নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরল পথের পথিক

আমি সরল পথের পথিক

জোবায়ের হোসেন

I have no comment .

জোবায়ের হোসেন › বিস্তারিত পোস্টঃ

আমাদের কি হবে

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১০

আমরা কি শুধু মারি খেয়ে যাব । ব্রিটিশদের হাতে মার খেলেন আমার দাদা । পাকিস্তানিদের হাতে মার খেলেন আমার বাবা । আর আমি স্বাধীন দেশে মার খাচ্ছি কখনও জিয়ার হাতে কখন এরশাদের হাতে । জাতি মনে করল যে বাবা জাই হোক এবার মনে হয় দেশে শান্তি আসবে কিন্তু কিসের কি আবার সেই একই অবস্থা । আবার আর পুরুষ মানুষ না প্রেক্ষাপটে আসল দুই মহিলা । আবার ক্ষমতা পাকা করার যত বুদ্ধি কিন্তু কেউ কাউকে ছাড় দিতে রাজি না । আবার আসল তত্ত্বাবধায়ক ব্যবস্থা । কিসের কি সবই ক্ষমতা পাকা করার অপবুদ্ধি মাত্র । এবার আইল আর ফখরুদ্দিন সরকার দেশের মানুষ বুক বাধল যাই হোক এবার কিছু হবে কিন্তু কিসের কি এবার সেই একই অবস্থা সব শুধু ক্ষমতা পাকা করার অপবুদ্ধি মাত্র । সামনে কি হবে একমাত্র আল্লাহ্‌ ভাল জানে । মনে হচ্ছে এবার কিছু মানুষের জীবন যাবে এবার হয়ত কেউ আসবে । কিন্তু অনারা শুধু আসা যাওয়ার মধ্যেই থাকবেন । আর আমরা সুখের আশা বাধব , আর আশা ভঙ্গ হবে । সব অভিযোগ আল্লাহর দরবারে তিনিই পারেন আমাদের মনের শান্তি । আসুন সবাই মিলে প্রার্থনা করি ,আল্লাহ্‌ যেন আমাদের মনে শান্তি দেন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.