নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

চোখের দ্রাঘিমা জুড়ে টলটলে অশ্রুজল

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫



বৈষয়িক লেনদেনে নির্ঘুম তুমি আমি

কালের কন্ঠে কচিলেবুর ঝরে পড়া ঘ্রাণ!

হাওয়া ঘরে তীব্র আর্তনাদ, বেদনাতুর বিলাপ

প্রাচীন পৃথিবীতে ধূলোর সাগর। দূরের পথে

একটা দুইটা সবুজের দীর্ণ হলুদ পাতা

কালের যবনিকায় বিষাদের বিষবাষ্প!



হঠাৎ পাওয়া বিরূদ্ধ উচ্ছ্বাসে

অন্তরালে লুকিয়ে থাকা স্বল্পদৈর্ঘ্য বোধ

মিশকালো আঁধারে হারিয়ে যায়, আর্তনাদ করে।

ভোর ভোর আলোক সমীকরণে অবয়ব ঢেকে

অন্ধকার ঠিকরে বের হওয়া কালের সূর্যে

কামের গাণিতিক অনুভূতি!



কালের প্রসস্থ খেয়াঘাটে রুক্ষতার চর

ভরা যৌবনা ঘুম নিকেতন সমঝোতার

অবৈধ ভরাট প্রতিফলন।

স্বপ্নীল আবহে ফোঁটা ফোঁটা শিশিরবিন্দু

চোখের দ্রাঘিমা জুড়ে টলটলে অশ্রুজল

শুষ্কতার মরুকরণ!













ছবি সূত্র

মন্তব্য ৮৪ টি রেটিং +২৯/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮

নুসরাতসুলতানা বলেছেন: ভালো লাগলো +++++++

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
অনেকদিন পর আপনাকে দেখলাম! আশাকরি ভালো আছেন।
গুড নাইট!

২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার, অসাধারণ!!
খুব মৌলিক, অনবদ্য কবিতাটি আপনার লেখা সেরা ৩ এ থাকবে্.....

মানানসই ছবিটিতে আলাদা ভালোলাগা।

শুভকামনা কবি!!!!

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট কবি।
আপনার মন্তব্য অনেক অনুপ্রেরণা যোগায়।
ভালো থাকবেন।
গুড নাইট!

৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৯

একজন আরমান বলেছেন:
দারুন...

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আরমান।
ভালো থাকবেন।
গুড নাইট!

৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৪

শান্তা273 বলেছেন: ভালো লাগলো।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস শান্তা।
গুড নাইট!

৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট হা-মা ভাই।
শুভ রাত্রি ( শুভ জাগরণ)!

৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৫

নিশীপাখি বলেছেন: সুন্দর.....

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস নিখি।
ব্লগে স্বাগতম।
গুড নাইট।

৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: ++ দিয়ে গেলাম।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্লাসের জন্য ধন্যবাদ।

গুড নাইট।

৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১০

বৃতি বলেছেন: মুগ্ধপাঠ !

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
গুড নাইট।

৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত কবিতা।
খুব ভালো লাগলো।।

শুভকামনা কবি।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
আপনার জন্যও শুভকামনা রইল।
গুড নাইট।

১০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

+++++++++

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কান্ডারী।
সেদিন আপনার ব্লগে গিয়ে পোষ্ট পড়লাম। ভালো লাগছিলো বাট কমেন্ট করতে পারি নাই। যতোবারই কমেন্ট করতে চাচ্ছিলাম ততোবারই নেট ডিস্কানেক্ট হয়ে যাচ্ছিলো। শীঘ্রই আপনার ব্লগে দেখা হবে।

ভালো থাকবেন।
গুড নাইট।

১১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
অসাম।
ভেরী গুড নাইট ||

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মুন।
রাতে তো ঘুম হয় না! গুড নাইট দিয়ে কী হবে!?
গুড নাইট।

১২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯

স্বপনবাজ বলেছেন: চমৎকার, অসাধারণ!!

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস স্বপন।
ভালো থাকুন।
গুড নাইট।

১৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

দূর্যোধন বলেছেন: প্লাসাইলাম,কবি ।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস বস।
অনেকদিন আপনি পোষ্ট দেন না। নতুন পোষ্ট চাই।
গুড নাইট।

১৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ মিডনাইট!

১৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: অসাধারন++++

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস জনৈক।
গুড নাইট।

১৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১

ভুল উচ্ছাস বলেছেন: খুব সুন্দর লিখেন আপনি। শুভেচ্ছা জানবেন। :)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস উচ্ছাস।
আপনার কমেন্ট অনেক অনুপ্রেরণা যোগাবে।
গুড নাইট।

১৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

পেন্সিল চোর বলেছেন: ১৫ তম ভালোলাগা পেন্সিল চোরের।
ভাই পোস্ট সাবধানে রাইখেন আমার একটা পোস্ট ১১ টা নাগাদ গায়েব হইয়া গেছে :( :( :( :(
কে এমন করলো আমার সাথে!!
আমি কার কি ক্ষতি করলাম!!

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্লাসের জন্য থ্যাঙ্কস।
আপনার জন্য দুঃখিত।
ব্লগে স্বাগতম।

১৮| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৩:০০

নস্টালজিক বলেছেন: ছবি


ভাবনা


শব্দচয়ন



সুন্দর!



শুভেচ্ছা আলাউদ্দিন!

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এক লেখাটা অনেকদিন মাথায় ঘুরছিলো! একরকম সহ্য করতে না পেরে লিখতে বসা।

থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর।

১৯| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩

রাইসুল নয়ন বলেছেন: ভালো লাগলো ।

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস নয়ন।
শুভ দুপুর।

২০| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬

ডানাহীন বলেছেন: অনবদ্য অন্তরদহন ..

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার গল্পের পরবর্তী অংশ কই?

থ্যাঙ্কস ডানা।
শুভ দুপুর।

২১| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১০

মামুন রশিদ বলেছেন: স্বপ্নীল আবহে ফোঁটা ফোঁটা শিশিরবিন্দু
চোখের দ্রাঘিমা জুড়ে টলটলে অশ্রুজল
শুষ্কতার মরুকরণ!


শিরোনাম এবং কবিতা দুটোই চমৎকার ।

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যঙ্কস মামুন ভাই।
শুভ দুপুর।

২২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৪

নেক্সাস বলেছেন: চোখের দ্রাঘহিমা জুড়ে টলটলে অশ্রুজল



কিছুই বলার নাই...

দারুণ

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস নেক্সাস ভাই।
ভালো থাকবেন।
শুভ কামনা।

২৩| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯

আমিনুর রহমান বলেছেন: চমৎকার হয়েছে কবি +++

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আমিন ভাই।
শুভ দুপুর।

২৪| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬

ফয়সাল হুদা বলেছেন:
ওয়াও!!
শব্দ সম্ভারের কি দারুণ প্রকাশন !

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
অনেকদিন পোষ্ট দেন না। নতুন পোষ্ট চাই।
শুভ কামনা।

২৫| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ভাল লাগলো অনেক।

শিরোনামটায় বেশি ভাল লাগা :)

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি এখন আগের মতো কমেন্ট করেন না! ফাঁকিবাজ হয়ে গেছেন!

থ্যঙ্কস আ লট ব্রো।
শুভ বিকেল।

২৬| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২

লেখোয়াড় বলেছেন:
এখানে পরে কথা বলতে হবে।
আপাতত +++++++++++ দিয়ে যাই।

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অপেক্ষায় থাকলাম।
প্লাসের জন্য থ্যাঙ্কস।
শুভ বিকেল।

২৭| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: 'সেই সময়' এর কথা যেইটা বলছেন, তখন আমি অখন্ড অবসরের মাঝে ছিলাম। সারাদিন ব্লগে পড়ে থাকা খুবই সহজ ছিল।

বেশ ব্যস্ত হয়ে গেছি কয়েকদিন ধরে, পাইলেও যা পাই, খন্ড খন্ড অবসর, ছুটির মিনিয়েচার।

মনঃক্ষুণ্ণ হইলে ক্ষমাপ্রার্থী কবি, কিন্তু আমার যে কিছু করার নাই :(

১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি তো জানেন না আপনার কমেন্ট কতোটা ক্যারিস্মেটিক! আপনার কমেন্ট কতোটা অনুপ্রেরণা দেয়। যে এখন হামাগুড়ী দিচ্ছে থাকতে দাঁড়াবার ইন্সপারেশন দেয়! এর জন্যই আপনার ডিটেলস কমেন্ট খুব চাই।

থ্যাঙ্কস আ লট বস।
ব্যস্ততা নিয়ে ভালো থাকুন।
শুভ সন্ধ্যা।

২৮| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৪

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল।
+++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যঙ্কস বাঁধন।
শুভ সন্ধ্যা।

২৯| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

বোকামানুষ বলেছেন: ভাল লাগলো বিষণ্ণ কবিতা

পোস্টে ++++++

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পেলাস না দিয়াই পেলাস সাইন দিসেন। /:)
থ্যাঙ্কস ব্রো।
শুভ সন্ধ্যা।

৩০| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫১

বোকামানুষ বলেছেন: প্লাস দেয়ার জন্য অপেক্ষা করসিলাম

লাইক বাটন আসতে দেরী হচ্ছিলো বলে অন্য কাজে গেছিলাম

আমার কি দোষ :(

এখন দিছি

আমি ব্রো না সিস :)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
স্যরি আপনাকে বোকামনের সাথে গুলিয়ে ফেলেছি।
তারমানে আপনি আজকেই প্রথম এলেন আমার ব্লগে।
ব্লগে স্বাগতম :)

প্লাস এবং পুণকমেন্টের জন্য থ্যাঙ্কস।
শুভ রাত্রি!

৩১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১

অদ্বিতীয়া আমি বলেছেন: শিরোনাম টা খুব সুন্দর।

চোখের দ্রাঘিমা জুড়ে টলটলে অশ্রুজল , মাথায় ঘুরছে কবিতার লাইনটা ।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতার মাথায় ঘুরলে তো ভালোই!
আপনিও কবিতা লিখে ফেলুন।

থ্যাঙ্কস আপু।
শুভ রাত্রি।

৩২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

অন্ধ আগন্তুক বলেছেন: আপনার লেখাগুলোর একটা কোমল প্যাটার্ন তৈরী হয়েছে , যেটা পড়তে বেশ ভালো লাগে ।

শুভেচ্ছা আলাউদ্দিন।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস বস।
অনেকদিন পর আপনাকে দেখলাম।
আশাকরি ভালো আছেন।
শুভ রাত্রি।

৩৩| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: প্রথম প্যারার চেয়ে দ্বিতীয় , তৃতীয় প্যারা ভালো হইছে। প্রথম প্যারা পড়ে মনে হইল জোর কইরা কিছু শব্দ বসাইয়া দেয়া হইছে। মানে আমার কাছে খাপছাড়া লাগলো। তাই আরও তিনবার চোখ বুলাইলাম , একই লাগলো ।

অনেকদিন পর তোমার লেখা পড়া হইল, শুভেচ্ছা।
লাস্ট লাইন সেইরাম হইছে

চোখের দ্রাঘিমা জুড়ে টলটলে অশ্রুজল
শুষ্কতার মরুকরণ!

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই কবিতায় একটা শব্দও এডিট করে বসাই নাই। হয়তো, অনেকদিন পর, কবিতা লেখার কারণেই প্রথম প্যারাটায় কিছুটা জড়তা আছে!
আশাকরি প্রথম প্যারায় কিছুটা কাজ করবো। এর মসৃনতা বাড়ানোর জন্য।

থ্যাঙ্কস আপু।
আপনার মন্তব্য সবসময়ই অনুপ্রেরণা যোগায়।
শুভ দুপুর।

৩৪| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২

শ্রাবণ জল বলেছেন: চোখের দ্রাঘিমা জুড়ে টলটলে অশ্রুজল
শুষ্কতার মরুকরণ!


ভাল লাগা,ভাই।

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
ভালো থাকবেন।
শুভ বিকেল।

৩৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

নুসরাতসুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ।আপনাদের এ ধরনের পোষ্টগুলিই এ ব্লগের প্রাণ।ভাল থাকবেন যেখানে যে অবস্হাতেই থাকেন।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনাদের অনুপ্রেরণা লিখতে সব সময়ই উদ্ভুদ্ধ করে।
থ্যাঙ্কস আ লট।
শুভ রাত্রি!

৩৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৯

ভিয়েনাস বলেছেন: হঠাৎ পাওয়া বিরূদ্ধ উচ্ছ্বাসে
অন্তরালে লুকিয়ে থাকা স্বল্পদৈর্ঘ্য বোধ
মিশকালো আঁধারে হারিয়ে যায়, আর্তনাদ করে।

কবিতাই প্লাস রইলো।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনে!!!!!!!
আইলেন কই থাইক্যা!!??
আগে কন কই গাঁ ডাকা দিসিলেন? ২ মাস পর মনে হয় আসলেন!

ব্লগে সুস্বাগতম।
পেলাস দেওনের লাইগা ধন্যাপাতা।
গুড নাইট।

৩৭| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিভাবে যে মশাই এত চমৎকার কবিতা লিখেন !!!!
অসাধারন !!!!!!!!!!!

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ রাত্রি।

৩৮| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০১

কামরুল হাসান শািহ বলেছেন: দারুন :)

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
ব্লগে স্বাগতম।

৩৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

রাতুল_শাহ বলেছেন: গাণিতিক অনুভূতি!

হা হা হা...............

চমৎকার।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
:D :D :D

শুভ রাত্রি।

৪০| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৫

প‌্যাপিলন বলেছেন: নিরেট বিরহগাথা দারুণ অবয়বে প্রকাশ- ভালা লাগলো

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ সকাল।

৪১| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২

বৃতি বলেছেন: চমৎকার!

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পুণঃপাঠে ধন্যবাদ।

শুভ দুপুর।

৪২| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬

বোকামন বলেছেন: বাহ্ শিরোনাম দেখে আসতেই হলো ....
ভালো থাকবেন কবি ...

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

আমি কিছুদিন হলো কিছুই মনোযোগ দিয়ে পড়তে পারছি না! আর পড়লে কী পড়ছি মাথায় ঢুকে না, এর জন্য ব্লগ পড়া হচ্ছে না।

আপনার ব্লগে শীঘ্রই যাবো।
শুভ কামনা রইল।
শুভ দুপুর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.