নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

পুরনো তোমাকে, অমোচনীয় কালির দীর্ঘ চিঠি!

১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:২৩





পুরনো তোমাকে খত লিখি নূতন আমি

শান্ত সোম্য নিরিবিলি শাদা পাতায়।

ভাড়াটে হৃদয় আসে ভাড়া শুণ্যতার ভেলায়

গগণ উদাসী এলোকেশি হাওয়ায়!

নায়ের পাটাতনে সারারাত্রি জাগরণের

অদ্ভুত সন্যাসি নক্ষত্রের ম্রিয়মান রেখায়।



ধূপকাঠি যা জ্বলছিলো রসনার নৈম্যত্তিক

আঁধারে, সতীন চাঁদ এসেছিলো কৃষ্ণপক্ষের কালে!

ধূম্র আলো_আঁধারির খেলায় লিখেছিলাম

পুরনো তোমাকে থকথকে দুধশাদা পাতায়!



প্যাপিরাসের উথাল পাথাল খসখসে শরীরে

বলপয়েন্টের কালো এলোমেলো দাগ!

কখনো এঁকেছি বা এক ফালি মেঘ,

রোদ্দুর সমাচার, বায়ুর গতিবেগ, যত্রতত্র

লাগাম ছাড়া কতো কী, কতো আবেগ!



পুরনো তোমাকে, অমোচনীয় কালির দীর্ঘ চিঠি!

কালের পাতায় লেখা আছে কতো কী

পুরনো তোমাকে নূতন আমি!



তোমার হেঁটে যাওয়া খালিপায়ের পদচিহ্নে

কিছু শুষ্কঘাস, একটা শুকনো গোলাপ

পড়ে রয় নিরিবিলি, পাশ ফিরে বহমান

চলে যায় এঁকেবেকে, করে সমূদ্র প্রীতি।

কালের খেয়ায় কালের পুরাণ—

পুরনো তুমি, বদলে যাওয়া আমি!



অভিনয়ে পটিয়শি হৃদয়ের পুষ্পমাল্যে

সাজিয়েছি সবুজের আলোকলতা!

শাদা পাতায় ভাসিয়ে দিলাম শুণ্যতা!











ছবিসূত্র

মন্তব্য ৮০ টি রেটিং +২৮/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৪

হাসান মাহবুব বলেছেন: কবিতা বেশ ভালো লেগেছে। টাইপোগুলো ঠিক করেন পিলিচ! নুতোন কে নতুন লেখেন।

পুরনো তোমাকে খত লিখি নুতোন আমি

এখানে খত মানে কী?

তৃতীয় এবং পঞ্চম স্তবক উল্লেখ করার মত ভালো।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
খত- চিঠি।

থ্যাঙ্কস আ লট হা-মা ভাই।
আপনি তো ফাস্টু হয়ে গেলেন!
গুড নাইট(শুভ জাগরণ)!

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা-মা ভাই, নতুন কে নূতন লিখতে চাইসি! কিন্তু নুতোন হয়ে গেছে।

থ্যাঙ্কস ব্রো।
বানান ভুল না করার উপায় কী?

২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:২১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
অভিনয়ে পটিয়শি হৃদয়ের পুষ্পমাল্যে
সাজিয়েছি সবুজের আলোকলতা!
শাদা পাতায় ভাসিয়ে দিলাম শুণ্যতা!

ভালো লাগলো --- পূরটাই কিন্তু লাস্ট দুইটা লাইন বেশি ভালো !

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস বিকারগ্রস্থ।

গুড নাইট।

৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩০

একজন আরমান বলেছেন:
তোমার হেঁটে যাওয়া খালিপায়ের পদচিহ্নে
কিছু শুষ্কঘাস, একটা শুকনো গোলাপ
পড়ে রয় নিরিবিলি, পাশ ফিরে বহমান
চলে যায় এলোমেলো, করে সমূদ্র প্রীতি।


ভালো লাগলো। :)

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হায় হায়, আপনার ক্যোট করা অংশের একটা শব্দ চেঞ্জ করে ফেললাম মাত্র!

থ্যাঙ্কস আরমান।
শুভ রাত্রি।

৪| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০২

একজন আরমান বলেছেন:
একটা শব্দ চেঞ্জে বুঝতে তেমন সমস্যা হবে না। :)

১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই কবিতায় কয়েকটা শব্দ রিপিট হয়ে গেছে। আমি কবিতায় শব্দ রিপিটি করতে চাই না।

যেমন পুরনো, নূতন কে রিপিট করতেই হবে! বাট এলোমেলো শব্দটার রিপিট যাতে করতে না হয় এর জন্য ২য় এলোমেলের স্থলে এঁকেবেকে নিয়ে এসেছি। যদিও এদের অর্থগত মিল নেই, বাট এই কবিতায় এঁকেবেকেটাই মানান সই।

থ্যাঙ্কস ব্রো।

৫| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৩

একজন আরমান বলেছেন:
ওহ বুঝতে পেরেছি।
আমি আসলে কবিতা পড়তে ভালোবাসি।
আর একটু একটু করে যা শিখছি তাই দিয়েই কিছু লিখার চেষ্টা করি আর কি।

আপনাকেও ধন্যবাদ।
শুভ সকাল। :)

১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গত কয়েকরাত ঘুমাতে পারি নাই।
এখন ঘুমোতে যাই।
শুভ কামনা রইল।

৬| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

ভাল লাগল। আশা করি ভাল আছেন। শুভ রাত।

১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস স্বর্ণা।
আপনাকে অনেকদিন পর দেখলাম!
ভালো আছি। আশাকরি আপনিও ভালো আছেন।
শুভ রাত্রি।

৭| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩২

শ্রাবণ জল বলেছেন: ভাল লাগল।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
শুভ দুপুর।

৮| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪১

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে আলাউদ্দিন ভাইয়া।
শু-সকাল ||

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মুন।
শুভ দুপুর।

৯| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২১

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল +++

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কান্ডারী।
শুভ দুপুর।

১০| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫

মামুন রশিদ বলেছেন: পুরনো তোমাকে, অমোচনীয় কালির দীর্ঘ চিঠি!
কালের পাতায় লেখা আছে কতো কী
পুরনো তোমাকে নূতন আমি!


বাহ, চমৎকার :)

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মামুন ভাই।

শুভ দুপুর।

১১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

প‌্যাপিলন বলেছেন: এতগুলো লাইনের মাঝে শেষ তিন লাইনগুলোতে কেন যদি বেশ সরলভাবে বাস্তবতার প্রকাশ

অভিনয়ে পটিয়শি হৃদয়ের পুষ্পমাল্যে
সাজিয়েছি সবুজের আলোকলতা!
শাদা পাতায় ভাসিয়ে দিলাম শুণ্যতা!

ভালো লাগা থাকলো

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট ব্রো।
শুভ দুপুর।

১২| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

সায়েম মুন বলেছেন: সুন্দর। অনেক ভাললাগা রইলো কবিতায়।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট কবি।
আপনি দিন পর দীর্ঘ কমেন্ট করলেন!
শুভ দুপুর।

১৩| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

নেক্সাস বলেছেন: কবিতায় অফুরন্ত ভাললাগা। আপনি একজন সফল কবি। আপনি পেরেছেন জয় করতে।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাই, মাঝে মধ্যে কবিতা লিখে ফেলি! তার মানে এই না সফল! :|

থ্যাঙ্কস ব্রো।
আপনার মন্তব্যে অনুপ্রাণীত হলাম!

১৪| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

সোনালী ডানার চিল বলেছেন:
খুব চমৎকার, মারাত্মক হয়েছে!!

কবিতায় অন্য হাওয়ার স্বাদ বেশ স্বতন্ত্র এবং আপতসফল!
যেমন:
'কখনো এঁকেছি বা এক ফালি মেঘ,
রোদ্দুর সমাচার, বায়ুর গতিবেগ, যত্রতত্র
লাগাম ছাড়া কতো কী, কতো আবেগ!'

তবে, এ লাইনটি আমার কাছে একটু লাউড মনে হচ্ছে:
'ভাড়াটে হৃদয় করে ভাড়া শুণ্যতার ভেলায়'


অভিনন্দন কবি!

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার কমেন্ট পড়ার পর, কবিতাটা বার দু'য়েক পড়লাম! ধরার চেষ্টা করলাম আসলেই লাইনটা লাউড হয়ে গেছে কিনা!

আমার কাছে ঠিকই লাগছে কবি।
থ্যাঙ্কস আ লট ।
শুভ বিকেল।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, আপনার পাঠ সত্যিই আনন্দ দিয়েছে।

পাঠে কৃতজ্ঞতা।
ভালো থাকবেন কবি।

১৫| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০

বোকামন বলেছেন: পুরনো তোমাকে নূতন আমি! .....

শুণ্যতা হারিয়ে যাক ......

অনেক ধন্যবাদ

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হারিয়ে যাক শুণ্যতা.....
থ্যাঙ্কস।
শুভ বিকেল।

১৬| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩

লেখোয়াড় বলেছেন:
মগ্নতা আর শুদ্ধতা।
হৃদয়ের পূর্ণতা।

ভাল থাকুন কবি।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ বিকেল।

১৭| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১

মেহেরুন বলেছেন: দারুন কবিতা

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঞ্জস আপু।
আপনাকে অনেকদিন পর দেখলাম! আশাকরি ভালো আছেন।
শুভ বকেল।

১৮| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

রেজোওয়ানা বলেছেন: 'খত' মানে চিঠি!!

এইটা তো জানতাম, তবুও পড়ার সময়ে বুঝতে পারছিলাম না! পরে কমেন্ট দেখে পরিস্কার হলো!



ভাল লাগলো কবিতা...

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
খত মানে চিঠিপত্র। কবিতায় চিঠি বুঝাতে চেয়েছি তাই শুধু চিঠির কথাই বললাম।
আপু, এমন আমারও হয়, অনেক জানা শব্দ প্রয়োজনের সময় মনে পড়ে না।

থ্যাঙ্কস আপু।
জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা।

১৯| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

ফ্রাস্ট্রেটেড বলেছেন: প্যাপিরাসের উথাল পাথাল খসখসে শরীরে
বলপয়েন্টের কালো এলোমেলো দাগ!


চমৎকার। আপনার লেখার ভিন্নতা সবসময়ই খুব ভাল লাগে।

শুভসন্ধ্যা।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আরে আপনে গতরাত্রে পড়লেন বাট কমেন্ট করলেন না দেখে ভাবলাম খুব খারাপ হইছে বোধ হয় লেখাটা!

থ্যাঙ্কস আ লট ব্রো।
আপনার কমেন্ট সব সময়ই অনুপ্রেরণার উৎস।

শুভ সন্ধ্যা।

২০| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:১২

কালোপরী বলেছেন: :)

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস :)
শুভ সন্ধ্যা।

২১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৪

সোমহেপি বলেছেন: ভালা লাগছে।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস সোমভাই।

শুভ সন্ধ্যা।

২২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৭

শাহেদ খান বলেছেন: হাহাকার'টা শব্দ-ছন্দে দারুন কাব্যময় হয়ে উঠল !

আমার অনেক ভাল লাগল ! ৩য় প্যারায় বিশেষ ভাল লাগা !

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট কবি।

ভালো থাকবেন।
শুভ রাত্রি!

২৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৬

আশিক মাসুম বলেছেন: অভিনয়ে পটিয়শি হৃদয়ের পুষ্পমাল্যে
সাজিয়েছি সবুজের আলোকলতা!
শাদা পাতায় ভাসিয়ে দিলাম শুণ্যতা!



চরম।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ রাত্রি!

২৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩২

আরজু পনি বলেছেন:

আপনারা এতো সুন্দর সুন্দর করে কবিতা লিখেন, আর আমি ভাবি কেমন করে এতো সুন্দর করে লিখেন!

ভালো লাগা রইল, কবি।।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লজ্জা দিয়েন না! এখনো কবিতা লিখতে শিখি নাই পনি বইন!

থ্যাঙ্কস আপু।
শুভ রাত্রি।

২৫| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৫

ইনকগনিটো বলেছেন: রোম্যান্টিক!

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রোম্যান্টিক না কচু!

থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর।

২৬| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৭

লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যঙ্কস।
আপনি এর আগে আমার ব্লগে কমেন্ট করেছেন কিনা মনে করতে পারছি না!
যাই হউক, ব্লগে স্বাগতম।

শুভ দুপুর।

২৭| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

অদৃশ্য বলেছেন:




'' তোমার হেঁটে যাওয়া খালিপায়ের পদচিহ্নে
কিছু শুষ্কঘাস, একটা শুকনো গোলাপ
পড়ে রয় নিরিবিলি, পাশ ফিরে বহমান
চলে যায় এঁকেবেকে, করে সমূদ্র প্রীতি।''...... আহা

খুব ভালো লাগলো লিখাটি....


শুভকামনা...

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

আপনার জন্যও শুভকামনা।

শুভ দুপুর।

২৮| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেক ভালো লেগেছে।।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ভাই।
শুভ বিকেল।

২৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭

ভিয়েনাস বলেছেন: অভিনয়ে পটিয়শি হৃদয়ের পুষ্পমাল্যে
সাজিয়েছি সবুজের আলোকলতা!
শাদা পাতায় ভাসিয়ে দিলাম শুণ্যতা![/sb


কবিতায় ভালো লাগা রইলো :)

২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ভিয়েনাস!
কেমন আছেন?
গুড নাইট!

৩০| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:০৮

ভিয়েনাস বলেছেন: ভাল আছি , আপনি কেমন আছেন ?

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জানি না কেমন আছি!!
শুভ দুপুর।

৩১| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আগের পোস্ট গুলো হাপিস করে ফেলেছেন কেনো ??? আশ্চর্যান্বিত হলাম।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, আসলে মাথা নষ্ট আছে ইদানিং! কিচ্ছু ভাল্লাগে না। ব্লগ, ফেইসবুক কিছুই ভাল্লাগে না। এর জন্য সব ড্রাফটে। কিছুদিন যাক, শীঘ্রই লেখারা ফিরবে।

ভালো থাকবেন।

৩২| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

কালোপরী বলেছেন: ফ্রাস্ট্রেটেড বলেছেন: আগের পোস্ট গুলো হাপিস করে ফেলেছেন কেনো ??? আশ্চর্যান্বিত হলাম।

২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লেখক বলেছেন:
বস, আসলে মাথা নষ্ট আছে ইদানিং! কিচ্ছু ভাল্লাগে না। ব্লগ, ফেইসবুক কিছুই ভাল্লাগে না। এর জন্য সব ড্রাফটে। কিছুদিন যাক, শীঘ্রই লেখারা ফিরবে।

শুভ সন্ধ্যা।
ভালো থাকবেন।

৩৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস, পড়ে বেশ লাগলো

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মাসুম ভাই।

ভালো থাকবেন।
শুভ সন্ধ্যা!

৩৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৮

আমি বাঁধনহারা বলেছেন:


ভালো লাগল:++++++++++

এক কথায়: অসাধারণ।



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্লাস না দিয়েই প্লাস সাইন দেন কেন? /:)

পাঠে ধন্যবাদ।
শুভ সন্ধ্যা।

৩৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১৭

স্বপনবাজ বলেছেন: দারুন কবিতা


++++

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস স্বপন।
গুড নাইট।

৩৬| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

ফয়সাল হুদা বলেছেন:
অনেকদিন পর কোন কবিতা পড়লাম...
কবিতা ভালো হয়েছে ,পাঠ্যসূখপ্রপ্তি।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুনে ভালো লাগলো ব্রো।

আপনার কবিতা অনেকদিন পড়ি না, নতুন কবিতা দেন।
শুভ দুপুর!

৩৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৪

শায়মা বলেছেন: +++


সুন্দর অনেক অনেক ভাইয়া!:)

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
আপনাকে অনেকদিন পর আমার ব্লগে দখলাম! আশাকরি ভালো আছেন।

শুভ সন্ধ্যা।

৩৮| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫

কালোপরী বলেছেন: নতুন কবিতা কই ??

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লিখতে পড়তে পারছি না। লিখতে পারলে পোষ্ট দিবো।

৩৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৩

রাতুল_শাহ বলেছেন: লেখক বলেছেন:
খত- চিঠি।


নতুন শিখলাম।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
গুড নাইট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.