নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছির মাহমুদ

আছির মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

যদি মরে যাই

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৩


আমি যদি মরে যাই অতর্কিত নোটিশে
এই উচাটন আত্মার ঋণ অতৃপ্ত হৃদয়ের ঋণ
যতোটা পারো শোধ করে দিও...

এই বাংলার ফুল আর পাখির কাছে
আকাশের নীল আর উদার সবুজের কাছে
বিষন্ন মেঘ আর তন্ময় বৃষ্টি-বাতাসের কাছে
দুঃখিনী নদী আর প্রেমময় সমুদ্রের কাছে
ধ্যানমগ্ন পাহাড় আর ভীত সুন্দরবনের কাছে
বিস্তীর্ণ শ্যামল আর জননীর মতোই স্নেহময়ী
ফসলী জমির কাছে, নির্লোভ নিঃস্বার্থ দয়ালু
এই বাংলার কৃষকের কাছে, শ্রমিক আর মজুরের কাছে
কাঠফাটা রোদে দরদর ঘামতে থাকা রিকশাওয়ালার কাছে
বিজয়সরণীর মোড়ে যে যুবক রোজ পত্রিকা বেচে যায়,
যে কিশোরী ফুল বিক্রি করে সিগন্যালে থেমে থাকা
গাড়িগুলোর কাছে গিয়ে- যা ভালোবাসার অব্যক্ত পাপড়ি;
আর সদা লাস্যময়ী কমনীয় এই বাংলার নারী ও শিশুর কাছে
আমি অনেক ঋণ করে গেছি!

আমি যদি সত্যিই মরে যাই অতর্কিত নোটিশে.....
এই ব্যর্থ আর অ-কবির লেখা এ কবিতাটা
ওদের কাছে পৌঁছে দিও!

(কাব্যগ্রন্থ- ‘কবিতার বান্ধবীরা’/শব্দশিল্প প্রকাশনী/স্টল নং: ২১০-২১১/একুশে বইমেলা-২০১৭)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৭

শায়মা বলেছেন: বইটার নাম আর প্রচ্ছদও খুব সুন্দর হয়েছে ভাইয়া।:)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৫

আছির মাহমুদ বলেছেন: শুভসকালে একটা ধন্যবাদ পাওনা রইল আপনার!

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৯

ANIKAT KAMAL বলেছেন: অা‌মি মুগ্ধতার অা‌বে‌শে হা‌রি‌য়ে গেলাম

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩০

আছির মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাই। সকালে সবারই মনটা ভাল থাকে, তাই কবিতাপ্রেমিরা সাধারণ কবিতাতেও মুগ্ধ হতে পারে...

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৬

নাগরিক কবি বলেছেন: শব্দের সুন্দর ব্যবহার। ভাল লাগলো।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২১

আছির মাহমুদ বলেছেন: ধন্যবাদ নাগরিক কবি।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৭

নেয়ামুল নাহিদ বলেছেন: সুন্দর! আপনার অটোগ্রাফসহ বইটা কিনতে চাই, কিন্তু কিভাবে?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৫

আছির মাহমুদ বলেছেন: সত্যিটা হলো আমি কোন সময়ে মেলায় যাই তা ঠিক নেই। বেসরকারী ব্যাংকে চাকরী তো, ঢোকার সময় আছে বের হবার সময় নাই। তারপরও অফিস থেকে তাড়াতাড়ি বের হয়ে এ পর্যন্ত তিনদিন মেলায় গিয়েছি। শুক্রবারটা আমার সন্তান আর পরিবারের প্রাপ্য বলে মনে করি। তবে আমি আপনার মেইলে যাবার একটা সময় জানাবো!

আমি আপনার বইটা নিয়ে আসবো আপনার অটোগ্রাফ নেবার জন্য! আপনার কবিতাগুলো পড়া শুরু করেছি... উচ্চ বোধের কবিতা... কবিতার নতুন পাঠকদের ধরতে একটু কষ্টই হবে...

ধন্যবাদ, ভাল থাকবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.