয়া মুবিন বলেছেন: আপনার নিকটা নিয়ে একটু অভিযোগ আছে আমার।

কে বলেছে আপনি দিকভ্রান্ত?!!

আপনার চমৎকার লেখাগুলোতো তা বলেনা...

প্লাসের জন্য অনেক অনেক বেশী ধন্যবাদ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

আমিনুর রহমান বলেছেন:


অসাধারণ +++

বোল্ড করাতে ভালো লাগছে না দেখতে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ।

ওকে, এডিট করে দিচ্ছি।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

shfikul বলেছেন: +++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

জাকারিয়া মুবিন বলেছেন: শফিকুল ভাই, আপনার সব লেখা কি মোবাইলে লিখেন?

প্লাসের জন্য ধন্যবাদ।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

তারছেড়া লিমন বলেছেন: অসাধারণ ++সহ লাইক+++++++++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ "তারজোড়া" লিমন।

আপনাকে আমার কোনোদিক দিয়েই তারছেড়া মনে হয়নি।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

শিপন মোল্লা বলেছেন: সাধারন একুশের কবিতা।
++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

জাকারিয়া মুবিন বলেছেন: ঠিক বলেছেন। আপনার প্রোপিকটা ভালই লাগে। ছবিটা কার?

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

একজন আরমান বলেছেন:
একুশের পদ্যে ভালো লাগা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ একজন আরমান।

অঃ টঃ আপনার আত্মার খবর কি? ;)

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

একজন আরমান বলেছেন:
আমার আত্মা ভালোই আছে। ;)

সবাই তাদের মাল্টি দিয়ে ভালো ভালো লেখা লেখে।
আমিও দেখি ওইটা দিয়ে নতুন কিছু বের হয় কিনা ! ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

জাকারিয়া মুবিন বলেছেন: মাল্টি দিয়ে ভাল লেখার দরকার কি?

মাল্টি দিয়ে রিভার্স খেলতে হবে, ক‍্যাচাল করতে হবে, ভন্ডামি করতে হবে, হিপোক্রেসি করতে হবে.....
মাল্টির কত কাজ, ভাল লেখার সময় কই?। ;) ;)

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

যুবায়ের বলেছেন: চমৎকার হয়েছে একুশের কবিতা.....
ভালোলাগা জানিয়ে গেলাম++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন‍্যবাদ যুবায়ের ভাই।


অ: ট: ব‍্যাংকিং নিয়ে আপনার লেখাটার অপেক্ষায় আছি।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

কান্ডারি অথর্ব বলেছেন:
একুশ আমার পৃথিবীতে এক,
মৃত্যুঞ্জয়ী গর্ব,
শপথ নিচ্ছি একুশেতে আজ
সোনার বাংলা গড়বো ।


++++++++++++++++++++++++++++++++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

জাকারিয়া মুবিন বলেছেন: এই শপথেই জাগ্রত হোক
বাংলার জনগন,
সচেতন হোক আমজনতা
অন‍্যায় হোক দমন।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

আমি বাঁধনহারা বলেছেন:


একুশ আছে বলেই আজ বলতে পারি বাংলায় কথা
একুশ আছে বলেই আজ লিখতে পারি কবিতা।
আসুন আজ জেগে উঠি একুশের মহান চেতনায়
আসুন প্রেম দিয়ে সোনার বাংলা কে সাজায়।


খুব সুন্দর কবিতা ভাই!!

খুব ভালো লাগল+++++++++++++++



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

জাকারিয়া মুবিন বলেছেন: আপনি যেটা লিখেছেন সেটা আরও সুন্দর।

ধন‍্যবাদ বাঁধনহারা।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

আরজু পনি বলেছেন:

কবিতায় অনেক ভালো লাগা রইল।।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭

জাকারিয়া মুবিন বলেছেন: উৎসাহ দিতে আসায় অনেক ধন্যবাদ পনি আপু।




অপরবাস্তবের খবর কি ?

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন:
খুব সুন্দর হইছে কবিতা । ১২ তম ভালো লাগা ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

জাকারিয়া মুবিন বলেছেন: পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ পাইলট ভাই।





অঃ টঃ নারায়ণগঞ্জে আসেন না একদিন। ;) হবেনে!! ;)

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

গ্রাম্যবালিকা বলেছেন:
খুব সুন্দর! +++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

জাকারিয়া মুবিন বলেছেন: তাই!! অনেক ধন্যবাদ।




অঃ টঃ তোর সচেতন কাব্যের একটা সিক্যুয়াল নিয়ে আসছি......

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

প্রিয়তমেষূ বলেছেন: +++++++++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

জাকারিয়া মুবিন বলেছেন: লেখা কি এতই পচা হয়েছে যে মুখে কথা নাই...........!! :(( :((


হাজিরা দেবার জন্য অনেক ধন্যবাদ আপু। ইদানীং মনেহয় ব্যস্ত আছেন খুব। ব্যস্ততার মধ্যেও ব্লগে আসায় অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

ফালতু বালক বলেছেন: পোস্টে +++++

শুভ কামনা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ বালক।




নিজেকে ফালতু মনে করার কোন কারন থাকতে পারেনা বালক। সুন্দর লিখেন আপনি। ভাল থাকবেন।

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

মামুন রশিদ বলেছেন: কবিতা অসম্ভব সুন্দর হয়েছে । অসাধারন++++++++্



১৪তম ভালো লাগা ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

জাকারিয়া মুবিন বলেছেন: বলেন কি মামুন ভাই!!


আপনাকে অসম্ভব সুন্দর ধন্যবাদ।

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চরম+++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ জনৈক জ্ঞানী ভাই।

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার লেখা অফলাইনে পড়ি, খুবই ভাল লাগে।

ছোটকালে একুশ নিয়ে আমিও একটা ছড়া লিখেছিলাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

জাকারিয়া মুবিন বলেছেন: প্রথম যখন ব্লগে আসি, আপনি রেগুলার কমেন্ট করতেন, মাঝখানে অনেকদিন কমেন্ট পাইনি আপনার।

মিস করেছি, ভেবেছিলাম আর আসবেন না হয়ত কোন কারনে।

অনেকদিন পর আসলেন, আমার ব্লগে আপনাকে স্বাগতম।

আমার লেখা আপনার খুবই ভাল লাগে জেনে আমারও খুবই ভাল লাগছে।

অনেক ধন্যবাদ স্বর্ণা।

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৮

রাফা বলেছেন: একুশ আমাদের অহংকার।তাই একুশ-কে যে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি।

একুশের কবিতা ভালো লাগলো।ধন্যবাদ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

জাকারিয়া মুবিন বলেছেন: একুশ আমাদের অহংকার।তাই একুশ-কে যে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি।


আই লাবু 2.

অনেক ধন্যবাদ রাফা।

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩০

বোকামন বলেছেন: “একুশ আমার”

আহা মন বইরা গেল ভাই । মা রে মা বইলা ডাকার লাগি রক্ত দেওয়া একমাত্র জাতি আমরাই।
এমন কবিতা আমরাই লেখতে পারি

আমরাই ................

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

জাকারিয়া মুবিন বলেছেন: আপনার মন্তব্যটা কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। :)





অনেক ধন্যবাদ বোকামন।

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৪

তুহিন সরকার বলেছেন: নিজের ভাষায় মত প্রকাশের মজাটাই আলাদা।
ভাষা আন্দোলনের মাসে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।
শুভকামনা রইল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ তুহিন সরকার।

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১

নীল-দর্পণ বলেছেন: বাহ! সুন্দর ত

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

জাকারিয়া মুবিন বলেছেন: তাই!!

অনেক ধন‍্যবাদ আসমানী। (আকাশ ছাড়া কোন নীল-দর্পণের খোঁজ জানিনা তাই বললাম)

২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

মাক্স বলেছেন: ভালো লাগলো!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন‍্যবাদ মাক্স।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.