নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্প জ্ঞানের মানুষ.....\n\nফেসবুক লিংকঃ https://www.facebook.com/zakaria.mobin

জাকারিয়া মুবিন

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"

জাকারিয়া মুবিন › বিস্তারিত পোস্টঃ

বসন্ত প্রকৃতি

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১









প্রকৃতিতে আজি পরেছে সাড়া

এসেছে ফাগুণ,

কৃষ্ণচূড়ার ডালে ডালে যেন

লেগেছে আগুন।



বাসন্তী হাওয়া এসেছে আজিকে

মেঘের ডানায়,

জোয়ারের নদী ভরপুর জলে

কানায় কানায়।



বৃক্ষের শাখে কোকিলের গান

রাখালিয়া বাঁশি,

তবুও কেন হে, কার লাগি তব

মন উদাসী? :(

মন্তব্য ৪৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

নিয়েল ( হিমু ) বলেছেন:
কার লাগি কার মন উদাসী কেউই কইবে না ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

জাকারিয়া মুবিন বলেছেন:



আপনার মন্তব্যে মজা পাইলাম ভাই। :)

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

ইখতামিন বলেছেন: ২য় +++++++++

রাজপথে আজ জনগণ গায়
জয় জয়গান,
রাজাকারদের নেই কোনো ঠাই
ফাঁসিই মহান।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

জাকারিয়া মুবিন বলেছেন:



ধন্যবাদ ভাই।
সব রাজাকারদের ফাঁসি চাই।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

মাক্স বলেছেন: ৩য় ভালোলাগা!!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

জাকারিয়া মুবিন বলেছেন:


ধন্যবাদ মাক্স।




অঃ টঃ ভার্সিটি লাইফ কেমন যাচ্ছে?

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

s r jony বলেছেন: তবুও কেন হে, কার লাগি তব
মন উদাসী?


৪র্থ ভাললাগা ও অসিম ভালবাসা রইল

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

জাকারিয়া মুবিন বলেছেন:

ধন্যবাদ ভাই।
সব রাজাকারদের ফাঁসি চাই।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

shfikul বলেছেন: +++++++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

জাকারিয়া মুবিন বলেছেন:


অনেক ধন্যবাদ শফিকুল ভাই।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: তবুও কেন হে, কার লাগি তব
মন উদাসী?


কার লাগি?? ;) ;)

+++++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

জাকারিয়া মুবিন বলেছেন:


নিচে ভাই বেরাদার আফনের উত্তর দিয়া দিছে, দেখেন। :) :)

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

একজন আরমান বলেছেন:
আজ আমি কোথাও যাবো না বলেছেন: তবুও কেন হে, কার লাগি তব
মন উদাসী?

কার লাগি?


আর কার লাগি? ভাবির লাগি। ;)

কবিতায় ভালো লাগা। :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

জাকারিয়া মুবিন বলেছেন:

অনেক ধন্যবাদ ভ্রাতা।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অল্প কথায় সুন্দর কবিতা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

জাকারিয়া মুবিন বলেছেন:

ধন্যবাদ ভাই।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:
ফাগুনের শুভেচ্ছা রইল ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

জাকারিয়া মুবিন বলেছেন:


আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

মাক্স বলেছেন: অঃটঃ দৌড়ের উপ্রে ভাই। ফাইনাল স্টার্টস টুমরু :(:(:(

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

জাকারিয়া মুবিন বলেছেন:

তাই,

পরীক্ষা ভাল হোক এই দোয়া করি। !:#P

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

লাবনী আক্তার বলেছেন: তবুও কেন হে, কার লাগি তব
মন উদাসী?


কার জন্য উদাসি?? :P :P

ফাল্গুনের শুভেচ্ছা ভাইয়া।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

জাকারিয়া মুবিন বলেছেন:

আগামীকাল ভালবাসা দিবস,

কার জন্য মন উদাসী এটা আমার কালকের পোস্টে জানতে পারবেন, কথা দিচ্ছি।


আপনাকেও ফাগুণের অনেক অনেক শুভেচ্ছা।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

কালা মনের ধলা মানুষ বলেছেন: তবুও কেন হে, কার লাগি তব
মন উদাসী

শালার পো শালা, বিয়া শাদী কইরা বাচ্চা পয়দা কইরা লাইসস, আর এখন কস এই কথা?

ভাবী জানে?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

জাকারিয়া মুবিন বলেছেন: এইভাবে পাবলিকলি গালাগালি করাডা কি ঠিক মাম্মা :( :(





ভাবীরে কওয়া কি খুব দরকার??!! :(( :(( :((
না কইলে অয়না!!
তোর প্লিজ লাগে... :!>

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

লাবনী আক্তার বলেছেন: হুম! ভাইয়া 'কার লাগি তব
মন উদাসী' এই কথা আপনার মুখে মানায় নাই। X(( X((


আমার মত একলা মানুষ কইলে মানাইত। :( আমি কইতে পারি 'কার লাগি তব মন উদাসী ' :(( :(( :(

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

জাকারিয়া মুবিন বলেছেন: সবাই দেহি আমারে জাইত্যা ধরতাছে। ঐ আমারে কেউ বাছাও.........

কবিতা লেইখ্যা দেহি বিরাট মুসিবতে পড়লাম।
ভাইরে আমি কুনু কিছু মিন কইরা লেখিনাই।
এইবারের মতন মাফ কইরা দেওন যায় না..... :| :|

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

যাযাবর৮১ বলেছেন:






কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

জাকারিয়া মুবিন বলেছেন: গীতি কবিতা চমৎকার হয়েছে।

ধন্যবাদ যাযাবর।

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

যুবায়ের বলেছেন: চমতকার কাব্য....
প্লাস++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ যুবায়ের ভাই।





অঃ টঃ কেমন আছেন এখন?

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

তারছেড়া লিমন বলেছেন: বৃক্ষের শাখে কোকিলের গান
রাখালিয়া বাঁশি,
তবুও কেন হে, কার লাগি তব
মন উদাসী? :( :( :( :( :(

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

জাকারিয়া মুবিন বলেছেন: আপনেও ভাই এইডাই উল্লেখ করলেন, বিরাট বিপদে পড়ছি লাইনডা লইয়া। :(



শুভ ফাগুণ, অনেক ভাল থাকুন।

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

নীল-দর্পণ বলেছেন: বসন্তের অনেক অনেক শুভেচ্ছা :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

জাকারিয়া মুবিন বলেছেন:

বিয়াইনের কাছ থেকে বসন্তের শুভেচ্ছা পাইয়া যারপরনাই আনন্দ লাগতিছে। ধইন্যা।


অঃ টঃ আফনেরে আমার বউ দাওয়াত দিছে, জামাই আদর কইরা দিয়া আসার জইন্য।

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

নীল-দর্পণ বলেছেন: ওহ তাই নিকি! আমার বেয়াইন দাওয়াত করছে আমিতো শুনে.... 8-| 8-|

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

জাকারিয়া মুবিন বলেছেন: শুইনা কি আপনি হতবাক!!!


অবাক হওয়ার কোন কারন নাই, আমরা খু্বই অতিথিপরায়ণ।


ইউ আর অলওয়েজ ওয়েলকাম। :) :)

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: দুইটা বিড়ি লয়া আয়, কমু না, যা :-0

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

জাকারিয়া মুবিন বলেছেন: বিড়ি খাওয়া বালু না।

যা, ছিরকেট খাওয়ামুনে। ;) ;) ;)

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

নীল-দর্পণ বলেছেন: অবাক না খুশী হইসি !:#P !:#P

নিউমার্কেট এলাকায় আসলে সুযোগ থাকলে বইলেন জামাই বাবাজীর সাথে সাক্ষাত হবেনে সাথে বেয়াইনের সাথেও আলাপ ;) :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

জাকারিয়া মুবিন বলেছেন: ঠিক আছে :)


২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

অদ্বিতীয়া আমি বলেছেন: তবুও কেন হে, কার লাগি তব
মন উদাসী? ;) :)


ফাল্গুনের শুভেচ্ছা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

জাকারিয়া মুবিন বলেছেন: মন কার লাগি উদাস?

এইটা তো আমারও প্রশ্ন। ;) :)



আপনাকেও অনেক অনেক ফাল্গুনের শুভেচ্ছা।

২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

গ্রাম্যবালিকা বলেছেন: নাইস নাইস নাইস! অনেক সুন্দর! :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন‍্যবাদ,


গ্রাম‍্যবালিকার গ্রামের খবর কি?

২৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: সুন্দর,ছোট এবং সাবলীল।
তবে কালা মনের ধলা মানুষ ভাই তো হাটে হাড়ি ভেঙে দিলো ;) এখন আর সামুতে কেউ আপনার দিকে চাইবে না ;)

হা হা
+

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৫

জাকারিয়া মুবিন বলেছেন: ভাই, আপনের কথায় দু:খ উথলাইয়া উঠল।
তাইলে আহেন এট্টু শেয়ার করি। ফেবুর লিংক যেহেতু দেয়া আছে, সবাই (সুন্দরীরা) যায়, বউ-বাচ্চার ফডুক দেখে আর পেয়ারের একখান ডাক দিয়া আইয়া পরে। ডাকটা কি জানেন?


ভাইয়া ...........!!!!!!



আর যদি কেউ ইংরেজিতে টাইপ করে তাইলে vai এর পরে কতগুলা a যে লাগায় তার কোন ইয়ত্তা নাই। ডাক শুইনা মনে হয় আমি ডাক ছাইর‍্যা কান্দি।


ক‍্যা পুলা হইছে দেইখা কি বুইড়া হয়া গেছি!!??
চেরমেন সাব আপনে আজকা এইডার বিচার করবেন।

২৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চরম++++
তারচেয়েও চরম লাগলো কালা-ধলা ভাইয়ের ডায়লগটা। =p~ =p~ =p~

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

জাকারিয়া মুবিন বলেছেন: কোন কুক্ষণে যে এই কবিতাটা লেকছিলাম!! :(

সবাই দেহি পচাইতাসে।

:( :'(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.