নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন পরিচয়ে বাঁচ

মোছাব্বিরুল হক

জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।

মোছাব্বিরুল হক › বিস্তারিত পোস্টঃ

বসন্ত

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৮


প্রকৃতিতে ফাগুন এলে কৃষ্ণচূড়ায় আগুন লাগে
কুহু তানের গান শুনাতে বসন্তদূত কণ্ঠ সাধে।
রুক্ষ শীতের শীর্ণ বায়ে শুকনো পাতায় ভর করে আজ
সবুজ পাতায় নতুন রূপে বৃক্ষ সাজে বাসন্তী সাজ।
গুনগুনিয়ে ভ্রমর অলি অশোক, পলাশ, শিমুল বনে
খুঁজতে মধু হল্লা করে মাধব, গাঁদা, আম কাননে।
কুহু কুহু সুরের তানে দখিন হাওয়া ছন্দ তালে
সুখ খোঁজে পায় অচিন গায়ের মেঠো পথে মন হারিয়ে।

হৃদ কাননে ফাগুন এলে আপনি বহে দখিন হাওয়া
মনের কোকিল কুহু ডাকে মধুর অতি সে গান গাওয়া।
বনের কোকিল পায় কিরে খোঁজ ফাগুন এলে মন পাড়াতে
দখিন হাওয়া বইল যে কার হাড় কাঁপানো মাঘের শীতে।

ছবি- Google

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৫

শাওন আহমাদ বলেছেন: বসন্ত আসলেই আমার কেবল জাম্বুরা ফুলের ঘ্রাণ নাকে আসে।তখন বসন্ত নিয়ে অন্যসকল কিছু ভুলে যাই আমি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪০

মোছাব্বিরুল হক বলেছেন: গন্ধে অনেকটা কামিনী ফুলের মতো।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৯

ফুয়াদের বাপ বলেছেন: ফাগুনের আগুন লাগা বসন্ত নিয়ে সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা থেকে শব্দ-ভাবাবেগ নিয়ে আরেকটি কবিতা লিখার সাহস করলাম -

বসন্ত
====
ফাগুনে আগুন লাগে কৃষ্ণচুড়ায়
কুহু তানে কোকিল সুর বাজায়
শীতের শুষ্কতায় খাক বৃক্ষ ডগায়
সবুজ পাতায় সাজে বসন্তী হাওয়ায়
ভ্রমর ভ্রমন করে বনে থেকে বনে
গুনগুনগুন হল্লা করে ফুল কাননে।
কোন সে পথিক পথ হারালো
মুগ্ধ পাখির কুহু সুরে হৃদ জুড়ালো।

আজি মনের বনে বহে দখিনা হাওয়া
আজি শুধু ফাগুনের কুহু গান গাওয়া
পাবে কি কোকিল খুঁজে ফাগুনে খোজ!
নাকি মাঘে শীতে হাড় কাঁপবে রোজ!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৩

মোছাব্বিরুল হক বলেছেন: চমৎকার লিখেছেন।
আমার কবিতার শব্দ ও ভাবাবেগ নিয়ে কবিতা লিখে আমার কবিতায় মন্তব্য করেছেন, যা আমার কাছে বিরাট প্রাপ্তি।
মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৩

মোছাব্বিরুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো কবিতাটি++

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: ও সরি!যে কথা বলতে ভুলে গেছি। এমন কবিতায় বাসন্তিক শুভেচ্ছা আপনাকে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৪

মোছাব্বিরুল হক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাকেও বসন্তের শুভেচ্ছা।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

মাস্টারদা বলেছেন: ফাল্গুনী শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.