![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন বিকেলে বসে ভাবি,
যদি ঘুরতে কোথাও যেতাম?
কম খরচ আর কাছাকাছি তাই,
চয়েস পুলাউ কেতাম।
সক্কাল বেলা ট্রেনে আর বাসে,
গদাগদি আর খেয়ে ল্যাং।
দশটা নাগাদ রাজধানী ছেড়ে,
পৌছে গিয়েছি পোর্ট-ক্ল্যাং।
ঢেউয়ের তোড়ে নেচে উঠে,
তরী বন্দরে,
খুশীর চোটে,
ঝড় ওঠে মোর অন্দরে।
দ্বীপে নেমে আহা,
মেজাজ পুরাই ফুরফুরে।
কেননা, পুরো দ্বীপটাই দাড়িয়ে আছে,
দুইহাত মাটির উপ্পরে।
লোকালয়ে ঘুরে ঘুরে দেখি,
আর চোখে মুগ্ধতা ছড়ায়।
পুরো দ্বীপে যান সাইকেল শুধু,
আমিও নিয়েছি ভাড়ায়।
প্রখর রোদে সাইকেলে চড়ে
জামা ভিজে গেছে ঘামে,
আকা-বাকা পথ ঘুরে ঘুরে শেষে,
বন্দরে এসে থামে।
২| ২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১০
বিজন রয় বলেছেন: ২য় প্লাস।
৬ বছরে ১টি পোস্ট!!!!!
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছড়ায় ছড়ায় দ্বীপ ভ্রমনে
মজা পেলুম....