নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসার এই ব্লগে ইহা আমার ২য় নিক।

আব্দুল্যাহ

ব্লগে ফিরে আসা হবে চিন্তাতেই ছিল না। নতুন ব্লগের জন্য প্রচুর পড়তে হবে।

আব্দুল্যাহ › বিস্তারিত পোস্টঃ

হুজুগে জাতি, না মাদকের কায়োছায়ায় গ্রাসকৃত আমরা?

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

শুভ সন্ধ্যা!
আজ ২০১৭ এর শেষ দিন, আগামীর সকাল ২০১৮ এর শুরু।
আমি বিনামুল্যে রক্তদান বিষয়ক একটি গ্রুপের সাথে জড়িত। এক ব্যাগ বি+ রক্তের জন্য দুপুর থেকে চেষ্টা করেছি, পাইনি। ৮০% রক্তদাতারই এক কথা, 'ভাই ৩১ই ডিসেম্বর। নিজেদের আয়োজন আছে।' আমিও মানি এই দিনে বন্ধুরা মিলে আড্ডাবাজি, পিকনিক এর মজাই আলাদা। কিন্তু এর সাথে রক্ত না দেয়ার কিছু নেই, যদিনা সেখানে মাদকের কিছু না থাকে। কারণ রক্ত দিয়ে আড্ডাতে তেমন কোন বাধা নেই। হ্যাঁ, রক্তদানের পর ঘুম বা বিশ্রাম দরকারী, ডাক্তারও তাই বলেন। তাই বলে রক্ত দেয়া যাবে না, এমন কিছু না।

এর আগে এক ঈদে নিজের আত্বীয়ের জন্য রক্ত পাইনি। কারণ একটাই ভাই ঈদের দুই-তিনদিন মজা করার, রক্ত দেবার নয়!!

যাই হোক নতুন বছর শুভ হোক, জয় হোক মানবতার এই কামনা রইল।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০১

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.