নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রেসার যখন ওভার লোডেড

২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

গতকাল আব্বুর প্রেশার ছিলো ২৩০/১২০ তবুও আল্লাহ আব্বুকে বড় কোন দূর্ঘটনা থেকে বাঁচিয়েছে সুতরাং শুকরিয়া জ্ঞাপন করছি!
.
পুরো দিন মেডিকেলে মেডিকেলে এই টেস্ট ওই টেস্ট করে কাটিয়েছি!
.
প্রায় প্রতিদিন ই কাউকে না কাউকে স্ট্রোক করতে শুনি
.
কিছুদিন আগে অফিস গিয়ে শুনি কলিগ মিজান ভাইয়ের বড় ভাই রাত তিনটায় স্ট্রোক করে মারা গেছে! দুই তিন বছর আগে বিয়ে করেছে! বয়স বড়জোর বত্রিশ হবে
.
সেদিন ইয়ং ওয়ানে কাজ ছিলো ওখানে গিয়ে দেখি এক ভাই তিনদিন পর অফিসে এসেছে জিজ্ঞেস করাতে বললো তার বাবা তিন দিন ধরে স্ট্রোক করে মেডিকেলে
.
একই দিন বিশ্ববিদ্যালয় আসার পর শুনি এক ছোট ভাই স্ট্রোক করেছে!
.
ডাক্তার'রা বলে চল্লিশের আগে যারা স্ট্রোক করে তারা মূলতো টেনশনে স্ট্রোক করে ! পরের গুলো ও তবে কেউ কেউ অন্যান্য কারণেও করে
.
মাথার মধ্যে ক্লাশ ওয়ান থেকে ডুকিয়ে দেওয়া হয়েছে হয় লড়ো নয় মরো
.
পিএসসিতে গোল্ডেন না পেলে তোমার জীবন এখানে শেষ তুমি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না
.
পিএসসিতে এ+ কিন্তু এবার জিএসসিতে গোল্ডেন না পেলে তোমার মুখ বাবা মা কে দেখাবে না কিন্তু
.
সামনে এসএসসি! গোল্ডেন পেয়েও পাশের বাসার ছেলেটি ভালো কলেজে চান্স পায়নি সুতরাং সাবধান
.
এইচএসসি সামনে ! হেলা খেলা চলবে না!
.
তারপর মূল প্রতিযোগিতা! একশ জনের বিপরীতে তুমি একজন!
.
এভাবে অনার্স! মাস্টার্স ! তারপর ছেলেটি চোখে মুখে সর্ষে ফুল দেখা শুরু করলো
.
চাকরি হয়ে গেলেও সে দেখলো যে বেতন তা দিয়ে ঘর ভাড়াও পোষায় না
.
দূর্নীতি শুরু করলে ধরা খাওয়ার টেনশন শুরু হলো
.
বিয়ের পর এক সুন্দরীর আকাশ ছোঁয়া চাহিদা মেটাতে মেটাতে সে আর মানুষ নেই ততদিনে রোবট হয়ে গেছে
.
ত্রিশ বছরের মধ্যে জীবনে এতো ধকল সহ্য করে সে এখন অনুভূতিহীন অসার জীব
.
তার উপর যোগ হলো প্রমোশন প্রমোশন খেলার উদ্ভব
.
আগে স্ত্রীকে খুশী রাখলেও হতো এখন বসকে ও খুশি রাখতে হবে
.
একটি বাড়ি একটি গাড়ি হবে ! কখন কিভাবে ?
.
ছেলেটার অসুখ! মেয়ে বড় হচ্ছে!
.
একদিন মেয়েটা কারো হাত ধরে পালিয়ে গেলো
.
যেকোন সময় বুকটা চিনচিন করে! একটি মাটির দেহ আর কতো সইবে!
.
দিন দুনিয়ার মালিক খোদা তোমার দিল কি দয়া হয়না! কাঁটার আঘাত দাও গো যারে তার ফুলের আঘাত সয়না!
.
এর বাহিরেও আরো হাজারো সমস্যা!
.
সব নিজের কাঁধে নিয়ে রানার ছুঁটছে রানার ! এই বোঝা একাই তার!
.
এতকিছুর পরও ছোট একটি সমাধান আছে,
"আল্লাহ যা করে ভালো ও মঙ্গলের জন্য করে আমি মাত্রই উছিলা!"
.
মনে প্রাণে বিশ্বাস করে দেখুন, নিজেকে খুব হালকা লাগবে ৷

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: তখন অবস্থা জটিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.