নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে মৃত্যু অথবা পাথর চোখ

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩২







উদাসীন ইচ্ছে মৃত্যুতে সহমরণে রাজপথ 

ইথারে রাতভর ক্রন্দনরত সুর 

অবলীলায় পৌছে যায় ঘোরগ্রস্থ শ্মশানে

অতীত শৈশব সকাল স্মৃতির রোমন্থন।

অন্ধকার স্যাঁতস্যাঁতে আকাশে--

জেগে উঠে বিশুদ্ধ গণিকা চাঁদ

হিসাব সমীকরণে মৃত গোলাপ!



হুইস্কির ঝাঁঝালো গন্ধে সোডা মিশ্রণ

সমসত্ব অগণন পেগ নির্মাণ, বারোয়ারী

গেলাসে! কর্মকৌশল জৈবিক মানবিক

মাতলামীর শেষ আশ্রয় চৌরাস্তায়!

ইতিহাস সমর্পিত জ্ঞান--

বাহুল্য দোষে ম্যুরালে ক্ষতের দাগ 

এফোঁড় ওফোঁড়, স্থাপত্য স্বীকৃতি! পাথর চোখ।

মন্তব্য ৯২ টি রেটিং +২০/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪

ভিয়েনাস বলেছেন: প্রত্তম প্লাস :D

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্লাস পেতে ভাল্লাগে! B-))
বাট এরচে বেশি ভালো লাগে কবিতা নিয়ে কিছু বললে। /:)
গুড নাইট ব্রো।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪২

সোনালী ডানার চিল বলেছেন: কবিতায় খুব ভালোলাগা
শুভোরাত্রি

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস প্রিয় কবি।
ভালো থাকবেন।
গুড নাইট।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩

যুবায়ের বলেছেন: চমতকার কবিতা.....
প্লাস++++

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
গুড নাইট।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১

রাইসুল সাগর বলেছেন: কোন কালক্ষেপন ছাড়াই +


অনেক অনেক শুভকামনা জানিবেন আ আ সরকার ভাই। :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
গুড নাইট।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২০

আশিক মাসুম বলেছেন: বাহুল্য দোষে ম্যুরালে ক্ষতের দাগ
এফোঁড় ওফোঁড়, স্থাপত্য স্বীকৃতি! পাথর চোখ।



নির্ভেজাল কবিতা।

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
ব্লগে স্বাগতম।
গুড নাইট।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩২

গৃহত্যাগী পূর্ণিমার আলো বলেছেন: ভালো :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
ব্লগে স্বাগতম।
গুড নাইট।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩

শহিদুল ইসলাম বলেছেন: ভালো লাগল খুব

সুন্দর !

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ সকাল।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

নক্ষত্রচারী বলেছেন: চমৎকার !

ভালো লাগল অনেক :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস নক্ষত্রচারী।
শুভ সকাল।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

কালোপরী বলেছেন: কি শক্ত শক্ত কথারে বাবা, দাত ভাইঙ্গা গেসে। স্বেচ্ছাসেবক রে দাত দেখামু, বিল দেন তাড়াতাড়ি।



















চমৎকার গাঁথুনি, অসাধারণ :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
স্বেচ্ছা সেবক ডাক্তাররা আওয়াজ দেন! :-/ কালোপরীর দাঁত বাধাই করতে হবে! :D :D

থ্যাঙ্কস আপু।
শুভ সকাল।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

মামুন রশিদ বলেছেন: চমৎকার । খুব ভালো লাগলো ।

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মামুন ভাই।
শুভ সকাল।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতা পড়লাম বাট এক লাইনের সাথে আরেক লাইন তেমন মিলাতে পারলাম না। কেমন জানি খাপছাড়া খাপছাড়া লাগলো

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার কাছে লাগছে না। আপনি যেহেতু বলছেন খাপছাড়া লাগছে তাই অবশ্যই ভেবে দেখবো।

থ্যাঙ্কস মাসুম ভাই।
আপনার আন্তরিক পাঠে।
শুভ সকাল।

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

অপর্ণা মম্ময় বলেছেন: হুইস্কির ঝাঁজালো গন্ধে সোডা মিশ্রণ
সমসত্ব অগণন পেগ নির্মাণ, বারোয়ারী
গেলাসে

------ এই লাইনগুলোর সাথে পরের লাইনের ঠিক সামঞ্জস্যতা পেলাম না। কি জানি আজ ঠিক কবিতা পড়ে আরাম পাই নাই । আমিই হয়ত বুঝতে পারতাছি না ।

শুভ লেখালেখি আলাউদ্দিন

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, আপনি বলার পর আরো কয়েকবার পড়লাম। বাট আমার কাছে সমস্যা মনে হয় নাই। হয়তো, এখন সেভাবে কনসেন্ট্রেট করতে পারি নাই। আমি আবার দিনের আলোতে কবিতা নিয়ে সেভাবে ভাবতে পারি না!

রাতে আবার দেখবো। যদি সমস্যা মনে হয় তবে অবশ্যই চেঞ্জ আনবো।

থ্যাঙ্কস আপু।
ভালো থাকুন।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতাটায় কিছুটা চেঞ্জ আনা হলো। থ্যাঙ্কস মাসুম ভাই, অপর্ণা আপু।
আশা করি এখন আগের থেকে সুখপাঠ্য হবে।

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কিছুটা ঝামেলার মধ্যে আছি। আপনারা যারা কমেন্ট করবেন তাদের রিপ্লাই পেতে দেরী হবে।

সবাই ভালো থাকবেন।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

বিষাদ সজল বলেছেন: ভাই আমার কবিতা লেখার খুব শখ ।
কিন্তু যখনই আপনার কবিতা পড়ি নিজের লেখনীর ক্ষমতাকে (আমার ভাষায়) খুব অসহায় মনে হয় ।
নিজেকে বড় বিপন্ন মনে হয় ।
ভাবি আপনার কবিতা আর পড়বনা ।
হয়তো ঈর্ষাকাতর হয়েই ।
তবুও না পড়ে থাকতে পারিনা ।
চমৎকার লিখেছেন ভাই ।
ভাললাগা রইল ।

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, আমি ভালো লিখি না। এখনো ঠিকভাবে কবিতা লেখা শিখে উঠতে পারি নাই। তবে ভালো লেখার একটা পূর্বশর্ত হলো বেশি বেশি পড়া।

থ্যাঙ্কস ব্রো।
শুভ সন্ধ্যা।

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

একজন আরমান বলেছেন:
হুইস্কির ঝাঁজালো গন্ধে সোডা মিশ্রণ
সমসত্ব অগণন পেগ নির্মাণ, বারোয়ারী
গেলাসে! কর্মকৌশল জৈবিক মানবিক
মাতলামীর শেষ আশ্রয় চৌরাস্তায়!


দারুন !

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আরমান।
শুভ সন্ধ্যা।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

হাসান মাহবুব বলেছেন: হুইস্কির গেলাসে বরফ হয়ে যাওয়া মনের টুকরো গলতে থাকে, গলতে থাকে স্মৃতি, বর্তমান। মিশে যায় ঝাঁঝালো দ্রবণে। একাকার হয়ে যায়।

ভালো লাগলো কবিতা।

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একাকার হইতে মুঞ্চায়! ;) :D
থ্যঙ্কস আ লট হা-মা ভাই।
শুভ সন্ধ্যা।

১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

নেক্সাস বলেছেন: কবিতায় ভাল লাগা জানালাম কবি

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ সকাল।

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

ভিয়েনাস বলেছেন: অন্ধকার স্যাঁতস্যাঁতে আকাশে--
জেগে উঠে বিশুদ্ধ গণিকা চাঁদ
হিসাব সমীকরণে মৃত গোলাপ!
হিসেবের খাতা সব সময় শুন্য।

কবিতা দেখি আগের থেকে একটু নতুন রুপ ধারন করেছে। এডিট ভালো হয়েছে।

শুভ কামনা রইলো :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দৌড়ের উপর আছি। শুভকামনা দৌড় থামাইতে পারবো না!!

থ্যাঙ্কস ব্রো।
শুভ সকাল।

১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

স্বপনবাজ বলেছেন: অন্ধকার স্যাঁতস্যাঁতে আকাশে--
জেগে উঠে বিশুদ্ধ গণিকা চাঁদ
হিসাব সমীকরণে মৃত গোলাপ!
লাইন কটা নিজের মত করে ব্যাবহার করতে মন চাচ্ছে !
অসাধারণ কবি !

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস স্বপন।
ইউজ করতে ইচ্ছে করলে নিজের মত ব্যবহার করতে পারেন।
শুভ সকাল।

২০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

নীল-দর্পণ বলেছেন: :-B :-B

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
! :|

২১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

নীল-দর্পণ বলেছেন: আমার অবস্থা কালো পরী আপুর চাইতে খারাপ। আপুর তো দাঁত ভেংগে গেছে আর আমার গুলো খুলে ঝরঝর করে পড়েই গেসে B:-)

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:




নিজেই লাগাইয়া লইয়েন!! :D
থ্যাঙ্কস শুভ দুপুর।

২২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
কঠিন কিছু শব্দ দেখলাম :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর।

২৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

অস্থির ভদ্রলোক বলেছেন: দারুন লাগলো ভাইয়া। এক কথায় অসাধারণ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস অস্থির।
ব্লগে স্বাগতম।
ভালো থাকবেন।

২৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

শায়মা বলেছেন: +++ :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যঙ্কস আপু।
শুভ দুপুর।

২৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

ডানাহীন বলেছেন: একগ্লাস কবিতা .. শব্দের মাদক আছে, ঝাঁঝালো গন্ধ আছে কিন্তু আবেশে চোখ বুজে আসছে না ..

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একগ্লাস কবিতা!!
হা হা হা! চরম বলেছেন তো!

থ্যাঙ্কস আ লট ডানা।
শুভ সন্ধ্যা।

২৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

ফয়সাল হুদা বলেছেন:
ওয়াও দারুণ!!
কবিতা শব্দ জটিল সমীকরণ ষ্টাইলীয় ...


++

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস হুদা ভাই।
আপনি নতুন পোষ্ট দিচ্ছেন না, কেন? /:)
শুভ সন্ধ্যা।

২৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

নীল বরফ বলেছেন: কর্মকৌশল জৈবিক মানবিক
মাতলামীর শেষ আশ্রয় চৌরাস্তায়!


খুব ভালো লাগলো এই লাইনটি প্রিয় কবি। সাথে আছি সবসময়।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বাহুল্য দোষে ম্যুরালে ক্ষতের দাগ
এফোঁড় ওফোঁড়, স্থাপত্য স্বীকৃতি! পাথর চোখ।



আমার কেন যেন মনে হচ্ছে, আমার এই পোষ্টের আগের পোষ্টের কবিতা দুইটা আপনার ভাল্লাগবে। পড়ে দেখতে পারেন।

থ্যাঙ্কস নীল।
ভালো থাকবেন।
শুভ সন্ধ্যা।

২৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

রাইসুল নয়ন বলেছেন: বরাবরের মতই সুন্দর ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ কামনা।
গুড নাইট।

২৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

নুসরাতসুলতানা বলেছেন: ভাল।তবে এত বিষন্নতা কেন ? এরপর আপনার কবিতায় বিদ্রোহ আসুক,আসুক বিপ্লব..........।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতাটা ঠিক বিষাদ নিয়ে লেখা না। কবিতাটা লেখার সময় অন্যভাবণা মাথায় ছিলো। হুমম, এটা স্বীকার করতেই হয়, এতে বিষাদের টাচ আছে।

কখন কী কবিতা মাথায় আসে, আগে থেকে বলা যায় না।

ভালো থাকুন।
শুভ রাত।

৩০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

সায়েম ভাই, আছেন কেমন? আপনার কবিতা পড়ি না অনেকদিন!কবিতা দেন! এবং অবশ্যই সহজ কবিতা দিবেন, মাথায় আজকাল কিচ্ছুই ঢুকছে না।
ভালো থাকবেন।

৩১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

সান্তনু অাহেমদ বলেছেন: কবিতায় অনেক ভালোলাগা রইল কবি।++

শুভ কামনা।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মন ভালো নাই সান্তনু'দা।
কিছু পড়তে পারছি না। আপনাকে অনেকদিন পর দেখলাম।
ভালো থাকবেন।

৩২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: পাথর চোখ !

স্বেচ্ছামৃত্যু ! সম্মোহন ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস প্রিয় কবি।
শুভ দুপুর।

৩৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

প্রত্যাবর্তন@ বলেছেন: খুব সুন্দর

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
ব্লগে স্বাগতম।
শুভ দুপুর।

৩৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

শ্রাবণ জল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
ছবিটাও সুন্দর।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
শুভ সন্ধ্যা।

৩৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

চয়নিকা আহমেদ বলেছেন:
ঝাঁঝালো যন্ত্রণার উদগিরন দেখলাম কবিতার দেয়ালে,
মন বিক্ষিপ্ত ,
বোঝা গেলো।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
ভালো থাকুন।
শুভ সন্ধ্যা।

৩৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওই দিন পড়েছি। কিছুই বুঝিনি।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমরা ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছায় অনেককিছু করি। লাভক্ষতি ভেবে না ভেবে, অথবা নিয়তি আমাদের অনিচ্ছায় অনেককিছুই করিয়ে নেয়! আবার এই নিয়তির কলকাঠিই আমাদের স্বীকৃতি দেয়, যা আসলে আমরা চাই না। আশাকরি, এই কয়েকলাইনে কবিতাটা বুঝতে সুবিধা হবে আপনার।

থ্যাঙ্কস স্বর্ণা।
অনেকদিন পর আপনাকে দেখলাম।
শুভ সন্ধ্যা।

৩৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন:
বাহুল্য দোষে ম্যুরালে ক্ষতের দাগ
এফোঁড় ওফোঁড়, স্থাপত্য স্বীকৃতি! পাথর চোখ।


সুন্দর!!!


ভালো লাগা রইলো অনেক।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ৎঁৎঁৎঁ।
ভালো থাকুন।
শুভ সন্ধ্যা।

৩৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

সান্তনু অাহেমদ বলেছেন: ইতিহাস সমর্পিত জ্ঞান--
বাহুল্য দোষে ম্যুরালে ক্ষতের দাগ
এফোঁড় ওফোঁড়, স্থাপত্য স্বীকৃতি! পাথর চোখ।
-চমৎকার দাদা।++

অনেক ভালো লাগা রইল।

শুভ সকাল।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পু্নঃপাঠে ধন্যবাদ।
শুভ দুপুর।

৩৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

আরজু পনি বলেছেন:

কর্মকৌশল জৈবিক মানবিক
মাতলামীর শেষ আশ্রয় চৌরাস্তায়!...............


পাথর চোখে ভালো লাগা রইল।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস পনি'পু।
শুভ সন্ধ্যা।

৪০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

লোনলিফাইটার বলেছেন: কঠিন +++ :)

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাংক ইউ ফাইটার।
শুভ সন্ধ্যা।

৪১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

রাতুল_শাহ বলেছেন: হালকা কঠিন মনে হল। কয়েকবার পড়ে বুঝার চেষ্টা করছি।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যখন যেমন আসে। আমার খুব কমই কিছু করার আছে রাতুল ভাই।
আপনি অনেকদিন পর আসলেন। আর অনেক লেখা মিস করছেন। সবগুলোতে আপনার কমেন্ট চাই।

আপনার কমেন্ট ছাড়া আমার পোষ্টগুলো অসম্পূর্ণ থেকে যায়।
ভালো থাকবেন রাতুল ভাই।

৪২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

অদৃশ্য বলেছেন:




অন্ধকার স্যাঁতস্যাঁতে আকাশে--
জেগে উঠে বিশুদ্ধ গণিকা চাঁদ
হিসাব সমীকরণে মৃত গোলাপ!
____________________

খুব ভালো লেগেছে আমার..... ভালোলাগা জানিয়ে গেলাম



শুভকামনা....

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট ব্রো।
আপনাকে দেখে ভালো লাগছে।
শুভ বিকেল।

৪৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

সোমহেপি বলেছেন:
আমি পড়তে গিয়ে এমন পড়তেই স্বাচ্ছন্দবোধ করলাম।

উদাসীন ইচ্ছে মৃত্যু সহমরণ রাজপথ
ইথারে রাতভর ক্রন্দনরত সুর
অবলীলায় পৌছে যায় ঘোরগ্রস্থ শ্মশান
অতীত স্মৃতির রোমন্থন।
অন্ধকার স্যাঁতস্যাঁতে আকাশে--
জেগে উঠে বিশুদ্ধ গণিকা চাঁদ
হিসাব সমীকরণে মৃত লাল গোলাপ!

হুইস্কির ঝাঁঝালো গন্ধে সোডা মিশ্রণ
সমসত্ব অগণন পেগ , বারোয়ারী গেলাস!
মাতলামীর শেষ আশ্রয় চৌরাস্তায়!
ইতিহাস সমর্পিত জ্ঞান--
বাহুল্য দোষে ম্যুরালে ক্ষতের দাগ
এফোঁড় ওফোঁড়, স্থাপত্য স্বীকৃতি! পাথর চোখ।


অনেক ভালো কবিতা।
শুভকামনা।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যঙ্কস সোমভাই।
আপনার পাঠ ভালো লেগেছে।
ভালো থাকবেন।

৪৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

মাক্স বলেছেন: ভালো লাগলো++++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মাক্স।
শুভ দুপুর।

৪৫| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

বোকামন বলেছেন: মাতলামীর শেষ আশ্রয় চৌরাস্তায়!
ইতিহাস সমর্পিত জ্ঞান--
+++

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বিক্ষিপ্ত থেকে থেকে প্রাণের অর্গল বেজে চলে
ছোঁয়া হয় না হৃদয় তোমাকে
সবুজের নির্জাস, দীর্ঘশ্বাস ছেড়ে
বিপথগামী সেই পুরনো পথে
হেঁটে চলে, আনমনা একাকী
নিজের আত্নজ দ্বৈত সত্তার সঙ্গীতে!

পড়ার জন্য থ্যাঙ্কস।

শুভ বিকেল।

৪৬| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

বৃতি বলেছেন: চমৎকার লিখেছেন! আপনার ছবি নির্বাচনও আমার বেশ পছন্দের ।

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস বৃতি।

ছবি সিলেকশন হয়ে যায়, আর কি!

শুভ বিকেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.