নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বই পড়তে খুব ভালো লাগে। সত্যিকারের সাহিত্য বলতে যা বোঝায় তা আমার কাছে সবসময় প্রিয়। আর জীবনের কথা লিখতে ভালো লাগে।

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক

যৌবনে-জীবনে একজন আউট-ল হওয়ার ইচ্ছা ছিল। ইচ্ছাটা এখনও আছে। কিন্তু সময় ও সুযোগ পাচ্ছি না। তাই, নিরুপায় হয়ে এখন মানুষ হওয়ার চেষ্টা করছি। মানুষ হওয়ার জন্য আমার এই সংগ্রাম আজীবন-আমৃত্যু অব্যাহত থাকবে। দেশপ্রেমকে জীবনের শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করি। আমার দেশ বাংলাদেশ আমার কাছে ধর্মের মতোই প্রিয়। তাই, ভালোবাসি বাংলাভাষা, বাঙালি ও বাংলাদেশ। আর রাজাকারদের কোনো ক্ষমা নাই।

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

তিনি আমাদের পিতা

১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫১




বঙ্গবন্ধু মরে নাই।
বঙ্গবন্ধু মরে নাই।
বঙ্গবন্ধু মরে নাই।
তিনি আজও বেঁচে আছেন এই বাংলার সর্বত্র।
সবখানে আজও তাঁকে দেখা যায়।
বাংলার মাটিতে, বাংলার জলে, বাংলার ফুলে-ফলে তিনি আজও বেঁচে রয়েছেন।
আর তিনি বেঁচে আছেন বলেই বাংলার মানুষ আজও তাকে সমানভাবে ভালোবাসে।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট যারা বঙ্গবন্ধুকে হত্যা করে মনে করেছিলো: সব খতম! এবার শুরু হবে শয়তানের রাজত্ব! তাদের দিন শেষ। তাদের অনেকেরই ফাঁসি হয়েছে। আর যে কয়েকটা বাকী রয়েছে একদিন হয়তো তাদেরও ফাঁসি হবে।
এই বাংলায় বঙ্গবন্ধুর খুনীদের কোনো ঠাঁই হয়নি। এখানে, বঙ্গবন্ধুবিরোধীদেরও ঠাঁই হবে না। সবার পরিণাম হবে একই।

বঙ্গবন্ধুকে বাদ দিয়ে এই বাংলার ইতিহাস হয় না, হবে না। কারণ, বঙ্গবন্ধুই এই বাংলার সমস্ত ইতিহাস।
যারা বঙ্গবন্ধুকে কটাক্ষ করছে তাদের ইতিহাস হবে অশুভ।
একটা কথা আমদের চিরদিন মনে রাখতে হবে: বঙ্গবন্ধু এই জাতিরাষ্ট্রের জনক।
তাঁকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমাদের শ্রদ্ধা করতেই হবে। কারণ, পিতাকে ভালোবাসে না, আর পিতাকে অশ্রদ্ধা করে একমাত্র কুলাঙ্গার। তাই পিতার সুসন্তান হওয়াটাই বুদ্ধিমানের পরিচায়ক।

এখনও সময় আছে নিজের ভুলগুলো ঝেড়ে ফেলো। আর পিতার পবিত্র কাফনে কলঙ্কের কালিমা লেপন কোরো না।
পিতাকে ভালোবাসো।
তাঁর ভুলত্রুটি থাকতে পারে। কিন্তু তিনি পিতা। আর তিনি মানুষ। আর তিনি আমাদের পিতা।

আজ পিতার কফিনে সমগ্র বাঙালি-জাতির পক্ষ থেকে ফুল আর ভালোবাসা সমর্পণ করছি।
আমাদের জাতির পিতার বিদেহীআত্মা মহাপ্রভুর বেহেশতে বিচরণ করছে।
আমীন। আমীন। আমীন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

চিটাগং এক্সপ্রেস বলেছেন: কারো মনে থাকুক বা নাই থাকুক বঙ্গবন্ধু থাকবেন ইতিহাসের বুকে।

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৮

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: সত্য বলেছেন।
মূর্খরা বঙ্গবন্ধুর নিন্দা করে কিছুই করতে পারবে না।

আপনাকে অশেষ ধন্যবাদ। আর সঙ্গে শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.