![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলে মানুষ বড় বৈচিত্র্যময় । যত দিন যাচ্ছে মানুষ তত বৈচিত্র্যময় হচ্ছে । মানুষ কে চেনা তত কঠিন হয়ে যাচ্ছে । মানুষ তার ভাব প্রকাশের মাধ্যম কে যত পরিবর্তন করছে মানুসের চিন্তা ভাবনা তত পরিবর্তন হচ্ছে । একটা সময় ছিল যখন মানুষ চিঠির আদান প্রদান করত তখন সবার মাঝে সুন্দর চিঠি লেখের একটা প্রতিযোগিতা হত । চিঠি লেখার জন্য অনেক চিন্তা করত । মানুসের মন মননের বিকাশ হত । মানুসের মাঝে ভাল চিন্তা ভাবনা প্রকাশ পেত। কিন্তু আজ এই মোবাইল আর ইন্টারনেটের যুগে মানুষের মাঝে ঐ উদ্দীপনাটা নাই যা ছিল চিঠি লেখার যুগে ।
তাই আমি আমাদের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে টাল মিলিয়ে যদি বলি
ডিজিটাল নয় এনালগি ভাল ছিল ।
মেসেস আর মেইল নয়, আবার ফিরে যাই চিঠির যুগে ।
©somewhere in net ltd.