নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

তুমি আমি পরস্পর

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২





তুমি আমি মুখোশের আবডালে

ঠিক যেন নষ্ট দুধে পনির!



মতভেদের সার-সংক্ষেপে জড়িয়ে

যাঁতাকলে পিষ্ঠ দু’জনে;

অথচ অবমুক্ত দু’জনে

রোদচশমাহীন পূর্ণনেত্রে নীলাকাশ।



তুমি আমি পরস্পর

মসজিদ, মন্দির।



তুমি আমি পরস্পর

চার্চ, সিনাগগ একাকার।



তুমি আমি পরস্পর

একটাই পৃথিবী ও স্বর্গ।







* রুমি থেকে অনুপ্রাণীত।

মন্তব্য ৯০ টি রেটিং +২৭/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগল।
প্রথম ভালো লাগা জানালাম।
+++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।

নেট প্রোবলেমের কারণে ব্লগে বসা হয় না। আশাকরি শীঘ্রই নিয়মিত হবো।

২| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

আমিভূত বলেছেন: ভালো লাগলো কবিতা ।

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
শুভ সন্ধ্যা।

৩| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার। কবিতা+ছবি দুটোই!!!!!

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
শুভ সন্ধ্যা।

৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৪

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার।
* ছবিটাও সুন্দর হৈসে ||

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মুন।
শুভ সন্ধ্যা।

৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৮

একজন আরমান বলেছেন:
তুমি আমি মুখোশের আবডালে
ঠিক যেন নষ্ট দুধে পনির!

দারুন।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আরমান।
শুভ সন্ধ্যা।

৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:২০

বিষাদ সজল বলেছেন: ভিন্নধর্মী উপমা ।
তবে ভাল লেগেছে ।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ দুপুর।

৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

+++++++++++++

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ দুপুর।

৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪০

রাইসুল নয়ন বলেছেন: ভালো লাগা রইলো কবি ।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস নয়ন।
শুভ কামনা।
শুভ দুপুর।

৯| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬

সায়েম মুন বলেছেন: সুন্দর!

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর।

১০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ লাগলো।
পারস্পরিক কবিতায় ভালোলাগা।।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর।

১১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যঙ্কস হা-মা ভাই।
শুভ দুপুর।

১২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৭

মামুন রশিদ বলেছেন: দারুন । ভালো লেগেছে ।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মামুন ভাই।
শুভ দুপুর।

১৩| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৮

প‌্যাপিলন বলেছেন: ভাল লাগলো

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট ব্রো।
ভালো থাকবেন।

১৪| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার পোষ্টে অফ টপিক কথাবার্তা পছন্দ করি না। আর সহ ব্লগারদের নিয়ে আপনার কমেন্ট দেখে আপনার পাছায় দুইটা লাথি বসাতে ইচ্ছে করছে।

১৫| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
খুব ভালো লাগা...............
শুভেচ্ছা কবি!!!

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা লেখা ভুলে গেছি। আজকাল পড়তেও পারছি না।

থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর।

১৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: বেশ লাগলো, সুখপাঠ :)

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস বস।
শুভ বিকেল।

১৭| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৪

স্বপনবাজ বলেছেন: তুমি আমি তে ভালোলাগা !

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এরচে বেশি কিছু!

থ্যাঙ্কস স্বপন।

১৮| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:২৫

নক্ষত্রচারী বলেছেন: সুন্দর তো !

শুভরাত্রি ।

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস নক্ষত্রচারী।
শুভ বিকেল।

১৯| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

নীল বরফ বলেছেন: কবি, তোমার কবিতা পড়ে থমকে যাই!।বড় ভালো লাগা রইল।

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ বিকেল।

২০| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

গ্রাম্যবালিকা বলেছেন: তুমি আমি পরস্পর
একটাই পৃথিবী ও স্বর্গ।


সুন্দর!

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস বালিকা।
শুভ বিকেল।

২১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪

সোমহেপি বলেছেন: nice !!

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
আপনাকে দেখে ভালো লাগছে।

২২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৮

শাহেদ খান বলেছেন: দারুণ ! আমার অনেক ভাল লাগল !

ছবিটাও কি আপনার আঁকা? সুন্দর !

+++

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, এটা Shams Tabrizi-এর আঁকা। আমি ছবি আঁকতে পারি না। আর ছবিটা একটা ফেবু পেইজ থেকে সংগ্রহ করা।

থ্যাঙ্কস আ লট কবি।
শুভ রাত্রি।

২৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২

নস্টালজিক বলেছেন: স্পিরিট! ইন্সপায়ারিং!



শুভেচ্ছা, আলাউদ্দিন!

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস বস।
শুভ রাত্রি।

২৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৩

মাহবু১৫৪ বলেছেন: খুবই সুন্দর

+++++++

ভাল লাগা

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মাহবুব ভাই।
শুভ রাত্রি।

২৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২

ভুল উচ্ছাস বলেছেন: সুন্দর। আসলেই।


তুমি আমি মুখোশের আবডালে
ঠিক যেন নষ্ট দুধে পনির!



লাইন দুইটা একটু বুঝায়ে বলবেন, দ্বিতীয় লাইনের মধ্যে তুমি আর আমি কি অবস্থায় আছে?

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি যে দু'লাইন ক্যোট করছেন, সে দুলাইনের ব্যখ্যা দেয়া সম্ভব না। তবে আপনার সুবিধার জন্য কবিতার মূল থিম বলে দিচ্ছি।
কবিতাটার মূল বিষয় সাম্যবাদ। ধর্ম নয়।

ব্লগে স্বাগতম উচ্ছাস।
শুভ রাত্রি।

২৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। !!

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কাভা।
শুভ রাত্রি।

২৭| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

ডানাহীন বলেছেন: কবিতাও তখন অস্ত্র যখন একটি শব্দে উচ্চারিত হয় দশগুন, শতগুন শব্দ ..

চমৎকার ।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ডানাহীন কবি।
শুভ রাত্রি।

২৮| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

লেখোয়াড় বলেছেন:
তুমি আমি - দুজনে, এভাবে যখন দেখা হয় তখন মায়া আর মমতা এসে ভীড় করে।
তখন খুব ভাল থাকতে ইচ্ছে করে আর কবিতা পড়তে ইচ্ছে করে।

তবে সব কিছু ছেড়ে, এখানে মসজিদ, মন্দির আর পৃথিবী আর স্বর্গ এনে কবিতাটাকে আরো
অন্য মাত্রায় এনেছেন, তাই ভাললাগা আরো বেশি পেয়ে বসল।

অনেক অনেক ভাল থাকুন আলাউদ্দিন।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট লেখোয়াড় ব্রো।
শুভ রাত্রি!

২৯| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

রেজোওয়ানা বলেছেন: ভাল লেগেছে......

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
গুড নাইট।

৩০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ২:১৩

আশিক মাসুম বলেছেন: তুমি আমি পরস্পর
একটাই পৃথিবী ও স্বর্গ



সুন্দর।

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মাসুম ভাই।
শুভ দুপুর।

৩১| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫০

অদৃশ্য বলেছেন:





'' তুমি আমি পরস্পর
একটাই পৃথিবী ও স্বর্গ।'' ..... আমিও এভাবেই বল্লাম... খুব ভালো লাগলো লিখাটি....

রুমির দু'চারটা লিখা পড়েছি.... তার সব লিখা পাঠ করবার খুব ইচ্ছা...


শুভকামনা...

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
The soul of Rumi - Colman Barks, pore dekhte paren. obossoi English ta porben. valo Onubad bazare paoa jay na.

Thanks buddy.
Good Afternoon.

৩২| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

আলম িসিিদ্দকী বলেছেন:
তুমি আমি মুখোশের আবডালে
ঠিক যেন নষ্ট দুধে পনির!
....................................
++

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আলম ভাই।
শুভ বিকেল।

৩৩| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

শ্রাবণ জল বলেছেন: সুন্দর।

১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
শুভ সন্ধ্যা।

৩৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: তুমি আমি পরস্পর
একটাই পৃথিবী ও স্বর্গ।

আহ ! জোশ !

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ সন্ধ্যা।

৩৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৫

নীল-দর্পণ বলেছেন: সুন্দর তো :)

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেকদিন পর দেখলাম! অবশ্য আমিও ব্লগে ছিলাম না অনেকদিন।
আশা করি ভালো আছেন।

থ্যাঙ্কস।

৩৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:১০

আরজু পনি বলেছেন:

রুমী থেকে অনুপ্রাণিত বিষয়টা ভাবতেই বেশ লাগছে...
ভালো লাগা রইল।।




মতবেধের নাকি মতভেদের ??

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রুমি আমার খুবই পছন্দের। সময় পেলেই পড়ার চেষ্টা করি।
আর বানানটা ধরিয়ে দেয়ার জন্য ম্যানি ম্যানি থ্যাঙ্কস।
শুভ রাত্রি পনি'পু।

৩৭| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০২

ফয়সাল হুদা বলেছেন:
একটাই পৃথিবী ও স্বর্গ
ভেদাভেদহীন,একান্নবর্তী.....



খুব ভালোলাগা।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একটাই পৃথিবী ও স্বর্গ
ভেদাভেদহীন,একান্নবর্তী.....


থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর।

৩৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫

অদ্বিতীয়া আমি বলেছেন: তুমি আমি পরস্পর
একটাই পৃথিবী ও স্বর্গ

অল্প শব্দের কিন্তু অসাধারন !

১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস অদ্বিতীয়া আমি।
গুড নাইট।

৩৯| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫

হাবিব কবি বলেছেন: ভাগ্যবানেরা সূফি কবি মাওলানা জালাল উদ্দিন রুমি (রহঃ) থেকে অনুপ্রেরণা লাভ করে।

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এখানে ভাগ্যবানের কী হলো? :|
পড়ার জন্য ধন্যবাদ।
ব্লগে স্বাগতম।

৪০| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

ইনকগনিটো বলেছেন: দারুন, কবি!

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ সন্ধ্যা।

৪১| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১২

নেক্সাস বলেছেন: এটা অনেক পরিণত কবিতা আলাউদ্দিন ভাই। একদম কবিতা বলতে পুরাই কবিতা

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ দুপুর।

৪২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫১

আমিনুর রহমান বলেছেন: অনন্য ও অসাধারন +++

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট আমিন ভাই।
শুভ দুপুর।

৪৩| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৪

আলী প্রাণ বলেছেন: তুমি আমি পরস্পর
মসজিদ, মন্দির

এ শব্দমালা কাল ফাঁসির দড়ি হবে। তবুও সুন্দর হৃদয় নিয়ে মরতে পারাও শান্তির।

নিরাপদে থাকুন।

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
আপনিও নিরাপদে থাকুন।
ভালো থাকুন।
ব্লগে স্বাগতম।

৪৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

রাতুল_শাহ বলেছেন: ++++++++++

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যঙ্কস ব্রো।
ভালো থাকবেন।

৪৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

শায়েরী বলেছেন: ভালো লাগলো

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস শায়েরী।

ব্লগে স্বাগতম।

শুভ রাত্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.