নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ বাড়ীতে স্বাগতম। --- জহির

সায়া

ঘুরি-ফিরি আর খাই, কখনো দুবেলা/কখনো তিন বেলা।

সায়া › বিস্তারিত পোস্টঃ

পুলাউ পেরহেনতিয়ান (পেরহেনতিয়ান আইল্যান্ড) তেরেঙানু, মালয়শিয়া

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

এক বন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কোথাও যাওয়ার দরকার ছিলো। কিন্তু ভ্রমনকারীদের আলাদা আলাদা পছন্দের কারনে স্থান ঠিক করা যাচ্ছিল না, বুঝলাম অধিক সন্যাসিতে গাজন নষ্ট হবে। ঠিক করলাম সাগর সৈকত। তবে কোথাও তা যানিনা। বাস স্টপেজে গিয়ে যেখানের বাস পাব উঠে পড়ব।
রাত ১০টায় যখন টিবিএস স্টেষনে পৌছালাম, তখন দুরপাল্লার বাসগুলো সারি সারি দাড়িয়ে আছে। যেহেতু কেলানতান আর তেরেঙানু যাওয়া হয়নি তাই ভাবলাম সেদিকের টিকিট কিনি। একটু নিরিবিলিতে দুটা দিন কাটানোর জন্য পুলাউ পেরহেনতিয়ান বেছে নিলাম। মুলত, স্নর্কলিং বা সকুবা ডাইভের জন্য সবার পছন্দ এই দ্বীপ। এই দ্বীপের দুই ভাগ, পুলাউ বেসার, পুলাউ কেচিল। পুলাউ কেচিল মুলত হইচই ওয়ালাদের পছন্দ। ক্যাম্পিং, পার্টি হইহুল্লোড়। আর পুলাউ বেসার একান্ত নিরিবিলি সময় কাটানোর জন্য। প্রকৃতির রুপসুধা পান করার যায়গা।
প্রায় ৭ ঘন্টার জার্নি শেষে সকাল ৬ টায় কুয়ালা তেরেঙানু স্টেষনে পৌছে সকালের নাস্তা সেরে নিলাম।


কুয়ালা তেরেঙানু থেকে আবার বাসে করে কুয়ালা বেসুত নামক স্থানে যেতে হয়েছিলো। সেটা আবার ৩ ঘন্টার জার্নি। সকাল ১০ টার দিকে কেয়ালা বেসুত জেটি তে গিয়ে পৌছলাম।

জেটি থেকে ৪০-৪৫ মিনিটের মত স্পীডবোটে করে দ্বিপে। এক পাশে মালয় কামপুং(গ্রাম) অন্য পাশে রিসোর্ট। সে এক নয়নাভিরাম পরিবেশ।
দ্বীপে নেমে স্বচ্ছ পানির দিকে তাকিয়ে সব ক্লান্তি দূর হল। একুয়ারিয়ামের স্বচ্ছ পানির মত নিচের নানা রঙের মাছ দেখা যাচ্ছিল।
দুপুরের খাওয়া সেরে রিসোর্টে ঘর নিলাম। পরম করুনাময়ের দয়ায় রিসোর্টের এমন একটা ঘর পেলাম যেটা সাগর তীরে পাহাড়ুের উপর হাল্কা জন্গলের ভেতর। এবার ভ্রমনসঙ্গী সবার মনবাসনা পূর্ন হল।




(ঘরের সামনে আয়েসি ঢঙে বন্ধু ইকরাম)
রিসোর্টের আরো কিছু ঘর

এরপর দুই দিন কোরাল দ্বীপ, স্বচ্ছ জল, পাথর, সৈকত,পাহাড় এই সব..



















মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: বর্ণনা আরো বেশি হলে ভালো হতো। জায়গাটা সম্পর্কে তেমন কিছু জানতে পারলা না। ছবিগুলাই যা দেখালো জানালো।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৮

সায়া বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। পরামর্শ হিসেবে গ্রহন করলাম।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫০

রক্তিম দিগন্ত বলেছেন: ছবির সাথে সাথে হালকা বর্ণনা থাকলে ভাল হত।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৯

সায়া বলেছেন: ধন্যবাদ। পরের বার বর্ণনা যুক্ত করার চেস্টা করব।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৯

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৯

সায়া বলেছেন: অনেক ধন্যবাদ আজাদ ভাই।

৪| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২২

শেয়াল বলেছেন: ভালো পোস্ট

৫| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০১

অতঃপর হৃদয় বলেছেন: ছবি দেখে মুগ্ধ কিন্তু বর্ণনা থাকলে আরো সুন্দর হত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.