নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

আত্নজ দ্বৈত সত্তার সঙ্গীত

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩



চুম্বণে ভেষজ গুন, শুনেছিলাম

কিংবা পড়েছিলাম কোথাও!

তাই তো হন্যে হয়ে ছুটে ছিলাম তোমার পিছু

আধো আধো আলো ছুঁয়ে

অন্ধকারের তিমির সরনীতে

মায়াকানন তুমুল নিকেতনে!



কালো ভ্রমর,প্রেমের ভ্রমর,

গুঞ্জরিত, মধুফুল মঞ্জুরিত

স্বচ্ছ চোখে নিবেদিত প্রস্তাবে

আলোছায়া কতো কী খেলা

চুম্বণে ঔষধি গুন, রক্তগোলাপ

কম্পমান থরথর প্রজাপতি!



স্বরোচিত সঙ্গীত, মাতলামীর অধ্যায়

আলোরিত মায়াকানন, ধূপছায়া হায়!

তোমার গায়ে ঢেলে বিষের বাটি

চেটেপুটে খাই, প্রাণ নাসক জীবনের পথে!

গোপনে গোপনে কতো কথার ছলে

চুপটি করে দিয়েছিলাম টান তোমার আঁচলে!



অথচ,

বিক্ষিপ্ত থেকে থেকে প্রাণের অর্গল বেজে চলে

ছোঁয়া হয় না হৃদয় তোমাকে

সবুজের নির্যাস, দীর্ঘশ্বাস ছেড়ে

বিপথগামী সেই পুরনো পথে

হেঁটে চলে, আনমনা একাকী

নিজের আত্নজ দ্বৈত সত্তার সঙ্গীত!









হা-মা ভাইকে, ৫০০০০তম কমেন্টের জন্য অগ্রীম শুভকামনা রইল এবং ওনার যাত্রা অব্যাহত থাকুক সেই কামনা সবসময়।

মন্তব্য ৬২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:২২

মামুন রশিদ বলেছেন: চুম্বণে ঔষধি গুন, রক্তগোলাপ
কম্পমান থরথর প্রজাপতি!


প্রথম চুমো খাওয়ার অভিজ্ঞতা এমনি থরথরে কম্পমান রঙীন ;)


প্রিয় গল্পকার হা-মা ভাইয়ের ৫০০০০ তম কমেন্টের জন্য অগ্রীম শুভেচ্ছা :)

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দিলেন তো ঝামেলা বাধাইয়া! :|

আজ পর্যন্ত হাত ধরার সাহস করতে পারি নাই, আর সেখানে চুমো!! :( :(

থ্যঙ্কস মামুন ভাই।

প্রিয় গল্পকার এবং কবি, হা-মা ভাইয়ের ৫০০০০ তম কমেন্টের জন্য অগ্রীম শুভেচ্ছা

২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগল:+++++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস বাঁধনহারা।

শুভ কামনা রইল।

শুভ রাত্রি!

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

দানবিক রাক্ষস বলেছেন: ভালো লাগল

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

শুভ রাত্রি।

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

আশিক মাসুম বলেছেন: আহারে চুম্বন!!

তুই আফসুস........তুই আফসুস =p~ :P

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
! :|

পড়ার জন্য ধন্যবাদ।

শুভ রাত্রি।

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯

হাসান মাহবুব বলেছেন: আপনার লেখায় এত তৃষ্ণা, প্রবল তৃষ্ণা...তবে না পাওয়া অথবা আরো তৃষ্ণাকাতর হওয়াটাই বোধ হয় আপনার দর্শন। অন্তত কবিতার জন্যে। কাব্যিক অন্বেষণের ফলে অপ্রাপ্যতাতেও তুচ্ছ হয়ে যায় জীবনের অনেক পরম পাওয়া।

৫০,০০০ তম কমেন্ট নিজেরেই দিমু ঠিক করসি। তাইলে কেউ মন খারাপ করবেনা!

কবিতায় অনেক ভালো লাগা রইলো।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তৃষ্ণা! হ্যাঁ, কবিতার জন্য তৃষ্ণা!

শব্দের জন্য হাহাকার!

সব মিলিয়ে কবিতা! তবে ব্যক্তিগত জীবনে আমার চাওয়া খুব কম।


থ্যাঙ্কস আ লট হা-মা ভাই।

যাত্রা অব্যাহত থাকুক।

শুভ রাত্রি ( শুভ জাগরণ)!

৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭

রেজোওয়ানা বলেছেন: চুম্বণে ভেষজ গুন......খাইছেরে :|

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আবার জিগস্‌!! B-)) B-))
কবিতায় কতো কী আসতে পারে!! তাই বলে তব্দা খাইতে হইবো নাকি! /:)

থ্যাঙ্কস আপু।
শুভ রাত্রি।

৭| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


++++++++

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্লাসের জন্য ধন্যবাদ।

শুভ রাত্রি।

৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭

সায়েম মুন বলেছেন: সেইরাম অবস্থা। কত কি গুণাগুণ কোন ভেষজ উপাদানে আছে জানতে পারলে ভাল হৈত। B-))

ও হ্যা কবিতা ভাললাগছে। #:-S

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অই মিয়া, ভেসজ গুন কিছু থাকতেও পারে! ;) সেদিন কোন পেপারে যেন পড়লাম যেসব দম্পতি প্রতিদিন একে অপরকে চুমো খায় তারা ৫ বছর বেশি বাঁচবে! B-)) B-))

এখন অই বিজ্ঞানিদের জিজ্ঞাসা করেন, গুনগুলা কি কি!! #:-S

থ্যাঙ্কস কবি।
শুভ রাত্রি।

৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

স্বপনবাজ বলেছেন: অন্যরকম একটা কবিতা আপনার ! ভালো লাগলো !

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস স্বপন।

শুভ রাত্রি।

১০| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হায়রে হায় এইডা কি লিখছেন ?? X(( X(( X(( X(( X((

চমৎকার হইছে তো ;) ;) ;) ;)

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাই, আমিই লিখসি। :(

থ্যাঙ্কস ব্রো।

ব্লগে স্বাগতম।

১১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত! শব্দচয়ন গুলো চুম্বকের মতই আকষর্নীয়।
অনেক ভালো লাগা রইল।

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কা-ভা।
শুভ সকাল।

১২| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: চুম্বণে ভেষজ গুন!!! জানতাম না তো!!!

ভাল লেগেছে কবিতা। এমন সুন্দর সুন্দর উপমা কোথায় পান বলেন তো! পোস্টে অনেক ভাল লাগা!

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জানিনা, আসলে কোথায় পাই!

থ্যাঙ্কস নাজিম।

শুভ সকাল।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর!
হামা ভাই মন্তব্যে ৫০০০০ ছুয়ে গেলো!
শুনেই ভয় করে, এতো এতো মন্তব্য!

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

শুভ বিকেল।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

ফয়সাল হুদা বলেছেন:
আপনার কবিতাটাও মনের ভেষজের মতই কাজ করছে :) :)

গু্ড----

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

শুভ বিকেল।

১৫| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫

রাইসুল নয়ন বলেছেন: ভালোলাগা রইলো কবি ।

এইটা আমার কাছে একটু ভিন্ন ধরণের ভালো লাগছে ।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস নয়ন।

শুভ কামনা রইল।

শুভ বিকেল।

১৬| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭

সাহিদা আশরাফি বলেছেন: বিক্ষিপ্ত থেকে থেকে প্রাণের অর্গল বেজে চলে
ছোঁয়া হয় না হৃদয় তোমাকে
সবুজের নির্যাস, দীর্ঘশ্বাস ছেড়ে
বিপথগামী সেই পুরনো পথে
হেঁটে চলে, আনমনা একাকী
নিজের আত্নজ দ্বৈত সত্তার সঙ্গীত!

আপনার কবিতা আমার কাছে সবসময় ভাল লাগে।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস সাহিদা আশরাফি।

শুভ কামনা রইল।

শুভ বিকেল।

১৭| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার কবিতার ভেতরকার দ্বৈত পরীক্ষণকে স্বাগত জানালাম।
কবির হাহাকারময় ভালোবাসায় চুম্বণের ভেষজ গুন ধরা পড়ে এবং তার
পরিব্যপ্ত এতটা তমসা এনে দেয় তা এই কবিতায় আপনি ফুটিয়ে তুলেছেন
স্পষ্টভাবে, সেখানেই আমার ভালোলাগা রাখলাম।

সুখে থাকুন কবি!!!

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গভীর পাঠে কৃতজ্ঞতা কবি।

ভালো থাকবেন বেশি বেশি।

শুভ বিকেল।

১৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪

কালোপরী বলেছেন: :)

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হাসে কেন!

থ্যাঙ্কস :)

শুভ সন্ধ্যা।

১৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:২০

মিঠেল রোদ বলেছেন: চুম্বক বিষয়ক ভাল লাগা।

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

শুভ সকাল!

২০| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬

অদৃশ্য বলেছেন:




চমৎকার হয়েছে কবি...


হাসান ভাইয়ের জন্য শুভকামনা রইলো

আর
আপনার জন্যও শুভকামনা...

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

শুভকামনা আপনার জন্যও...

শুভ দুপুর।

২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৪:১২

নোমান নমি বলেছেন: পিপাসার্ত কবিতা। দারুন।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

শুভ সন্ধ্যা।

২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৬

কালোপরী বলেছেন: :#>

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন: :|

আপনি লাল হলেন কেন!??

২৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৪

ফ্রাস্ট্রেটেড বলেছেন: হ্যা, হ্যা এইটা ঠিক আছে। আজকাল কোথাও একবিন্দু কমিক রিলিফ নাই। :(
কবিতার শুরুতেই একটু কৌতুক পায়া বেশ লাগছে। ভেষজ, ওয়েল সেইড :D

ভালো লাগলো বস; আপনার কবিতার গতি বোঝা মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য। একেক সময় একেক রকম ল্যাখেন। নাইস ভ্যারিয়েশন :)

ও, ধুম কইরা উধাও হইলেন যে ?? সিনেমা নিবেন না ?? :)

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চুম্বনে ভসজ গুন কথাটা কিন্তু মিথ্যে না! বিজ্ঞানীরা একটা জরিপ করে দেখেছেন যে যেসব দম্পতি, তারা পরস্পরকে চুম্বন করে প্রতিদিন, তারা অন্যদের থেকে ৫ বছর বেশি বাঁচে!! :D :D

আজকাল আমিই আমার লেখা বুঝতে পারি না, একরকম লিখতে শুরু করি, আর শেষ করে দেখি অন্যরকম হয়ে গেছে! :(

বস, ঢাকায় এসে এখন পর্যন্ত কারো সাথে দেখা করি নাই, আর বাসা চেঞ্জ করা নিয়েও ঝামেলায় ছিলাম। তাই আপনার সাথে আর কথা হয় নাই। একটু ধীর হয়ে নেই, আসছি আপনার ওখানে।

২৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন!

অনেক ভালো লাগা রইলো।

++++++

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ৎঁৎঁৎঁ।

আপনাকে অনেকদিন পর দেখলাম।

ভালো থাকবেন।

২৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪

কালোপরী বলেছেন: হাসতে মানা???

০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সংগ্রামী বন্ধুগণ,
আপনারা হাসবেন না!
হাসার উপর অতিরিক্ত ট্যাক্স ধার্য করা হয়েছে
প্লীজ, আপনারা মুখ কালো করুন
গোমরা চেহারাই যথেষ্ট সুন্দর
আপনাদের হলদেটে দাগ পড়া দাঁতে,
ফেটে যাওয়া দাঁতে
প্লীজ হাসবেন না!

না এমন কিছু হয় নাই, এখনো! হাসতে পারেন :D :D

২৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

কালোপরী বলেছেন: :| :| :| :|

০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তব্দা খাওয়া ভালো! :D :D

২৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭

শত রুপা বলেছেন: ভালো লেগেছে
(সায়েনকে বলছি).. ভেবেছিলাম হারিয়েই গেছি
কিন্তু AmiAmiAmi Ami jonmo nilam......
....

একটা জ্যামুক্ত তীর মুহূর্তে ছুটে গেল(আমি জন্ম
নিলাম)
চৌদিক চৌচির হয়ে একটা অবয়ব(আমার শৈশব)
ক্রমশ: অপসৃত হতে হতে
বাস্তুভিটার বর্হিদেশে মূহ্যমান(আমার বর্তমান)।

আমার প্রতিটি দুপুর(এই যে আমি)
প্রতিটি প্রশ্বাসের উৎগীরিত ধোঁয়ার মাঝে(সবার চেতনায়)
এরকম একটি করে অবয়ব(স্বপ্ন)
নির্নিমিখ তাকিয়ে থাকে(স্বপ্নের দিকে)
তুমি কেহে স্থিরচিত্র
অদূর ভবিষ্যতে দাঁড়িয়ে
দিকেদিকে আমার দৈন্যদশার সাথে
অবান্তর মশকরা করছো!

..

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, আপনি বোধ হয় ভুল কমেন্ট করে ফেলেছেন। অবশ্য আপনার ভুল হলেও ভালো লাগছে। অন্তত আপনাকে ব্লগে দেখলাম!

আবার ব্লগে নিয়মিত হোন।

শুভ কামনা রইল।

২৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০

shfikul বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা পড়লাম।খুব ভালো লেগেছে।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস shfikul

ভালো লেগেছে শুনে খুশি হলাম।

শুভ দুপুর।

২৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

শ্রাবণ জল বলেছেন: চুম্বণে ভেষজ গুন!! :) প্রেমিকাকে চুমু খাওয়ার কত বাহানা!! :)

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সেদিন মাথায় ভেষজ শব্দটা ঘুরছিলো আর কিছুদিন আগে পেপারে একটা লেখা পড়ছিলাম! অই লেখাটা ভেষজ মিলে এটা দাঁড়িয়ে গেলো!

আর প্রেমিকা পাবো কই!!! দিলেন তো ছেকা খাওনের কথা মনে করাইয়া! :( :((

৩০| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২

ভিয়েনাস বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো :)

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমারও ভালো লাগলো!!

থ্যাঙ্কস কবি।

শুভ সন্ধ্যা।

৩১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

রাইসুল সাগর বলেছেন: চমৎকার কাব্যে +

শুভকামনা সব সময় আ আ সরকার ভাই।

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেকদিন পর আপনাকে দেখলাম সাগর ভাই। আশাকরি, ভালো ছিলন/ আছেন।

থ্যঙ্কস ব্রো।

শুভ বিকেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.