নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

সৎ মানুষ দেশে নেই,ব্লগে আছে তো?

২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮








আশেপাশে সৎ মানুষ কেমন দেখা যায়? উনারা তো নাকি একা থাকে, সময় সুযোগে সৃষ্টিকর্তা নিজের কাছে তুলে নেয় যা আমাদের ডেফিনিশনে তাড়াতাড়ি চলে যাওয়া বলে। আপনি জীবনে যতগুলো বসন্ত পার করেছেন ততগুলো সৎ মানুষ দেখেছেন কিনা? আপনার সততার কি হাল-হাকিকত? শেষ বয়সে মসজিদ কমিটিতে নাম লিখিয়ে শাপমোচন কার্যক্রম চলছে,নাকি অন্য কোনো তরিকা?



সততাকে মানুষের মননে-মগজে প্রতিষ্ঠিত করতে কত গল্পের সাহায্য নেয়া হয়েছে, বেশিরভাগ মিথ,বেশিরভাগ রুপক,বেশিরভাগ সত্য-মিথ্যার সংমিশ্রণ ; পৃথিবীটা গল্পের উপর চলে তাই সততার বিভিন্ন ভার্সনে কেউ কেউ সাবস্ক্রাইব করে রেখেছে। ধর্মীয় লেবাসের ভেতরের অসৎ মানুষ সৎ হবার সম্ভাবনা প্রবল থাকে,মানুষের চিন্তাভাবনার সংকীর্ণতার জন্য। ধর্ম গুরুরা সত্যকে বিভিন্ন মোড়কে সাজিয়ে বাতি জ্বালিয়ে বসে থাকে যে যেটা পছন্দ করে, সে পথেই হেটে বেড়ায় ও স্তুতি শোনায়। সুযোগের অভাবে সৎ বলে কিছু কি আছে ' যাদের হৃদয়ে এসব উক্তি লালায়িত অবস্থায় থাকে তাদের জন্য সুযোগ নিশ্চই একা বসে থাকে না,ধরা দেয়।



সৎ মানুষ আমি দেখেনি, দেখেছি নিজেকে কনভিন্স করে সৎ সাজার আপ্রাণ প্রচেষ্টা; কিছু স্ট্রেইট ফরোয়ার্ড মানুষ দেখেছি, তবে উনারা কিছুটা মিস্টিরিয়াস তাই সৎ " টার্মটা সঠিকভাবে বুঝা যায়নি।বিসিএস পরীক্ষায় দেরি করায় রাস্তায় গড়াগড়ি দেয়া মানুষটা সৎ কিনা কেউ জেনেছেন? বা পরীক্ষক মহোদয়, চেয়ারম্যান সৎ কিনা, জেনে থাকলে ব্লগে লিখবেন চোখ ধাধানো শিরোনাম দিয়ে।


মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:১১

আরেফিন৩৩৬ বলেছেন: সৎ মানুষ দেশে বহু আছে, কিন্তু দেড় যুগে তারা সবচেয়ে বেশি কোণঠাসা

২৮ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি নিশ্চই বহু সৎকে চিনেন,ভালো।

২| ২৮ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৭

কামাল১৮ বলেছেন: ব্লগ দেশের বাইরের কিছু না।দেশের লোকরাই ব্লগে আছে।যে যেমন তার চিন্তা ভাবনা তেমন।চোর ভাবে সবাই চোর,ভালো লোক ভাবে সবাই ভালো লোক।

২৮ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


এসন ভেবে সৎ মানুষ বাড়বে না,অসৎ বাড়বে।

৩| ২৮ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:২৬

শাহ আজিজ বলেছেন: উত্তম উপস্থাপনা ।

২৮ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪০

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার জীবনের সৎ মানুষগুলো সম্পর্কে লিখুন।

৪| ২৮ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৩৫

ইএম সেলিম আহমেদ বলেছেন:
শেষ বয়সে মসজিদ কমিটিতে নাম লিখিয়ে শাপমোচন কার্যক্রম চলছে,নাকি অন্য কোনো তরিকা?
যর্থাথই বলেছেন। :|

সৎ বা ভাল যাই বলুন না কেন? আমাদের সমাজের কোন মানুষ কতটা সৎ সেটা নির্ভর করে সে কতটা ধার্মিক তার উপর। হিন্দু সম্প্রদায়ের লোকদের কে যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের সম্প্রদায়ের সব চেয়ে সৎ ব্যক্তি কে? উত্তর পাবেন পুরোহিত। মুসলমাদের মৌলবি, অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রেও একই ধরনের উত্তর পাবেন।

ধরুন আপনি একজন মুসলিম। আপনি কাউকে ফাকি দেন না, কারো সাথে ঝগড়া বিদাদ করেন না, কারো সম্পত্তি মেরে খান না, অপরাধ মূলক কোনো কাজ করেন না, মিথ্যা বলেন না, অন্যায়ের প্রতিবাদ করেন, আরো সকল ভাল কাজগুলো করেন। কিন্তু ধর্মীয় কাজ একটিও করেন না তাই যে ধর্মেরই হন না কেন?

আর আপনার মত সকল গুন সম্পন্ন আরো একজন ব্যক্তি আপনার এলাকায় আছেন। তিনি ধর্মীয় কাজগুলো করেন পাশাপাশি আপনার মত সৎ।

এখন যদি কাউকে জিজ্ঞাসা করেন ঐ দুজনের মধ্যে কে সবচেয়ে সৎ তাহলে দেখবেন অনায়াসেই বলে দিবে ২য় ব্যক্তিই সবচেয়ে বেশি সৎ।

আমার পুরো জীবনে আমি একজন সৎ মানুষ দেখেছি। লোকটি ধার্মিক এবং সে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। আর বাকি সৎ মানুষ যা দেখেছিলাম। আস্তে আস্তে তাদের মুখোশ উন্মোচন হওয়ার পর বুঝলাম আসলে তারা সব কয়টা ধর্মীয় লেবাসধারি শয়তান।

২৮ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪২

শূন্য সারমর্ম বলেছেন:



ধর্মীয় বলয়ে সৎ থাকার পন্থা সহজ, ধর্ষণ করলেও শয়তান করিয়েছে বলে স্বীকার করলে আবার ভালো/সৎ মানুষ হয়ে যায়।

৫| ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:০৮

নতুন বলেছেন: ভাল মন্দ মানুষ সব খানেই আছে। তবে এখনো অনেক মানুষ ভালো আছে,

তবে দেশের মানুষ দরিদ্র তাই আমরা সম্ভবত নিজের লাভের জন্য বিবেকের চেয়ে আবেগ বেশি কাজে লাগায়।

সততা ১০০% স্কেলে মাপলে হয়তো আপনি সত মানুষ পাবেন না। কারন মানুষকে অনেক সময় ফ্লেকসিবল হতে হয় অন্যকে সুবিধা দিতে। তবে অনেক মানুষ পাবেন যারা ভালো এবং মানুষকে ক্ষতি করেনা।

দেশে আমি অনেক মানুষকের কাছে নিসার্থ সাহাজ্য পেয়েছি।
অনেক সার্থপর মানুষ তো অনেকই্ আছে।

২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:০৭

শূন্য সারমর্ম বলেছেন:

হার্মলেস মানুষ দ্বারা সমাজ উপকৃত হয়নি কখনো,সৎ মানুষগুলোর ইমপ্যাক্ট সর্ব্বোচ্চ হার্মলেসে গিয়ে ঠেকেছে।

৬| ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:১৮

কালো যাদুকর বলেছেন: শেষ যুগে সৎ মানুষ থকবে না। এমন করেই ব্লগে খুজতে হবে। তাই বলতে পারেন শেষ যুগ চলছে, কাজেই সৎ মানুষ পাওয়া যাবে না।

২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


শেষ যুগটা কখন শুরু হয়েছে? শেষ হবে কখন?

৭| ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:১৩

কালো যাদুকর বলেছেন: ধরা হয়ে থাকে প্রায় ১৪০০ বা তার থেকে বেশি সময় ধরেই চলছে।জানার জন্য শুধু জেনে কি হবে? আমাদের গড় আয়ু প্রায় ৭৫ বছর।কাজেই বলতে পারেন আমাদের জীবন দশার পুরোটাই অসৎ মানুষের সাথে বসবাস।
আপনি আমকেও একজন অসৎ মানুষ ধরে আলাপ চালিয়ে যেতে পারেন। অসৎ বলছি এই জন্য যে, আমি একজন বেনামে লিখা লিখি। কাজেই সেই হিসেবে ব্লগেও সৎ মানুষ নেই।

২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:১২

শূন্য সারমর্ম বলেছেন:


কালো যাদুকর সৎ হবে না, নামেই বুঝা যায়।

৮| ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৫:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের যারা সৎ তাদের বেশির ভাগই সুযোগের অভাবে সৎ। আমি খুব একটা সৎ মানুষের দেখা পাইনি...

২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


দেশে সততার যে ভার্সন আছে তা দিয়ে রুপকথা বানানো যাবে।

৯| ২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মোটামুটি সৎ দেখেছি।

২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


মোটামুটি সৎ'এর ভার্সনটা আবার কেমন? সমাজ উপকৃত হয়?

১০| ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৪৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: ব্লগে সৎ মানুষ পাওয়া কঠিন। নিয়মিত ব্লগারের কাউকে কাউকে অলরেডি চোর উপাধী দেওয়া হয়েছে। কেউ কেউ আম্রিকার পা চাটতে চাটতে পায়ের তলা ক্ষয় করে ফেলেছে। কেউ কেউ মডেল-নাইকাদের উদ্ধার করতে গিয়ে সত্য প্রশ্নের উত্তর না দিতে পেরে কমেন্ট ব্লক করে অন্যদের রাজাকার মৌলবাদী ট্যাগ দেওয়ায় ব্যস্ত। এদের দেখেও যদি মনে হয় ব্লগের মানুষ সব সৎ, তাহলে বিপদ।

২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ২:২৪

শূন্য সারমর্ম বলেছেন:


এডমিন আপনার কমেন্ট পড়লে খুশি হতো।

১১| ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:৪৪

নিশাচর বাউল বলেছেন: দিলেন তো আমার ‍ডিমটা ভেঙ্গে!! :(( :(( :((

২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ২:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


বাউল নিশাচর হলে গান শুনে কে?

১২| ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: গতকাল বিকেলে একজন কাজের মহিলা সিঁঁড়িতে একটি স্বর্ণের কানের দুল পেয়ে তার মালিককে খুঁজে বের করে তা ফেরত দিয়েছে।

২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ২:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


গল্প অনেক গভীরে নিশ্চই, মালিক প্রভাবশালী ছিলো।

১৩| ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: আবার মসজিদ কমিটির লোকজনকে, মানুষের দানের টাকা মেরে খেতে দেখেছি।

২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ২:২২

শূন্য সারমর্ম বলেছেন:


টাকা মেরে নিতে দেখেছেন,ভয় দেখিয়ে আপনি ভাগ নিতে পারেন নি কেন।

১৪| ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৫২

জ্যাক স্মিথ বলেছেন: ধর্মের রুপকথার গল্পে প্রভাবিত হয়ে যারা সত্যবাদিতা দেখায়, তাদের সত্যবাদিতা আমর কাছে মূল্যহীন।

২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ২:২১

শূন্য সারমর্ম বলেছেন:


ধর্মের সততার জোর আছে,সহসা ছিনিয়ে নেয়া যায় না।

১৫| ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৩:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সৎ মানুষের বর্ননা দিতে পরবেন ???
ধর্ম ছাড়া কি সৎ হওয়া যায় না ???

২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:


ধর্ম বিলিয়ন বিলিয়ন মানুষকে কন্ট্রোল করে।

১৬| ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ৮:৫০

Meghna বলেছেন: শিব নারায়ণ দাস - একজন সৎ লোক।

২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:

কে তিনি?

১৭| ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:০৪

রাােসল বলেছেন: শিরোনামের প্রশ্নটি বর্তমান সময়ের দাবি। দুঃখের সাথে বলতে চাই, আমরা বেশিরভাগই নিজেকে একজন সৎ মানুষ হিসাবে খুঁজে পাই। যারা বলে যে তিনি সৎ নন, তারা সাহসের সাথে গর্বিত অনুভূতি নিয়েই এ কথা বলেন।
জনাব জ্যাক স্মিথকে বলতে চাই, অসততা শুধু মুসলিম ধর্মীয় গুরুই করেন না, অমুসলিম ধর্মীয় গুরুও করেন। ইসলাম সম্পর্কে অধ্যয়ন করলে আপনি অপরাধীদের শাস্তির অনেক প্রমাণ পাবেন। সুতরাং, আপনি যদি সমালোচনা করতে চান তবে মানুষের সমালোচনা করতে পারেন ধর্মের নয়।

২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:




সৎ বলে কোথাও, কখনো কিছু ছিলো না বাংলাদেশে।

১৮| ০২ রা মে, ২০২৪ দুপুর ২:২৩

প্রামানিক বলেছেন: শতভাগ সৎ হওয়া সম্ভব নয় অনেকটা সৎ হওয়া যায় তাতেই মানুষের বিশ্বাস অর্জন হয়।

০৬ ই মে, ২০২৪ বিকাল ৫:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:


বিশ্বাস অর্জন করাও সহজ,ভাঙাও সহজ।

১৯| ০৫ ই মে, ২০২৪ রাত ৮:০৬

খায়রুল আহসান বলেছেন: সুযোগবিহীন যারা সৎ থাকে, তাদেরকে প্রকৃতপক্ষে সৎ বলা যায় না। অসৎ হবার সুযোগ পেয়েও যারা সৎ জীবন যাপন করে যায়, তারা নিরীহ হলেও তারাই সৎ। এমন লোক সমাজেও আছে, ব্লগেও নিশ্চয়ই আছে।

০৬ ই মে, ২০২৪ বিকাল ৫:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার দেখা খাটি সৎ মানুষ নিয়ে পোস্ট লিখুন,দয়া করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.