নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

টোটালি রাবিশ!

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৩

মাননীয় অর্থমন্ত্রীর রুমে যে পাগল ঢুকেছিলো সে ওভার সাইকোসিস ছিলো মানে সবকিছু বেশী বুঝতো মনে করতো! বেশী বলতো আর নিজেকে একটা কিছু ভাবওয়ালা হেন তেন মনে করতো!
.
ঠিক সেদিন বিকেলে আরেকটি পাগল প্রেস ক্লাবের সামনে দুই ঘন্টা ধরে বক্তব্য দিচ্ছিলো! আমি শেখ হাসিনা মানি না! খালেদা মানি না! এরশাদ মানি না! জনগন তো তাকে তৃতীয় শক্তির উদ্ভাবক মনে করে কেউ কেউ ফুলের মালা কিনতে গিয়েছিলো!
.
ঠিক সেদিন ই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শোভাকলোণীতে বসে ফেসবুকে এসে আরেকটি পাগল........! থাক আর কমুনা!
.
তিন পাগলের হলো মেলা নদে এসে অথবা পাগল ছাড়া দুনিয়া চলে না! যে যা বলুক না কেনো বিড়বিড় করে স্টুপিড রাবিশ বাংলিশ বলা ভদ্রলোকটি আওয়ামী লীগের ইতিহাসে যে সতের বার বাজেট ঘোষণা হয়েছিলো তার মধ্যে দশ বার ই আবুল মাল আবদুল মুহিত ঘোষণা করেছিলেন!
.
গত বাজেটটি ছিল বাংলাদের ৪৫ তম বাজেট সে হিসেব মতে প্রায় এক পঞ্চমাংশ বাজেট তিনি ঘোষণা করেছেন!
.
তৎকালীন পাকিস্তান সরকার ১৯৬৬ খ্রিস্টাব্দে মুহিতকে তমঘা ই খিদমত পদকে ভূষিত করেছিলেন! হি ইজ টেলেন্ট গাই!
.
আমাদের সমাজে আমারা নিজেরা ছাড়া বাকীদের পাগল মনে করি! মনে করি নিজে সব জানি বুঝি অন্যেরা কিচ্ছু বুঝেনা! এতো কিছু জেনে বুঝে মেনে আমরা পাগলদের পিছনে থাকি কারণ আমরা দায়িত্ব নিতে জানিনা! চাইনা!
.
রবীন্দ্রনাথের একটি কবিতায় সন্ধ্যায় অস্তগামী সূর্য পৃথিবীর দিকে আহবান করে বলছিলো, আমি চলে যাচ্ছি! পৃথিবীকে অন্ধকার রেখে! কে তুমি আমার দায়িত্ব নিবে? কেউ যখন দায়িত্ব নিতে রাজি হয়না তখন মাটির প্রদীপ বুক ফুলিয়ে বললো, আমার যতটুকু সাধ্য ততটুকু দিয়ে পৃথিবী আলোকিত করবো!
.
আবদুর রব শরীফ ইউ সাট্ আপ! ডোন্ট কল্ড রাবিশ থিঙ্কস! ইয়ু আর সো মাস ইডিয়ট! ইয়ু আর এ টোটালি রাবিশ!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৯

নক্ষত্রের আমি বলেছেন: ভাল, স্যার!

১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

২| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৯

TaবিZ FaরুK বলেছেন: হাউকাউ হাউকাউ। ইডিয়টিক একটা লেখা।

১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

আবদুর রব শরীফ বলেছেন: হাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.