নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

২০১৬ এর জাতীয় গ্রন্থমেলায় সামহোয়্যারইন-এর ব্লগারদের লেখা নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে বই। আপনার লেখাটিও সেই বইটিকে অলঙ্কৃত করতে পারে।

০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

অাপডেট:



অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার মে-জুলাই ২০১৫ সংখ্যার জন্যে লেখা জমাদান প্রসঙ্গে:

► লেখা জমা দেবার শেষ তারিখ ১৪ এপ্রিল ২০১৫ রাত ১২:০০



► লেখা এই পোস্টের কমেন্টে লেখার লিঙ্ক দিলেই হবে।



যোগাযোগ :

অনুপ্রাণন প্রকাশন এর ফেসবুক গ্রুপ

■ লেখা সম্পর্কিত কোন বিশেষ প্রয়োজনে ফেসবুকে যোগাযোগ করতে পারেন।

■ লেখা সম্পর্কিত কোন বিশেষ প্রয়োজনে মেইল করতে পারেন [email protected]



লেখার বিষয় :

■ গল্প

■ কবিতা

■ মুক্তগদ্য

■ ধারাবাহিক উপন্যাস

■ প্রয়াত শ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে লেখা

■ চলচ্চিত্র আলোচনা

■ বই আলোচনা

■ চিত্রকলা

■ প্রবন্ধ

■ অনুবাদ

■ ভ্রমণ কাহিনী (ছবি আনএডিটেড দিতে হবে যা পরে এডিট করে নেয়া হবে)

■ বিজ্ঞান বিষয়ক লেখা

■ অন্যান্য (লেখকের কোন পছন্দের ক্যাটাগরি থাকলে উল্লেখ করতে পারেন)



বিষয় নির্বাচন করে ও সম্পাদক মন্ডলীর সাথে অন্যান্য প্রয়োজনীয় কথাবার্তার পর খুব শিগগীরই বইয়ের জন্যে লেখা চেয়ে পোস্ট দেয়া হবে ।



মূল পোস্ট :

সুপ্রিয় সহযাত্রী ব্লগার,

বড্ড দুঃসময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাদের।

দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের জনজীবন যেমন দিশেহারা তেমনি উগ্রমনোভাবাপন্ন লেখক, ঘাতকের জন্যেও সাধারণ ব্লগাররা আতঙ্কিত।

তারপরও পথ চলতে হয়।

আমরা আমাদের লেখা দিয়ে প্রমাণ করবো ব্লগার মানেই সাম্প্রদায়িক উস্কানীদাতা নয়, ধর্মবিদ্বেষী বা মৌলবাদী নয়। বরং আমাদের করার মতো অনেক ভালো কাজ আছে। সময়ে ব্লগাররা বিভিন্ন জনহিতকর কাজের মাধ্যমে তা প্রমাণ করেছে এবং আগামীতেও করবে।



যে কারণে এই পোস্ট, অনেকেই মনের আনন্দে লিখেন। কিন্তু প্রিন্টেড ভার্সনে আপনার সেই লেখা দেখতে অবশ্যই আপনার ভালো লাগতে পারে। তারই ফলশ্রুতিতে দেখা যায় বইমেলার সময়ে অনেক ব্লগারের বই প্রকাশ হয়।

অনুপ্রাণন প্রকাশন, একটি অবানিজ্যিক প্রকাশনা সংস্থা, ভালো লিখিয়েদের অনুপ্রেরণা যোগাতে, ভালো লেখাকে প্রমোট করতে নিজেদের খরচে বই প্রকাশ করে থাকেন। ২০১৫ এর বইমেলাতেও অনুপ্রাণন প্রকাশন অনেক সহব্লগারের বই প্রকাশ করেছেন।

তাদের সাথে ব্লগারদের লেখা নিয়ে একটি সঙ্কলন বই সামনের মেলায় বা পরবর্তীতে নিয়মিত ভাবে প্রতি মেলায় প্রকাশ করা যায় কিনা প্রস্তাব রেখেছিলাম। তাঁরা আগ্রহ প্রকাশ করেছেন।

সেই সঙ্কলন বইয়ের লেখা চেয়ে পোস্ট দেবার আশা রাখি শিগগীরই।



অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকায়ও যেনো প্রিয় সহব্লগারদের লেখা নিয়মিত প্রকাশের সুযোগ থাকে তা নিয়ে গতকাল অনুপ্রাণনের অফিসে গিয়ে কথা বলে এলাম।



অনেক সহব্লগারের লেখাই অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আশা করি আপনার লেখাটিও অনুপ্রাণন সাহিত্য পত্রিকায় প্রকাশিত দেখতে পাবো।



মন্তব্যে আপনার পছন্দের লেখাটির লিঙ্ক দিতে পারেন কোন রকম দ্বিধা না করেই।





আরো কিছু তথ্য শিগগীরই যুক্ত করার আশা রাখি।



মন্তব্য ২০৭ টি রেটিং +১৯/-০

মন্তব্য (২০৭) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:১৪

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উদ্যোগ। শুভকামনা থাকলো ।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:১৭

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর আমার ব্লগে।

ধন্যবাদ সেলিম।
আপনাকেও সাথে পাবো আশা রাখি।

শুভকামনা রইল।

২| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:১৯

অনুপম দেবাশীষ রায় বলেছেন: লেখা কি ধরণের হতে হবে এবং পাঠানোর উপায় কি?
জানাবে্ন

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:২৫

আরজু পনি বলেছেন:

এই পোস্টে মন্তব্যে আপনার লেখার লিঙ্ক দিলেই হবে ।

গল্প, কবিতা, প্রবন্ধ , বই আলোচনা ইত্যাদি। এছাড়া আপনার পছন্দের কোন ক্যাটাগরি যুক্ত করতে চাইলে জানাতে পারেন। আমি কথা বলে দেখবো ।

অনেক ধন্যবাদ দেবাশীষ।
শুভকামনা রইল।

৩| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:২৯

অন্ধবিন্দু বলেছেন:

“আমরা আমাদের লেখা দিয়ে প্রমাণ করবো ব্লগার মানেই সাম্প্রদায়িক উস্কানীদাতা নয়, ধর্মবিদ্বেষী বা মৌলবাদী নয়। বরং আমাদের করার মতো অনেক ভালো কাজ আছে।” উদ্যোগটি আশাব্যঞ্জক। সবিনয়ে এর সফলতা কামনা করছি। আপনাকে ধন্যবাদ, আরজুপনি।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:০৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, অন্ধবিন্দু।

আমি নিজেও খুব আশা করছি উদ্যোগটির সফলতার জন্যে ।
অনেক ভালো থাকুন ।

৪| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:২৯

ফয়সল সাইফ বলেছেন: সত্যিই ভাল লাগার মত উদ্যোগ।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:০৭

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, লেখক ব্লগারদের অনুপ্রাণিত করার মতো কাজ হবে আশা করি।

সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ ।
শুভকামনা রইল।

৫| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লাগলো। শুভ কামনা।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮

আরজু পনি বলেছেন:

পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ, প্রিয় ব্লগার।

ভালো থাকুন সবসময়।

৬| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো উদ্যোগ । :)

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, নাজমুল।
আশা করি পাশেই পাবো ।

শুভকামনা নিরন্তর।

৭| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৮

এনামুল রেজা বলেছেন: অনেকের জন্যেই উৎসাহজনক ব্যাপার।
ভাল লাগলো জেনে।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, এনামুল রেজা।

আশাকরি সাথেই পাবো।
শুভকামনা নিরন্তর।

৮| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৫

♥কবি♥ বলেছেন: স্বর্গ দুয়ারের ডাক সামুতে লেখা আমার নিজের খুব প্রিয় একটি কবিতা জায়গা হবে কি?

আপনাদের উদ্যোগের সার্বিক সফলতা কামনা করছি। ধন্যবাদ।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৯

আরজু পনি বলেছেন:

আশা করছি আপনি অনুপ্রাণন ত্রৈমাসিক পত্রিকার জন্যে লেখাটি দিয়েছেন।


অনেক অনেক ধন্যবাদ কবি ।
শুভকামনা নিরন্তর।

৯| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:১০

রিকি বলেছেন: অনেক অনেক অনেক অনেক ভালো উদ্যোগ আপু..... শুভকামনা রইল. ব্লগার শুনলেই মানুষ ভ্রু কুঁচকে উঠে...ব্লগাররা সর্বনাশা type এর কিছু...! এরা ছাইপাশ বকে... :-( আমাদের আশেপাশের অনেক মানুষই হয়ত বা সঠিক ভাবে বলতে পারবে না আসলে ব্লগ কি,ব্লগার কারা এবং কি করে...কিন্তু তারা মতামত দিবে এভাবে "ব্লগাররা অপঘাতে মরে কারণ মনে হয় তারা উল্টাপাল্টা কিছু লিখে যা নিয়ম বহির্ভূত"...কিন্তু খতিয়ে দেখতে গেলে পাবেন আব্বার জন্মে ব্লগ এর Home page ও দেখেনি....অথচ ডায়লগ দিবে ফোবর্স ম্যাগাজিন বা টাইম এর কোন জার্নালিস্টের মত....!! ৩০ বছর আগে যারা নিজেদের মৌলিক চিন্তা চেতনা, ভাবাবেগের লেখ্যরূপ নিয়ে প্রকাশকের দ্বারে দ্বারে ঘুরত শুধু একটা ক্ষুদ্র প্রচেষ্টার অপেক্ষায়...তাদের মধ্যে কেউ সেই প্রচেষ্টায় সফল হত কেউ হারিয়ে যেত...আজকে মানুষের সেরকম মৌলিক চিন্তা চেতনা প্রকাশের এক বিরাট প্লাটফর্ম হয়েছে ব্লগ...সবাই কি রাজনীতি বা সাম্প্রদায়িকতা বা সাহিত্য নিয়ে লেখে?? তা কিন্তু নয়...একেক জন একেক জিনিস বেছে নিয়েছে নিজের মৌলিক চিন্তা উপস্থাপনের অংশ হিসেবে....অথচ সমাজে আমাদের বর্তমান image হাতের পাঁচ আঙ্গুল সমান...আমরা সবাই সর্বনাশা চিন্তার অধিকারী!! আপনি আমি বুঝলেও সমাজের অনেকেই বোঝে না আমরা ব্লগার রা সর্বনাশা কিছু না বরং হাজারো ব্লগারের মাঝেই লুকিয়ে আছে আগামী দিনের নতুন কোন সম্ভাবনা.....আপনাদের এই প্রয়াস ব্লগারদের "ভ্রু কুটি সর্বনাশা" image কিছুটা হলেও কমাতে পারবে বলে আশা রাখি আপু..... :)

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৩

আরজু পনি বলেছেন:

রিকি, খুব দরকারী, সত্যি কিছু কথা আপনি বলেছেন।

আমাদেরকেই এগিয়ে যেতে হবে এই ভ্রুকুটি সর্বনাশা ইমেজ থেকে আমাদেরকে বের করে আনতে।

অনেক শুভকামনা রইল আপনার জন্যে ।

১০| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:১২

মাটিরময়না বলেছেন: অনেক চমৎকার একটা ব্যাপার।

বাহ, খুব সুন্দর একটা সংবাদ দিলেন সবাইকে আপি।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৭

আরজু পনি বলেছেন:

আশা করছি সহব্লগারদের লেখা নিয়মিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকায় প্রকাশ হলে এবং বছর পার করে বইমেলায় নিজেদের লেখার সঙ্কলন পেলে দারুণ হবে ব্যাপারটা।

অনেক শুভকামনা রইল, মাটির ময়না।

১১| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:১৩

জুন বলেছেন: অনেকেতো ব্লগই চিনে না । আমার জানামতে এর মাঝে অনেক শিক্ষিত ব্যাক্তিও আছে । আপনি একটি প্রশংসনীয় পদক্ষেপ নিচ্ছেন পনি । শুভকামনা রইলো আপনার জন্য :)

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

আশা করি আপনারমতো মেধাবী ব্লগারকেও পাশে পাবো।

অনেক শুভকামনা রইল, প্রিয় ব্লগার।

১২| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্যিই উৎসাহিত হবার মতো উদ্যোগ। আমি নিজেও উৎসাহিত হলাম। :)

আমার প্রিয় একটি কবিতা। বিবেচনার জন্য দিলাম।
"বেঁচে থাকা - অহেতুক পরিহাস"

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

আশা করছি আপনি অনুপ্রাণন ত্রৈমাসিক পত্রিকার জন্যে লেখাটি দিয়েছেন।

অনেক অনেক শুভকামনা রইল ।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৯

আবু জাকারিয়া বলেছেন: ভাল একটি উদ্যোগ। আমার একটি লিঙ্ক দিলাম। ছোট গল্প-খেলনা

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:০১

আরজু পনি বলেছেন:

আশা করছি আপনি অনুপ্রাণন ত্রৈমাসিক পত্রিকার জন্যে লেখাটি দিয়েছেন।

অনেক শুভকামনা রইল।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:১৯

এম মিজান রহমান বলেছেন: প্রসংশনীয় উদ্যোগ ।সাধুবাদ আপনাকেও...

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:০৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, মিজান।

আপনাদের জন্যেই এমন উদ্যোগ সফলতার মুখ দেখে।

পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ।

শুভকামনা রইল।

১৫| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৭

মতিউর রহমান মিঠু বলেছেন: দারুন আইডিয়ার জন্য ধন্যবাদ। ২০১৫ বইমেলায় ''বাংলা কবিতা ব্লগ'' শতরুপে ভালোবাসা নামে একটি কবিতার বই প্রকাশ করেছে।

লিংক: http://www.bangla-kobita.com/ashor/

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৭

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, সাইটটি গতরাতেই দেখেছি।
প্রশংসনীয় কাজ।

অনেক শুভকামনা রইল, মতিউর।

১৬| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: মনে আছি আমি একবার জিজ্ঞাসা করেছিলাম অপরাবাস্তব বিষয়ে । সঙ্গে তো অবশ্যই থাকবো আশা করি ।

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৯

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, অপরবাস্তব নিয়ে আমি এখনও আশাবাদী।
হয়তো কখনো প্রকাশ পাবে ...

সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ, সেলিম।

১৭| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:১১

হার্ড নাট বলেছেন: Click This Link

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৬

আরজু পনি বলেছেন:

ছোটগল্প শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ, হার্ডনাট।

প্রিন্টেড ভার্সনে নিজের লেখায় আপনার নাম কী দিবেন জানালে ভালো হতো ।

-------------
জ্বি, দেখে রাখলাম।
জমা দিয়ে দিব শিগগীরই।

অনেক শুভকামনা রইল।

পোস্টের আপডেট দিয়েছি দেখবেন আশা করি।

১৮| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:২৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: Click This Link

২০১৩ এর অপরবাস্তবে প্রকাশিত হবার জন্য এই লেখাটি আপনি সিলেক্ট করেছিলেন। সেই থেকে বোনা শুরু করেছিলাম স্বপ্নের জাল। কতজনকে আগবাড়িয়ে বলেছিলাম, আমার লেখা বের হচ্ছে এবারের বইমেলায় !!
আফসোস !! সেই বই আর বের হোল না।
এই অভিমান থেকেই বইমেলায় আর যাইনি।
যাই হোক, দুরু দুরু পায়ে আগ বাড়িয়ে আবার নিজের লেখার লিঙ্ক দিয়ে গেলাম !!

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:০৮

আরজু পনি বলেছেন:

এই পোস্টটি লেখক নিজে সরিয়ে ফেলেছেন, বিস্তারিত জানতে পোস্টটির লেখকের সাথে যোগাযোগ করুন।

এছাড়া আপনি এই লিংকে ক্লিক করে এই মুহুর্তেই সেই ব্লগে যেতে পারবেন।

অথবা আপনি এখানে ক্লিক করে প্রথম পাতায় যেতে পারবেন।


মোট সময় লেগেছে ০.১১৪০ সেকেন্ড
------------------------------------------
লিঙ্কে ক্লিক করলে এমন আসে :||

১৯| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:২৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: http://www.somewhereinblog.net/blog/kalamanus/29711451

লিঙ্কটা আবার পেস্ট করতে হোল, নিয়ম কানুন ভুলে গিয়েছি সব !!

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:১৬

আরজু পনি বলেছেন:
এই লিঙ্কটাওতো কাজ করছে না :|

আচ্ছা আপনি এই লেখাটা যেহেতু অপরবাস্তবের জন্যে দিয়েছিলেন এবং অপরবাস্তব প্রকাশ না হ্ওয়াতে এখানে দিলেন তার মানে আমি ধরে নিচ্ছি আপনি বইমেলার সঙ্কলন বইয়ের জন্যে লেখাটি দিয়েছেন।

যদিও আমি মূল পোস্টে উল্লেখ করে দিয়েছি যে, বইয়ের জন্যে লেখা চেয়ে শিগগীরই পোস্ট দিব । কেননা এই পোস্টটি দিয়েছি মূলত অনুপ্রাণন ত্রৈমাসিক পত্রিকার জন্যে লেখা চেয়ে এবং ২০১৬ এর বইমেলায় সঙ্কলন বইয়ের জন্যে সহব্লগাররা যেনো লেখা তৈরি করার সময় পায় সেজন্যে মানসিক প্রস্তুতি নিতে।


আপনার মতামত জানতে পারলে নিশ্চিত হতাম।

অনেকদিনপর ব্লগে দেখলাম, আশাকরি নিয়মিত হবেন শিগগীরই।
অনেক শুভকামনা রইল, ধলা।

২০| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

প্রশংসনীয় উদ্যোগ। সফলতা কামনা করছি, আরজুপনি :)

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৭

আরজু পনি বলেছেন:

সবসময় পাশে থাকার জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই।

অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল, প্রিয় মইনুল।

২১| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:১৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চিন্তা করছি আর লেখা লেখি করবোনা। বিশেষ করে ব্লগে। ব্লগার মানে নাস্তিক। যাক তবু একটা কিছু। এখন ব্লগার মানেই লাশ হওয়ার জন্য অপেক্ষা করেন। অপেক্ষা আমার সবচেয়ে বিরক্তকর শব্দ মনে হয়।

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:

সজীব, আমি আশা জাগানিয়া মানুষ ।
তাই যতদিন ব্লগটাকে ছাড়তে পারছিনা ততদিন চেষ্টা করে যাব আশা জাগাতে।

চেষ্টা চলবে "ব্লগার" শব্দটির সম্মানজনক পরিচয় পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখতে।

অনেক শুভকামনা রইল।

২২| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:১৮

আমি কাল্পনিক সজল বলেছেন: বই পরিচিতিঃ মুহাম্মদ জাফর ইকবালের "আমি তপু"

অণু গল্পঃ আপেক্ষিক আক্ষেপ

:)

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:১৬

আরজু পনি বলেছেন:

সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ, সজল।

আপডেট দেয়া হয়েছে, আশা করি দেখেছেন।

শুভকামনা রইল।

২৩| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১:১০

কলমের কালি শেষ বলেছেন: ভাল লেখক কবিদের জন্য বেশ অনুপ্রেরণাদায়ক উদ্যোগ। এইভাবেই এগিয়ে চলুক শক্তিশালী লেখনিগুলো ।

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, সেজন্যে অনুপ্রাণনকে ধন্যবাদ জানাই ।

পাশে থাকার জন্যে আপনাকেও অনেক ধন্যবাদ ।

শুভকামনা রইল।

২৪| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ২:৪১

অপু তানভীর বলেছেন: কালা মনের ধলা মানুষ ভাইকে আমারও দেখে ভাল লাগছে পোস্টে মন্তব্য করতে দেখে ।

ভাল উদ্যোগ । চলুক ! :)

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:২৮

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, ধলাকে দেখে ভালো লাগছে যে সে এখনও ব্লগটাকে একেবারে ভুলে যায়নি।

ধন্যবাদ অপু।
ভালো থাকুন ।

২৫| ০৩ রা এপ্রিল, ২০১৫ ভোর ৪:৩০

আমি সাজিদ বলেছেন: সবার জন্য যখন সুযোগ, তখন আমার চেষ্টা করতে দোষ কি ?
ছোট মানুষ একটু আবদার করেই নাহয় গল্প- হঠাৎ একদিন দিয়েছি, লটারি লাগলে ক্ষতি কি !


ভালো উদ্যোগ অপু ভাইয়াটা।

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগারের জন্যে এই সুযোগ উন্মুক্ত।


অপু তার মন্তব্যে বলেছে... কালা মনের ধলা মানুষ ভাইকে আমারও দেখে ভাল লাগছে পোস্টে মন্তব্য করতে দেখে ।...

এখানে "আমারও" কথাটা কেন বলেছে জানিনা।

আর আপনি শেষে বলেছেন... ভালো উদ্যোগ অপু ভাইয়াটা...

আপনাদের দুজনের মন্তব্য দেখেই মনে হচ্ছে অপু আর কারো কথার সুত্র ধরে মন্তব্য করেছে আর আপনি অপুকে উল্লেখ করে বলেছেন।

যাই হোক শুভকামনা রইল, সাজিদ।

২৬| ০৩ রা এপ্রিল, ২০১৫ ভোর ৬:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: লেখক বলেছেন:

আশা করছি আপনি অনুপ্রাণন ত্রৈমাসিক পত্রিকার জন্যে লেখাটি দিয়েছেন।

না আপু। সে ক্ষেত্রে করনীয় কি?

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:

আমি মূল পোস্টে বলে দিয়েছিলাম যে, বইয়ের জন্যে লেখা চেয়ে পোস্ট দিব শিগগীরই।


যাই হোক, আপনি এবারের আপডেটটা দেখে নিতে পারেন। তাহলে আশা করি সমস্যার সমাধান হবে।

অনেক শুভকামনা রইল, রাজপুত্র।

০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৭

আরজু পনি বলেছেন:
দিশেহারা রাজপুত্র, আপনি চাইলে এপ্রিলের ১৪ তারিখের মধ্যে অনুপ্রাণন ত্রৈমাসিক পত্রিকার জন্যে এক বা একাধিক লেখা জমা দিতে পারেন।

আর পরবর্তীতে বইয়ের জন্যে বিষয় উল্লেখ করে লেখা চেয়ে পোস্ট দেয়া হবে। তখন আপনার পছন্দের লেখা জমা দিতে পারেন।

২৭| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৭:৩৯

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: সময়োপযোগী উদ্যোগ.............অবিশ্বাসের ভীমরতি আমজনতার কাছে উন্মোচন করার দারুন একটি প্রয়াস।বিশেষ করে ব্লগার মানে নাস্তিকতার নাপিত এই বিষয়টা স্পষ্ট করা যাবে................ চাইলে আমিও থাকব এই মহান আন্দোলনে। শুভকামনা।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, আমার বাংলাদেশ স্বাধীন।
শুভকামনা নিরন্তর।

২৮| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫৩

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: ব্লগার মানেই নাস্তিকতার নাপিত না...উপরে ‘না, শব্দটা বাদ পড়েছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:

বুঝেছি।

ধন্যবাদ।

:)

২৯| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৮:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অন্ধবিন্দু বলেছেন:

“আমরা আমাদের লেখা দিয়ে প্রমাণ করবো ব্লগার মানেই সাম্প্রদায়িক উস্কানীদাতা নয়, ধর্মবিদ্বেষী বা মৌলবাদী নয়। বরং আমাদের করার মতো অনেক ভালো কাজ আছে।” উদ্যোগটি আশাব্যঞ্জক। সবিনয়ে এর সফলতা কামনা করছি। আপনাকে ধন্যবাদ, আরজুপনি।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৮

আরজু পনি বলেছেন:

আমি নিজেও উদ্যোগটির সফলতা কামনা করছি।
অনেক অনেক ধন্যবাদ, বঙ্গভূমির রঙ্গমেলায়।

শুভকামনা নিরন্তর।

৩০| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৯

সুফিয়া বলেছেন: খুব ভাল একটা উদ্যোগ। বাংলা ব্লগ নিয়ে ইদানীং যে ধরনের প্রচার-প্রচারণা চলছে তার বিরুদ্ধে একটা যোগ্য জবাব হতে পারে আপনার এই উদ্যোগ। ধন্যবাদ আপনাকে। সব সময় আপনার সাথে আছি। আমার গল্পের একটা লিঙ্ক দিলাম।

http://www.somewhereinblog.net/blog/sufia/30025101

০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫৬

আরজু পনি বলেছেন:

পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ আপনাকে ।

গল্পের লিঙ্ক দেয়ার জন্যেও ধন্যবাদ।

শুভকামনা রইল।

৩১| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:০১

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: Click This Link

০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৮

আরজু পনি বলেছেন:

সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ, জুলিয়ান।

আপনার লেখাটা চার পর্বে আছে।
যেই লিঙ্কটা দিয়েছেন তা শেষ পর্ব।

আমি কীভাবে অনুপ্রাণনে জমা দিব জানালে উপকৃত হতাম।

অর্থাৎ পর্ব আকারে নাকি সবগুলো একসাথে ?

শুভকামনা রইল।

৩২| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৫

আলী আকবার লিটন বলেছেন: এই উদ্যোগটি বর্তমান সকল ব্লগারদের দের জন্য সময়োপযোগী

ধন্যবাদ @আরজুপনি

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৯

আরজু পনি বলেছেন:

পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ, লিটন।
শুভকামনা নিরন্তর।

৩৩| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৪

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: খুবই ভালো উদ্যোগ। Click This Link

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৪

আরজু পনি বলেছেন:

পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ, নাজমুল।
কবিতাটি দেখলাম।
জমা দিয়ে দিব ইনশাহআল্লাহ ।
শুভকামনা নিরন্তর।

৩৪| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৪

এস কাজী বলেছেন: কোন ধরণের লেখা হতে হবে সেরকম কোন নীতিমালা আছে?? যদি থাকে একটু জানালে খুশি হতাম। নিজেকে ব্লগার মনে করি না। তবে হালকা লেখাটেকা আছে সেখান থেকে নাহয় একটা লিঙ্ক দিলাম ;) B-) ;)

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০০

আরজু পনি বলেছেন:

পাশে থাকারজন্যে ধন্যবাদ, কাজী।

আপডেট দিয়েছি ওটা দেখলেই হবে।

অনেক শুভকামনা রইল।

৩৫| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৫

সোহেল মাহমুদ বলেছেন:

প্রশংসনীয় উদ্যোগ। সফলতা কামনা করছি।

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৯

আরজু পনি বলেছেন:

পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ, সোহেল।

শুভকামনা রইল।

৩৬| ০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৯

গচ্ছিত স্বপ্নগুলো বলেছেন: খুব ভাল একটা উদ্যোগ, ব্লগাররা আরও ভাল লেখায় অনুপ্রাণিত হবে। সবায় অনেক ভাল লেখা দিয়ে ব্লগটিকে সমৃদ্ধ করবে। আপনদের প্রয়াসকে খুব কাছ থেকে ধন্যবাদ জানায়।

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৭

আরজু পনি বলেছেন:

ব্লগাররা আরও ভাল লেখায় অনুপ্রাণিত হবে। সবায় অনেক ভাল লেখা দিয়ে ব্লগটিকে সমৃদ্ধ করবে।


খুব অাশা জাগানিয়া কথা বলেছেন।

অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল।

৩৭| ০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫০

আজকের বাকের ভাই বলেছেন: আবারো শুভকামনা রইল।
আশা রাখি একদিন ব্লগার পরিচয়ে স্বাধীনভাবে ঘুরতে পারব।

০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৯

আরজু পনি বলেছেন:

একদিন ব্লগার পরিচয়ে স্বাধীনভাবে ঘুরতে পারবো।...

আমাদের দায়িত্বশীল, অসাম্প্রদায়িক ব্লগিং আমাদেরকে সেই পথেই চালিত করবে আশা করি।
অনেক শুভকামনা রইল।

৩৮| ০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৩

ব্লগার মাসুদ বলেছেন: চমৎকার উদ্যোগ।
শুভকামনা থাকলো ।

০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২০

আরজু পনি বলেছেন:
পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ মাসুদ।
ভালো থাকুন সবসময়।

৩৯| ০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৬

ইখতামিন বলেছেন:
উদ্যোগটির জন্যে অনেক শুভকামনা থাকলো।

০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৩

আরজু পনি বলেছেন:

পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ, ইখতামিন।
আপনার জন্যেও অনেক শুভকামনা রইল।

৪০| ০৩ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ...

আমার একটি ছোট গল্পের লিংক দিলাম...
http://beta.somewhereinblog.net/blog/somamcj/29871834

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৭

আরজু পনি বলেছেন:

গল্পটা দেখলাম।
যথাসময়ে জমা দিয়ে দিব।

পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ, সোমা।
শুভকামনা নিরন্তর।

৪১| ০৩ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০২

নাসিম আহামেদ বিজয় বলেছেন: খুব ভাল উদ্যোগ বলার অপেক্ষা রাখেনা।একটা ছোট গল্পের লিন্ক দিতে ইচ্ছে করছে।http://www.somewhereinblog.net/blog/NasimBijoy/30023124

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১১

আরজু পনি বলেছেন:

পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ, বিজয়।

যথাসময়ে আপনার লেখা জমা দিয়ে দেয়া হবে।

শুভকামনা নিরন্তর।

৪২| ০৩ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

আবদুর রব শরীফ বলেছেন: বিস্তারিত জানার অপেক্ষায় ৷

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:

আপডেটটা দেখুন,আশা করি বিস্তারিত তথ্য পাবেন ।
অনেক ধন্যবাদ ।

৪৩| ০৩ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

এম এম করিম বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ।

আশা করি খুব ভালো কিছু একটা হবে।

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৪

আরজু পনি বলেছেন:

আমিও আশা করছি খুব ভালো কিছু একটা হবে।
ব্লগাররা আরো দায়িত্বশীলতর সাথে লিখতে অনুপ্রেণো পাবে ।
পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ, করিম।

৪৪| ০৩ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

আমি মিন্টু বলেছেন: প্রশংসনীয়
উদ্যোগ +++

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, মিন্টু।

আপনি পুলিশ নাকি ?

শুভকামনা রইল।

৪৫| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:১৭

সকাল আহমেদ বলেছেন: বর্ণমালায় ভালোবাসা

আমার খুব পছন্দের একটি কবিতা। সামুতে নির্বাচিত পাতায় চলে এসেছিল।

আরেকটি প্রিয় কবিতা প্রকৃতি ও চাতক চাতকী

আশা করছি না আমার লেখা চলে আসবে। কারন আমার লেখার থেকেও অনেক ভালো লেখা আছে।

সামুর উদে্যাগকে স্বাগত জানাচ্ছি এবং সফলতা কামনা করছি।

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১২

আরজু পনি বলেছেন:

পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ, সকাল।

আমি যথাসময়ে এগুলো জমা দিয়ে দিব।

শুভকামনা নিরন্তর ।

৪৬| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:২২

সকাল আহমেদ বলেছেন: View this link

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২১

আরজু পনি বলেছেন:

সংগ্রহে রাখলাম।
অনেক ধন্যবাদ, সকাল।

৪৭| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:২৮

সকাল আহমেদ বলেছেন: দুঃখিত। ফ্লাডিং করার জন্য। লিংক কাজ করছিল না বলে।

বর্ণমালায় ভালোবাসা

আমার খুব পছন্দের একটি কবিতা এবং সামুর নির্বাচিত পাতায় চলে এসেছিল।

আরও দুটি কবিতা আছে। শেয়ার দিচ্ছি। আশা করছি না ভালো লেখা হিসেবে চলে আসবে সামনে কারন আমার থেকেও সামুতে অনেক ভালো লেখক এবং লেখা আছে। রঞ্জনা নাকি বেলা বোস : সুপ্ত জীবনের কথা
প্রকৃতি ও চাতক- চাতকী

যাই হোক, সামুর উদ্যোগকে স্বাগত জানাই এবং সফলতা কামনা করি। অনেক ধন্যবাদ।

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৪

আরজু পনি বলেছেন:

হাহা
এটাকে কি ফ্লাডিং বলে ? জানি না।
আপনাদের পাশে থাকতে, অনু্রপ্রেরণা যোগাতেই এই পোস্ট।
কাজেই নিশ্চিন্তে আপনার মতামত এবং পছন্দের পোস্টের লিঙ্ক দিতে পারেন।

অনেক শুভকামনা রইল।

৪৮| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৫

বাংলার ডাকু বলেছেন: খুবই ভাল একটি উদ্দোগ|
যদিও আমি একজন নতুন ব্লগার তবুও লোভ সামলাতে পারলাম না| আমার একটি গল্পের লিংক দিলাম Click This Link

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২০

আরজু পনি বলেছেন:
আপনার কবিতাটা দেখলাম।
জমা দিয়ে দিব যথাসময়েই।

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩২

লেখক বলেছেন:

হাহা
লোভ সামলাতে পারার কিছু নেই।

আপনার সৃজনশীলতার মূল্যায়ন হোক।
অনেক শুভকামনা রইল।

৪৯| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৮

আব্রাহামিট্রি বলেছেন: তিনটি লিখার লিংক দিলামঃ
১। একটি ইয়ের সমাপ্তিঃ " তো আমার মামা "
২. বায়্যিনাহ্ঃ প্রমান (সব ধর্মের মানুষের জন্য)
৩. Universal Series: The Final Chapter

প্রথমটি বাস্তব রম্য ঘটনা অবলম্বনে একজনের নিকট হতে অনুপ্রাণিত হয়ে লিখা।
দ্বীতিয়টি যদিও এক প্রকার ধর্মীয় কিন্তু এটা আমভাবে সকল ধর্মের মানুষের প্রতি সত্য প্রকাশের একটি তথ্য ভিত্তিক রচনা
তৃতীয়টি কল্প-বিজ্ঞানের উপর লিখা।

আশা করি যে কোন একটি পছন্দ হবে।

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৮

আরজু পনি বলেছেন:

আমি সময়মতো জমা দিয়ে দিব।

পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ ।
শুভকামনা নিরন্তর।

৫০| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৫০

আব্রাহামিট্রি বলেছেন: আব্রাহামিট্রি বলেছেন: তিনটি লিখার লিংক দিলামঃ
১। একটি ইয়ের সমাপ্তিঃ " তো আমার মামা "
২. বায়্যিনাহ্ঃ প্রমান (সব ধর্মের মানুষের জন্য)
৩. Universal Series: The Final Chapter

প্রথমটি বাস্তব রম্য ঘটনা অবলম্বনে একজনের নিকট হতে অনুপ্রাণিত হয়ে লিখা।
দ্বীতিয়টি যদিও এক প্রকার ধর্মীয় কিন্তু এটা আমভাবে সকল ধর্মের মানুষের প্রতি সত্য প্রকাশের একটি তথ্য ভিত্তিক রচনা
তৃতীয়টি কল্প-বিজ্ঞানের উপর লিখা।

আশা করি যে কোন একটি পছন্দ হবে।

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১০

আরজু পনি বলেছেন:
:)

৫১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১:৩০

আবদুর রব শরীফ বলেছেন: Click This Link

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৪

আরজু পনি বলেছেন:

কবিতা শেয়ার করার জন্যে
অনেক ধন্যবাদ আবদুর রব শরীফ।
শুভকামনা নিরন্তর ।

৫২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১:৩৩

আবদুর রব শরীফ বলেছেন: কবিতা Click This Link

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২১

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ, রব।

শুভকামনা রইল।

৫৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১:৩৫

আবদুর রব শরীফ বলেছেন: গল্প পর্বঃ এক

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২২

আরজু পনি বলেছেন:

আপনি কি গল্পগুলো পর্ব আকারে দিতে চাচ্ছেন ? নাকি একসংখ্যাতেই সবটা জমা দিতে চাচ্ছেন ?

ধন্যবাদ।

৫৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১:৩৫

আবদুর রব শরীফ বলেছেন: গল্প পর্বঃ এক Click This Link

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৩

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ, রব।
শুভকামনা রইল।

৫৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১:৩৮

আবদুর রব শরীফ বলেছেন: গল্প পর্ব দুই Click This Link

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৩

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ, রব।

শুভকামনা রইল।

৫৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১:৪১

আবদুর রব শরীফ বলেছেন: আর্টিকেল Click This Link

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৭

আরজু পনি বলেছেন:

সম্ভব হলে আর্টিকেলটিতে একটি ছবি যোগ করে দিতে পারেন ।

অনেক শুভকামনা রইল।

৫৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১:৪৪

আবদুর রব শরীফ বলেছেন: জীবন কথা Click This Link

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৯

আরজু পনি বলেছেন:

শিরোনামটা আরেকটু ছোট করা যায় কিনা ভেবে দেখতে পারেন ।

অনেক শুভকামনা রইল।

৫৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১:৪৯

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: খুব ই ভাল উদ্যোগ।

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫১

আরজু পনি বলেছেন:

পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ, ইকবাল।
শুভকামনা রইল।

৫৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১:৪৯

নতুন বলেছেন: এমুন কিছু এখনো লিখিনাই যা বইতে স্হান পাবে :)

চমতকার উদ্দোগ... অনেক ভাল লেখা এক সাথে পাবে সবাই...

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫২

আরজু পনি বলেছেন:

আশা করছি অনেক ভালো লেখা একসাথে পাবো ।

ধন্যবাদ সহ শুভকামনা রইল।

৬০| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১:৫১

হাসান রাব্বি বলেছেন: আমি সম্প্রতি সিরিজ কবিতা লিখছি।সিরিজটির নাম "লাবণ্য"।এটি লাবণ্য সিরিজের ১ম কবিতা Click This Link

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৭

আরজু পনি বলেছেন:


আশা করি সিরিজ চলতে থাকবে ।

পর্বগুলো দেখলাম ।

অনেক শুভকামনা রইল।


৬১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১০:০০

মৃদুল শ্রাবন বলেছেন: তারপরও পথ চলতে হয়।
আমরা আমাদের লেখা দিয়ে প্রমাণ করবো ব্লগার মানেই সাম্প্রদায়িক উস্কানীদাতা নয়, ধর্মবিদ্বেষী বা মৌলবাদী নয়।



পথ চলতে হবে। এভাবে থেমে গেলে চলবে না।

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০০

আরজু পনি বলেছেন:

পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ, মৃদুল।

থামতে চাইনা বলেই এই পথচলা।

শুভকামনা রইল।

৬২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৬

রিয়া খানম বলেছেন: Click This Link

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১০

আরজু পনি বলেছেন:

গল্পটা দেখলাম ।

পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ, রিয়া ।
শুভকামনা রইল।

৬৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৯

অর্বাচীন পথিক বলেছেন: চমৎকার একটা ব্যাপার আপু

খুব সুন্দর একটা সংবাদ দিলেন আমাদের।

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, পথিক।

শুভকামনা রইল।

৬৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৯

নেক্সাস বলেছেন: আমরা আমাদের লেখা দিয়ে প্রমাণ করবো ব্লগার মানেই সাম্প্রদায়িক উস্কানীদাতা নয়, ধর্মবিদ্বেষী বা মৌলবাদী নয়। বরং আমাদের করার মতো অনেক ভালো কাজ আছে। সময়ে ব্লগাররা বিভিন্ন জনহিতকর কাজের মাধ্যমে তা প্রমাণ করেছে এবং আগামীতেও করবে।


দারুন বলেছেন

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১২

আরজু পনি বলেছেন:

পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ, নেক্সাস।

অসির চেয়ে মসি সবসময়ই শক্তিশালী।

শুভকামনা রইল।

৬৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৯

নিয়ামুলবাসার বলেছেন: অনেক ধন্যবাদ এরকম একটি উদ্যোগ গ্রহনের জন্য... আমি আমার লেখা একটি চিত্রনাট্যর লিংক পাঠাচ্ছি... আপনার পছন্দ হলে চিত্রনাট্য বিষয়ক নতুন একটি শাখা যোগ করে ছাপাতে পারেন.... প্রকাশনার জন্য প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনের অধিকার আপনাকে দেওয়া হলো। লেখাটি প্রকাশিত হলে একটি কপি পাঠাতে ভুলবেন না। আপনার প্রচেষ্টার সাফল্য কামনা করছি।

নিয়ামুল বাসার

আমার লেখাটির লিংক দেওয়া হলো....
http://www.somewhereinblog.net/blog/neyamulbasar/30027711

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৫

আরজু পনি বলেছেন:

আমি শুধু লেখা সংগ্রহ করে জমা দিব ।

বাকী কাজ অনুপ্রাণন কমিটির ।

অনেক শুভকামনা রইল ।


আপনি ফেসবুকে অনুপ্রাণনের গ্রুপে যোগাযোগ রাখতে পারেন ।

https://www.facebook.com/AnuprananaTraimasikaSahityaPatrika

৬৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৮

এনামুল রেজা বলেছেন: শুভেচ্ছা আপা।
সাম্প্রতিক বই আলোচনাটা জমা দেওয়া গেল-
যুসেকের মেমেন্টোঃ দ্যা বুক থিফ

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৪

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ রইল লেখা জমা দেওয়ার জন্যে ।
শুভকামনা জানবেন, এনামুল।


৬৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ২:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাল লাগলো জেনে।
খুবই ভাল উদ্যোগ।
অনেকের জন্যেই উৎসাহজনক ব্যাপার।
৭টি বিশেষ দিবসের লিংক দেওয়া হলো বিবেচনার জন্যঃ
১। ২২ মার্চ বিশ্ব পানি দিবসঃ তেল বা গ্যাস নয়, আগামীতে যুদ্ধ হবে পানি নিয়ে
২। ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবসঃ “স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার”
৩। ১২ মার্চ বিশ্ব কিডনি দিবসঃ `সবার জন্য সুস্থ কিডনি`
৪। আর্ন্তজাতিক নারী দিবসে বাংলাদেশসহ পৃথিবীর সকল নারীদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা
৫। ৫২' এর ভাষা আন্দোলনের চেতনা ও আমাদের প্রাপ্তি
৬। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বা Valentine Day ভালোবাসার জয়গানে মুখরিত হোক আমাদের চারিদিক
৭। ১২ রবিউল আউয়ালঃ নবীকুলের শিরোমণি, বিশ্বমানবতার আশীর্বাদ হজরত মুহাম্মদ (সাঃ) এর জন্মও মৃত্যু দিবস

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে নুর মোহাম্মদ।

আপনার পরিশ্রমী লেখার জন্যে সাধুবাদ জানাই।

আমি যথাসময়ে জমা দিয়ে দিব।

শুভকামনা রইল।

৬৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫১

কাজী রায়হান বলেছেন: আনিসের সংসার :) আমিও একটা ছোট গল্প দিলাম । যদি জায়গা পায় । :) আপনার চমৎকার উদ্যোগ সফল হোক । এই অনুপ্রেরনায় অারো নতুন লেখক সৃস্টি হোক ।

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৬

আরজু পনি বলেছেন:

ব্লগারদের ভালো লেখা মূল্যায়ন পাক এই কামনা করি।

অনেক শুভকামনা রইল, রায়হান।



৬৯| ০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপু, ব্লগে ফেরার ইচ্ছা প্রবল, এমনকি আমার বউ ও খুব ইন্সপায়ার করে আবার লেখালেখি শুরু করার জন্য।

আপনাদের মত কিছু প্রিয় মানুষ - অপু তানভীর, রাজন আল মাসুদ, অপূর্ণ আরো কত জনের যে টান, তাতেই হয়তো ফিরবো আবার।

কিন্তু ভয় লাগে, মনে হয় যত টুকুই লেখার ক্ষমতা ছিল, বোধহোয় তা হারিয়ে ফেলেছি। আর হচ্ছে ব্যাস্ততা। সময় কিভাবে চলে যায় টেরই পাইনা।

যাইহোক, অনেক ভাল থাকুন।

আমি কিছুতেই লিঙ্ক পেস্ট করতে পারছিনা। আপনার ফেবু আইডিতে দিলে রাগ করবেন নাতো?

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৩

আরজু পনি বলেছেন:

আবার শুরু করুন নিয়মিত লেখালেখি।

অসুবিধা নেই ।
দিতে পারেন ।

অনেক শুভকামনা রইল।

৭০| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: বৃষ্টি ভালবাসি আর

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, সেলিম।
শুভকামনা রইল।

৭১| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৭

অপি আক্তার বলেছেন: ভাল লাগলো :)

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৪

আরজু পনি বলেছেন:
আপনি অনেকদিন পর এলেন।
ভালো লাগছে আপনাকে দেখে।

ধন্যবাদ।

ভালো থাকবেন ।

৭২| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৫

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: একসাথে দিলেই ভাল।

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৫

আরজু পনি বলেছেন:

আচ্ছা।
ধন্যবাদ।

ভালো থাকবেন ।

৭৩| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৮

আমি তুমি আমরা বলেছেন: আমার কাছে বিষয়টা ঠিক পরিস্কার হল না। লেখা কিসের জন্য চাইছেন? অনুপ্রান ত্রৈমাসিক পত্রিকার জন্য? নাকি আগামীবছর প্রকাশিতব্য বইয়ের জন্য?

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৭

আরজু পনি বলেছেন:

৭৭. ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৩

আরজুপনি বলেছেন:

@৭৪. ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৮
আমি তুমি আমরা বলেছেন: আমার কাছে বিষয়টা ঠিক পরিস্কার হল না। লেখা কিসের জন্য চাইছেন? অনুপ্রান ত্রৈমাসিক পত্রিকার জন্য? নাকি আগামীবছর প্রকাশিতব্য বইয়ের জন্য?
......

মূল পোস্টে সেই সঙ্কলন বইয়ের লেখা চেয়ে পোস্ট দেবার আশা রাখি শিগগীরই।

এবং আপডেটে বিষয় নির্বাচন করে ও সম্পাদক মণ্ডলীর সাথে অন্যান্য প্রয়োজনীয় কথাবার্তার পর খুব শিগগীরই বইয়ের জন্যে লেখা চেয়ে পোস্ট দেয়া হবে
বলা আছে। সেই অনুযায়ী সঙ্কলন বইয়ের নাম, বিষয় এগুলো চূড়ান্ত করে লেখা চেয়ে পোস্ট দেয়া হবে শিগগীরই ইনশাহআল্লাহ ।
এবং বর্তমানে অনুপ্রাণন ত্রৈমাসিক পত্রিকার জন্যে লেখা জমা দেয়া এবং জমা দেয়ার শেষ তারিখ জানানো হয়েছে।

আশা করি বোঝাতে পেরেছি।
অনেক ধন্যবাদ আপনাকে ।

৭৪| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: শুভ কামনা রইল... :)

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, জহির।

ভালো থাকুন নিরন্তর।

৭৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৩

শামছুল ইসলাম বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ। ছাপার কালো কালো অক্ষর গুলো লেখকের মনে কেমন অনুভূতির সৃষ্টি করে, জানা নেই। জানা কি হবে কোন দিন?

কবিতা

১। কেউ আসে না
http://www.somewhereinblog.net/blog/ShamsulIslam2202/30022637

২। মধ্যাহ্ন বেলায়
http://www.somewhereinblog.net/blog/ShamsulIslam2202/30021240

গল্প

১। অলস দুপুরে
http://www.somewhereinblog.net/blog/ShamsulIslam2202/30021229

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ শামছুল।
ব্লগারদের ভালো লেখা মূল্যায়ন পাক এই কামনা করি।
শুভকামনা নিরন্তর।

৭৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৩

আরজু পনি বলেছেন:

@৭৪. ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৮
আমি তুমি আমরা বলেছেন: আমার কাছে বিষয়টা ঠিক পরিস্কার হল না। লেখা কিসের জন্য চাইছেন? অনুপ্রান ত্রৈমাসিক পত্রিকার জন্য? নাকি আগামীবছর প্রকাশিতব্য বইয়ের জন্য?
......

মূল পোস্টে সেই সঙ্কলন বইয়ের লেখা চেয়ে পোস্ট দেবার আশা রাখি শিগগীরই।

এবং আপডেটে বিষয় নির্বাচন করে ও সম্পাদক মণ্ডলীর সাথে অন্যান্য প্রয়োজনীয় কথাবার্তার পর খুব শিগগীরই বইয়ের জন্যে লেখা চেয়ে পোস্ট দেয়া হবে ।
বলা আছে। সেই অনুযায়ী সঙ্কলন বইয়ের নাম, বিষয় এগুলো চূড়ান্ত করে লেখা চেয়ে পোস্ট দেয়া হবে শিগগীরই ইনশাহআল্লাহ ।
এবং বর্তমানে অনুপ্রাণন ত্রৈমাসিক পত্রিকার জন্যে লেখা জমা দেয়া এবং জমা দেয়ার শেষ তারিখ জানানো হয়েছে।

আশা করি বোঝাতে পেরেছি।
অনেক ধন্যবাদ আপনাকে ।

৭৭| ০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছাপার অক্ষরে নিজের লেখা শব্দ দেখার ইচ্ছে মনে হয় সবার মাঝেই আছে। আমিও ব্যতিক্রম নই।
অনুপ্রাণন ত্রৈমাসিক পত্রিকায় প্রকাশে, বিবেচনার জন্য আমার কিছু লেখার লিংক।

কবিতা
১। "বেঁচে থাকা - অহেতুক পরিহাস"

২। "না হয় নাম হোক হৃদয় ঈশ্বরী"

মুক্তগদ্য
১। "সেদিন আমি বরণ করেছিলাম কবিতাকে"

২। "স্মৃতির ডিঙি নৌকায় আমার বৃষ্টিবিলাস"

আবারো ধন্যবাদ আপু এই অসাধারণ উদ্যোগের জন্য।

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, দিশেহারা।

ব্লগারদের ভালো লেখার মূল্যায়ন হোক এই কামনা করি।

অনেক শুভকামনা রইল।

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫০

আরজু পনি বলেছেন:

দিশেহারা রাজপুত্র, অনুপ্রাণন থেকে আপনার আসল নাম, ঠিকানা আর মোবাইল নম্বর দিতে বলেছে লেখার জন্যে ।

আপনার যদি আপত্তি না থাকে তবে [email protected] এই ঠিকানায় অথবা https://www.facebook.com/ArjuNasrinPony এই ঠিকানায় দিয়ে দিবেন ।

আর অনুপ্রাণনের ফেসবুক গ্রুপ পোস্টের আপডেটে দেয়া আছে ওখানে সম্ভব হলে এ্যাড হয়ে নিবেন ।

শুভেচ্ছা রইল ।

৭৮| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০১

নীলসাধু বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ। ভালো লাগা রইল।

অনুপ্রাণন প্রকাশন এবনফ সুপ্রিয় আরজুপনির প্রতি এক রাশা শুচকামনা।

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৬

আরজু পনি বলেছেন:

পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ, প্রিয় নীলসাধু।

শুভকামনা রইল।

৭৯| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৮

কালীদাস বলেছেন: কিতাব মুদ্রণ....মারহাবা, মারহাবা :-B
অনেক বিখ্যাত লোকজনের কমেন্ট দেখতাছি পোস্টে....

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৪

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর আপনাকে...


ভালো থাকবেন, স্যার ।

৮০| ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

মাসূদ রানা বলেছেন: চমৎকার উদ্যোগ আরজুপনি, শুভকামনা রইল :)

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৭

আরজু পনি বলেছেন:

ব্লগারদের ভালো লেখা মূল্যায়ন পাক এই চাওয়া থেকেই মূলত এই পোস্ট।

অনেক ধন্যবাদ, মাসূদ রানা।
আপনার জন্যেও শুভকামনা ।

৮১| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:২৪

এহসান সাবির বলেছেন: শুভ নববর্ষ আপু!!

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৭

আরজু পনি বলেছেন:

শুভ নববর্ষ, সাবির ।
অনেক ধন্যবাদ ।

খুব ভালো সময় কাটুক ।

৮২| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপু মেইল চেক করবেন প্লিজ।

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, রাজপুত্র ।
ভালো থাকুন নিরন্তর ।

৮৩| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আরজুপনি দাদা
আমিতো শুধুমাত্র গুণীজনদের নিয়ে
থাকি। গুণীজনদের কি স্থান হবে
আগামী ২০১৬ এর জাতীয় গ্রন্থমেলায়
সামহোয়্যারইন-এর ব্লগারদের লেখা নিয়ে প্রকাশিত
বই'এ? কনফার্ম হলে অবশ্যই সাথে থাকবার ইচ্ছে রইলো।

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৬

আরজু পনি বলেছেন:

অনুপ্রাণনের সাথে কথা চূড়ান্ত হলে ব্লগারদের লেখা নিয়ে আগামী ফেব্রুয়ারির বইমেলায় সঙ্কলন বই প্রকাশ হবে ।
সেখানে আশাকরি ক্যাটাগরি থাকবে অনেকের লেখাই থাকবে ।

শুভকামনা রইল ।

৮৪| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫০

চাঁদগাজী বলেছেন:


ভালো সুযোগ ছিল; আগামীতে চেস্টা করবো।

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৭

আরজু পনি বলেছেন:

আচ্ছা।
শুভকামনা রইল।

৮৫| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২২

টুম্পা মনি বলেছেন: ইসসস!!!!!!!! সুযোগটা মিস করে ফেললাম। তবুও অনেক অনেক শুভকামনা থাকলো।

অফটপিকঃ পুনিপু কেমন আছেন?

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৯

আরজু পনি বলেছেন:

মিস করার কিছু নেই।

আপনি ইচ্ছে করলে আপনার কোন রেখার লিঙ্ক জমা দিতে পারেন ।

আমি পরের সঙ্খ্যা গুলোর জন্যে জমা দিতে পারি ।

আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ।
আশা করি আপনিও ভালো আছেন ।

৮৬| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৮

আমিনুর রহমান বলেছেন:




ইশ ! সময় শেষ হয়ে গেলো !! আমি ভেবেছিলাম একখানা লিখা দিবো :P

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৬

আরজু পনি বলেছেন:

হাহা অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকাতো একটি চলমান প্রক্রিয়া।

সময় শেষ হ্ওয়ার কিছু নেই ।

চাইলে পরের সংখ্যাগুলোর জন্যে লেখা জমা দেয়া যেতে পারে :D

অনেক অনেকদিন আমার ব্লগে...দেখে ভালো লাগলো আমিনুর ।

শুভকামনা জানাই ।

৮৭| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৩

আমিনুর রহমান বলেছেন:




এই সংখ্যাই ছাপা হলে ভালো হতো না :P
আমি কাছের ব্লগারদের ব্লগে কমেন্ট খুবই করেছি সবসময়। আমার মনে হয়েছে সিনিয়ন আর নিয়মিত ব্লগারদের থেকে নতুন আর অনিয়মিত ব্লগারদের কমেন্ট দিলে তারা উৎসাহ পাবেন।

২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩১

আরজু পনি বলেছেন:

আর পুরোনোরা অনেকেই কমেন্ট খড়ায় ব্লগ ছেড়ে গেছে।

আমিই কেবল খড়ার চিন্তা না করে কচ্ছপের মতো কামড়ে আছি ।

:)

৮৮| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: লেখাটা অনেক আগেই দেখেছিলাম!! ব্যস্ততায় নিজের লেখার লিঙ্ক দিতে ভুলে গিয়েছিলাম আপু! তবে এটা বেশ ভাল উদ্যোগ!!! শুভ কামনা থাকল !

২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩২

আরজু পনি বলেছেন:

সাহিত্য পত্রিকা একটি চলমান প্রক্রিয়া।

কাজেই আপনি পত্রিকার জন্যে যে কোন সময় লেখা দিতে পারেন ।

আপনার জন্যেও শুভকামনা রইল।

৮৯| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১২

লেখোয়াড়. বলেছেন:
আপনাকেই দিয়ে শুরু করলাম।

এখন, আজ থেকে আমি মন্তব্য করতে পারি!
হ্যাঁ, এটাই প্রথম।

আজকে মনে হয় আপনার নতুন লেখা পোস্ট হবে।
শুভসকাল।

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫১

আরজু পনি বলেছেন:

দেখে খুব ভালো লাগলো যে, আপনি মুক্ত হয়েছেন।

না, আজকে নতুন লেখা পোস্ট করার কোন ইচ্ছে ছিল না। এমনকি ব্লগে কখন লগইন হবো তারও ঠিক ছিল না।

শুধু আপনার মুক্ত হওয়ার খবরটা অফলাইনে দেখে মনে হলো লগইন হই ।

শুভসকাল।

৯০| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩২

লেখোয়াড়. বলেছেন:
মাসের শেষের দিকে আপনার পোস্ট এসে থাকে, এই জন্য বলেছিলাম।
তো আগামী মাসের প্রথম দিকে তাহলে নতুন পোস্ট আসুক।

০৫ ই মে, ২০১৫ সকাল ৮:১৬

আরজু পনি বলেছেন:
পোস্ট কেন দিতে পারছি না নিজেই বুঝতে পারছি না।
ভালো থাকুন সারাক্ষণ।
শুভসকাল।

৯১| ০৯ ই মে, ২০১৫ সকাল ৯:১১

লেখোয়াড়. বলেছেন:
কি খবর আপনার আরজুপনি?

হাওয়া!!

নতুন লেখা কই??

০৯ ই মে, ২০১৫ রাত ৯:১৭

আরজু পনি বলেছেন:

আমি নতুন লেখা দিতে পারছিনা...
কেন পারছিনা জানিনা...

৯২| ১০ ই মে, ২০১৫ দুপুর ২:১২

লেখোয়াড়. বলেছেন: .................
"আমি নতুন লেখা দিতে পারছিনা...
কেন পারছিনা জানিনা.."


............. হুম.............. এই জন্য আপনি আরজুপনি!!

১১ ই মে, ২০১৫ সকাল ৯:০৫

আরজু পনি বলেছেন:
বিষয়টা অস্বস্তিকর ।

এই পোস্টটা প্রকাশ করার আগেই সেই পোস্ট দেবার কথা ছিল। হয়েই উঠছে না।

৯৩| ১০ ই মে, ২০১৫ বিকাল ৩:২৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: লেখখ নয় পাঠক হিসেবে কি একটি করে কপি নিয়মিত পেতে পারি নির্ধারিত নিয়ম মেনে ??

১১ ই মে, ২০১৫ সকাল ৯:১৩

আরজু পনি বলেছেন:
আপনি ফেসবুকে অনুপ্রাণনের গ্রুপে যুক্ত হয়ে নিলে সবধরনের তথ্য পাবেন আশা করি ।

https://www.facebook.com/groups/anuprananprokashon/

৯৪| ১১ ই মে, ২০১৫ সকাল ১০:০০

এন জে শাওন বলেছেন: আমিও দিলাম আমার লেখা যদিও নতুন ব্লগার তবুও ক্ষীন আশা রাখি।
http://somewhereinblog.net/blog/njshawon/30036868

১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:০৯

আরজু পনি বলেছেন:
নতুন, পুরোনো কোন সমস্যা না। অনুপ্রাণন কমিটির যদি আপনার লেখা পছন্দ হয় তবে তো নির্বাচিত হবেই।

শুভকামনা রইল।

৯৫| ১১ ই মে, ২০১৫ সকাল ১০:১৩

এন জে শাওন বলেছেন: আমার লেখার লিংক

১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:১১

আরজু পনি বলেছেন:
আপনি অনুপ্রাণনের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নিতে পারেন ।
তাতে সবসময়ই তাদের সাথে আপনার যোগাযোগ হবে ।

আমি লেখা জমা দিয়ে দিব ।
তৈমাসিক পত্রিকা একটি চলমান প্রক্রিয়া.।কাজেই সবসময়ই লেকা জমা দিতে পারবেন ।

৯৬| ১৩ ই মে, ২০১৫ রাত ১১:৩৬

কালের সময় বলেছেন: আপু সময় থাকলে আমার এ লেখাটি জমা দিয়েন ।

তোমার হাতে বাঁচন মরণ তুমিই সব এখন ।

১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:১২

আরজু পনি বলেছেন:
অনুপ্রাণন ত্রৈমাসিক পত্রিকা একটি চলমান প্রক্রিয়া.।কাজেই আপনি সবসময়ই লেখা জমা দিতে পারবেন ।
সম্ভব হলে ফেসবুকের অনুপ্রাণন গ্রুপে যুক্ত হয়ে নিতে পারেন ।

আমি লেখা জমা দিয়ে দিব ।
অনেক শুভকামনা রইল।

৯৭| ১৮ ই মে, ২০১৫ রাত ৯:৪২

আব্রাহামিট্রি বলেছেন: নতুন আরো একটি লিখা দিলামঃ

view this link


১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:০২

আরজু পনি বলেছেন:
আপনার লেখা পৌঁছে যাবে যথাস্থানে ।
শুভকামনা রইল।

৯৮| ২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৪

রোদেলা বলেছেন: অনুপ্রাননে প্রায়ই লিখছি,সংকলন হলেতো খুবি ভালো হয়।চমতকার উদ্যোগ।আমি লেখা দেব।

৯৯| ২৫ শে মে, ২০১৫ সকাল ৯:০৮

আরজু পনি বলেছেন:
রোদেলা, মন্তব্যগুলি লোড হচ্ছেনা । অফলাইনে গতকাল দেখেছিলাম ।
শুভেচ্ছা রইল, আপনার জন্যে ।

১০০| ২৬ শে জুন, ২০১৫ রাত ৯:১৫

শাশ্বত স্বপন বলেছেন: উপন্যাস কিভাবে দিব, অনেক বড় তো

৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৪

আরজু পনি বলেছেন:
অনেক দুঃখিত স্বপন, জবাব দিতে বেশিই দেরী হয়ে গেল ।

আমি এই মন্তব্যটার নোটিফিকেশন মিস করেছিলাম।

পোস্টে লিঙ্ক দেয়া আছে, আপনি অনুপ্রাননের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নিতে পারেন ।
আর উপন্যাসের সাইজ কোন ব্যাপার না। অনুপ্রানন কমিটির পছন্দ হলে তারা সাইজ নিয়ে ভাববেনা বলেই জানি ।
এব্যাপারে যেকোন প্রয়োজনে ব্লগে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন আমাকে ।
আর ফেসবুক গ্রুপেতো ওরাতো রয়েছে ।
অনেক শুভকামনা রইল ।

১০১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১

গেম চেঞ্জার বলেছেন: আপু!
২১'শের বইমেলায় লেখা জমা দেয়ার শেষ তারিখ কি?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:

সাহস দিলে কাজ শুরু করতে পারি ।
কুহক ভাইয়ের সাথে শেষ যে বার কথা হলো তার পরই সামুতে ইবুক এর নোটিশ এলো...তাই লেখার শেষ তারিখ জানিয়ে পোস্ট দেইনি ।

এখন ফেসবুক বন্ধ...কী যে বিপদে আছি :(
দেখি কাল-পরশুর মধ্যে কুহক ভাইয়ের সাথে কথা বলে নিশ্চিত করবো ।

১০২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০

গেম চেঞ্জার বলেছেন: ঠিক আছে। নো প্রবলেম। প্রাচীন গ্রিস নিয়ে একটি গল্প লেখার প্লান আছে। ঐটা দিয়ে দিতে পারি। :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

আরজু পনি বলেছেন:
অনুপ্রাণনের প্রচারের বড় একটা অংশ ফেসবুক থেকে হয়ে থাকে...এখন তো ফেসবুকই শশ্মান...দেখা যাক কী হয় ...
শুভকামনা রইল, লিখতে থাকুন ।

১০৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩

তুষার আহাসান বলেছেন: অবশ্যই দেব লেখা।পোস্ট প্রিয়তে।

১০৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮

তুষার আহাসান বলেছেন:
কাঁচেরঘর,চড়ুইপাখি এবং একটুকরো কাঁচ

১০৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

রাবেয়া রব্বানি বলেছেন: Click This Link

১০৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

রাবেয়া রব্বানি বলেছেন: গল্প সবুজ মন লিংকটি দেয়া হলো : Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.