নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্প জ্ঞানের মানুষ.....\n\nফেসবুক লিংকঃ https://www.facebook.com/zakaria.mobin

জাকারিয়া মুবিন

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"

জাকারিয়া মুবিন › বিস্তারিত পোস্টঃ

রক্ত ঝরার দিন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪









আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এসেছে,

কিছু লিখতে হবে,

কিন্তু কলমের মাথা থেকে তো

কালি বেরুচ্ছে না,

কেবলই লাল ছোপ ছোপ রক্ত ঝরে পড়ছে,

রফিক, সালাম, বরকতের রক্ত!



রুক্ষ শীতের পাতাঝরা দিনতো

শেষ হয়ে গিয়েছে,

এসেছে বাংলার দামাল ছেলেদের

তাজা রক্ত ঝরার দিন,

এসেছে ২১শে ফেব্রুয়ারী,

ভাষা শহীদের স্মৃতি স্মরণের দিন,

শোকের অশ্রু

চোখ থেকে মুছে ফেলে,

দেশ গড়ার কঠিন শপথ নেয়ার দিন।

এসেছে অমর একুশ

বাংলাভাষার দিন।



কোন এক মনিষী বলেছিলেন

“উর্বর মাটিতে কেবল

শস্যই জন্ম নেয়না,

এ মাটির রসে তেজোদ্দীপ্ত হয়

শতাব্দী জয়ী স্বর্ণসন্তানেরা”।

বাংলার উর্বর জমিন

পৃথিবীকে তাইতো উপহার দিয়েছে

ভাষার জন্যে বুকের রক্ত ঢেলে দেয়া

কিছু দুঃসাহসী প্রাণ।

যে উজ্জ্বল নক্ষত্রসম প্রাণগুলো

অকালে ঝরে গিয়ে

পৃথিবীর বুকে বাংলার নাম

স্বর্ণাক্ষরে লিখে রেখে গেছেন।

তাঁদের কারনেই, বাংলার

“ভাষা শহীদ দিবস” আজ

“আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”।



এই দিনে তাই,

শ্রদ্ধাবনত হয়ে

তাঁদেরকেই স্মরণ করছি।



“হে আমার ভাষা শহীদ ভাইয়েরা,

অন্তরের অন্তঃস্থল থেকে ভালবাসা, শ্রদ্ধা,

আর চোখের পানি ছাড়া

এই দিনে তোমাদের উৎসর্গ করার মতো

আর কিছুই যে নেই আমাদের!



এই নগন্যের পক্ষ থেকে তাই,

তোমাদের উদ্দেশ্যে

শতকোটি সশ্রদ্ধ সালাম।



চিরকাল অম্লান থাকবে তোমরা

আমাদের স্মৃতিতে...............”

মন্তব্য ৫০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

ঘুড্ডির-পাইলট বলেছেন:
এই দিনে তাই,
শ্রদ্ধাবনত হয়ে
তাঁদেরকেই স্মরণ করছি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

জাকারিয়া মুবিন বলেছেন:


এই নগন্যের পক্ষ থেকে তাই,
তোমাদের উদ্দেশ্যে
শতকোটি সশ্রদ্ধ সালাম।

চিরকাল অম্লান থাকবে তোমরা
আমাদের স্মৃতিতে...............



ধন্যবাদ ঘুড্ডি ভাইয়ের সহনিক ভাই।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

নিয়েল ( হিমু ) বলেছেন: ভাল্লাগল

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

জাকারিয়া মুবিন বলেছেন:


এই নগন্যের পক্ষ থেকে তাই,
তোমাদের উদ্দেশ্যে
শতকোটি সশ্রদ্ধ সালাম।

চিরকাল অম্লান থাকবে তোমরা
আমাদের স্মৃতিতে...............


৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার!!! ভাষা শহীদদের লক্ষ কোটি সালাম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

জাকারিয়া মুবিন বলেছেন:


এই নগন্যের পক্ষ থেকে তাই,
তোমাদের উদ্দেশ্যে
শতকোটি সশ্রদ্ধ সালাম।

চিরকাল অম্লান থাকবে তোমরা
আমাদের স্মৃতিতে...............

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

চিরকাল অম্লান থাকবে তোমরা
আমাদের স্মৃতিতে...............

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

জাকারিয়া মুবিন বলেছেন:


এই নগন্যের পক্ষ থেকে তাই,
তোমাদের উদ্দেশ্যে
শতকোটি সশ্রদ্ধ সালাম।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

++++++++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

জাকারিয়া মুবিন বলেছেন:


প্লাসের জন্য অনেক ধন্যবাদ কান্ডারী ভাই।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

সানড্যান্স বলেছেন: বাহ,সুন্দর!!১

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

জাকারিয়া মুবিন বলেছেন:

অনেক ধন্যবাদ সানড্যান্স। আমার ব্লগে আপনাকে স্বাগতম।
:)

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

shfikul বলেছেন: +++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

জাকারিয়া মুবিন বলেছেন:


ধন্যবাদ শফিকুল ভাই।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ++++++++++
সুন্দর হইসে!! :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

জাকারিয়া মুবিন বলেছেন:


এই নগন্যের পক্ষ থেকে তাই,
তোমাদের উদ্দেশ্যে
শতকোটি সশ্রদ্ধ সালাম।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++++++++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

জাকারিয়া মুবিন বলেছেন:

এই নগন্যের পক্ষ থেকে তাই,
তোমাদের উদ্দেশ্যে
শতকোটি সশ্রদ্ধ সালাম।


অনেক ধন্যবাদ ভ্রাতা।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

একজন আরমান বলেছেন:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এসেছে,
কিছু লিখতে হবে,
কিন্তু কলমের মাথা থেকে তো
কালি বেরুচ্ছে না,
কেবলই লাল ছোপ ছোপ রক্ত ঝরে পড়ছে,
রফিক, সালাম, বরকতের রক্ত!


অসাধারণ।
+++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

জাকারিয়া মুবিন বলেছেন:

এই নগন্যের পক্ষ থেকে তাই,
তোমাদের উদ্দেশ্যে
শতকোটি সশ্রদ্ধ সালাম।


অনেক ধন্যবাদ আরমান।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

মনিরা সুলতানা বলেছেন: “উর্বর মাটিতে কেবল
শস্যই জন্ম নেয়না,
এ মাটির রসে তেজোদ্দীপ্ত হয়
শতাব্দী জয়ী স্বর্ণসন্তানেরা ...।।


ভাল লেগছে ......। :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

জাকারিয়া মুবিন বলেছেন:

অনেক ধন্যবাদ।


"এই নগন্যের পক্ষ থেকে তাই,
তোমাদের উদ্দেশ্যে
শতকোটি সশ্রদ্ধ সালাম।"

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

নীল-দর্পণ বলেছেন: চিরকাল অম্লান থাকবে তোমরা
আমাদের স্মৃতিতে...............”

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ নীল।

"এই নগন্যের পক্ষ থেকে তাই,
তোমাদের উদ্দেশ্যে
শতকোটি সশ্রদ্ধ সালাম।"







অঃ টঃ তোমায় উৎসর্গ করে একটা কবিতা লিখেছি, "নীল পৃথিবী"।
কয়েকদিন পরে পোস্ট করব। অপেক্ষায় থাকো।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

মাক্স বলেছেন: শতকোটি সশ্রদ্ধ সালাম!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ মাক্স।


"এই নগন্যের পক্ষ থেকে তাই,
তোমাদের উদ্দেশ্যে
শতকোটি সশ্রদ্ধ সালাম।"

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

নীল-দর্পণ বলেছেন: ওরেএএএ #:-S #:-S :#>

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

জাকারিয়া মুবিন বলেছেন:
হু হু!!

চরম ভাব নেয়ার ইমো হবে।

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

দূর্যোধন বলেছেন: শ্রদ্ধা রইলো ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

জাকারিয়া মুবিন বলেছেন:

"এই নগন‍্যের পক্ষ থেকে তাই,
তোমাদের উদ্দেশ্যে
শতকোটি সশ্রদ্ধ সালাম।"


অনেকদিন পরে এলেন, কেমন আছেন?
অনেক ধন‍্যবাদ।
যুদ্ধাপরাধী ইস‍্যুতে আসবে নাকি কিছু আপনার কিবোর্ড থেকে? অথবা শাহবাগ?
যাই হোক ভাল কিছুর অপেক্ষায় থাকলাম, অথবা ব‍্যাঙ্গাত্মক কিছু। যাতে অন্তর্জালায় পুড়ে খাক হয়ে যাবে অসঙ্গতি।

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

ফালতু বালক বলেছেন: অসম্ভব ভালো।
+++++++++++

খুব রকম ভালো লাগা,মুবিন ভাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

জাকারিয়া মুবিন বলেছেন:

অনেক ধন‍্যবাদ বালক।
নতুন কবিতা কই?

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

গ্রাম্যবালিকা বলেছেন: চিরকাল অম্লান থাকবে তোমরা
আমাদের স্মৃতিতে...............”

শত সালাম জানাই ভাষা শহীদদের।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

জাকারিয়া মুবিন বলেছেন:
"এই নগন‍্যের পক্ষ থেকে তাই,
তোমাদের উদ্দেশ‍্যে
শতকোটি সশ্রদ্ধ সালাম।"


কেমন আছিস আপু।

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

যুবায়ের বলেছেন: অসাধারন কবিতা.....
প্লাসায়িত করলাম++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

জাকারিয়া মুবিন বলেছেন: প্লাসের জন‍্য ধন‍্যবাদ ভাই।

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

যুবায়ের বলেছেন: চমৎকার চিত্রায়ন করেছেন ভাই...
রুক্ষ শীতের পাতাঝরা দিনতো
শেষ হয়ে গিয়েছে,
এসেছে বাংলার দামাল ছেলেদের
তাজা রক্ত ঝরার দিন,
এসেছে ২১শে ফেব্রুয়ারী,
ভাষা শহীদের স্মৃতি স্মরণের দিন,
শোকের অশ্রু
চোখ থেকে মুছে ফেলে,
দেশ গড়ার কঠিন শপথ নেয়ার দিন।
এসেছে অমর একুশ
বাংলাভাষার দিন।


ভাষা দিবস থেকে আমরা দিক্ষা নেই বিজাতীয় সংস্কৃতি পরিহার করে বাংলা সংস্কৃতিকে সঠিক মূল্যায়ন করি এবং আমাদের ভাষা শহীদদের প্রতি সুবিচার করি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

জাকারিয়া মুবিন বলেছেন:

একদম খাঁটি কথা বলেছেন। আমাদের পরবর্তী প্রজন্ম বেড়ে উঠছে ডিশ সংস্কৃতির বিদেশি ভাষার ছত্রছায়ায়।

এই নব‍্য ভাষাশত্রু থেকে বাঁচতে হলে চাই আমাদের সচেতনতা আর বাংলাভাষার প্রতি নিখাদ প্রদর্শনবিমুখ ভালবাসা।

অনেক ধন‍্যবাদ।

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

তারছেড়া লিমন বলেছেন: অসাধারন কথা।
এই নগন্যের পক্ষ থেকে তাই,
তোমাদের উদ্দেশ্যে
শতকোটি সশ্রদ্ধ সালাম।

চিরকাল অম্লান থাকবে তোমরা
আমাদের স্মৃতিতে...............

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

জাকারিয়া মুবিন বলেছেন:

অনেক ধন‍্যবাদ লিমন।


ভাল থাকবেন সর্বদাই।

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

প্রিয়তমেষূ বলেছেন: ভালো। +++++++++++++++++++++++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

জাকারিয়া মুবিন বলেছেন:

খুব ব‍্যস্ত নাকি! নতুন পোস্ট কই?

প্লাসের জন‍্য ধইন‍্যা।

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসাধারণ হয়েছে কবি, সুন্দর কবিতার জন্যে আপনাকেও অনেক সালাম জানাই। শহীদের রক্তে পাওয়া বলেই মনে হয় এতো বেশী ভালবাসি এই বুলি।


মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা।


ভাল থাকুন ভাইয়া, নিরন্তর। একুশ অমর হোক।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

জাকারিয়া মুবিন বলেছেন:
শহীদের রক্তে পাওয়া বলেই মনে হয় এত বেশী ভালবাসি এই বুলি।

সহমত।

অনেক ধন‍্যবাদ পথিক।

২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬

বুনো বলেছেন:
উর্বর মাটিতে কেবল
শস্যই জন্ম নেয়না,
এ মাটির রসে তেজোদ্দীপ্ত হয়
শতাব্দী জয়ী স্বর্ণসন্তানেরা

আসলেই মনিষী বলেছেন, নাকি আপনারই কথা ভাই? চমৎকার লাগল। শত কোটি শ্রদ্ধা শহীদদের প্রতি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

জাকারিয়া মুবিন বলেছেন:

কোন এক মনিষী বলেছিলেন, আমার কথা নয়।

খুব মনে ধরেছে কথাটা তাই কবিতায় দিয়েছি।

অনেক ধন‍্যবাদ আপনাকে।

শতকোটি শ্রদ্ধা শহীদদের প্রতি।

২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

অকৃতজ্ঞ বলেছেন: চমৎকার! অসাধারন!
প্লাস :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

জাকারিয়া মুবিন বলেছেন: অনেকদিন পর এলেন, প্লাসের জন‍্য অনেক ধন‍্যবাদ।

২৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

তাসজিদ বলেছেন: উর্বর মাটিতে কেবল
শস্যই জন্ম নেয়না,
এ মাটির রসে তেজোদ্দীপ্ত হয়
শতাব্দী জয়ী স্বর্ণসন্তানেরা”।


+++++++++++++++++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন‍্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.