নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমের তুলি আমার প্রতিবাদের হাতিয়ার

জেআইসিত্রস

তুমি তাকেই ভালবেসে আগলে রাখ যার ভালবাসার বিনিময়ে কিছু চাওয়া পাওয়া নেই।

জেআইসিত্রস › বিস্তারিত পোস্টঃ

শিশু শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা।

০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৬

শিশু শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা।
জে আই সি এস।
এ দেশের কোমল মতি শিশুদের শিক্ষা ব্যবস্থা দেখে অনেক কষ্ট হয়।সকালের সোনা রোদ ফোটার আগেই শুরু হয় ওদের নিয়ে প্রতিযোগিতা।ঘুম থেকে টেনে হেঁচড়ে তুলে স্কুল,প্রাইভেট যাবার জন্য রেডি করা।ওরা সাভাবিক ভাবেই কোন কিছু করার সুযোক থেকে বঞ্চিত এর ফলে মানসিক ভাবে বেঙ্গে পড়ছে শিশু গুলো।তাদের প্রতিভা বিকাশ থেকে দূরে সরে যাচ্ছে, পাড়া প্রতিবেশি, সমাজ ব্যবস্থা ওদের কাছে নগন্য হয়ে পড়ছে।শ্রদ্ধাবোদ কেড়ে নিচ্ছে-চার দেয়ালের মধ্যে বেড়ে ওঠা কোমলমতি শিশুগুলো জন্ম থেকেই প্রতিযোগিতার মুখমুখি।শুধু ক্লাসের প্রথম হতে হবে,এপ্লাস পেতে হবে প্রতিযোগিতা আর প্রতিযোগিতা।সাভাবিক ভাবে সুস্থ সমাজ কে বাছিয়ে রাখার জন্য শিশুদের নিয়ে এ প্রতিযোগিতা বন্ধের জোর দাবি যানাচ্ছি।শিশুরা শুধু মাত্র প্রতিযোগিতার বলি হয়ে তাদের সাভাবিক জীবনে ব্যাঘাত ঘটে,শিশুর সাভাবিক বেড়ে ওঠার জন্য খেলাধুলা,মুক্ত আলোবাতাস,গল্প কবিতার বই পড়ার সুযোগ করে দিতে হবে।শিশুরা জাতীর ভবিষ্যত তারা যদি মুকুলেই ঝরে পড়ে জাতীর ভবিষ্যত অন্ধকার।কিন্ডার গাডেন বা কেজি স্কুল গুলোর সময় সুচি সকাল ৯/১০ টা করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি।আভিবাবক ও শিক্ষক মহদয়গন শিশু শিক্ষার প্রতিযোগিতায় না নেমে,সত্যিকার আদর্শের মানুষ গড়ার কারিঘর হয়ে উঠুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.