নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

খ‌সে পড়া

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫২


য‌দি খ‌সে পড়া নক্ষ‌ত্রের ম‌তো
অা‌মিও খ‌সে প‌ড়ি অামার অাকাশ থে‌কে
জা‌নি দুঃখ হ‌বে না কা‌রো
‌ কেবা নি‌বে উপহার
এমন কষ্ট ভরা রা‌ত্রি অামার

য‌দি খ‌সে পড়া পেঁয়া‌জের খোসার ম‌তো
অা‌মিও খ‌সে প‌ড়ি অামার জীবন থে‌কে
জা‌নি দুঃখ হ‌বে না কা‌রো
কেবা নি‌য়ে উপহার
এমন কষ্ট ভরা জীবন অামার

য‌দি ঝ‌রে যাওয়া শুক‌নো পাতার ম‌তো
অা‌মিও ঝ‌রে প‌ড়ি অামার পৃ‌থিবী থে‌কে
জা‌নি দুঃখ হ‌বে না কা‌রো
কেবা নি‌বে উপহার
এমন বিবর্ণ জীবন অামার

য‌দি পথহারা প‌থি‌কের ম‌তো
অা‌মিও হা‌রি‌য়ে ফে‌লি প‌থের দিশা
জা‌নি দুঃখ হ‌বে না কা‌রো
কেবা নি‌বে উপহার
এমন বেদনা ভরা জীবন অামার

য‌দি পরা‌জিত সৈ‌নি‌কের ম‌তো
অা‌মিও হে‌রে যায় জীবন যু‌দ্ধে
জ‌া‌নি দুঃখ হ‌বেনা কা‌রো
কেবা নি‌বে উপহার
এমন হে‌রে যাওয়া জীবন অামার











































মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:১০

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো। এগিয়ে যান। শুভ কামনা থাকলো।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭

ANIKAT KAMAL বলেছেন: অাপনার বাস্তব কবিতা গু‌লো অামার খুব ভা‌লে লা‌গে

২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯

ANIKAT KAMAL বলেছেন: চির শু‌ন্যের মা‌ঝে অাপনার ভা‌লোলাগা অামা‌কে বিমুগ্ধ ক‌রে

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮

কানিজ রিনা বলেছেন: সুখের ভাগ সবাইকে দেওয়া যায়, বেদনা ভাগ হয়না। একান্ত ব্য়ক্তিগত নিজে তৈরি করা বেদনা গুল
নিজেই বইতে হয়। বেদনা নিজের,সুখ সবার।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১২

ANIKAT KAMAL বলেছেন:
অাপনার মন্তব্য যেন চির স‌ত্যের অমর দৃষ্টান্ত ভা‌লো থাক‌বেন স‌ত্যে না হয় কল্পনায়

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দিন শেষে পরাজিত সৈনিকের পাশে কেউ হাটতে চায় না।

কবিতা ভালো লাগলো।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১২

ANIKAT KAMAL বলেছেন: এর চে‌য়ে বড় সত্য অার কি হ‌তে পা‌রে মন্ত‌ব্যের জন্য ধন্যবাদ

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
জীবনে দুঃখ কষ্ট থাকবেই,তা যত মনে করবেন তত তা বাড়বে দ্বিগুন হারে ............

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৩

ANIKAT KAMAL বলেছেন: ‌দেরীতে হলেও thanks bhondu

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.