নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বই পড়তে খুব ভালো লাগে। সত্যিকারের সাহিত্য বলতে যা বোঝায় তা আমার কাছে সবসময় প্রিয়। আর জীবনের কথা লিখতে ভালো লাগে।

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক

যৌবনে-জীবনে একজন আউট-ল হওয়ার ইচ্ছা ছিল। ইচ্ছাটা এখনও আছে। কিন্তু সময় ও সুযোগ পাচ্ছি না। তাই, নিরুপায় হয়ে এখন মানুষ হওয়ার চেষ্টা করছি। মানুষ হওয়ার জন্য আমার এই সংগ্রাম আজীবন-আমৃত্যু অব্যাহত থাকবে। দেশপ্রেমকে জীবনের শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করি। আমার দেশ বাংলাদেশ আমার কাছে ধর্মের মতোই প্রিয়। তাই, ভালোবাসি বাংলাভাষা, বাঙালি ও বাংলাদেশ। আর রাজাকারদের কোনো ক্ষমা নাই।

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের নেপথ্যে কারা? তন্ময় আহমেদের ৯টি প্রশ্ন।

৩১ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫৩



তন্ময় আহমেদের ফেসবুক-স্ট্যাটাস হুবহু নিচে তুলে ধরা হলো:

বুয়েটের #ছাত্ররাজনীতি #বিরোধী #আন্দোলন নিয়ে কিছু কথা। যেগুলোর উত্তর বুয়েটের বর্তমান শিক্ষার্থীদের কাছে চাওয়া উচিত।
১. বুয়েটে কোন প্রকার ছাত্ররাজনীতি চালু নাই, এরপরেও কেন কিছু শিক্ষার্থীকে ছাত্র একটি নির্দিষ্ট মতাদর্শী বা ক্লিয়ার করলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সমর্থন করার কারণে ক্যাম্পাসে, হলে, ক্লাসে হয়রানি করা হচ্ছে?
২. গত ১৫ দিন আগে #হিজবুততাহরীর বুয়েটের রানিং ছাত্র ছাত্রীদের মেইলে সরাসরি ইমেইলের মাধ্যমে #খেলাফত প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে, এটা নিয়ে বুয়েটের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কোন প্রশ্ন ওঠেনি কেন? তারা #ভিসি বা #DSW এর কাছে কোন লিখিত অভিযোগ করেনি কেন?
তাহলে কি এই #হিজবুতের কর্মীরাই এই আন্দোলনের লিড দিচ্ছে?
৩. টাঙ্গুয়ার হাওরে যেই ৩০ জন বুয়েটের স্টুডেন্ট #রাষ্ট্রবিরোধী মিটিং ও জমায়েত করতে যেয়ে গ্রেফতার হলো, তাদের বিরুদ্ধে মামলা হলো - সেই ৩০ জনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করার জন্য কোন #আন্দোলন হলো না কেন?
সেই ৩০ জনের মধ্যে থাকা ছালেরা ফেসবুকে সরাসরি পোস্ট করছে এই আন্দোলন নিয়ে, তাহলে কি জেনেশুনে শিবিরের ছেলেদের নিয়ে এই আন্দোলন চালাচ্ছে বুয়েটের ছেলেমেয়েরা?
তাহলে কি আমরা বলতে পারিনা, একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের বিরুদ্ধে এই আন্দোলন করাচ্ছে #শিবির ও #হিজবুততাহারীর?
৪. যারা আন্দোলনের লিড দিচ্ছেন তাদের রাজনৈতিক কোন দুরভিসন্ধি আছে কি'না সেই বিষয়ে বুয়েটের শিক্ষার্থীরা কি কোন আলোচনা করেছেন?
৫. বুয়েটের এতোগুলো শিক্ষার্থীর মেইল এড্রেস কিভাবে বাইরে গেলো, #হিজবুততাহরীর কিভাবে সেইগুলো পেলো, সেটা নিয়ে বুয়েটের ছাত্ররাজনীতি বিরুদ্ধে আন্দোলনকারীদের লিডাররা নিশ্চুপ কেন? তারা কি এই বিষয় নিয়ে কোন আলোচনা চান না এখন? না চাইলে কেন চাননা?
৬. যদি #হিজবুততাহরীর আর #শিবির নিয়ে #বুয়েটের শিক্ষার্থীদের কোন রকম অব্জারভেশন না প্রবলেম না থাকে তবে #ছাত্রলীগ নিয়েই এতো প্রবলেম কেন?
#বুয়েটে তো #ছাত্রলীগ কোন কমিটি দেয় নি, উলটা #ছাত্রদল কমিটি দিয়েছে আরও বেশ কিছুদিন আগে, সেটা নিয়ে বুয়েটের শিক্ষার্থীরা কোন কথা বলে না কেন? #ছাত্রলীগ বরং বুয়েটের শিক্ষার্থীদের সিদ্ধান্ত ও চাওয়াকে সম্মান করেছে, যেটা অন্য কোন ছাত্র সংগঠন করে নাই l
৭. বুয়েটে #ছাত্রলীগের কোন কমিটি নেই, কোন কার্যক্রমও নেই, তাই এখন #ছাত্রলীগ বিরোধী বা ছাত্র #রাজনীতির বিরুদ্ধে আন্দোলনের কোন অর্থ নেই।
৮. বুয়েটে কেন সুন্দর একাডেমিক পরিবেশ থাকার পরও পরীক্ষাও ক্লাশ বর্জনের সিদ্ধান্ত? এটা কি #হিজবুত বা শিবিরের হাই-কমান্ডের সিদ্ধান্ত? এখন যদি বুয়েটে রাজনৈতিক কোন সংগঠনের পক্ষ থেকে কোন রকম অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা না হয়, তবে #একাডেমিক কার্যক্রম বন্ধ কেন?
৯. বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক কি রাত ২ টায় ক্যাম্পাসের মেইন গেটে বসে থেকে পাহারা দেবে নাকি এই দায়িত্ব সিকিউরিটি অফিসার ও গার্ডদের? ছাত্রকল্যাণ পরিচালকের অব্যাহতি চেয়ে আন্দোলন করা কতোটুকু যৌক্তিক , যদি তার পক্ষ থেকে কোন রকম অনুমতি [ লিখিত ] দেওয়া হয়ে না থাকে?
স্পষ্ট বুঝা যাচ্ছে একাডেমিক কার্যক্রম ব্যহত করাই এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য। যার নেপথ্যে রয়েছে #শিবির ও #হিজবুততাহরীর।
#বুয়েট #Buet #BuetMovement #BuetNews #BuetIssue #StudentPolitics #Bangladesh #BangladeshNews #BangladeshUpdate

ছবি: ফেসবুক

তন্ময় আহমেদ : বুয়েটের সাবেক ছাত্র ও আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়ক।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ১০:১৭

এস.এম.সাগর বলেছেন: সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিয় রাজনিতি নিশিদ্ধ করা হোক।

২| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ১০:১৮

এস.এম.সাগর বলেছেন: বর্তমান সময়ে জঙ্গী সংগঠন ছাত্রলীগ

৩| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ১০:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: আবরার হত্যার পর বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ ছিল। ছাত্রলীগ চুপ ছিল। কিন্তু শিবির বুয়েটকে রীতিমতো মাদ্রাসা বানিয়েছে। হিজবুত তাহরি ওরফে জঙ্গি জামাত শিবিরের বুয়েটকে জঙ্গি দের আস্তানা ও মাদ্রাসা বানানোর সকল ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য ক্যাম্পাস ছাত্র লীগ এর পাহারা দেয়ার দরকার। তবে দলীয় ক্ষমতার অপব্যবহার করে আবরার হত্যা বা কোন রকম নোংরামি যেন কেউ করতে না পারে সেদিকেও নজর দিতে হবে।

৪| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেজুড় ভিত্তিক দলীয় সংকীর্ণ রাজনীতি চিরতরে উচ্ছেদ করা হোক ।
নিষিদ্ধ করা হোক ।
এখানে কেবলই জ্ঞান চর্চা হবে ।
রাজনীতি চর্চা করার জন্য অন্য জায়গায় আছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিধিবদ্ধভাবে কেবলমাত্র ছাত্র কাউন্সিল থাকতে পারে ।
বাকিগুলো সবই অসভ্যতা।

০১ লা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: ঠিক আছে। ছাত্ররাজনীতি নিয়ন্ত্রণ করা উচিত।
কিন্তু কোনো প্রতিষ্ঠানে জামায়াত-শিবির রাখা চলবে না।
আপনাকে অনেক ধন্যবাদ।

৫| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৮

তানভির জুমার বলেছেন: ৯ টা প্রশ্নের ৯ টাই মিথ্যা এবং বানোয়াট। ছাত্রলীগ তার বিষাক্ত ছোবলে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে । বুয়েটের আবরার কে নির্মমভাবে হত্যা করেছিল কারা এটাতো ক্লাস ১ এর বাচ্চাও জানে। তা ভাই আপনি ছাত্রলীগের কোন কমিটিতে আছেন? সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে কোন দলের রাজনীতি নিষিদ্ধ করা হোক।

০১ লা এপ্রিল, ২০২৪ রাত ৯:২৮

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: সত্য চেনার ক্ষমতা আপনার নেই।
আবরার শিবির-শাবক। বেঁচে থাকলে সেও মানুষ খুন করতো। এটা ওদের পৈতৃক ব্যবসা।
সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রাজনীতি নিষিদ্ধ হলে রাজাকারদের পোয়াবারো।


ধন্যবাদ আপনাকে।

৬| ০১ লা এপ্রিল, ২০২৪ রাত ১:২৭

বলেনজি বলেছেন: - ছাত্রদের হয়রানি করা হয়, শিবির আছে এসব বানোয়াট বক্তব্য আপনি কিভাবে দিচ্ছেন?
- আর হিজবুতের মেইল/কিউআর দেখার সাথে সাথে কর্তৃপক্ষ+ভিসিকে লিখিত ও মৌখিক অভিযোগ করা হয়েছে
- বুয়েটে থাকা যে অন্য যে কারোর মেইল সহজেই জানতে পারে বুয়েটে হয় আপনি পড়েন না নাহলে জেনেও নিজের স্বার্থসিদ্ধির জন্য এটা লেখায় উল্লেখ করেন নাই।
- টাঙ্গুয়ার হাওরের ব্যক্তিরা যদি আসলেই শিবিরের হয় তাহলে
১। তারা বুয়েটের বাইরে কাজটা করেছে তাই আমাদের জানার উপায় নেই
২। তারা রাজনৈতিকভাবে সক্রিয় থাকলে ইমতিয়াজের মতো তাদেরও বহিষ্কার করা হোক কিন্তু সেটা উপযুক্ত প্রমাণের ভিত্তিতে
- ২৮ তারিখ রাত তিনটায় ছাত্রলীগ বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে শোডাউন, বাইক, প্রাডো গাড়ি নিয়ে এসে অনায়াসে ঢুকে যায়। গার্ডরা জানায় যে প্রশাসন থেকে ডিএসডাবলু নিজে তাদের অনুমতি দিয়েছে। এজন্যই এত দ্রুত সবাই সম্মিলিত হয়ে আন্দোলনে নামে।

সর্বোপরি সকল শিক্ষার্থীরা আবরার ভাইয়ের রক্তের সাথে বেইমানি করে সাধারণ শিক্ষার্থীদের নীপিড়নের উদ্দেশ্যে নিজেদের বিক্রি করে দিয়েছে তাদেরকে অবশ্যই বহিষ্কার করা উচিত।

৭| ০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ১০:১৯

নতুন বলেছেন: জঙ্গীদের জন্য দেশের পুলিশ আছে, তার জন্য ছাত্রলীগের দরকার নাই।

দেশের সকল শিক্ষাপ্রতিস্ঠানে ছাত্ররাজনিতি বন্ধ করা উচিত।

বিদেশের স্কুল কলেজে এভাবে ছাত্রদের লাঠিয়াল বাহিনিতে পরিনত করেনা।

ছাত্ররা বিতর্ক শিখবে, বিভিন্ন অনুস্ঠান আয়োজন, পরিচালনার মাধ্যমে গঠনমুলক কাজের মাধ্যমে নেতৃিত্বের গুনাবলি অর্জন করে।
৫২,৭১ এর নাম করে এই ভাবে রাজনিতিক দলের লাঠিয়াল বাহিনি তৌরির পথ বন্ধ করা উচিত।

৮| ০১ লা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২২

ফিনিক্স পাখির জীবন বলেছেন: ছাত্র রাজনীতির নামে যেটা দেশে চলছে, সেটা ভাল কিছু না। এটা হল রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তি। এই ছাত্র সংগঠনগুলো ছাত্রদের উপর টর্চার করে, বিরোধী মতকে দমন করে আর যখনই সাধারণ ছাত্ররা সরকারের/সরকার ঘেষা কারো খারাপ কাজের বিরোধিতা করে, হয় তাদের ওপর হেলমেট পরে ঝাপিয়ে পড়ে নয়ত ভেতরে ঢুকে কথা চালাচালির নামে পিঠে ছুরি মারে।
এগুলো ছাত্র রাজনীতির কলংক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ছাত্র রাজনীতির যে উজ্জ্বল ইতিহাস আর ঐতিহ্য ছিল, সব ১৯৯০ এর পর থেকে চুড়ান্ত দলীয় লেজুড়বৃত্তির মধ্যে পড়ে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে।

৯| ০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:০৪

ধুলো মেঘ বলেছেন: বুয়েটে ছাতালীগের পান্ডাগুলোকে দেখলে আজকাল আর কেউ সালাম দেয়না - তাই বুয়েটে শিবির আবিষ্কার করে ছাত্র রাজনীতি ফেরানোর মরাকান্না শুরু হয়েছে।

১০| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: প্রশ্ন গুলো ভালো ছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.