নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

প্রান্তিক অবয়বে নিজের ছায়ার বিষাদ সঙ্গীত

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৫১





তোমার বেতফল চোখে সমূদ্র গভীরতা!

ডুব দেই তাই গণতান্ত্রিক ইশতেহার ছেড়ে

স্বৈরাচারী মননে! ক্যানভাসে একে একে

তুলির আঁচর, তোমার সলাজ মুখের

অবয়ব তামাটে। আলকাত্রা কুন্তলে রঙ্গিন রিবন,

ইচ্ছে হাওয়া তাই প্রজাপতির বর্ণালী খিলান!



আলস্যের তন্দ্রা ছেড়ে তোমার পিচকালো চুলে

অবাক কুশুম ফুল গুঁজে দেই, প্রিয় জলরঙ ছেড়ে!

তোমার পদমূলে পুষ্পমাল্য রাখি,হে আমার প্রিয়া

নেশার মদিরা মহুয়া, ধানপাতা মেয়ে!



তোমার হীরক নাকফুলে ভোরের রোদ

কতো কী ছেড়ে কতো কী ভেবে

নির্ঘুম রাতে বাতাবী নেবুর ফুল তুলেছি

একপাশে রেখে লজ্জাবতী চাঁদের অবয়ব!



অবশেষে জেনে গেলাম মেয়ে—

ঘোর ও মাদকতায় ভালোবাসার উপহার

প্রান্তিক অবয়বে নিজের ছায়ার বিষাদ সঙ্গীত!









মন্তব্য ৮৪ টি রেটিং +২১/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫

বোকামন বলেছেন: রিবন, ইচ্ছে হাওয়া প্রজাপতি, বর্ণালী খিলন! ...

বিষাদ ভালোলাগা ...
আপনি ভালো লিখেন

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
গুড নাইট।

২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:০৬

অন্ধকার রাজপুত্র বলেছেন: chomotkar likhen apni, valo laglo...

২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
ব্লগে স্বগতম।

৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:১৪

আশিক মাসুম বলেছেন: ঘোর ও মাদকতায় ভালোবাসার উপহার
প্রান্তিক অবয়বে নিজের ছায়ার বিষাদ সঙ্গীত!




সুন্দর। :)


+++ দিয়ে গেলাম ।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মাসুম ভাই।

শুভ রাত্রি।

৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:২৬

হাসান মাহবুব বলেছেন: বেতফল চোখ, ধানপাতা মেয়ে-উপমাগুলো দারুণ। এমন মেয়ের জন্যেই তো ঘোর, মাদকতা এবং বিষাদকে অভ্যর্থনা জানানো যায়! ভালো লাগলো কবিতা।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন: কালের অয়ূর্বেদিক বেহালা সঙ্গীতে
মূর্চনার অবকাশহীন তালিমে
মেয়ে উড়ে চলে যায়, ভেসে যায়
সবুজ মেয়ে! দিয়ে দ্বীপ্ত হাসির ছলকানো
ফোয়ারা ভাসিয়ে, এলিয়ে যায়!
নিভে যায় রেড সিগনালে পড়ে!


থ্যাঙ্কস আ লট হা-মা ভাই।
সবুজ মেয়ে পাই কই!!
শুভ জাগরণ ব্রো!

৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।
শেষাংশ টা বেশিই সুন্দর।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ইদানিং কবিতা লিখতে গেলে কেমন যেন জড়তা কাজ করে! আর এই জড়তার এফেক্ট বা ইফেক্ট কবিতায়ও পড়ছে!

ভালো থাকুন।
শুভ রাত্রি।

৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৫০

সোনালী ডানার চিল বলেছেন: কবি খুব ভালো লাগলো কবিতা টি,
বেশ মোলায়েম আর আন্তরিক

একটা প্রেমময়তা কবিতার ভিতরে খেলা করছে যা পড়তে ভালো লাগে, আবেশিত হওয়া যায়!
কিছু উপমার ব্যবহার চমত্কার ছিল-
কবিতায় খুব ভালো লাগা....

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার কমেন্ট দেখে অনেক্ষণ যাবত চিন্তা করছি রিপ্লাইয়ে কী লিখা যায়!
আমার মতো যারা কবিতা লেখা শিখছে তাদের এমন কমেন্ট প্রচন্ড অনুপ্রাণীত করে।


থ্যাঙ্কস আ লট কবি।
শুভ রাত্রি।

৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৫০

নোমান নমি বলেছেন: দারুন কবিতা। বেশ লাগলো। চমকপ্রদ!

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আরে নোমান ভাই যে! আপনাকে অনেকদিন পর দেখলাম, অবশ্য ইদানিং আমি নিজেও ব্লগে তেমন থাকি না!

থ্যাঙ্কস ব্রো।
শুভ রাত্রি।

৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৬

একজন আরমান বলেছেন:
অবশেষে জেনে গেলাম মেয়ে—
ঘোর ও মাদকতায় ভালোবাসার উপহার
প্রান্তিক অবয়বে নিজের ছায়ার বিষাদ সঙ্গীত!


ভালো লাগলো।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আরমান।।
শুভ কামনা রইল।


গুড নাইট।

৯| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বাহ বাহ বাহ....মন ভরে গেল..........

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর।

১০| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৯

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার।
নির্ঘুম রাতে বাতাবী নেবুর ফুল তুলেছি
একপাশে রেখে লজ্জাবতী চাঁদের অবয়ব!
বাহ ||

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মুন।
শুভ দুপুর।

১১| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৪

শায়মা বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর!!!:)

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।

শুভ দুপুর।

১২| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৪

মামুন রশিদ বলেছেন: ঘোর ও মাদকতায় ভালোবাসার উপহার
প্রান্তিক অবয়বে নিজের ছায়ার বিষাদ সঙ্গীত!


সত্যিকারের প্রেম এমনই ঘোর ও মাদকতায় ভরা, বিষাদ সঙ্গীত তার চির সাথী ।

চমৎকার কবিতায় প্লাস ।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্যক্তিগত বালিকা! সময়ের নদীতে ডুব সাঁতার দিতে দিতে
কখন হারিয়ে গেলো, আটকে গেলো মাকড়শার জালে
কেউ জানবার আগেই হারিয়ে গ্যাছে ইথারের গোপন বার্তায়!


থ্যাঙ্কস মামুন ভাই।
শুভ দুপুর।

১৩| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আলাউদ্দিন আহমেদ সরকার মানেই সেরাম কবিতা।


+++++++

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাই, আপনি একটু বেশি বেশি বলছেন। আমি এখনো কবিতা লিখতে পারি না। তবে কবিতা লেখা শিখার আগ্রহ আছে।

ভালো থাকবেন।
শুভ দুপুর।

১৪| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২২

লেখোয়াড় বলেছেন:
কবিতার নাম বা শিরোণাম সবসময়ের মতো ভাল হয়েছে।

কিন্তু এই কবিতায় এই শব্দগুলো বেমানান লাগল.......

গণতান্ত্রিক ইশতেহার
স্বৈরাচারী মননে!
আলকাত্রা
খিলন!
পিচকালো ........... ইত্যাদি।

আঁচর =আঁচড়

ব্যাপার না, কবিরা নাকি অবাধ আর স্বাধীন।

ভাল থাকুন।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন-- আপনি যে শব্দগুলো ক্যোট করেছেন, তার প্রায় সবগুলোই উপমা হিসেবে এসেছে। যদিও আলকাত্রা, পিচকালো এই উপমাগুলো আগেও ব্যবহার হইছে কবিতায়, আর কবিতা লেখার ক্ষেত্রে আমি শব্দদের কিছুটা স্বাধীনতা দিতে চাই। মানে অপ্রচলিত শব্দরাও আমার কবিতায় ব্যবহার হয়। এবং ব্যবহার করে আমি স্বাচ্ছন্দ বোধ করি। যদিও এখনো আমি কবিতা লিখা শিখে উঠতে পারি নাই, তবে আমার কাছে কবিতা হলো শব্দনিয়ে খেলা।

ভালো থাকুন কবি।
শুভ দুপুর।

১৫| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

শিপন মোল্লা বলেছেন: সুন্দর কবিতা।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ দুপুর।

১৬| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

ফয়সাল হুদা বলেছেন:
ট্যাগ/কি-ওয়ার্ড: কবিতা না কি, আমি জানিনা!

আমি জানি..
এটা কবিতা এবং অতিপয় তৃপ্তিপাঠ্য কবিতা :) :)

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
আপনার নতুন কবিতা পোষ্ট করেন না কেন? /:)

শুভ বিকেল।

১৭| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: তোমার বেতফল চোখে সমূদ্র গভীরতা!

ক্লাসিক শট।

চমতকারিত্বে মুগ্ধ হলাম, বিশেষ করে শিরোনামের কথাটা আলাদা করে উল্লেখ কর্তেই হচ্ছে। অস্থির ম্যান :)

শুভ বিকেল।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস বস।
বস, অনেকদিন হলো পোষ্ট দেন না। নতুন পোষ্ট চাই।

শুভ সন্ধ্যা।

১৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৭

মাক্স বলেছেন: লেখাটি ভালো লাগলো!
প্রচুর ব্যবহার করি এমন কিছু শব্দ দেখে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মাক্স।
সবসময়ই চেষ্টা করি প্রচলিত শব্দ ব্যবহার করতে! যখন যা আসে আর কী!

শুভ সন্ধ্যা।

১৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫০

রাতুল_শাহ বলেছেন: ধানপাতা মেয়ে!

দারুণ.............

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রাতুল ভাই, এতোদিন ছিলেন কোথায়?? আছেন কেমন??

থ্যাঙ্কস ব্রো।
শুভ রাত্রি।

২০| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪২

নুসরাতসুলতানা বলেছেন: কবিতাটার ৩য় প্যারাটার জন্য ভাললাগা রইল।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
শুভ রাত্রি।

২১| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩০

শ্রাবণ জল বলেছেন: তোমার বেতফল চোখে সমূদ্র গভীরতা!

প্রথম লাইনটাই একটা কবিতা। শিরোনাম আরেকটা কবিতা। ৩ টা কবিতা পড়লাম। :)

সুন্দর।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বিরাট কমপ্লিমেন্ট!! অতো ভালো হইছে কিনা আমার নিজেরই সন্দেহ আছে! :|
থ্যঙ্কস আপু।
শুভ দুপুর।

২২| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর কবিতা :)

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
ব্লগে স্বাগতম।
শুভ দুপুর।

২৩| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

রোমেন রুমি বলেছেন: সুন্দর !

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস রুমি ভাই।

শুভ সন্ধ্যা।

২৪| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

কালোপরী বলেছেন: :)

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কথাবার্তা ছাড়া হাসি!! /:)


শুভ সন্ধ্যা। :)

২৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

কালোপরী বলেছেন: যে কঠিন কঠিন শব্দের কবিতা!!!!!!!


আমার মত নাদানের কমেন্ট করাই মানায় না

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কঠিন শব্দ কই??? :|

আমি তো কঠিন কোন শব্দই দেখছি না!

অবশ্য আজকাল কবিতা লেখা ভুলে যাচ্ছি, সামনের দিনগুলোতে কী হয় কে জানে!

২৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০১

কালোপরী বলেছেন: আপনার কাছে যা পান্তাভাত আমার কাছে তা কাচ্চি হাহা



:)


ভোলা কি যায় সহজে
কবিতা তো নয়
এ যেন আত্মজের বাঁধন

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেকদিন কাচ্চি খাই না। দিলেন তো ঝামেলা ধাঁধিয়ে, এখন কাচ্চি খেতে কই যাই, আর টাকাই বা কই পাই??

ভোলার কী দরকার! ভুলতে না পারলে বরং বিচ্ছেদের কবিতা আসে! :D :D

২৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩

শুকনোপাতা০০৭ বলেছেন: ভাইয়া,আমি ব্রো না আপু!! :-B

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ওহ! স্যরি।

থ্যাঙ্কস আপু।

শুভরাত্রি!

২৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭

কালোপরী বলেছেন: আসেন মতিঝিল, বিলটা নাহয় আমিই দিলাম :)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মাপও চাই, দোয়াও চাই!

জ্যাম ঠেলে কাচ্চি খাওয়ার ইচ্ছে নেই!

তবে খাওয়া পাওনা রইলাম!

:D :D :D

২৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

কালোপরী বলেছেন: :| :| :|

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যদি কখনো মতিঝিল চলে যাই! তবে খাওয়ার সুযোগটা নষ্ট করা ঠিক হবে না! :D :D

৩০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগলো - কয়েকটা উপমা দারুণ

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট মাসুম ভাই।

শুভ রাত্রি।

৩১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭

কালোপরী বলেছেন: ভাল চালাকি তো !!!!!

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আবার জিগস্‌!!!! ! B-)

শুভ রাত্রি। :)

৩২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

কালোপরী বলেছেন: শুভ রাত্রি

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
:)

৩৩| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০০

নাজিম-উদ-দৌলা বলেছেন: উপমাগুলো দারুন লেগেছে। বিশেষ করে "পিচকালো চুল", "ধানপাতা মেয়ে", "বেতফল চোখ"! এমন মেয়ের একটু হাসি, একটু ছোঁয়া দূর করে দিতে পারে সকল বিষাদ!

কবিতায় অনেক ভাললাগা।

আপনাকে অনুসরন করছি। ভাল থাকুন।

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এমনমেয়েই নিয়ে আসতে পারে বিষাদ সমূদ্র।

থ্যাঙ্কস ব্রো।
শুভ দুপুর।

৩৪| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

শাহেদ খান বলেছেন: অনেক ভাল লাগল 'ঘোর ও মাদকতায় ভালোবাসার' কবিতা !

+++

'খিলন'?

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
খিলান = অর্ধগোলাকার পাথরের গাথুনি।
থ্যাঙ্কস কবি, আপনি খিলন-কে ক্যোট করাতে টাইপোটা চখে পড়লো।

৩৫| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

শাহেদ খান বলেছেন: আর 'ধানপাতা মেয়ে' কথাটাও ভাল লাগল অনেক!

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট শাহেদ ভাই।

শুভ দুপুর।

৩৬| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০

ডানাহীন বলেছেন: শব্দের ওপর আপনার দখল ও নিয়ন্ত্রন চমৎকার .. ঈর্ষা উদ্রেককারী ..

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ইদানিং ডুব দিচ্ছেন কোথায়?? ব্লগে তেমন দেখি না যে!


কবিতার ট্যাগ পড়েন নাই, নিশ্চিত।

কবিতা লেখা ভুলে যাচ্ছি।

শুভ বিকেল।

৩৭| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ছবিটা কি কেউ এঁকে দিয়েছে? অনেক সুন্দর। কবিতাও খুব ভাল লাগল। আশা করি ভাল আছেন।

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ছবিটা একটা ওয়েবসাইট থেকে নেয়া। কবিতাটা পোষ্ট করার আগে ড্রাফটে অই ওয়েবসাইটের লিংকও দিসিলাম। বাট দুঃখজনক ব্যাপার হলো ড্রাফট সেভ করতে ভুলে গেছিলাম। তাই আর পিকের লিংক দিতে পারি নাই।


থ্যাঙ্কস স্বর্ণা।
ভালো আছি। আশাকরি আপনিও ভালো আছেন।
শুভ সন্ধ্যা।

৩৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০২

জুন বলেছেন: আলস্যের তন্দ্রা ছেড়ে তোমার পিচকালো চুলে
অবাক কুশুম ফুল গুঁজে দেই,

কুচবরণ কন্যা মেঘবরণ কেশ কথাটা অধিক ব্যবহারে ক্লিশে হয়ে গিয়েছিল আলাউদ্দিন আহমেদ সরকার। যাক আপনি পিচকালো চুল দিয়ে যে পরিবর্তন আনলেন, নতুনত্ব টা ভালোলাগলো অনেক।
+

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট আপু।

অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম।

আশা করি ভালো আছেন।

শুভ সন্ধ্যা।

৩৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

বৃতি বলেছেন: আপনার উপমাগুলোর জুড়ি নেই । অনেক ভাল লাগা :)

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতাটা এখন আর কেন যেন ভালো লাগছে না! প্রিম্যাচিউর কবিতা মনে হচ্ছে! কবিতা লেখার পর পাকানো উচিত ছিলো।

থ্যাঙ্কস বৃতি।

শুভ দুপুর।

৪০| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২

বৃতি বলেছেন: আমার কাছে কিন্তু মেলোডিয়াস মনে হয়েছে ।
কিছু কাঁচা কবিতা থাকুক । কাঁচা পাকা সব থাকুক ।

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দেখা যাক, কবিতাটায় হয়তো হাত দিবো কিছুদিন পর! একটু ফ্রী হয়ে নেই।

থ্যাঙ্কস।

৪১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩

ফারজানা শিরিন বলেছেন: অবশেষে জানিয়ে গেলাম ছেলে —
ঘোর ও মাদকতায় ভালোবাসার উপহার
প্রান্তিক অবয়বে নিজের ছায়ার বিষাদ সঙ্গীত ! ; )


এই লাইন ৩টা অনেক ভালো লাগছে ! তাই একটু মজা করলাম ভাইয়া ।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রিম্যাচিউর কবিতা এটা। সময় পাচ্ছি না, তাই কবিতাটাতে আর হাত দেয়া হচ্ছে না।

মজা একটু করসেন কেন? /:) বেশি করে করতেন! :D :D

থ্যাঙ্কস।

ব্লগে স্বাগতম।

৪২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮

ভিয়েনাস বলেছেন: নেশার মদিরা মহুয়া, ধানপাতা মেয়ে! ... ধেনো মেয়ে।

ভালো লেগেছে

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনে আজকাল থাকেন কই?? :-/ ব্লগে দেখিই না।

থ্যাঙ্কস ব্রো।

শুভ বিকেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.