নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সুযোগ ব্যয়

০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

রীড্ কলেজে ভর্তি হওয়ার মাত্র ছয় মাস পর ড্রপ আউট হওয়া অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস্ ২৩ বছর বয়সে এক মিলিয়ন ডলার, ২৪ বছর বয়সে দশ মিলিয়ন ডলার এবং ২৫ বছর বয়সে একশ মিলিয়ন ডলার মালিক হয়েছিলেন,
.
কারণ সে তার স্বপ্নের জন্য ড্রপ আউট হয়েছিলেন কম মেধার কারণে না,
.
ইন্ডিয়ার বিরাট কোহলি কিছুদিন আগে বলেছিলেন, আমার জীবন ক্রিকেট আর পরিবার ছাড়া অন্য কোন ভালবাসা ঢুকতে পারেনি বলে আমার সমস্ত ফোকাস আমি ক্রিকেট খেলায় দিতে পেরেছি,
.
আমাদের ইয়া বড় বড় স্বপ্ন ব্লা ব্লা কিন্তু স্বপ্ন পূরণের দন্য কোন সেক্রিপাইস নেই!
.
দেটস্ দি পয়েন্ট!
.
ক্রিকেট খেলায় যে বলিং ব্যাটিং ফিল্ডিং সমভাবে ভালো করে তাকে অলরাউন্ডার বলে,
.
আমাদের অবশ্যই অলরাউন্ডার হতে হবে যার যার ক্ষেত্রের মধ্যে থেকে,
.
সমস্যা আমার একটি খেলা রিলেটেড অলরাউন্ডার না হয়ে ক্রিকেট ফুটবল হকি জকি সব খেলা মিলে অলরাউন্ডার হতে চাই বলে দিন শেষে কোন কিচ্ছু হতে পারিনা!
.
তেনারা একাধারে অর্থনীতি সমাজনীতি রাজনীতি থেকে শুরু করে জগতের সব নীতি নিয়ে চর্চা করে বিশেষজ্ঞ হতে গিয়ে বিশেষ অজ্ঞে পরিণত হয়!
.
বেপারটা আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক বন্ধুর মতো সে বিয়ের পর বউ, শালী, প্রেমিকা কাউকে ছাড়তে পারেনি ফলস্বরূপ সে তিনজনকে হারিয়ে বসে আছে! সবার জন্য তার নাকি সমানভাবে ভাললাগা কাজ করতো!
.
একদিন তাকে বলেছিলাম তুই যখন কাউকে ছাড়তে পারিস্ না তখন নৈর্ব্যক্তিক পরীক্ষায় এমসিকিউ ঘরের চারটা বক্স পূরণ দিয়ে আসিস! চার ডবল মার্কস পাবি!
.
অর্থনীতিতে আমার জীবনের সেরা শিক্ষা হলো 'সুযোগ ব্যয়' অধ্যায়টি,
.
বেশী প্রয়োজনীয় জিনিসটি ক্রয় করতে হলে আপনাকে অবশ্যই কম প্রয়োজনীয় জিনিসটি ত্যাগ করতে হবে!
.
সেদিন টংয়ের দোকানে সিগারেট টানতে গিয়ে সুযোগ ব্যয় ক্যালকুলেশন করে যখন দেখলাম কলা খাওয়া বেশী উপকারী তখন ধূমপানের পরিবর্তে দুটা কলা খেয়ে চলে এসেছি,
.
জাস্ট নিজেকে নিজে একটি প্রশ্ন জীবন পাল্টে দিতে পারে, হ্যালো মিঃ বার্গার খাবে না তিত্ করলা আর সামুদ্রিক মাছ দিয়ে ভাত খাবে? কোনটা বেশী উপকারী?
.
সময় এখন এক্স এক্স এক্স কাজে খাটাবে?
'নো নো নো'
.
সময় এখন ওয়াই ওয়াই ওয়াই কাজে খাটাবে,
ইয়েস ইয়েস ইয়েস
.
সমজ সমীকরণ, এক্সের(X-জিএফ) চেয়ে ওয়াইফ(Y-এফ) ভালো!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

কাউয়ার জাত বলেছেন: চমৎকার।

২| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: আপনার লেখায় রস থাকে।
পড়তে ভালোই লাগে।

৩| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:১১

বারিধারা ২ বলেছেন: আপনার আর রাজীব নূরের ব্লগ লেখার স্টাইল আমার একদমই পছন্দ নয় - কিন্তু আজকের ব্লগের বক্তব্য আমার খুবই ভালো লেগেছে। বিরাট কোহলির মত কিছু জুয়েল আছে বলেই ভারত তড়িৎ গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে কি এরকম একজনও নেই?

আপনার এই ব্লগ আপনার জীবনে কিভাবে প্রতিফলিত হয়েছে জানতে পারি কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.