নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বিসিএস ফেইলরের ভাইভা টিপস! :P

০২ রা জুন, ২০১৭ দুপুর ১:৫৭

অস্ট্রেলিয়ার ভেন প্যাসিনেক তার বয়স যখন ষোল বছর ইয়ে মানে আবদুর রব শরীফ থেকে এগারো বছরের ছোট সে তখন ফগ নামক একটি কোম্পানীর সি.ই.ও যে সিডনির একটি স্কুল থেকে ড্রপ আউট হয়েছিলো!
.
ফগ(folgg) হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়ার যেখান থেকে আপনি সহজে সুইপ্ করে করে ক্রয় বিক্রয় করতে পারবেন!
.
আমার বয়সের অর্ধেকেরও কম মাত্র বার বছর সে হলো সঞ্জয় যে ঐ বয়সে ইন্ডিয়ার সর্বকনিষ্ঠ সি.ই.ও হয়েছিলেন 'গো ডাইমেনশন' নামক কোম্পানী ক্রিয়েট করার মাধ্যমে তার ভাই শ্রাবণ সেই কোম্পানীর প্রেসিডেন্ট!
.
সেই বয়সে তাদের অ্যাপল প্লে স্টোরের জন্য ডেভলপ করা 'ক্যাচ মি কপ' এপ্লিকেশনটি চল্লিশটি দেশে পঁচিশ হাজার বারেরও বেশী মানুষ ডাউনলোড করেছিলো!
.
তারপরের বয়সে তো তারা আন্তর্জাতিক হিরো আর আমি ২৭ বছর বয়সেও জানি না একটি সফটওয়ার কেমনে তৈরী করে! কি কি লাগে তৈরী করতে!
.
বাদ দিলাম সফটওয়ার জিনিসটা কি সেটাও তো জানিনা!
.
দূর বাদ দিলাম সফটওয়ার! ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আমার এক বড় ভাই আমাকে বলে ভাই ব্লগ নিয়ে এতো কোপকোপি তো ব্লগ জিনিসটা কি? ব্লগ কি নাস্তিক?
.
তাকে সহজে বুঝালাম ব্লগ হলো আপনি আপনার লেখা যেভাবে ডায়রিতে জমা করেন সেভাবে গুগুলে জমা করার মাধ্যম! ডায়রীর পাতা উল্টালে যেভাবে যে কেউ আপনার লেখা খুঁজে পাবে তেমনি গুগুলে সার্চ দিলেও আপনার লেখা ঐ ভাবে খুঁজে পাবে!
.
এখন ডায়রীতে আপনি চাইলে ভালো খারাপ দুই ধরণের জিনিস লিখে রাখতে পারেন! যেমন লিখবেন তেমন আসবে! সেটা কি ডায়রীর দোষ?
.
দুদিন পর দৌড়ায় হাঁপাতে হাঁপাতে কাছে এসে বলে আবদুর রব শরীফ ভাই বিসিএস ভাইভা দিতে যাবো গুগুল ভাইভা টিপস সার্চ করতে গিয়ে দেখি আপনার লেখা! কেমনে কি! আপনি তো বিসিএস ফেইল! তার মধ্যে পড়েন মাদ্রাসা ইউনিভার্সিটিতে!
.
বুঝলাম আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন কিন্তু মাদ্রাসা ইউনিভার্সিটি আছে তা তো জানতাম না! ভাই উত্তর দিলো, ইয়ে মানে বাংলাদেশের এক কোণায় পাহাড়ের ভিতরে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলাম!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন !!!!

০২ রা জুন, ২০১৭ বিকাল ৩:১২

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম!

২| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:২৪

ভ্রমরের ডানা বলেছেন:
আপনি নিজের বিশ্ববিদ্যালয়ককে মাদ্রাসা বলছেন। নিজের অস্তিত্ব নিয়ে এত হীনমন্যতা। খুব নোংরা লাগল বিষয়টি!

০২ রা জুন, ২০১৭ বিকাল ৩:১৩

আবদুর রব শরীফ বলেছেন: যে নিজের সমালোচনা করতে পারে সে সর্বোপরি বুদ্ধিমান! ছোট করিনি বড় করেছি!

৩| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:৪৪

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: সকল ভার্সিটি, অনুষদ, বিভাগে ইংলিশ মাধ্যম, এমএস অফিস এসাইনমেন্ট, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, বছরে দুইটা ফাইনাল চারটা মিডটার্ম সাথে বোনাস ক্লাসটেস্ট, বাধ্যতামূলক ৭৫% উপস্থিতি চালু করা উচিৎ। একদল খেটেখুটে বেসরকারির কামলা হবে আরেকদল কোন দক্ষতা অর্জন না করে গাইড পড়ে পড়ে সরকারি আমলা হবে এই অপসংস্কৃতি বন্ধ করতে হবে।

০২ রা জুন, ২০১৭ বিকাল ৩:১৪

আবদুর রব শরীফ বলেছেন: সুন্দর বলেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.