নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

বই লিখে রয়্যালটি পেলাম!:#P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২


চুক্তিনামা গ্রহণ করছি সময় প্রকাশনের সত্ত্বাধিকারী জনাব ফরিদ আহমেদ এর কাছ থেকে।


অবদমিত অভিমান গল্প সংকলন-এর বই পাওয়া যাচ্ছে সময় প্রকাশন এর প্যাভিলিয়ন নম্বর ২০ এ।

কিছু আনন্দ মানুষকে নির্বাক করে দেয়! আমি খুব সাধারণ মানুষ। কাজেই বইয়ের রয়্যালিটি পাওয়া আমার কাছে খুব বড় কিছু অবশ্যই। আমার প্রথম গল্পের বই অবদমিত অভিমান এর রয়্যালিটি এবং চুক্তিনামা আমাকে বুঝিয়ে দেয়া হলো। সাথে বাংলাবাজারের বিখ্যাত দিল্লিকা লাড্ডু দিয়ে আপ্যায়ন । দেখে এলাম পুলিশ প্রহরায় থাকা ফরিদ আহমেদ এবং তার শখ, নেশায়, পেশায় আবর্তিত 'সময় প্রকাশন ' ৩৮ বাংলা বাজারের বইয়ের রাজ্য । মেধাবী তরুণ সাহিত্যিকরা আশাকরি ফরিদ আহমেদ এর মতো আলোকিত প্রকাশকদের আলোয় বাংলা সাহিত্যকে আরো সমৃদ্ধ করতে ব্রতি হবেন।
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল জনাব ফরিদ আহমেদ এবং সময় প্রকাশন এর জন্য ।

বি.দ্র. ১: আমার লেখালেখির অনুপ্রেরণাদায়ী সবাই এই রয়্যালিটির অংশীদার ।

বি.দ্র. ২: পোস্ট দিলেও যদি ব্লগে নিয়মিত হই সেই আশায় এই পোস্ট। আরো আগেই দেয়া উচিত ছিল। ডেস্কটপ কম্পিউটার ছাড়া ব্লগিং করতে পারি না। চেষ্টা করেও পারছি না!

বি.দ্র. ৩: ব্লগে আমি সত্যিই মনে প্রাণে নিয়মিত হতে চাই। কিন্তু ব্যস্ততা আমাকে দেয় না অবসর...

মন্তব্য ১১৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০০

চাঁদগাজী বলেছেন:


শুনে খুবই খুশী হলাম, অভিনন্দন রলো।

আপনার কম্প্যুটার কি নষ্ট হয়ে গেছে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, গাজী সাহেব।
কম্পিউটারে বসে ব্লগিং করার মতো যথেষ্ট সময় ইদানিং আর পাই না :((
কিন্তু মন পরে থাকে ব্লগে।
এখনও একগাদা পরীক্ষার খাতা পাশে রেখে ব্লগে এসেছি :(

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০১

সোহানী বলেছেন: ওয়াও......... শুভ কামনা আপু............।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৯

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় সোহানী।
আপনার ব্লগিং পুরনোদের সাহস যোগায়।
আপনার জন্যেও অনেক শুভকামনা রইলো।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: গ্রেট।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, রাজীব নুর।

দৈনিক শিক্ষার খবরে দেখলাম আপনার একটা পুরস্কার প্রাপ্তির খবর।
ব্লগে আমরা যে যাই করি, ব্লগের বাইরে সহব্লগারদের ভালো খবরে খুব গর্ববোধ করি।
অনেক অভিনন্দন রইলো।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬

সৈয়দ ইসলাম বলেছেন:


ব্যস্ততার মধ্যে সামুককে নিয়ে নিলে শেষের লাইন আর লেখতে হবে না :)

অভিনন্দন নিরন্তর
ভালবাসা চিরন্তন

একজন সামু ব্লগারের আনন্দ মানে সকল ব্লগারের আনন্দ।
বই চেখে দেখার ইচ্ছে প্রকাশ করে গেলাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ রইলো, সৈয়দ ইসলাম।
শেষের লাইন যে কোন দুঃখে লিখেছি ...!
চেষ্টা করেও সময় বের করতে পারি না...কাজে আটকে গেছি।
আটকে গেছি সংসার, পেশার ব্যস্ততায়।
:((

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ খবর।

দারুণ আনন্দ।

অভিনন্দন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮

আরজু পনি বলেছেন:
সত্যিই দারুণ!
অনেক ধন্যবাদ, মাইদুল।
ভালো থাকুন সবসময়।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: অভিনন্দন আপু। :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, রাজপুত্র।

খুব ভালো থাকুন, সবসময়।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩

মোস্তফা সোহেল বলেছেন: আরজু পনি আপু,অভিনন্দন ও অনেক শুভকামনা রইল আপনার জন্য।
সামুতে নিয়মিত হবেন এটাই আশা করছি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, মোস্তফা সোহেল।
আমিও আশাকরি নিয়মিত হ্ওয়ার।
শুভকামনা রইলো।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭

শামছুল ইসলাম বলেছেন: অভিনন্দন ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, জনাব।
শুভকামনা সবসময়ের জন্যে।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার লেখা খুব একটা পড়া হয়ে ওঠেনি। তবুও ব্লগের একজন পুরনো লেখিকা ও সবার প্রিয় আপু জেনে অধমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন! হাজারও ঝামেলার মধ্যে গল্পের বই লিখে প্রকাশ করেছেন জেনে খুবই ভাল লাগল। আশা করি ব্লগে আবার নিয়মিত হবেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৮

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, সম্রাট।
আপনার শুভকামনা আমার লেখার অনুপ্রেরণা।
আমিও আশা করছি।
ইনশাহআল্লাহ।
ভালো থাকুন সর্বক্ষণ।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬

স্বার্থহীন বলেছেন: খুশি হলাম আপু আপনার এই কৃতিত্ব অর্জন করার জন্য।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, স্বার্থহীন।
নিকটা সুন্দর।
শুভকামনা রইলো।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১০

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপু ডিএইচএলে মিস্টি পাঠান। সোহানী আপুরটাও আমার ঠিকানায় পাঠালেই হবে। আমি মিস্টি খাইয়া সোহানী আপুকে প্যাকেট দিয়া আসুমনে =p~

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

আরজু পনি বলেছেন: অবশ্যই...
এখনই ব্যবস্থা করছি...


B-)
অনেক ধন্যবাদ, পলাশ।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অভিনন্দন। চলতে থাক আপনার লেখা নিরন্তর................।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৭

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, দেশ প্রেমিক...
শুভকামনা নিরন্তর।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৮

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, শোভন।
আপনাকে দেখে খুব ভালো লাগলো।
ভালো থাকুন সবসময়।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১

বারিধারা ২ বলেছেন: মিষ্টির প্যাকেট মেইলে এ্যাটাচ করে দেন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৯

আরজু পনি বলেছেন: অবশ্যই।
তবে মেইল এড্রেস তো দেননি!!
আমি নিজেই আপনার নামে একটা মেইল একাউন্ট খুলে পাঠিয়ে দেব ভাবছি B-)

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

সামিয়া বলেছেন: অভিনন্দন আপু
অনেক অনেক শুভকামনা।।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, সামিয়া।
আপনার জন্যেও অনেক শুভকামনা রইলো।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনাকে অভিনন্দন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৬

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় ব্লগার।
ভালো থাকুন অনেক অনেক।

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার এই আনন্দ সংবাদে আমি অনেক খুশি হলাম আপুনি। ব্লগে আপনার মতো বেশ কয়েকজন অনুসরণীয় তাদের পথ দেখে ব্লগে এক পা দুই পা করে হাটা। আপনার সাফল্য আমাদের সমৃদ্ধি করে। ব্লগে আসবেন সময় করে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২

আরজু পনি বলেছেন: আপনার আন্তরিকতায় মুগ্ধ হলাম।
অনেক কৃতজ্ঞতা জানবেন, সুজন।
শুভকামনা রইলো।

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৪

বিলিয়ার রহমান বলেছেন: কনগ্রাস!!

শুভকামনা!

ব্যস্ততার মাঝেও আশা রাখছি নিয়মিত হবেন!! :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, বিলিয়ার।
চেষ্টার অন্ত থাকবে না।
দেখা যাক কী হয়...
ভালো থাকবেন সবসময়।

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২২

রাতু০১ বলেছেন: অভিনন্দন , শুভকামনা ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, রাতু...
আপনার জন্যেও অনেক শুভকামনা রইলো।

২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯

আরাফআহনাফ বলেছেন: আপনাকে অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন।
মিস্টি পাওনা রইলো।

আরো আরো লিখুন - শুভ কামনা সবসময়ের।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, আহনাফ।
জি, অবশ্যই মিষ্টি খাওয়াবো।
মধুতে দাওয়াত রইলো।

২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

নাইট রাইটার বলেছেন: অভিনন্দন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, নাইট রাইটার।
শুভকামনা রইলো।

২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫

কাছের-মানুষ বলেছেন: আপনি এগিয়ে চলুন সামনে। অভিনন্দন রইল অনেক।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩

আরজু পনি বলেছেন: আপনাদের অনুপ্রেরণাই আমার সামনে এগিয়ে চলার সাহস।
অনেক ধন্যবাদ, কাছের-মানুষ।
শুভকামনা জানবেন।

২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

দারুন সুখবর :) অভিনন্দন :)

++++++++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, বিদ্রোহী ভুগু।
ভালো থাকুন, সর্বক্ষণ।

২৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

করুণাধারা বলেছেন: অভিনন্দন, আর শুভেচ্ছা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন: আপনার করুণাধারা বর্ষিত হওয়ায় সুবাতাস বইছে।
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর।

২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,




অভিমান পুষে রাখবেন না । ব্লগে নিয়মিত হোন ।
সেটাই ব্লগবাসীর পক্ষ থেকে আপনার সারা জীবনের রয়্যালিটি নিশ্চিত করবে ।

আপনার এই মিষ্টি হাসিটুকু কবেকার তা জানা নেই তবে ২০১৭ এর বইমেলা থেকে "অবদমিত অভিমান " আগেই কেনা হয়ে গেছে ।

অভিনন্দন রইলো সবটুকুর জন্যে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯

আরজু পনি বলেছেন: অভিমান যে অবদমিত!!!
হাসিটা ২০১৭ এর অক্টোবরের। হাহা।
বই সংগ্রহ করেছেন বলেই রয়্যালিটি পেলাম।
নইলে সত্যিই পেতাম না।
কৃতজ্ঞতা অশেষ।

২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪০

শাহিন-৯৯ বলেছেন: শুভ কামনা রহিল। আগামীর পথ চলা হোক আরও সুখময় এই প্রার্থনা রহিল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, শাহিন।
আশাকরি এই পথচলায় পাশে পাবো।
শুভকামনা জানবেন।

২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

অপ্রকাশিত ভদ্র পোলা বলেছেন: শুনে অনেক খুশি লাগছে আপু, আমি ব্লগে নতুন, দোয়া করবেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৩

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, ভদ্রপোলা।
নিয়মিত লিখুন।
লেখাকে ভালোবেসে লিখুন।
অবশ্যই সফল হবেন।
আর দোয়া সবসময়ের জন্যে।
ফিআমানিল্লাহ।

২৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অভিনন্দন সাথে শুভ কামনা সামনে এগিয়ে যাবার। আপনার এ অর্জন ব্যস্ততার কষ্টকে মুছে দিবে আশা করি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, মঈনুদ্দিন।
আপনাদের সাহস আর দোয়াই সব আনন্দের উৎস।
শুভকামনা নিরন্তর।

২৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৫

নূর-ই-হাফসা বলেছেন: বাহ দারুন তো । অনেক অভিনন্দন ।
আপু যখন সময় পাবেন তখন আসবেন । তাতেই হবে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, হাফসা।
কৃতজ্ঞতা জানাই, সাহস দেবার জন্যে।
ভালো থাকুন সবসময়।

৩০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিসশন্দেহে একটি সুসংবাদ
অভিনন্দন নিন পনি আপু।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় গিয়াস লিটন।
শুভকামনা নিরন্তর।

৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন ও শুভকামনা। এই পোস্টটি অনেকের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আপনার উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, সেলিম আনোয়ার।
জি, অবশ্যই এই পোস্ট অনেকের কাছে অনুপ্রেরণার হবে।
আপনার সমৃদ্ধি কামনা আমার জন্যে আশীর্বাদ।
ভালো থাকুন।

৩২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৪

ধ্রুবক আলো বলেছেন: শুনে খুব খুশি হলাম। অনেক নতুন লেখক অনুপ্রেরণা পাবে।

অনেক শুভ কামনা রইলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, ধ্রুবক আলো।
জি, নতুনরা এই পোস্ট দেখে সাহস পাবে নিশ্চিত আশাকরি।
আপনার জন্যেও অনেক শুভকামনা রইলো।

৩৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৫

মাহবুবুল আজাদ বলেছেন: হারিয়ে যাওয়া একজন, স্বপ্ন দেখছি না তো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮

আরজু পনি বলেছেন: হায় হায় কী বলেন!!!
আমিতো জানুয়ারি মাসে কেবল পোস্ট দেইনি।
এছাড়া আমি অনিয়মিতভাবে নিয়মিত।
এই রয়্যালিটির সরাসরি দাবীদারতো আপনিও একজন।
তবে এবার মেলার বইয়ের সঙ্কলনের পোস্ট আপনি দেয়াতে খুব বেশি আনন্দিত হয়েছি।
আর যাই হোক, আরজু পনি বইমেলার সঙ্কলন পোস্ট না দেয়াতে কাদা ছোঁড়াছুঁড়িতো কমেছে।
এটাই বড় শান্তি।

৩৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৪

নিউটনিয়ান বলেছেন: যেমনি ক্ষুরধার লেখনী
তেমনি উপযুক্ত সন্মানি...
ব্লগার থেকে লেখিকা আরজু পনি
শুভেচ্ছা রইল আপুনি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, নিউটনিয়ান।
তবে ব্লগে আসার আগেই আমার একটা রেফারেন্স বই বেরিয়েছিল।
কিন্তু ব্লগ থেকে মন্দটা নাই বলি... ভালোবাসা যা পেয়েছি তার তুলনা নেই।
আমি ব্লগার (সামহোয়্যারইন-এর) বলে পরিচয় দিতে গর্ববোধ করি।

৩৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪১

উম্মে সায়মা বলেছেন: অভিনন্দন আপু!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০০

আরজু পনি বলেছেন: নেক ধন্যবাদ, উম্মে সায়মা।
শুভকামনা রইলো।

৩৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


আশাকরি সামনে আরো কিবোর্ড ভাঙবে। অভিনন্দন! :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, ভ্রমরের ডানা।
আহ! কী দারুণ উইশ!
খুশি হলাম।
আজ সকালবেলাতেও এক বন্ধু দারুণ উইশ করেছে।
দিনটাই আলোকিত হয়ে যাচ্ছে শুভাকাঙ্ক্ষীদের শুভকামনায়।
কৃতজ্ঞতা রইলো।

৩৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২৭

ডঃ এম এ আলী বলেছেন: একটি শুভ সংবাদ শুনলাম, অভিনন্দন রইল । এটা অনেকের জন্যই লেখালেখিতে অনুপ্রেরনা জোগাবে ।
কামনা করি সকল প্রকাশকই এমন মহতি কাজে এগিয়ে আসুক, লেখকদেরকে যথাযোগ্য মর্যাদায় রয়ালিটি দিয়ে উৎসাহিত করুক ।
অতি ব্যস্ততার মাঝেও সামুতে নিয়মিত সময় দিতে পারার ইচ্ছার কথা শুনে ভাল লাগল ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬

আরজু পনি বলেছেন: জি। লেখকদের জন্যে এটা খুব অনুপ্রেরণা বটে। আর প্রকাশকরাও দেখে শিখুক অন্তত।
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা নিরন্তর।

৩৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:১৯

মলাসইলমুইনা বলেছেন: অভিনন্দন জানাচ্ছি এই বিরাট সাফল্যের জন্য | কিন্তু বইয়ের রয়ালিটি বলে কথা ! আমাদের আকিকা কই? তাড়াতাড়ি দিতে হবে কিন্তু |আর একটা দাবি আছে সেটা হলো এই সাফল্যের সাথে সাথে আপনি ব্লগে নিয়মিত থাকবেন সেই দাবি | আরো অনেক বই পাবলিশ হোক আপনার সেই কামনা করছি | ভালো থাকবেন |

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, মলাসইলমুইনা!!!
বাপরে! কী কঠিন নাম!
উচ্চারণ করতে গিয়ে চাপা ব্যথা হয়ে গেছে! :((
আচ্ছা ভালো কথা বলেছেন...আকিকা!
আমি সত্যিই ব্লগে নিয়মিত হতে চাই।
তাই ভাবছি ঠেলে ঠুলে হলেও মাসে অন্তত একটা পোস্ট দিয়ে ফেলবো।
অনেক কৃতজ্ঞতা দারুণ অনুপ্রাণিত মন্তব্যের জন্যে।
ভালো থাকুন।

৩৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৮

মারিয়া ফেরদৌসী বলেছেন: অভিনন্দন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, মারিয়া।
শুভকামনা রইলো।

৪০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৯

অলওয়েজ ড্রিম বলেছেন: শুভেচ্ছা। সহব্লগারদের এমন সংবাদ আনন্দিত করে, গর্বিত করে। লেখার অনুপ্রেরণাও জোগায়।
ভাল থাকবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৮

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, আপনাকে।
অনেকদিন পর দেখলাম, ভালো লাগছে খুব।
আপনিও অনেক ভালো থাকুন সবসময়।

৪১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৯

নতুন নকিব বলেছেন:



নিসন্দেহে অনেক বড় একটি সুখের সংবাদ। সামুর মেধাবীরা ঠাঁই করে নিচ্ছে সাফল্যের শাখায়-পাতায়-চূড়ায়! সামহোয়্যার ইন ব্লগের বিমল আলোর আভার এ এক অন্যরকম ঝলকানি। সংবাদটি শেয়ার করায় অভিনন্দন।

অব্যহত সাফল্য কামনা করছি। নিয়মিত ব্লগে থাকার এবং এখানের সহগামী, অনুগামী ও শুভাকাঙ্খীদের প্রেরনা-প্রনোদনা হয়ে এগিয়ে চলুন- প্রত্যাশা রাখতে চাই।

শুভকামনা নিরন্তর।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৮

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, নকিব।
খুব সুন্দর করে বলেছেন।
ভালো থাকুন সবসময়।

৪২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৩

দীপঙ্কর বেরা বলেছেন: অভিনন্দন

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, দীপঙ্কর।
শুভকামনা সবসময়ের জন্যে।

৪৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন! আপনার এ সাফল্য সকলের জন্য অনুপ্রেরণা।
সময়ের সংকটের কারণে মানুষ অনেক ইচ্ছেকেই দমিয়ে রাখে। এ সংকট মোকাবিলা করেই ব্লগে আরেকটু নিয়মিত হবেন বলে আশা করি।
শুভকামনা...

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, সুপ্রিয় ব্লগার।
খুব সুন্দর করে অনুপ্রাণিত মন্তব্য করলেন।
আপনার জন্যেও শুভকামনা রইলো।

৪৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১

বিজন রয় বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন!

তবে আমার কাছে আপনার রয়্যালটি পাওয়ার থেকে ব্লগে পোস্ট দেওয়াটাকে বেশি খুশি করেছে।
অার আরো বেশি খুশি হবো যদি ব্লগে নিয়মিত হন।

যতই ব্যস্ততা থাকুক ইচ্ছে করলে ১৫ + ১৫=৩০ মিনিট ব্লগে আসা যায়!

ভাল মানুষের কাছে আসতে হয় তাদের ভালোটাকে অক্ষুন্ন রাখার জন্য, আর খারাপ মানুষের কাছে আসতে হয় তাদেরকে ভাল করার জন্য।

ব্লগে ভাল-খারাপ দুই শ্রেনিরই মানুষ আছে।
ভাল থাকুন।

১১ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৯

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় ব্লগার।
বোল্ড করা অংশটুকু দারুণ!
চেষ্টা অব্যাহত থাকবে।
ভালোবাসারা টিকে থাকুক।

৪৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬

তাশমিন নূর বলেছেন: অভিনন্দন, আপুউউউ....

১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৭

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, তাশমিন ।
শুভকামনা সবসময়ের জন্যে।

৪৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২

সালেহ্স্যারইংরেজি বলেছেন: অভিনন্দন আপনাকে, আশা রাখছি নিয়োমিত হবেন ব্লগে।

১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৭

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো।

৪৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪২

সোহানী বলেছেন: পলাশের কথায় কান দিবেন না আপু X(

মিস্টি আমার ঠিকানায় পাঠান। পোলাপান মানুষ কই থেইকা কই থাকে কোন খোঁজ নাই। এরপর এখন ওয়েদার দারুন.... বীচে না নীচে কই আছে জিএফ নিয়া। বরই পেরেশানিতে থাকি বিদেশে এই সব বাচ্চা পোলাপান নিয়া... :( .......... সময় সুযোগ মতো আমিই পাঠায়ে দিমু মিস্টির অংশ প্যাকেট সহ।......হাহাহাহাহা

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৯

আরজু পনি বলেছেন: হাহাহাহা
আচ্ছা...
মারামারি বন্ধ করুন দুজনে।
তারপর দুজনকেই আলাদা আলাদা করে পাঠাচ্ছি...
হাহাহাহা

৪৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: একজন লেখকের জন্য এটা অনেক বড় সম্মান আর গেৌরবের বিষয়।
আপনার এ সম্মানীর জন্য আমিও সম্মান বোধ করছে, গর্ব অনুভব করছি।
আপনাকে অভিনন্দন জানাই।

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১১

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ জানাই।
শুভকামনা রইলো।

৪৯| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অভিনন্দনসহ
ফুলেল শুভেচ্ছা।
সাথে বোনাস শুভকামনা।
ফাও হিসেবে বইটির বহুল প্রচার কামনা।

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১১

আরজু পনি বলেছেন:
শেষের কথাটিতে মজা পেয়েছি।
কৃতজ্ঞতা রইলো।

৫০| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ২:২০

ফারজুল আরেফিন বলেছেন: বনবাসে থাকা লোকজনের জন্য একটা সৌজন্য কপি পাঠানো যায় না আপু? :)

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৩

আরজু পনি বলেছেন: আমি কিনে কয়জনকে সৌজন্য কপি পাঠাবো? :((

প্রিয় ফারজুল, অনেকদিন পর!!!
খুব ভালো লাগছে দেখে।
ফিরে আসুন...আপনার দারুণ সব পোস্টের অপেক্ষায় রইলাম।

৫১| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অভিনন্দন আপু!

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪১

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, জহিরুল।
ভালো থাকুন সবসময়।

৫২| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আপনার উত্তরোত্তর উন্নতি হোক।

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩২

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, বাবু।
পুরোনোদের দেখলে খুব ভালো লাগে।
ভালো থাকুন।
শুভকামনা রইলো।

৫৩| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৫

এলিয়ানা সিম্পসন বলেছেন: রয়্যালিটি না তো, রয়্যালটি।

কংগ্র্যাটস। হ্যাপি ফর ইউ! হোপ টু সি ইউ অন ব্লগ মোর।

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৪

আরজু পনি বলেছেন: অনেক কৃতজ্ঞতা ।
এজন্যেই সামহোয়্যারইন ভালো লাগে।
এখানে শুধরে দেবার শুভাকাঙ্ক্ষী আছে।
শুভকামনা রইলো।

৫৪| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৯

শামচুল হক বলেছেন: অভিনন্দন

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ রইলো।
ভালো থাকুন সবসময়।

৫৫| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৬

মো: নিজাম গাজী বলেছেন: অভিনন্দন প্রিয় লেখিকা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, নিজাম গাজী।
এই সম্মানের অংশীদার আপনারাও।

৫৬| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪৫

রাকু হাসান বলেছেন: যতদূর সম্ভব একটু ব্লগে লেখার সময় হলে ,নতুনরা উপকৃত হই । আর অভিনন্দন রইলো আপু ,আপনার প্রতি । আমি নতুন সামুতে তাই এখন ই দেওয়ার সুযোগ হলো ,জানালাম অভিনন্দন ,ভাল থাকবেন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

আরজু পনি বলেছেন: মজার ব্যাপার!
গতকালই অফলাইনে আপনার একটা পোস্ট পড়ছিলাম মন্তব্য প্রতিমন্তব্য নিয়ে।
অনেক অনেক ধন্যবাদ, রাকু হাসান।
আপনারা আছেন বলেই ব্লগ সরব থাকে।

৫৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১১

বাকপ্রবাস বলেছেন: দেরীতে আসলাম তবুও অভিনন্দন জানিয়ে রাখলাম

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১০

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, বাকপ্রবাস।
খুশি হলাম খুব।

৫৮| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেরিতে হলেও অভিনন্দন গ্রহণ করুন । ভালো থাকবেন।

১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, স্বপ্নবাজ সৌরভ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.