নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষার কোন পাখি নেইসময়ের কোন ভাষা নেই!!

ত্রি-মাত্রিক চিন্তা

আমি প্রচলিত ধর্মে বিশ্বাসী নই। ভাল লাগে কবিতা। ভাল লাগে নিজেকে।

ত্রি-মাত্রিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

সময় এসেছে রোহিঙ্গাদের কঠোর ভাবে নিয়ন্ত্রণ করার

২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

গত দুইদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম। শিরোনাম ছিলো, "আমরা নিজেরাই গ্রহণ করলাম মানবতার অভিশাপ"
সেখানে বলেছিলাম অদূর ভবিষ্যতে রোহিঙ্গারা ক্রাইমে জড়িত হবে। মাত্র দুইদিন হলো। আজকের খবর, "রোহিঙ্গাদের হামলায় আহত চার" এবং "রোহিঙ্গার দায়ের কোপে বাংলাদেশি নিহত"

তো হলো কী; রোহিঙ্গাদের সাথে সাথে স্থানীয় বাংলাদেশিরা জড়িত হচ্ছে অপরাধে। এই অপরাধ রোহিঙ্গারা না থাকলে ঘটতো না। রোহিঙ্গারা হামলা করছে আমাদের ওপরেই। আমরা বাংলাদেশীরা নিরুপায়। কারণ আমরা তাদের আশ্রয় দিয়েছি মানবতার খাতিরে।
তো কই গেলো "মুসলিম ভাই" আবেগ?
যারা আজ আমাদের নাগরিকের ওপর হামলা করছে, তারা কি একবার ও ভেবেছে "মুসলিম ভাই"-য়ের ওপর হামলা করেছে?
না তারা ভাববে না।
তারা খ্যাঁপা বাঘের মতো।
তারা যে কোন কিছু করতে পারে। তাদের কাছে খুন-রাহাজানি কিছুই না।

তাই সময় এসেছে এই মানুষগুলোরে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার। এ নিয়ন্ত্রণ হতে হবে খুব দ্রুত। উপায় বের করতে হবে। এরা যেন ক্রাইম করার সুযোগ না পায় সে দিকে নজর দিতে হবে। স্থানীয় কেউ যদি রোহিঙ্গাদের নিয়ে ক্রাইমে জড়িত হয় তাকেও কঠোরভাবে দমন করতে হবে।

সরকারের উচিত এই সমস্যা নিয়ন্ত্রণকে প্রায়োরিটি দেওয়া। নয়তো এটা ক্যান্সারে রূপ নেবে। এই সমস্যা সমাধানে সেনাবাহিনী ব্যবহার করা যেতে পারে।

আমরা জানি না মিয়ানমার আদৌ এসব রোহিঙ্গাদের ফেরৎ নিবে কি না। তবুও সরকারের উচিত এই ইস্যুটা আন্তর্জাতিক অঙ্গনে তাজা থাকতে থাকতেই বার্মার উপর আন্তর্জাতিক চাপ যাতে আসে সেভা্বে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া।
না হলে পস্তাতে হবে। এই বিপুল সংখ্যক রোহিঙ্গা জড়িত হবে জঙ্গীবাদে, মাদক পাচারে। বিপুল সংখ্যক রোহিঙ্গা নারী চলে যাবে প্রস্টিটিউশনে। তাই আমাদের হাতে সময় কম। আগাছা লম্বা হওয়ার আগেই আগাছানাশক পদক্ষেপ নিতে হবে।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবাইকে সতর্ক হতে হবে। আবেগ দিয়ে দেশ চলে না।

২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: এই কথাটাই কেউ বুঝতে চায় না। এই বঙ্গদেশে শুধু আবেগ আর আবেগ!

২| ২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


কিভাবে এদের কন্ট্রোলে রাখা সম্ভব?

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০০

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: সেটাতো বিজ্ঞজনরা বের করবেন খুঁজে!

৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাঘের সামনে বসলে আবেগ বেগার্ত হয়।
দেশে অভিশাপ আছে। সব হুজুগে। ক্ষমতার জন্য মরিয়া। সবাইকে নিজ স্থান থেকে সর্তক হতে। ওরা ফিরে যাবে না।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: খেলা খেলে খেলোয়ার রা। আর আমরা মাঝখানে ভর্তা হই।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৪

মেমননীয় বলেছেন: "রোহিঙ্গার দায়ের কোপে বাংলাদেশি নিহত"

রোহিঙ্গা লোকটি কেন কোপ দিল জানেন নাকি?

আপনি হলে কি করতেন?
আপনি নিঃশ্চয় 999 / 911 ফোন দিতেন।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১২

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: হুম... অপরাধ বিভিন্নভাবে সংঘটিত হতে পারে। এই অপরাধ সংঘটিত হবার পেছনের নিয়ামকের কথাই বলছি। এই রোহিঙ্গারা যদি নজরদারিতে থাকতো সঠিকভাবে, তবে এই ঘটনা ঘটতো না বা এই লোকটার পরকীয়ায় জড়িত হতো না। অথবা এই রোহিঙ্গারা না থাকলে এর কিছুই ঘটত না। আমি শুধু এটাই বলতে চেয়েছি।
আর আপনি?
আপনি তো খুনকে অনুমোদন দিয়ে দিলেন।
এতো আবেগী হলে হবে না ভাই!

যত যাই বলেন খুন মেনে নেওয়া যায় না। আইন আছে। লোকটি আইনের আশ্রয় নিতে পারতো।

কিছু হলেই কোপ! এটা তো জঙ্গীবাদ।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৬

নিরাপদ দেশ চাই বলেছেন: সরকার বর্ডার খুলে দিয়েছে চীন ও ভারতের নির্দেশে কারন অবৈধ গদি টিকে আছে এই দুই দেশের কল্যানে।সরকারের তরফ থেকে মানবতাকে জাস্ট ব্যবহার করা হয়েছে জনগনকে ভাওতা দিতে ।শুধু তাই নয় নিউইয়র্কে গিয়ে প্রধান্মন্ত্রী রয়টারকে সাক্ষাৎকারে বলেছে যে ট্রাম্প কেমন মানুষ সবাই জানে তাই তিনি ট্রাম্পের কাছ থেকে কোন সহায়তা আশা করেন না!! তবে মজার ব্যপার যে, সেই আমেরিকাই এখন মিয়ান্মার সেনাবাহিনিকে সবচেয়ে বেশি চাপের মধ্যে রেখেছে।রোহিঙ্গাদের ফেরত পাঠানোতে আমাদের সরকারের তরফ থেকে বিন্দুমাত্র কুটনৈতিক তৎপরতা নাই।সারা বিশ্ব যখন মিয়ান্মারকে অর্থনৈতিক অবরোধ করার কথা ভাবছে তখন আমাদের মন্ত্রী মিয়ানমারে গিয়ে চাল কেনার চুক্তি করে এসেছে।

মধ্যপ্রাচ্য থেকে যাওয়া শরনার্থীদের ইউরোপ আশ্রয় দিয়েছিল মানবতার খাতিরে। সেই তারাই ইউরোপে আইসিসদের দ্বারা অনুপ্রানিত হয়ে একের পর এক সন্ত্রাসি হামলা চালিয়েছে। এটাই স্বাভাবিক। সব হারানো নিঃস্ব মানুষেরা সব সময়ই অন্যের দ্বারা ব্যবহ্রত হয়।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৭

আবুনাছের আখন্দ বলেছেন: এদের অতীত ইতিহাস বলে দেয় এরা কতটা ভয়ংকর। আর সেই গোষ্ঠী নিয়ে আমাদের বেহায়াপনা চাটুকারিতা....এই তো সবে শুরু দাদা ভাই....সমুখে ক্রান্তি লগ্ন....

৭| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪১

থার্মোমিটার বলেছেন: এইভাবে বললে হবে না, বলতে হবে ইন্ডিয়ানদের সহযোগিতায় রোহিঙ্গারা বাঙ্গালীদের আক্রমন করছে, তাইলে যদি এই দেশের মানুষ ক্ষেপে!

৮| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৯

আবুনাছের আখন্দ বলেছেন: কিন্তু ক্ষ্যাপা যে আজ লজ্জার ভূষনে আবৃত... ;)

৯| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫১

টারজান০০০০৭ বলেছেন: কথা সইত্য কিন্তুক মতলব খারাপ মনে হইতাছে ! ১০/১৫ লক্ষ জনগোষ্ঠীর মধ্যে অপরাধপ্রবণ কিছু মানুষ থাকিবেই, আমাদের মধ্যে কি নাই ? তাহাদের নিয়ে ব্যবসা , লুটপাট , ডাকাতি এগুলো কি হইতেছে না। ৭১ এ আমরা যখন শরণার্থী ছিলাম , আমাদের মধ্যেও কি অপরাধপ্রবণ লোক ছিল না ?
অসহায় জনগোষ্ঠিরে যেমন সাহায্য করিতে হইবে তেমনি আইন শৃংখলাও রক্ষা করিতে হইবে ! তাহাদের মুষ্টিমেয় অপরাধীদের কারণে পুরো জনগোষ্ঠীকে অপরাধী বানানোর যে অপচেষ্টা মিডিয়া ও চুশীলদের তরফ হইতে দেখা যাইতেছে আপনার পোস্টে তাহার প্রতিধ্বনি শোনা যাইতেছে !

অভিবাসী জনগোষ্ঠীর মতন সংগ্রামমুখর জীবন হইলে আমাদের ভদ্দরনোক চুশীল সমাজের মুখোশ খসিয়া যাইতো !

আমি তাহাদের অপরাধের সমর্থন করিতেছি না ! তবে অসহায় জনগোষ্ঠীকে যাহারা ভিলেন বানানোর চেষ্টা করিতেছে তাহাদের নিন্দা করিতেছি ! অপরাধের বিচার অবশ্যই হওয়া উচিত !

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২২

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: দুনিয়ার সবাই মতলব প্রবণ।

১০| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৩

টারজান০০০০৭ বলেছেন: ইহাদের আশ্রয় না দিয়া জবাই হইতে দেওয়া বুদ্ধিমত্তার কাজ হইলেও মনুষত্বের কাজ হয়তো না !

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৯

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: আপনি, আমি বাদে দুনিয়ার সবা্ই চলে বুদ্ধিমত্তার জোরে!

১১| ৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৮

টারজান০০০০৭ বলেছেন: : আপনি, আমি বাদে দুনিয়ার সবা্ই চলে বুদ্ধিমত্তার জোরে!

জি ! ওখানেই মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য ! অমানুষ মনুষত্ব বিসর্জন দিয়া বুদ্ধিমত্তা অবলম্বন করে ! মানুষ বুদ্ধিমত্তা বিসর্জন দিয়া মনুষত্ব অবলম্বন করে ! মানুষ কম্পিউটার নহে ! এলগোরিদম দিয়া চলে না ! চলিলে মানুষ থাকে না !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.