নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৮৩১আবীর১৯৮৩

৮৩১আবীর১৯৮৩ › বিস্তারিত পোস্টঃ

নির্বাসন

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

নির্বাসন দিলাম তোমায় অনন্তকাল।
নির্বাসনের মামলায় বহুকাল যাবত লড়েছে পাশ্চাত্যের আবাল,
তোমাদের পক্ষ হয়ে ।
অবশেষে বিপক্ষেরই জয় সত্য সরল দর্শনে
আর শহীদি রক্তের হাহাকারে।

স্বাক্ষী সবুত সব পরাজিত হওয়ায় তোমায় নির্বাসন দিলাম।
তবু দিন চলে । এ এ এ...........

এই শহরেই পরিচিত জনের ভীড়ে হেটে বেড়াও তুমি।
পার্লমেন্ট, বিচারালয় কিংবা প্রশাসনে।
পাঠ্যপুস্তক কিংবা খবরের কাগজে, সবর্ত্র তোমার জয়ধ্বনি।

তবু বলব তুমি নির্বাসিত।
আমার মনের নিত্য চলাফেরার লোকালয়ে, তোমার উপর কঠিন নির্বাসনের সমন।
বিপক্ষের খোড়া যুক্তি সুশীল বাবুরা উপস্থাপন করছে বহুবার, পাশ্চাত্য দর্শনের কালিতে।
ঐসব এখন লাথি মারি, ফেলে দিই ডাষ্টবিনের ঝুলিতে।

অষ্টপ্রহরে তুমি বদলেছে দশবার। কখনো হয়েছে সামরিক জান্তা । কখনো গনতন্ত্র।
তোমাদের নাগরিক বুদ্ধির ভীড়ে আমার সরল দর্শন বার বার হয়েছে ধর্ষিত।
প্রতারকের প্রতারনায় আজ হই না প্রতারিত।
খিলফত জিন্দাবাদের উত্তাল শ্লোগান
আর বুলেটর শব্দে আজ জনপদ মুখরিত। অ অ অ.............

হে গনতন্ত্র তোমায় নির্বাসন। হে হলুদ কলমওয়ালা তোমায় নির্বাসন। আমার লোকালয় থেকে।
আমার মনের বন্দর থেকে। ঈমানের তপ্ত দ্রোহে। প্রবিত্র সত্তার আলোতে।
অচিরেই দেব তোমায় মৃতু্যদন্ড।
প্রতীক্ষার প্রহর গুনে শেষ হবার আগে।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.