নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদিয়া আক্তার

সাদিয়া আক্তার

সাদিয়া আক্তার › বিস্তারিত পোস্টঃ

করিনি অভিযোগ।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৪

করিনি অভিযোগ
........সাদিয়া আক্তার।

করিনি আমি কোন অভিযোগ,
না দিয়েছি কোন দোহাই।
বলবো কি আমি কি পেয়েছি,
পেয়েছি আমি সেই বিশ্বাসের,অপেক্ষার ফল।

যা ছিলো মিথ্যা তা হয়েছে সত্য,
কি করে করি সে অবিচারকে ব্যক্ত।
কে শুনবে আমার সে দুর্ভোগের গল্প,
না আছে সে সহমর্মি অনুভবী সঙ্গ।

এই একাকিত্ব, এই উদাসীনতা,
খালি খালি সেই একলা সকালবেলা।
কোন কষ্টের সাধনার পরিণামে,
পেয়েছি আমি এই স্মৃতির দাগ্ধজ্বালা।

কখনো ভিজে চোখে জেগে থাকা,
কখনো পুরানো সেই সন্ধ্যেয় হারিয়ে যাওয়া।
তবুও দেখাইনি আমি কোন ব্যথা,
মেনে নিয়েছি এটাই আমার জীবনের সারকথা।

রবে আমার এ জগৎ ভাগ্যের লিলামাখা,
বিশ্বাসে পরিনত আমার সে দুঃস্বপ্নগাথা।
ভরসা তবুও তার আশ্র‍য়ের,
বান্দা আমি যার দরবারে।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৯

শাহিন বিন রফিক বলেছেন: চমৎকার লেখা।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৮

সাদিয়া আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্যে আর আমার কবিতাটি পড়ার জন্যে।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৩

আমানউল্লাহ রাইহান বলেছেন: দারুণ!

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৯

সাদিয়া আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্যে আর আমার কবিতাটি পড়ার জন্যে।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেখেছেন

শুভকামনা রইলো

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:০০

সাদিয়া আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্যে আর আমার কবিতাটি পড়ার জন্যে। আশাকরি আমার পরের লিখাগুলোও পড়বেন।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: বেশ ভালো।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:০০

সাদিয়া আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্যে আর আমার কবিতাটি পড়ার জন্যে।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:০১

সাদিয়া আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্যে আর আমার কবিতাটি পড়ার জন্যে। আশাকরি আমার পরের লিখাগুলোও পড়বেন।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

মুকিতুল ইসলাম বলেছেন: এক্কেরে মাইরালচেন

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:০২

সাদিয়া আক্তার বলেছেন: হাহা... মেরে ফেলতে পারাটা তাহলে প্রতিভার মধ্যেই পরছে.. জেনে ভালো লাগলো।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চাওয়া পাওয়ার রিতীটাই বদলে যাউক তখন কেহ আর হিসেবের ঢালী মেলবে না। কবিতার সার্বিক বর্ণনাতো পটে আঁকা। কবিদের চিন্তারা হরেক। কষ্টকে পুষে উত্তম সুখের জন্য কবিদের চাওয়া পাওয়া থাকে তা জানা ছিলো না। দারুণ লাগলো ৫ স্তবকের প্রতিটি স্তবকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.