নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষার কোন পাখি নেইসময়ের কোন ভাষা নেই!!

ত্রি-মাত্রিক চিন্তা

আমি প্রচলিত ধর্মে বিশ্বাসী নই। ভাল লাগে কবিতা। ভাল লাগে নিজেকে।

ত্রি-মাত্রিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

স্কাল্প এবং প্রধানমন্ত্রী

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৭

১.

কেউ-বা বলে জনগন,
কেউ-বা তার উম্মত-
চোখহীন বোধহীন
এক আদম সুরত।
যুগে যুগে আসে কতো
মহা-অবতার
সুখ বলো সত্য বলো
সব অন্ধকার।

তিনি বলেন জনগনের সুখ
তার সকল প্রচেষ্টা
টিভি থেকে আমি চোখ
সরাতে পারছিলাম না।
টিভি ছেড়ে দূরে অনেক দূর
চোখ আমার
এক রুমের ভিতর-
এক দেশ ভেসে উঠেছিল
এক গ্লাস জুস
ঠোঁট বেহুশ
চুমুকে ধীর চুমুকে
যেনো আস্তো শরীর- দেশ
চুমু দিচ্ছেন তিনি
ঘর্মাক্ত প্রধানমন্ত্রী
হাত ঘষছেন
গাল ডলছেন
রক্তজমা আইসি শরীরে।

২.

এই চোখ
হাত
নাক
কান
চুল
মগজ
রঙিন মোম-
আমি মোমের পুতুল।
তবু;
আমার আছে এক
স্কাল্প সরেস।

বলেছিলেন:
তিনি আছেন বলেই দেশ আছে
চোখ বুজলেই সব শেষ!
আমি টিভি থেকে
চোখ সরিয়ে ফেলেছিলাম।
ঊর্ধ্ব-আকাশ পানে
আমার চোখ-
রাশি রাশি জল আকাশে উড়ছে
সাত-মাত্রিকে স্কাল্প আমার
ঈশ্বরের নামে করছে উপবাস,
আমি প্রার্থনা করি-
করি উপহাস।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৯

সাইন বোর্ড বলেছেন: ভাবনা ও লেখা সুন্দর !

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৫

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: ধন্যবাদ।

২| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০২

রাজীব নুর বলেছেন: ভাল।

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৫

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.