![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"
বিয়ের আগে জন্মদিন একভাবে পালন করতাম। বিয়ের পরে অন্যরকম ভাবে পালন করি। ছেলে হবার পর ধরন পাল্টেছে।
তবে বর্তমানটাই সবচে ভাল। দোয়া করবেন যেন দীর্ঘজীবী না হই, বরং মৃত্যুর পরে যেন দীর্ঘকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারি।
যেদিন আমি থাকবোনা আর, জানি ওগো
জানি সেদিন বুঝবে,
জোছনা রাতে চাঁদের বুকে, হন্যে হয়ে –
জানি আমায় খুঁজবে ।
ভালবাসি তোমায় কত, বুঝলেনা আজ
জানি সেদিন বুঝবে,
দূর আকাশের তারার কাছে, জানি সেদিন
ঠিকানা মোর পুছবে ।
আমায় খুঁজে ক্লান্ত হয়ে, অবশেষে
চক্ষু দুটো বুজবে,
আমার স্মৃতি স্মরণ করে জানি বন্ধু
চোখের পানি মুছবে ।
খুঁজে খুঁজে ব্যর্থ হয়ে, নিজের সাথে
নিজেই সেদিন যুঝবে,
আমার স্মৃতি আনমনেতে স্মরণ ক'রো
ক্লান্তি তোমার ঘুচবে।
জোছনা রাতে, চাঁদের বুকে, তবু তুমি
শুধুই আমায় খুঁজবে,
যেদিন আমি থাকবোনা আর, আমার অভাব
শুধুই সেদিন বুঝবে ।।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৯
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ পেন্সিল চোর।
২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যাপি বার্থ ডে
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২১
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ স্বর্ণা।
কবিতা কেমন হইসে, তাতো বললেন না??!!
৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৮
শান্তা273 বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।
শুভ জন্মদিন।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৩
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ শান্তা।
কবিতা কি পচা হইসে?
৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর হোক জীবনের চলার পথগুলো এই কামনা করি আপনার এই জন্মদিনে।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৫
জাকারিয়া মুবিন বলেছেন:
ফুলকপির সিজন শেষ হয়া গেসে তো ভাই। অনেক ধন্যবাদ।
কবিতার কেমন হইসে এইবার সেইটা বলেন, নাইলে আপনার সাথে খেলুম না।
৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭
টানিম বলেছেন: হ্যাপি বার্থডে
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৬
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ টানিম।
আমার ব্লগে স্বাগতম।
৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫০
একজন আরমান বলেছেন:
শুভ জন্মদিন মুবিন ভাই।
শুভকামনা রইলো।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৮
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ আরমান।
শুভকামনা পরে, আগে কবিতা কেমন হইসে সেইটা বলো।
৭| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন:
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৩
জাকারিয়া মুবিন বলেছেন:
মন্ত্রী সাহেব, ধন্যবাদ।
জন্মদিনের মন্তব্য দিসেন, কবিতার মন্তব্য দিয়া যান, আপনের পি এস এর কাসে টেকার খাম পাঠাইয়া দিমুনে।
৮| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬
সাধারণমানুষ বলেছেন: হেপি বাড্ডে
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৪
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ সাধারন মানুষ।
আমার ব্লগে স্বাগতম।
৯| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৪
আমি তুমি আমরা বলেছেন: শুভ জন্মদিন
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৬
জাকারিয়া মুবিন বলেছেন:
অশেষ ধন্যবাদ।
১০| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৭
shfikul বলেছেন: শুভ জন্মদিন মুবিন ভাই।শুভ কামনা আপনার জন্য।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪১
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ শফিকুল ভাই।
এইডা কিন্তু অবিচার করলেন। আপনার জন্যই বিশেষ করে মাত্রার প্রতি নজর দিয়ে কবিতা লিখি ইদানিং। আর সেই আপিনিই!!! কবিতা কেমন হইসে না কইলে যাইতে দিমু না।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৯
জাকারিয়া মুবিন বলেছেন:
স্যরি ভাই, আজকে যে আপনারও জন্মদিন জানতাম না। এফ বি থেকে জানতে পারলাম।
আপনাকেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১২
জাকারিয়া মুবিন বলেছেন:
বলতে ভুলে গিয়েছিলাম।
শফিকুল ভাই, নিজের জন্মদিনে কোন পোস্ট দিবেন না? একটা কবিতা লিখেন না ভাই! আপনের পিলিজ লাগে।
১১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৫১
সায়েম মুন বলেছেন: শুভ জন্মদিন। সুন্দর আজ ও আগামী দিনগুলো কাটুক।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ সায়েম মুন।
১২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
হ্যাপি বার্থ ডে ।
অনেক অনেক শুভ কামনা রইলো!!
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৭
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন।
১৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:০৬
কাজী মামুনহোসেন বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া
আজ জন্মদিন তুমার......... গানটা ডেডিকেট করলাম তোমার জন্য
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১১
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ মামুন।
গানটা এম্নিতেই আমার খুব প্রিয়। গান ডেডিকেটের জন্য আবারো ধন্যবাদ।
১৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:০৯
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শুভ জন্মদিন
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১২
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
১৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:১৪
তারছেড়া লিমন বলেছেন: শুভ জন্মদিন মুবিন ভাই।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৩
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ লিমন ভাই।
১৬| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৩
শের শায়রী বলেছেন: শুভ জন্মদিন ব্রো। ভাল থাকুন সুখে থাকুন।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৩
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ শোভন ভাই। আপনিও ভাল থাকবেন।
১৭| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক সুন্দর। নজরুলের তো এরকম একটা কবিতা আছে।
শুভ জন্মদিন।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৫
জাকারিয়া মুবিন বলেছেন:
তাই নাকি?!! কোন কবিতা বলতে পারেন? আমার প্রিয় কবির সাথে মিলে গেছে তাইলে!!!
আবারো ধন্যবাদ স্বর্ণা।
১৮| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪১
লাবনী আক্তার বলেছেন: শুভ জন্মদিন ! আপনার জীবনের সবকিছু শুভ হোক।
আল্লাহ আপনার মঙ্গল করুন। আমিন।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৬
জাকারিয়া মুবিন বলেছেন:
আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন। আমিন।
অনেক ধন্যবাদ লাবনী।
১৯| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৫
ইমরাজ কবির মুন বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা ||
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৭
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ মুন।
২০| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৭
লিঙ্কনহুসাইন বলেছেন: শুভ জন্মদিন মুবিন ভাই।
শুভকামনা রইলো।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪১
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
২১| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৮
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৩
জাকারিয়া মুবিন বলেছেন:
২২| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সর্যি লিঙ্কটা আসে নি। View this link
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫
জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
জাতীয় কবিকে স্যরি। ইচ্ছা কইরা মিলাইনাই, ভুলে মিল্যা গেসেগা।
কাজী নজরুল ইসলাম
অভিশাপ
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -
বুঝবে সেদিন বুঝবে!
ছবি আমার বুকে বেঁধে
পাগল হয়ে কেঁদে কেঁদে
ফিরবে মরু কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি'
যেদিন আমায় খুঁজবে -
বুঝবে সেদিন বুঝবে!
স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে,
কাহার যেন চেনা-ছোওয়ায় উঠবে ও-বুক ছমকে, -
জাগবে হঠাৎ চমকে!
ভাববে বুঝি আমিই এসে
ব'সনু বুকের কোলটি ঘেঁষে,
ধরতে গিয়ে দেখবে যখন
শূন্য শয্যা! মিথ্যা স্বপন!
বেদনাতে চোখ বুজবে -
বুঝবে সেদিন বুঝবে!
গাইতে ব'সে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না,
ব'লবে সবাই - "সেই যে পথিক, তার শেখানো গান না?"
আসবে ভেঙে কান্না!
প'ড়বে মনে আমার সোহাগ,
কন্ঠে তোমার কাঁদবে বেহাগ!
প'ড়বে মনে অনেক ফাঁকি
অশ্রু-হারা কঠিন আঁখি
ঘন ঘন মুছবে -
বুঝবে সেদিন বুঝবে!
আবার যেদিন শিউলি ফুটে ভ'রবে তোমার অঙ্গন,
তুলতে সে-ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ -
কাঁদবে কুটীর-অঙ্গন!
শিউলি ঢাকা মোর সমাধি
প'ড়বে মনে, উঠবে কাঁদি'!
বুকের মালা ক'রবে জ্বালা
চোখের জলে সেদিন বালা
মুখের হাসি ঘুচবে -
বুঝবে সেদিন বুঝবে!
২৩| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০১
কালা মনের ধলা মানুষ বলেছেন: হ্যাপি বার্থ ডে দোস্ত !!
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৬
জাকারিয়া মুবিন বলেছেন:
ধইন্যা দোস্ত।
২৪| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: শুভ জন্মদিন! দেরীর জন্যে স্যরি! :#>
কবিতা দারুণ!
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৬
জাকারিয়া মুবিন বলেছেন:
অশেষ ধন্যবাদ বনলতা।
২৫| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১০
আমি ইহতিব বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া, অনেক অনেক ভালো থাকুন এই দোয়া করছি।
আজ আমার মেয়ের ২য় জন্মদিন, ওর জন্য ও দোয়া করবেন।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৪
জাকারিয়া মুবিন বলেছেন:
বাহ!! ভাল তো, আপনার মেয়ে আর আমি একই দিনে জন্মেছি।
অবশ্যই আপনার রাজকন্যাটার জন্য অনেক অনেক শুভকামনা।
ফি-আমানিল্লাহ।
২৬| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতাও সুন্দর হয়েছে ভাই এইবার খেলেন
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬
জাকারিয়া মুবিন বলেছেন:
ধইন্যা। আসেন শুরু করি, রেডি, ওয়ান, টু, থ্রি। দেন দৌড় দেন।
২৭| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩
মামুন রশিদ বলেছেন: শুভ জন্মদিন
আপনার জন্য ভার্চুয়াল কেক
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই।
ইশ!! কেকটা যদি সামনে পাইতাম!! এক্কেরে খাইয়ালাইতাম।
২৮| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০০
সিয়ন খান বলেছেন: শুভ জন্মদিন।
কবিতায় +++
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৮
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ সিয়ন খান।
২৯| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: হ্যাপি বার্থডে ভাইয়া।
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সুমন।
৩০| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫
ঘুড্ডির পাইলট বলেছেন: জন্মদিনে একি কবিতা ! ?
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ পাইলট ভাই।
আমার আবার জন্মদিনেই মন খারাপ বেশী থাকে। তাই এই কবিতা। খুব ভাল থাকবেন ভাই।
৩১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভ জন্মদিন।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা।
৩২| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৫
হাসি .. বলেছেন: কান্ডারী অথর্ব ভাই
শুভ জন্মদি,
দুঃখ সবি উড়ে দুরে হারিয়ে যাক
সুখ পাখি এসে দিয়ে যাক সুখেরি ডাক
জীবনের প্রতিটি ক্ষন, প্রতিটি দিন
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ হাসি।
৩৩| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৬
রেজোওয়ানা বলেছেন: শুভ জন্মদিন!
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ আপু।
৩৪| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫
আমিনুর রহমান বলেছেন: শুভ জন্মদিন!
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ আমিনুর ভাই।
৩৫| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
না চলেন বইসা বইসা ২৯ খেলি
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯
জাকারিয়া মুবিন বলেছেন:
ঠিক আসে। নারায়ণগঞ্জে চলে আসেন। আমি, আপনি, ধলা মানুষ আর আরমানরে নিয়া আইসেন। চাইরজনে মিল্যা খেলুমনে।
৩৬| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
একজন আরমান বলেছেন:
আপনার কবিতা সম্পর্কে যদি আমার কিছু বলা লাগে তাইলে আর ক্যামনে কি?
আমিও ২৯ খেলমু।
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫
জাকারিয়া মুবিন বলেছেন:
হ, কাণ্ডারি ভাইরে তো কইলাম তোমারে লইয়া নারায়ণগঞ্জে আসতে। কবে আইবা ??
৩৭| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ওকে বলেন কবে আসব, সত্যি চলে আসব আরমানকে নিয়ে
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
জাকারিয়া মুবিন বলেছেন:
যে কোন শুক্রবার। চলে আসেন।
৩৮| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১২
শিপু ভাই বলেছেন: শুভ জন্মদিন!
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ শিপু ভাই।
৩৯| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭
বোকামন বলেছেন:
শুভ জন্মদিন সম্মানিত জাকারিয়া মুবিন
আপনার সর্বাঙ্গীণ উন্নতির জন্য আল্লাহর কাছে দোয়া করলাম ....
আপনি ভালো থাকেন এবং আমাদের মাঝে আপনার সরব উপস্থিতি আরা অনেক দিন থাকুক এই কামনায় ....
আস সালামু আলাইকুম
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
জাকারিয়া মুবিন বলেছেন:
ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ।
৪০| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮
একজন আরমান বলেছেন:
ঠিক আছে কান্ডারী ভাইয়ের সাথে চলে আসবো একদিন।
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
জাকারিয়া মুবিন বলেছেন:
উখে।
৪১| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
মাক্স বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া!
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ মাক্স।
৪২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৫
প্রিয়তমেষূ বলেছেন: শুভ জন্মদিন মুবিন ভাই।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮
জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ।
৪৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৬
তুষার মানব বলেছেন: খাউন কই ??
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০
জাকারিয়া মুবিন বলেছেন:
খাউন রেডি আচে। মেনু্য বলেন........
৪৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৮
আশিক মাসুম বলেছেন: শুধুই সেদিন বুঝবে ।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২
জাকারিয়া মুবিন বলেছেন:
দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বোঝেনা ভাই।
৪৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫
অদ্বিতীয়া আমি বলেছেন: শুভ জন্মদিন , ভাইয়া । কবিতা ভাল লাগলো ।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
৪৬| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৯
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: শুভ জনমদিন
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৬
জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ রিয়াদ।
৪৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৫
মহামহোপাধ্যায় বলেছেন: দূঃখিত ভাই। আসতে একদিন দেরী করে ফেললাম
শুভ জন্মদিন। অনেক শুভকামনা থাকল
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭
জাকারিয়া মুবিন বলেছেন:
বেটার লেট, দেন নেভার।
অনেক ধন্যবাদ ভ্রাতা।
৪৮| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫
মেহেরুন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা
Click This Link
২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ আপু।
কমেন্ট করে এলাম।
৪৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
শায়মা বলেছেন: বাহ!!
অনেক অনেক শুভকামনা!
২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ শায়মাপু। ভাল থাকবেন সবসময়।
৫০| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৯
ইনকগনিটো বলেছেন: লেটেড হ্যাপি বাড্ডে।
ভালো থাকুন। শুভকামনা।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৯
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ ইনকগনিটো।
৫১| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২১
নেক্সাস বলেছেন: মুবিন ভাই বার্থ ডে কবে গেল টের পাই নাই
২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩
জাকারিয়া মুবিন বলেছেন:
থাক, টের না পাইলে কি আর করা।
টের পাননাই তো পাননাই, না পাইলে কি জান দিবেন
৫২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬
ফালতু বালক বলেছেন: মুবিন ভাই, এইটা কিছু হইলো কন? আপনার জন্মদিনের পার্টি মিস করলাম...
কপাল আমার
শুভ জন্মদিন ।মুবিন ভাই।
ভালো থাকবেন ভাতিজারে নিয়া খুব রকম।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪০
জাকারিয়া মুবিন বলেছেন:
আসলেই এইডা কিছু হইল!!
টাইম মত না আইলে এমনই হইব। তবুও আইসেন যেহেতু না খাইয়া যাইয়েন না। আমার অহন অবশ্য কোন খানা রেডি নাই, তবে উপ্রে নেক্সাস ভাইয়ের কাছ থেকে চা অবশ্যই খাইয়া যাইবেন
৫৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১৭
আরজু পনি বলেছেন:
এইডা কিছু হইলো!
দেরী করে ফেললাম!...
শুভকামনা রইল।।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:২৬
জাকারিয়া মুবিন বলেছেন:
দেরীতে হলেও আসার জন্য অন্নেক ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬
পেন্সিল চোর বলেছেন: কবিতায় প্লাস।
হ্যাপি বার্থডে ভাইয়া।