নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন পরিচয়ে বাঁচ

মোছাব্বিরুল হক

জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।

মোছাব্বিরুল হক › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদ

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৫



তন্দ্রার ঘোরে মুদিত নয়ন ভাবছ এসেছে মৃত্যু
ভাবছ পেয়েছি ক্ষমতার রাজ বেশুম লুটের বস্তু।
ক্ষমতা তোমার যা কিছু ইচ্ছে হিসাবে কে বা গণ্য
তুমি ও তোমরা এদেশের শুধু আমরা পূজোর জন্য।
করতে শক্ত তোমাদের হাত আমাদের পিঠ তক্তা
আমরা কেবলি শুনে যাই আর তোমরা মঞ্চ বক্তা।
যা কিছু শুনাও সত্য-মিথ্যা শুনি আর বলি সত্য
রাজার টিকেট পেয়েছ তোমরা স্বর্গ নরক মর্ত্য।
নমরুদ কি’বা ফেরাওন নয় তোমরা তাদের ও ঊর্ধ্বে
জগৎ মালিক মেনে নিল হার ক্ষমতার এই যুদ্ধে!
তাই বুঝি কর স্পর্ধায় বড় শুনাও দাপট মন্ত্র
সামলাতে গদি প্রতিক্ষণ কর বিকল রাষ্ট্র যন্ত্র।

জাগবে যখন জনতার হাত ফুটবে জবান অস্ত্র
ক্ষমতার গায়ে থাকবেনা আর লজ্জা ঢাকার বস্ত্র।
কতো নমরুদ ফেরাঊন আজ ইতিহাসে দেয় শিক্ষা
থেমে যাবে সব ক্ষমতার জয়; সময়ের প্র-তিক্ষা।

ছবি-Google

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৭

ইএম সেলিম আহমেদ বলেছেন: বাহ অসাধারন সমসাময়িক কাব্য। ধন্যবাদ, মনের কথা গুলো কাব্যে রূপদান করার জন্য।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১০

মোছাব্বিরুল হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে কাব্য

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৩

মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৬

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪৬

মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫১

ফুয়াদের বাপ বলেছেন: ক্ষমতার ধূলোয় অন্ধ হয়ে থাকে ক্ষমতাশীন নমরুদ। ফেরআউন হয়ে দাপটে বিচরন করে, ভাবে মৃত্যু আবার কী। অমরত্বের সুধা রক্তের প্রতি কণায়, কার আছে হিম্মত দু-কথা শুনায়!!!

অথচ, জগৎ সাক্ষী-আখেরে কেউ থাকে না, সকল দাম্ভিকতা ধূলো-ছাঁই হয়ে বাতাসে ভাসে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৬

মোছাব্বিরুল হক বলেছেন: যতার্থ বলেছেন। মানুষ ক্ষমতা পেলে তার মোহে অন্ধ হয়ে যায়। অপব্যবহার করে। তবে সকল ক্ষমতার দাপট একদিন শেষ হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.