নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমের তুলি আমার প্রতিবাদের হাতিয়ার

জেআইসিত্রস

তুমি তাকেই ভালবেসে আগলে রাখ যার ভালবাসার বিনিময়ে কিছু চাওয়া পাওয়া নেই।

জেআইসিত্রস › বিস্তারিত পোস্টঃ

রাত নির্ঘুম

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫২

রাত নির্ঘুম।
জে আই চৌধুরী শান্ত।
জীবনের কত নির্ঘুম রাত চলে গেছে অগচরে জানানেই। কখনও বই পড়ে, কখনও খেলা দেখ, কখনও বন্ধুদের আড্ডায়, গল্প, সিনেমায়। কখনও শুভ্র ভালোবাসায় হইচই করে, কখনও মৌনতায়। কখনও রঙীন ফানুস উড়িয়ে, কখনও নাগরদোলায় পুতুল নাছে, কখনও বাউল সন্ধ্যায় শরিয়াতি, মারফতির টানে। কখনও ইসলামী জলসায় পূর্ণতার আহব্বানে। এলোমেলো সুখের বারান্দায় দুঃখ বিলাস করে নির্ঘুম রাতের মিতালিতে ধূসর স্বপ্নের ঘোড়ে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩

গেম চেঞ্জার বলেছেন: এলোমেলো সুখের বারান্দায় দুঃখ বিলাস করে নির্ঘুম রাতের মিতালিতে ধূসর স্বপ্নের ঘোড়ে। (খুব ভাল লাগল)


চমৎকার লিখেছেন ব্লগপোস্ট।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫৫

জেআইসিত্রস বলেছেন: ধন্যবাদ ও অনাবিল শুভ কামনা রইলো।

২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:২৮

জেআইসিত্রস বলেছেন: আমার ক্ষুদ্র মনের প্রয়াস আপনার ভালোলাগার পরশে ভিজলো বলে আমি সতি্যই কৃতজ্ঞ।অবশেষে ধন্যবাদ ও শুভ কামনা গেম চেঞ্জার ভাই।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫৬

জেআইসিত্রস বলেছেন: ধন্যবাদ ও অনাবিল শুভ কামনা রইলো।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

জেআইসিত্রস বলেছেন: ধন্যবাদ ও অনাবিল শুভ কামনা রইলো।

৫| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:১৪

রুদ্র জাহেদ বলেছেন: এলোমেলো সুখের বারান্দায় দুঃখ বিলাস করে নির্ঘুম রাতের মিতালিতে ধূসর স্বপ্নের ঘোড়ে।

ভালো লাগল

৬| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৫

জেআইসিত্রস বলেছেন: ধন্যবাদ ও অনাবিল শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.