নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বই পড়তে খুব ভালো লাগে। সত্যিকারের সাহিত্য বলতে যা বোঝায় তা আমার কাছে সবসময় প্রিয়। আর জীবনের কথা লিখতে ভালো লাগে।

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক

যৌবনে-জীবনে একজন আউট-ল হওয়ার ইচ্ছা ছিল। ইচ্ছাটা এখনও আছে। কিন্তু সময় ও সুযোগ পাচ্ছি না। তাই, নিরুপায় হয়ে এখন মানুষ হওয়ার চেষ্টা করছি। মানুষ হওয়ার জন্য আমার এই সংগ্রাম আজীবন-আমৃত্যু অব্যাহত থাকবে। দেশপ্রেমকে জীবনের শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করি। আমার দেশ বাংলাদেশ আমার কাছে ধর্মের মতোই প্রিয়। তাই, ভালোবাসি বাংলাভাষা, বাঙালি ও বাংলাদেশ। আর রাজাকারদের কোনো ক্ষমা নাই।

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

হলিক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখার ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ অভিভাষণ।।

২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ২:১১



‘হলিক্রস কলেজে’র স্বনামধন্য প্রিন্সিপাল সিস্টার শিখা ছাত্রীদের মহীয়সীরূপে গড়ে তোলার লক্ষ্যে তাদের উদ্দেশ্যে এক অভিভাষণে বলেছেন:

“চোখে চোখ রেখে কথা বলবে, eye contact is very important.”

“আমি যেন কখনও না দেখি তোমাদের ভারী ব্যাগের বোঝা বাবা-মাকে দিয়েছ, নিজের ব্যাগের ভার নিজেই বহন করবে। ঠিক তেমনি নিজের জীবনের ভার নিজেই বহন করবে।”

“ইতিবাচক বেহায়া হও, নেতিবাচক বেহায়া হবে না।”

“Sometimes you can’t find out your beauty, someone else can find it out. So never think you are useless.”

“মেয়েরা তোমাদের বয়সী ছেলেগুলো তোমাদের জন্য নয়, তারা ঐ পাশের স্কুলের ছোটো বোনদের জন্য।”

“সমবয়সী ছেলের সাথে প্রেম করবে না, পরে দেখা যাবে ছোটোবোনকে বিয়ে করে নিয়ে এসে পায়ে সালাম করে জিজ্ঞাস করবে, আপা ভালো আছেন?”

“কালো কাজল যদি তোমার চোখকে সুন্দর করতে পারে, তবে হতাশা কেনো জীবনকে নয়?”

“মেয়েরা, জীবন কখনো সরলরেখায় চলে না, চলবেও না।"

“মেয়েরা, ‘না’ বলতে শিখবে।”

“তোমার কষ্টকে তুমি খাবে, তোমার কষ্ট তোমাকে খাবে না।”

“the world is burning and someone is pouring petrol in it.”

“সব ছেলেরাই স্রষ্টার সৃষ্টি, তাহলে তোমরা কীভাবে ভাবো কেউ একটু আলাদা হবে?”

“নারী হলো ঈশ্বরের সবচেয়ে যত্নে তৈরি করা সৃষ্টি৷। নারী হলো ঈশ্বরের ছুটির দিনে বাড়ির কাজের মতো পরম যত্নে তৈরি জিনিস, প্রতিটি নারী তার নিজস্ব স্বকীয়তায় সুন্দর।”

“এই পৃথিবীতে ঘটে যাওয়া অপরাধগুলোর কারণ মূলত তিনটি: Money, Power, Sex.”

“মেয়েরা, কখনো কেউ তোমাকে ধোঁকা দিলে, নিজেকে তৈরি করবে, জীবনে সফলতা অর্জন করবে...যেদিন কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে, সেদিন এক জোড়া হাই হিল আর একটা শাড়ি কিনবে। তারপর সেই জুতো আর শাড়ি পরে তার আঁচল ছেড়ে যে তোমাকে আঘাত করেছিল তার সামনে দিয়ে আত্মবিশ্বাসের সাথে নিজের মহিমায় হেঁটে যাবে...সেদিন সে তোমার সফলতা দেখে নিজেই অনুতপ্ত হবে।”

“কঠিন প্রশিক্ষণ, সহজ পরীক্ষা।”

“পৃথিবীর সবথেকে বড়ো যুদ্ধ হলো, আমাকে আমি করে তোলা।”

“sit straight, back straight.”

“dont waste your tears for silly reasons, they are precious like you.”

“Hope for the best, prepare for the worst.”

“মেয়েরা ক্রস লেগ-এ বসবে না, পা গুটিয়ে বসো। সোজা হয়ে বসো।”

“আমার মেয়েরা বস্তিতেও ফিট, রেডিসনেও হিট।”

“শ্বশুরবাড়িতে গিয়ে প্রথমদিন শ্বাশুড়িকে বলবে: মা, কড়াইতে আগে তেল দিব নাকি কাঁচামরিচ দিব?”

“মেয়েরা, আমাদের একটা হৃদয় আছে, একটা মন আছে।”

“মেয়েরা মনকে রঙিন করবে, বিআরটিসির লাল বাসের মতো।”

“কোনো দিন পার্টনারকে ঝাড়ি দিয়ে বলবে না, ‘তোমার মতো মানুষ আমি আর একটাও দেখিনি।’
বরং ভালোবেসে বলবে: ‘তোমার মতো মানুষ আমি আর একটাওওও দেখিনি।’

“সব মানুষ যদি তোমার মন মতো হতো তাহলে মেলায় মানুষ কিনতে পাওয়া যেত আর সবাই মেলা থেকে পছন্দমত মানুষ কিনে নিতো।”

“সবসময়ে নিজের শ্বাশুড়ির প্রশংসা করবে, বলবে: আপনি এত সুন্দর তাই আপনার ছেলেও এত সুন্দর মানুষ হয়েছে।”

“শোনো মেয়েরা, বিয়ের পরেও কিন্তু ভালোবাসা আসতে পারে। বিয়ের পরও তোমাকে যেকেউ পছন্দ করতে পারে। তোমাকে অনেক ভালোবাসা দিতে চাইতে পারে৷ তাতে তুমি কী করবা? সংসার ছেড়ে চলে যাবে? নাহ্ মেয়েরা৷ যাবে না। তোমাকে বিয়ের পরও কেউ ভালোবাসে এতে তুমি খুশি হবে, এতে প্রমাণ হয় তুমি ভালোবাসার যোগ্য, তুমি ভালোবাসা পাওয়ার সকল গুণাগুণ নিয়েই এসেছ। এতেই তুমি খুশি থাকবে। তাকেও বলে দিবে, আপনার প্রস্তাবে আমি খুশি হয়েছি, তবে...।”

“হাসব্যান্ডের সাথে ভাবসম্প্রসারণ-এ আর শাশুড়ি সাথে সারাংশে কথা বলবে।”

“মেয়েরা, যেখানেই যাবে রানির মতো থাকবে৷ তুমি যদি ঘরের গৃহিণীও হও, সেখানেও রানির মতো থাকবে।”

“জিহ্বা সবচেয়ে ভয়ানক অঙ্গ, এই জন্য একে ৩২-টা ধারালো ছুরির ভেতর রাখা, তাও শাসনে রাখা যায় না।”


“কাউকে ‘স্বাগত’ বলার আগে হাজারবার ভাববে।”

[কলেজে ‘স্বাগত’ কথাটার মর্ম সিস্টারের ভাষায়,“যে সু (ভালো) আগমনে তম (অন্ধকার) গত হয়।”]

“মনে রাখবে মেয়েরা, তোমরা অনেক মূল্যবান। কারণ, তোমার একটা জঠোর আছে।”

“তোমার একটা ‘হ্যাঁ/না’ তোমার জীবন বদলে দিতে পারে।”

“মেয়েরা হলো পানির মতো যখন যে পাত্রে রাখবে সেটারি আকার ধারণ করবে।”

“মেয়েরা তোমাদের মনটা যেন বাসের হেল্পারের মতো বড়ো হয়। পাবলিক বাসের হেল্পাররা বাসের ভেতর বসার জায়গা না থাকা সত্ত্বেও প্যাসেন্জার ওঠার সুযোগ করে দেয়। তাকে সিট আছে কিনা জিজ্ঞেস করলে সিট খালি থাকুক বা না থাকুক সে সবাইকে বলে, হ্যাঁ সিট আছে। সে সবাইকে বাসে টেনে তোলে। জায়গা করে দেয়। কাউকে ফেলে যায় না সে। তোমরাও তোমাদের মনটা তার মতো উদার করবে।”

“একা চলতে শিখ। একা হতে কখনো ভয় পাবে না।”

“no news is good news.”

“Good luck bad luck, who knows? Only God knows.”

“মেয়েরা নিজেদের বিক্রি করে দিও না। সস্তা বানিয়ে ফেলো না।”

“ছেলেরা গ্যাসের চুলা, মেয়েরা মাটির চুলা।”

“তোমরা যেখানেই যাও না কেন, be an asset.”

“তোমার আকাশে যাকে তুমি সূর্য ভাব, হতে পারে তার আকাশে তুমি লক্ষ তারার এক তারা।”

“এই পৃথিবীতে সবচেয়ে বড়ো যুদ্ধ হলো আমাকে আমি করে গড়ে তোলা।”
“Celebrate your failure.”

“তোমার কষ্ট তোমাকে খাবে না, তুমি তোমার কষ্টকে খাবে।”

“You should be someone, তুমি হেঁটে গেলে যেনো মানুষ দুইবার তাকিয়ে দেখে এমন ভাবে নিজেকে গড়ে তোলো।”

“সবসময় চোখে চোখ রেখে সত্য কথা বলবে, Eye contact is so important.”
“আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবে, ‘I'm the most beautiful lady in the world, I'm the emperor of my own world.”

“রাজ্য চালায় রাজা, আর রাজাকে চালায় রানি’...You know the rest, Girls!”
“মনে রেখো, তুমি ভাগ্যবতী, কারণ, তোমাকে ভালোবাসার মতো কেউ না কেউ এই পৃথিবীতে আছে।”

“Don't be so expensive, Don't be so cheap!”

“ ‘ভালো’ শব্দটা ‘ভালোবাসা’র অর্ধেক, তা-ই যা-কিছু ভালো সেগুলোকে ভালবাসবে।”

“মনে করো, তোমাকে একটি গাজর, একটি ডিম আর কফি দেয়া হলো। সবগুলোকে ফুটন্ত পানিতে দাও, দেখবে গাজর সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে, ডিমের দিকে লক্ষ করলে দেখবে, তা কঠিন, শক্ত হয়ে গিয়েছে, আর কফিটা পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াচ্ছে।
জীবনে অনেক সমস্যার মুখোমুখি হবে, কখনো গাজরের মতো নরম বা ডিমের মতো শক্ত হয়ে যেও না। মেয়েরা, তোমরা কফির মতো পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াবে!
আমার মেয়েরা শুভ্র ফুলের মতো, এমনি হয়তো কেউ খেয়াল করবে না। কিন্তু তারা চুপ থেকে নিজের কাজের মাধ্যমে সবার মধ্যে জায়গা করে নিবে, ফুল যেমন সুগন্ধ ছড়ায়।”


ছবি: গুগল-ফেসবুক

© সিস্টার শিখা

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: শিখার আছে অনেক কিছু

৩১ শে মার্চ, ২০২৪ রাত ৯:৪০

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: আসলে তা-ই।
আপনাকে অশেষ ধন্যবাদ।

২| ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২৭

আহলান বলেছেন: ব্রাভো .... !

৩| ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: শিক্ষিকা সুন্দর কথা বলেছেন।
স্যলুট জানাই।

৪| ২৭ শে মার্চ, ২০২৪ রাত ৮:২৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: উনি আমার খুব পছন্দের ব্যক্তিত্ব। ওনার সাথে কখনও দেখা হয়নি, কথা হয়নি। আমার হলিক্রসের ছাত্রীদের মুখে ওনার কথা এত শুনেছি, এমনিতেই পছন্দের মানুষ হয়ে গিয়েছেন।

৫| ২৭ শে মার্চ, ২০২৪ রাত ৯:১২

কামাল১৮ বলেছেন: এটি একটি আদর্শ স্কুল আরেকটি আছে ভরতেশ্বরী হোমস।

৬| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনার এই জিনিস বিগত কয়েকদিন ধরে ফেসবুকে দেখতে দেখতে চোখ ছানাবড়া হয়ে গেছে ।
কান হয়ে গেছে ঝালাপোলা ।
কে রচনা করেছে এই বাণীগুলো?

৭| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৯:০৯

গণকবি বলেছেন: সুন্দর উপদেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.